এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ২৮ নভেম্বর ২০১০ ১৪:০৪ | 194.126.37.76
  • এশিয়াডে মহিলাদের মল্লযুদ্ধ কি হয়ে গেছে? ভারত কি কিছু পেয়েছে? না পেলে কেন পেলনা? টিম সিলেকশনে কিরম ঘাপলা হয়েছিল? জেপিসি র দাবী জানিয়ে গেলাম।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১৩:৫৩ | 122.172.22.244
  • হুঁ, আম্মো দ্বিপ্রাহরিকভোজনের উদ্দেশ্যে রওনা দি, সহজসরল, ঝাড়া হাতপা মেনু আজ - মাটন বিরিয়ানি আর চিকেন কোর্মা। বিভীষণ একটু আগে জানালো আজ খেতে পারবে না, আক্কেলদাঁতের ব্যথা উঠেছে।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১৩:৫০ | 122.172.22.244
  • খোশবাইয়ের টানে দেখছিস না কুমড়ো কেমন থেকে থেকে দীর্ঘশ্বাস ফেলছে আর একবার করে পোস্টিয়েই আবার নীপা হয়ে যাচ্ছে। ঃ-)
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১৩:৪৯ | 72.83.86.88
  • তুমি কিছুদিন কাঁচা কাঁচা রেখে দেওয়া কি কাঁচ চিকেন , এইসব রান্না ধরো, ঐ টইতে টিম ,দে দি এট আল যেসব সুপরামর্শ দিলো, সেগুলো রিলিজিয়াসলি একটু মেনে চলো .. এমনি ই বেরিয়ে যাবে মনে হয় ।
    এইটা হল আমার দিক থেকে সুপরামর্শ, আজকের মতন। গুন্নাইট।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১৩:৪৭ | 122.172.22.244
  • মানেটা কী হল? উত্তরটা হয় জানিস, নয় জানিস না। কোনটা? আমড়ার আচার না খাবি তো বড় বয়েই গেল, এই নে এক বস্তা কাঁচা তেঁতুল।
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১৩:৪৪ | 72.83.86.88
  • আমড়ার আচার কি তুমি বানিয়েছো ? তাহলে আর কষ্ট করবোনি ঃ)
    ওদিকে কাব্লিদার বাড়ি থেকে এতক্ষণে নিগ্‌ঘাত ভুনা খিচিড়ি আর মাংসের খোশবাই ওড়াউড়ি শুরু করে দিয়েছে ! অর্ধ ভোজন করে একটা ঘুম দি গে যাই।

    টিম, আমাদের ভারতীয় সব ভাষার অ্যাকসেন্ট নিয়েও এরকম একটা প্রোগ্রাম দেখেছিলাম মনে হচ্ছে। খুঁজে পেলাম না এখন।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১৩:৪৪ | 122.172.22.244
  • তবে পাইবক্স, ঠিকই বলেছিস, বিভীষণকে আজকাল কোনোভাবেই বাঁশ বা মই কিছুই দেওয়া যাচ্ছে না। কেমন একটা অকুতোভয় টাইপের হয়ে উঠেছে। কাল থেকে একটা ঝগড়া পাকিয়ে পাকিয়ে আজ সকাল অব্দি টেনেছিলাম। ক্লাইম্যাক্স হিসাবে যেই চশমা ভাঙ্গতে গেলুম, তিনি ই মুন্ডুখানা এগিয়ে দিয়ে বললেন, ""এই নাও ভাঙ্গো"। কেউ নিজের থেকেই তার জিনিস ভাঙ্গতে বললে, তখন কি আর ভাঙ্গা যায়, আমার কি লজ্জশরমও থাকতে নেই! পারলাম না। অথচ আগে আমি কিছু ভেঙ্গে দিলেই সে বাড়ী ছেড়ে চলে যেত, তখন আমি আর ঋভু পিজ্জা আনিয়ে খেতুম। সেই সব সোনালী দিনগুলো আর কি ফিরে আসবে!
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১৩:৩৮ | 122.172.22.244
  • ধুর ভাটের জন্যও করা যায়। আমি ই তো আজ করলাম, ক্যাপ্স লক অন করে একই বানান দুইবার লিখলাম, ভুল লিখলাম নাকি ঠিক লিখলাম তা জানি না। যে বলতে পারবে, কোন বানান আর কোন পোস্ট, তার জন্য আমড়ার আচার রেখে গেলাম।
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১৩:৩৩ | 14.99.3.139
  • আহা শুধু ক্যাপস লক কেন, ক্যাপস লক ভাঙলে অ্যাস্কি ভ্যালু দিয়েও ঠিকঠাক আনা যায় তো।
    তবে সেসব সিরিয়াস কাজকম্মো বা সচলায়তনে পোস্টের জন্য করতে হয়।
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১৩:২১ | 72.83.86.88
  • ধুর ব্যাঙদি, শিফ্‌ট কি উপড়ে তুমি বিভীষণদার কোনো পাকা ধানেই মই দিতে পারবে না ! ক্যাপস লক আছে কী করতে !
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১৩:২০ | 122.172.22.244
  • ও কুমড়ো, গায়ে-মনে জোর এনেও উপড়োতে পারছি না, কীবোর্ডের সামনে বসে চারবেলা অখাদ্য-কুখাদ্য গেলার ফলটা হাতেনাতে টের পাচ্ছি। কেমন গোড়া থেকে চিটপিটে হয়ে আছে কীগুলো সব।
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১৩:১৮ | 14.99.3.139
  • উপড়াইও নি, ভাঙিও নি। দুটো শিফট, উইন্ডোজের ছবি দেওয়া কি আর পেজ ডাউন কি-এর তলায় মটরদানা বা ভুজিয়া কিছু একটা ঢুকে আটকে গেছে। এমনিতেও বুড়ি ল্যাপী, ৬ বছর ৯-১০ মাস হল চলছে, নতুন একটা কিনতেই হবে তাই আর কিবোর্ডের তলা পরিস্কার করার জন্যও খুব একটা চেষ্টাও করি না।

    কিন্তু কি উপড়ানো শক্ত কাজ হবে কেন? অফিসের পুরানো ল্যাপী যখন হাতে আসে, তখন তো মাঝেমধ্যেই এটাসেটা কি খুলে যায়। পুরানো এক কোঙে প্রায় পুরো কিবোর্দটা আমি ফেভিকলের সাহায্যে ব্যবহারযোগ্য করেছিলাম।
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ১৩:১২ | 122.162.184.132
  • cntrl,altr কী দুটো আলগা করে এনিচি।

    ব্যাং,গায়ে এক্টু জোর আনো,চেষ্টায় মাকড়শা অব্দি সাকসেস পায় আর তুমি সামান্য দুটো কী ভাঙ্গতে হেদিয়ে যাচ্চো!!
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১৩:০৫ | 122.172.22.244
  • আমি চেষ্টা করেও পারলাম না উপড়ে ফেলতে। ঃ-( দমু এসব স্কিল যে কেন শেখায় না!
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:৫৭ | 173.163.204.9
  • মনে হয় সবাই একটা একটা করে কী তুলে কম্পিউটার খারাপ করে ফেলেছে। ক্ষি অবস্থা! ঘুমোতে যাই।
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:৫৪ | 173.163.204.9
  • এইটা দেখেছো কেউ?
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১২:৪৯ | 72.83.86.88
  • হ্যাঁ, মনে পড়েছে, কার মতন।
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:৪৮ | 173.163.204.9
  • রাক্ষস কিকরে হবে? ধুস।
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:৪৬ | 173.163.204.9
  • আমার অনেকরকম গলা আছে। একেকটা একেকজনের মত।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১২:৪৪ | 122.172.22.244
  • বাঃ দারুণ তো! দুটো শিফট কি-ই একসঙ্গে ক্যামোন করে ভাঙ্গতে পারলে! আমা হেন রাক্ষসেরও তো এমন রেকর্ড নাই! মাথায় এল কী করে একসঙ্গে দুটো শিফ্‌ট কি উপড়ে দেওয়ার আইডিয়াটা?? ঃ-) দারুণ পছন্দ হল। এবার থেকে পুরো ল্যাপি আছাড় না মেরে, একটা দুটো করে কি উপড়ে নেব।
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১২:৪৩ | 72.83.86.88
  • টিমের গলাটাও যেন কার মতন একটা।
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩৮ | 72.83.86.88
  • জেরির গায়ে কেমন চেনা চেনা গন্ধ ! টম না হয়েও টের পেয়েচি ঃ)
  • popai | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩৭ | 70.177.55.6
  • jerry এবার মেশিন থেকে ওঠ
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩৫ | 173.163.204.9
  • কেন ম্যাকমোহনের গলা কি খারাপ? কি চমৎকার মিহি গলা! দিব্যি গজল গাইয়ে হতে পারতো ডাকাতি না করলে।
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩৪ | 72.83.86.88
  • ঐ পরির স্বরচিত গুচ্ছ কবিতা ওনার অক্কুট অ্যালবামে আপলোডিত থাকে। নির্মল আনন্দ পেতে চাইলে রেকো কল্লাম। বিশেষতঃ টাটা ন্যানো বিষয়ক কবিতাখানি।
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩৪ | 14.99.6.137
  • আমিও 'ণ'ই জানি। কিন্তু আমার বাড়ীর ল্যাপীর দুটো শিফট কি-ই খারাপ তো।
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩৩ | 14.99.6.137
  • ধুস্‌স্‌স ওচ্চেয়েও গাছন্যাকা দেখে দেখে হেজে গিয়েছি।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩৩ | 122.172.22.244
  • হুঁ, মনে পড়েছে। তাও ভালো টিমি বলে নি যে আমার গলার আওয়াজ ম্যাকমোহনের মতন।
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩২ | 173.163.204.9
  • লিপস্টিক পরি? সে আবার কে? ঐ ভদ্রমহিলা? ব্যাংদি কিকরে জানলো? তাজ্জব।
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩২ | 72.83.86.88
  • আমি তো ণ ই জানতাম। সেদিন দমদিও ন লিখলো দেখে ঘেঁটে গেলাম।
  • Jerry | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩২ | 59.164.188.206
  • হুঁ।
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩১ | 14.99.6.137
  • সেই যে একবার স্যানের ফোনে তোমার সাথে কথা হয়েছি ...... তখন থেকেই বলব বলব করে আর বলা হয় নি।
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩১ | 173.163.204.9
  • বাহ্‌, এত তথ্য দিলো, শুনলে না। কবে চোখ চেপে ধরেছিলো, কবে গান লিখেছিলো..... পুরো মহব্বতের স্ক্রিপ্ট।
    (বড়ো আশা ছিলো দমদি মিনিট খানেক দেখেই গাছন্যাকা বলবে। বললো না! পোরিবত্তন।)
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১২:৩১ | 122.172.22.244
  • এ বালিকা দেখি মশার তালব্য শ ছাড়া আর কিছুই শেখে নি।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১২:২৮ | 122.172.22.244
  • আমার গলার আওয়াজ আবার কোত্থেকে শুনলে? ঐ ইউটিউবের লিংকটায়? ঃ-O । ওটা আমি ক্যানো হব? আমি কি লিপস্টিক পরি?
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১২:২৮ | 72.83.86.88
  • আচ্ছা, গণেশ বানান ণ না ?
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১২:২৮ | 14.99.6.137
  • এই টিমিটাকে ক্যালাবো। কেলিয়ে মোল্ড বানিয়ে দেব। :-X
    সমানে ১৩০ বছর আর ১৩০ বছর করে গেল!! আরে কিছুই যদি না জানিস তালে ভিড্যু বানাচ্ছিস ক্যানে???
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:২৭ | 173.163.204.9
  • রেকমেন্ডেশনের জোর। নির্ঘাৎ জানাশুনো ছিলো। কেমন দিব্যি একটা ব্র্যান্ডনেম পেয়ে গেছে।
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১২:২৬ | 14.99.6.137
  • আচ্ছা দ্রৌপদীকে কেন রন্ধনে ১ নম্বর ধরা হয়? মানে দ্রৌপদী দারুণ রাঁধতেন এর কোন উল্লেখ আছে কোথাও?
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:২৫ | 173.163.204.9
  • হতেই পারেনা। ব্যাঙদির গলা অনেকটা গব্বর সিং এর মত।
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১২:২৩ | 14.99.6.137
  • ওলে বাবালে ব্যাংবিবি কি সেন্টু খাচ্ছে গোওও। ঃ)))
    ভাল কথা ব্যাং আর তেকোনার গলার আওয়াজে বেশ মিল আছে।
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:২৩ | 173.163.204.9
  • না না দমদিকে দেখতে বললাম, তার কারণ হ্যাজ। প্রতিক্রিয়াটা দেখার জন্য। ঃ-)

    তুমিও দেখ, নিতান্তই যদি ইচ্ছে হয়। পরে আমায় দোষ দিওনি বাপু।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১২:১৯ | 122.172.22.244
  • হ্যাঁ রে টিম, তোর মনে এই ছিল! আমাকে তো বললি না ইউটিউব দেখতে! তোদের সঙ্গে ফক্কুড়ি করি বলে কি আমি একটা মনিষ্যি নই!!
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১২:১৯ | 14.99.6.137
  • এঃ আমি আলু খাওয়া এক্কেবে দিয়েছি। ঃ( আরে ছেড়ে দিয়েছি। ঃ( এইসময় ছোট্ট ছোট্ট নতুন আলু , ধনেপাতা ইত্যাদি দিয়ে কি সুন্দর দম হয়। ঃ( ঃ(
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:১৭ | 173.163.204.9
  • না না ভেতরে তড়খড়েই বলেছে।
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১২:১৬ | 14.99.6.137
  • খুললাম তো। সে এখনো লোড হতিছে। কিন্তুক আনা তড়খড়ে না? থখর লিখেছে কেন?
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১২:১৫ | 122.172.22.244
  • ওরে আলুদ্দম, একবার রেঁধে ফেলেছি বলে আর কখনো রাঁধবো না বলেছি নাকি! আর বললেই বা শুনছে কে? আমার চাদ্দিকে সব্বাই হাঁমুখ করেই আছে। ঃ-( দাও না কত রেসিপি দেবে!
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:১৪ | 173.163.204.9
  • আমার বস বলেছে এগুলো সবই বিভিন্ন রকম নার্ভাসনেস। মেনে নিইচি। যা দিঙ্কাল!
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:১৩ | 173.163.204.9
  • দমদি, টইতে তাতিনের দেওয়া ইউটিউব ভিডিওটা দেখে এসো। ঃ-)
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১২:১২ | 122.172.22.244
  • নার্ভাস তো না। লজ্জা আর ভয়। ফারাক নেই কোনো?? আহা মন খারাপ করিস না, বরং নটবর নট আউট দ্যাখ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত