A তো ছিল না সিনেমাটা, UA তা ঐ তেরো-চোদ্দো বছরের ছেলেপুলে ওরকম হিংসাশ্রয়ী পথ বেছে নিচ্ছে, সেই জন্য হয়তো। ছেলে এমনিতেই রোজ ঝাঁসী কি রাণী দেখে দেখে দেশপ্রেমিক হয়ে উঠেছে, আর আমার থেকে বেশি ওর এটা দেখার ইচ্ছে ছিল। কাল সিনেমা শুরু হওয়ার আগে রজনীগন্ধা পানমশলার অ্যাড দেখিয়েছে, আর সে কি উত্তেজনা, ""মা, ঐ দ্যাখো, লর্ড ডালহৌসিটা রজনীগন্ধা খাচ্ছে'' । ঃ-) তবে আশুতোষ আরেট্টু সতর্ক হয়ে সিনেমাটা বানালে পারতো, শেষে যেভাবে টাইটেল কার্ড দেখালো, তাতে মনে হল চেহারার সাদৃশ্যর উপর জোর দিয়েছে। কিন্তু সেট-ফেট ভুলভাল, চট্টগ্রামের বাড়িগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিলো, দাক্ষিণাত্যের গ্রামের বাড়ি। যারা বাংলায় কথা বলছিলো, সব বম্বের বাঙালী নিয়েছে, তাদের বাংলাও সেরকম কানে লাগছিলো, "হোরিপোদো'', ""কোল্পোনা দত্তা'', ইত্যাদি। এরা যে কেন টালিগঞ্জের দিকে ফিরে তাকায় না চরিত্রাভিনেতার জন্য, কে জানে!
hu | ০৪ ডিসেম্বর ২০১০ ০৮:৩১ | 71.201.25.54
মিতাদি, পাঠালাম।
mita | ০৪ ডিসেম্বর ২০১০ ০৮:১৬ | 173.73.20.133
@ Hu, অনেক অনেক থ্যান্কু! যদি সম্ভব হয় ইমেলে একটু পাঠাবে, প্লিজ?
Abhyu | ০৪ ডিসেম্বর ২০১০ ০৭:২০ | 97.81.112.37
মিতাদি বেশিক্ষণ আপনি/আজ্ঞে করতে পারে না। সেকেন্ড লাইনেই "পাঠাও" ঃ)
যদি পড়তে অসুবিধা হয় জানাবেন। আমি ইমেলে পাঠিয়ে দেব।
mita | ০৪ ডিসেম্বর ২০১০ ০৬:৫১ | 173.73.20.133
সামান্য ক্ষতি কবিতাটা কেউ প্লিজ পাঠাতে পার/পার্বেন? খুউউব দরকার। যদি কেউ scan করে mita.paul@gmail.com এ পাঠাও, তাইলে খুউব উপকার হয়।
Sibu | ০৪ ডিসেম্বর ২০১০ ০৫:৩৬ | 66.102.14.1
The west has fiscalised its basic power relationships through a web of contracts, loans, shareholdings, bank holdings and so on. In such an environment it is easy for speech to be "free" because a change in political will rarely leads to any change in these basic instruments. Western speech, as something that rarely has any effect on power, is, like badgers and birds, free. In states like China, there is pervasive censorship, because speech still has power and power is scared of it. We should always look at censorship as an economic signal that reveals the potential power of speech in that jurisdiction. The attacks against us by the US point to a great hope, speech powerful enough to break the fiscal blockade.
- Julian Assange
achintyarup | ০৪ ডিসেম্বর ২০১০ ০৪:৩২ | 59.93.245.248
বললে পেত্যয় যাবেন না মোশাইরা, রাম সম্পর্কিত আপনাদের ভাটিয়ালি মন দিয়ে পড়ছি আর পিটপিট করে হাসছি, এম্নি সময় ঘরের টেলিবিসোনে সুয্যু সেন গাইতে শুরু করলেনঃ বন্দে মাতা রাম, বন্দে মাতা রাম
samaran | ০৪ ডিসেম্বর ২০১০ ০৩:০৭ | 117.194.96.172
ট্রেন থামে, চলে, এগোয়, মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ে। একটা ছোটখাটো স্টেশন আসছে দেখে সিট ছেড়ে উঠে জানলার দিকে এগিয়ে গিয়ে বাইরে মুখ বাড়াই, স্তেশনের নাম দেখি "জনাই রোড'। একীইইইই বলে চেঁচিয়ে উঠতে বসে থাকা প্রত্যেকেই চমে্ক উঠে একযোগে জানতে চান, কি হলো? মুখ দিয়ে কথা বরুচ্ছে না এতটাই ঘাবড়ে গেছি, কোনোমতে বলি, এটা চুঁচুড়ো যাচ্ছে না? আবারো একযোগে উত্তর আসে, না!, এটা তো কর্ড লাইন, এটা তো ওদিকে যায়ই না! রিতিমত লাফ দিয়ে ঝোলা নিয়ে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের এদিক ওদিকে তাকাই, জনশূন্য জনাই রোড স্টেশন। আমি নেমে গেলে ট্রেনও এগিয়ে যায়, বর্ধমানের দিকে। প্ল্যাটফর্মের শেষমাথায় গিয়ে একজনকে পেলাম, এবং জানতে পারলাম, চুঁচুড়ো যেতে হলে আমাকে হাওড়াগামী ট্রেনে করে বালী যাইতে হইবে এবং বালী হইতে মেন লাইনের টেরেন ধরিয়া চুঁচড়ো যাইতে হইবে!
ভুল ট্রেনে ভুল জায়গার নামার ভয়েতেই বোধায় ক্ষিদে-তেষ্টা সব একসাথে চাগিয়ে ওঠে, সকল থেকে খাওয়া বলতে তো শুধু দুই মগ দুধ-চিনি ছাড়া চা আর তিনখানা ক্রিম ক্র্যাকার বিস্কুট। প্ল্যাটফর্মের একমাত্র মানুষটির কাছ থেকে জানা গেল হাওড়ার ট্রেন আসিবে বেলা দুটোয়, তবে প্রায় দিনেই সেই ট্রেন দুটো দশ-পনেরোর আগে আসে না! ষ্টেশনের ঘড়িতে বেলা একটা পনের। চা-বিস্কুটের সন্ধান করার বৃথা চেষ্টা না করিয়া ফোন করিলাম শ্বশুর মশাইকে, জানাইলাম যে জনাই রোডে এসে পড়েছি, চুঁচুড়ো কতক্ষণে পৌঁছুবো কোনো ধারণা নেই। কিছু খেয়েছি কিনা, স্টেশনে কিছু পাওয়া জায় কিনা সব খোঁজ নিয়ে তিনি কিভাবে সঠিক ট্রেনে সঠিক জায়গায় পৌঁছুবো সেসব বলে দিলেন। শাশুড়ি মা রিতিমত উৎকন্ঠিত ততক্ষণে।
জিনিয়ার ফোন আসে, চুঁচড়ো থেকে ফেরার পথে হিন্দমোটরে নেমে সন্ধেবেলায় ওর বাড়িও আজকেই যাওয়ার কথা। কদ্দূর গেলাম সেই খোঁজ নিতে সে ফোন করেছে। জনাই রোডে দাঁড়িয়ে আছি শুনে প্রচুর প্যাঁকও খেলাম। একজন দু'জন করে মানুষ আসতে থাকেন ট্রেনের সময় এগিয়ে আসায়, ট্রেন আসে সোয়া দুটোয়। দৌড়ে গিয়ে ট্রেনে উঠে বসি। ট্রেন ছাড়ে না। কী হলো আবার? পাশে বসা আফিসফেরত যাত্রীনি জানান, এটা ক্যাশ ট্রেন, সব স্টেশনেই ৮-১০মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এটা!
ক্যাশ ট্রেন কী বস্তু জানতে চেয়ে শুনলাম, কাল দুপুর থেকে আজ দুপুর অব্দি যা ক্যাশ কালেকশন হয়েছে টিকিট কাউন্টারে, সেই সমস্ত ক্যাশ এই ট্রেনে কলকাতা যাবে, টেনটা বর্ধমান থেকে শুরু করে সব কটি স্টেশন থেকে টাকার বাক্স তুলতে তুলতে হাওড়া পৌঁছায়! আর কত ভোগান্তি আছে আছে আজ কপালে আমি ততক্ষণে সেটা ভাবতে শুরু করেছি।
Tim | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:৫৭ | 198.82.19.213
ক্যারাম একটি দার্শনিক তঙ্কÄ। রাম কে, কী, কেন ইত্যাদির উত্তর আছে ওতে।
hu | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:৫০ | 12.34.246.72
বস এবং আরো কিছু পোলাপান প্রভুত ক্যাচরম্যাচর করছে। ইহাই কি ক্যারাম?
আমার এক বন্ধু বলেছিলো বাপু ওটাই বলতে গিয়ে শেষ করতে পারেননি।
samran | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:৩৬ | 117.194.96.172
শিরোনাম পরে লিখিব ---------------------
সকাল সকাল বেরুনোর কথা ছিল কিন্তু যা হয়, শত চেষ্টা করেও এগারো বাজবার আগে বাড়ি থেকে বের হওয়া গেল না। ইদিকে পোলায় একলা থাকবো বিধায় সন্ধ্যা সন্ধ্যা ফেরত আওন লাগব, আবার যাওয়াও দেরী করিয়া। অ্যাজ ইউজুয়াল কোনো ট্যাসকি হাওড়া যাইবে না একজন যদিও বা রাজী হইল তো সে ভাড়া চায় একশ পঞ্চাশ টাকা যেখানে মিটারে গেলে গেলে উঠবে বড়জোর পঞ্চাশ, অগত্যা অপেক্ষারত মিনিতে যাত্রা মনস্থ করিতে হইল। লজ্ঝড় মিনি স্লো মোশানে যায় জিটি রোড ধরিয়া, আমি কেবলই ঘড়ি দেখি, অনেক দেরী হয়ে গেল রে।
শ্বশুর মশাইয়ের জন্মদিন উপলক্ষ্যে সেখানে আমার নেমনতন্ন প্রতিবারের মতন, গতকাল শিখাকে দেখতে নার্সিং হোমে যাওয়ার (শিখার কথায় পরে আসছি) ছিল তাই জনমদিন পালন একদিন পিছিয়ে আজকের দিনে ছিল। লজ্ঝড় মিনি শেষমেশ হাওড়া পৌঁছে দিলে আমি টিকিট কেটে আগে বোর্ডের দিকে তাকাই,বর্ধমান লোকাল ১২টা৩০এ, ব্যন্ডেল লোকাল ১২টা৫০এ। ষ্টেশনের ঘড়িতে তখন ১২টা ২৮। দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার আগে গার্ড রুমের সামনে দেখলাম কালো কোট আর সাদা প্যান্ট পরা একজন গার্ডরুমে উঠছেন, তাঁকে জিজ্ঞেস করি, দাদা, এই ট্রেনটা চুঁচড়ো যাবে তো? যদিও জিজ্ঞেস করার দরকার ছিল না কারণ কবে যেন শুনেছিলম বর্ধমান লোকালে চুঁচুড়ো যাওয়া যায় তবুও কনফার্ম করেই ট্রেনে ওঠা ভাল ভেবেই জানতে চাওয়া।
ভদ্রলোক বললেন, হ্যাঁ, যাবে। নিশ্চিন্ত মনে ট্রেনে উঠে কামরার মাঝামাঝি একটা সিটে বসে পড়ি, জদিও নজর ছিল জানলার ধারের সিটের দিকে কিন্তু সেগুলো খালি না থাকয় মাঝখানেই সই। সিট তো পেয়েছি। কানে আইপড গুঁজে প্লেলিস্ট সিলেক্ট করে হেলন দিয়ে বসে চোখ বন্ধ করি। ধুকপুকিয়ে ট্রেন চলে। মাঝে মাঝেই থামে, কখনো ঝিমিয়ে ঝিমিয়ে চলে, আমি মাঝে মাঝে শুধু ঘড়ি দেখি, ক'টা বাজলো? স্টেশন এলে বোঝর চেষ্টা করি কদ্দূর এলাম কিন্তু বুঝতে পারি না। রেললাইনের দুই পাশ কেমন অচেনা অচেনা ঠেকে, অনেক বেশি গঅহ্হ আর জঙ্গল মত দেখা যায়। ভাবলাম, এক বচ্ছর বাদে যাচ্ছি তাই অচেনা লাগছে বোধায়!
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:৩৬ | 168.26.215.13
এরও সলিউশন আছে বসকে রাম দাও দিলেই বিরাম পাবে।
hu | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:৩২ | 12.34.246.72
শুক্কুরবার দুপুরে যখন হ্যা হ্যা করে কাজ করতে হয় তার নাম হল হারাম।
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:৩০ | 168.26.215.13
আমি ভাবছি আজ রাম খেয়ে, এই গান, রাম, আমি ও সে নিয়ে একটা পোবোন্ধো লিখব।
Tim | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:২৬ | 198.82.19.213
হ্যা হ্যা এইটা জবর হয়েছে। ঃ-) কবেকার গান সব।
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:২২ | 168.26.215.13
রাম নিয়ে একটা গানও দিই।
Tim | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:১২ | 198.82.19.213
হুঁ, ছগলের রাম কে যেমন বলে ব্যারাম। রামকে একক হিসেবে ব্যবহার করলে তাকে বলে আরাম।
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:০৯ | 168.26.215.13
এগুলো হচ্ছে বিভিন্ন রামের ক্লাসিফিকেশন। মানে অল্প ভালো রাম, খুব ভালো রাম এমন।
omicron | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:০৭ | 151.141.84.114
রাম অনেকসময় সাফিক্সেও আসে। বোকারাম, ভ্যাবাগঙ্গারাম, ট্যালারাম, ভোদারাম
omicron | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:০৪ | 151.141.84.114
না না হের হরেরাম তো পাঁঠা দিয়ে রাম খেলেন। কইলেন রাম পাঁঠা বড় মজার। :-)
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:০৪ | 168.26.215.13
হরির আবার ভালো মন্দ। বিষ কেন পেঁপেহরি হলে সেও ভালো হবে নিশ্চয়।
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:০৩ | 168.26.215.13
নাদান বালক। বিষ বলেই না রাম ভালো। অনেকে সাপের ছোবল নিয়ে নেশা করে শোনো নাই।
omicron | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:০২ | 151.141.84.114
বিষহরি ভালো। :-)
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:০২ | 168.26.215.13
এগুলো সবই রাম খেলে যারা আউট হয়ে যায় তাদের নিয়ে বলা।
শুধু রাম দা টা অন্য। ওটা অন্য রাম। রামের মতন দাদা।
Tim | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:০১ | 198.82.19.213
বিষ রাম? বিষ ও রাম? সেটা কি ভালো। হ্যাঁ আকাদা?
omi | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:০১ | 151.141.84.114
রাম চোট্টা রাম খোট্টা রাম বলদ রাম কুচুটে
stoic | ০৪ ডিসেম্বর ২০১০ ০২:০০ | 160.103.2.223
শিব্রাম। নাঃ এবার বাড়ি যাই। সবাইকে হ্যাঃ উঃ এঃ।
stoic | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৯ | 160.103.2.223
বিশ্রাম।
omi | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৭ | 151.141.84.114
রাম কোপ রাম ঝগড়া রাম ঘাউড়া রাম ট্যালা
omi | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৫ | 151.141.84.114
রাম দা রাম ঠ্যাঁটা রাম বোকা রাম পাঁঠা
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৪ | 168.26.215.13
সমাসটা কেমন তার ওপর ডিপেন করছে। রাম ও পাখি হলে তো হয়েই গেল।
Tim | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৫০ | 198.82.19.213
রামপাখি তবে কি হ্যাঁ? বার্বিকিউ?
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৪৯ | 168.26.215.13
বাজে রাম? হীরের আংটি আবার বাঁকা?
Tim | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৪৮ | 198.82.19.213
বাজেরাম হলে? তখন তো বলতেই পারে।
stoic | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৪৮ | 160.103.2.223
আকার সাথে ক।
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৪৭ | 168.26.215.13
দুনিয়ায় অনেক রকম স্বার্থপর আছে, আবার অনেক রকম পরার্থপরও আছে। অ্যা করার জল নিয়ে রঞ্জনদার উদা পশ্য। আবার এর মাঝামাঝিও কেউ কেউ আছে। কিন্তু একটি ব্যপারে সবই ধ্রুবক। তাহল রামের ব্যপারে সবাই স্বার্থপর। আমার রাম তুই নিয়ে নেশা কর একথা কোন রসিক লোক কোনদিন বলবে না।
stoic | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৪৬ | 160.103.2.223
রাম নিয়ে পান করছি আর কি। ঃ-) (উপরোক্ত বাক্যবন্ধটিও একটি পান।)
stoic | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৪৩ | 160.103.2.223
ধুস্স্স, এ রাম সে রাম নয়। হেন্স ডিডিদাকে কোচ্চেন। ;-)
aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৪২ | 168.26.215.13
তিলে খচ্চর কেন এতো খুব সহজ। তিলে তিলে খচ্চরের মতন হয়েছে। খচ্চর হওয়া খুব শক্ত, অনেকদিনের ট্রেনিং লাগে।
Tim | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৩৯ | 198.82.19.213
সাম্প্রদায়িক। ইন্দোদাকে @#$%%%%&[*
Tim | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:৩৮ | 198.82.19.213
রাম স্বার্থপরের মত বনে ( হেহে মানে কিনা জার্মানী) চলে গেসলেন। উদিকে দেশে তখন বিস্তর গোলমাল, লোকে ভরতেকে মান্তে চাইছে না, দশরথের টেনশনে ভির্মি খাওয়ার জোগাড় ইত্যাদি। রামায়ণে রামের স্বার্থপরতার অনেক উদা আছে। সাব অল্টার্ণ, আম্প্রদায়িক অযোধ্যা, বনাম পোথোম বিস্সো আর্য্য অধ্যুষিত জার্মানি। কোনো তুলনাই হয়না। রাম সিটিজেনশিপ নিলেন।
ডিডিদা ঘুমালেন মনে লাগে, তাই আমিই কয়ে দিলেম।
stoic | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:১৬ | 160.103.2.223
তিলে খচ্চরের মত 'রাম স্বার্থপর' বলে কেন? ডিডিদা উত্তর দিন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন