কিন্তু তোমার এমন অকালহাইবারনেশনের হেতু কি মিঠু? আর ঈশান বলল টিভি নাই, নেট নাই, তোমরাও কি বনবাস প্র্যাক্টিস করছ নাকি?
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৩২ | 122.248.183.1
ঠিক রাজারা নয়। আমাদের পুরোনো সভ্যতা/সংস্কৃতি র কথা বলছিলাম
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৩২ | 173.163.204.9
মামী, এম্নি এম্নি কি বোঝা যায়? চিমটি কাটো নিজেরে। ঃ-)
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৩১ | 173.163.204.9
ঃ-)
m | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৩১ | 14.99.2.122
অক্ষ,এসেছিনু, বেঁচে আছি কিনা বুইতেঃ)
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৩১ | 99.73.42.16
রাজারা আমাদের ঐতিহ্য? ঃ-)
shrabani | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৩১ | 124.124.244.109
কিন্তু আমি শেষ হলে গিয়ে কবে আর কি সিনেমা দেখেছি মনে পড়ছেনা। আজকাল তো আবার টিভিতেও প্রায় সাথে সাথেই দিয়ে দেয়। সেদিন যেমন পীপলী লাইভ দিল। দেখতে বসেও এত বহুচর্চিত বলেই নাকি, সব জানা মনে হয়ে আর দেখতে বোর লাগল। প্রথম প্রথম হয়ত হলে গিয়ে দেখলে ভালো লাগত!
byaang | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৩০ | 122.172.3.153
আরে , কি মুশকিল! বাঙালী-বাঙাল সংক্রান্ত কথাগুলো ব্যাঙ বললো কোথায়! ব্যাঙকে আরেক অপরিচিত মানুষ বললেন তো, ব্যাঙের ল্যাজামুড়ো কিছুই না জেনে। শুধুমুধু ব্যাঙের গায়ে প্রাদেশিকতার লেবেল চাপানো কেন ব্যাপু!
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:২৬ | 122.248.183.1
অক্ষ তাহলেও। এখনকার ছেলে পিলে গুলো ই এই রকম। আমার টিমের একটা ছেলে ক্লায়েন্ট কে বলেছিল ভারতীয় রাজারা কিছু ই করতো না শুধু বিলাসব্যসনে দিন কাটাতো। আমি সেই ক্লায়েন্ট র সামনেই ওকে ধরে ধরে উদাহরন দিয়ে দেখিয়েছিলাম সব্বাই না হলেও অনেকেই কিছু কিছু ভালো কাজ করেছিল। আর ভারতীয় হিসাবে এই ধরনের মন্তব্য বিদেশী দের কাছে আমাদের ঐতিহ্য কে অস্বীকার করা নয়?
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:২৬ | 173.163.204.9
একটা ভগৎ সিং হিট করেছিলো না? অজয় দেবগণের টা? আমি তো তাই জানতাম।
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:২৫ | 173.163.204.9
টুনির পরেও কিছু ছিলো জান্তাম না। পিছিয়ে পড়েছি। আজ্জোদাও আজকাল লিং দেয়না।
shrabani | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:২৪ | 124.124.244.109
স্বাধীনতা সংগ্রামের গল্প শুধু বাঙালীদের রক্ত গরম করবে! আসলে গল্প বলার ধরণ, এযুগে কিরকম করে বললে লোকে শুনবে....... "রং দে বাসন্তী" তো বেশ হিট হয়েছিল। ডিরেক্টর তো সেদিনে বলল সে নিজেও বই পড়ার আগে এসম্বন্ধে বিশেষ কিছুই জানতনা চট্টগ্রামের ব্যাপারটা নিয়ে। আর আগে মনোজকুমারের ক্রান্তির সিনেমা বা দেশভক্তির সিনেমা যেমন চলত এখন বানালে কি আর চলবে। ভগত সিং য়ের দুটো সিনেমাই তো ফ্লপ হয়েছিল।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:২৩ | 99.73.42.16
ওরে বাবা টুনির মা শুধু না, বাজারে খুব বিপজ্জনক সব গান চলছে আজকাল! তাতিন জানবে। সে কি সাংঘাতিক!
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:২১ | 99.73.42.16
আরে মিঠু এসেছে!
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:২০ | 122.248.183.1
কাবলি দা, বিদেশে এই সংখ্যার র সাথে আগের সংখ্যা টাও পাঠানো হয়েছে তো?
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:১৯ | 99.73.42.16
ব্যাং এটা শুধু একটা সিন-এর ব্যপার না। একটা চরিত্র, প্রীতিলতা ওয়াদ্দেদারের মত একটা চরিত্র, সে যুগে দাঁড়িয়ে যে সশস্ত্র বিপ্লবে শুধু অংশগ্রহণ করেনি, একদম সামনের সারিতে ছিল। পুলিশে ধরা পড়লে যাতে কোনোভাবেই তার কাছ থেকে কোনো তথ্য না বার করতে পারে, তাই তার রাজনীতির স্বার্থে সে সেই অপশনটা যাস্ট কাটিয়ে দিচ্ছে, সেইখানে ঐ নির্মল ইত্যাদি ডায়ালগ পরিচালকের সম্বন্ধে কিছু আভাস দেয়। আর সিনেমায় হরদম লোক খুন হওয়া বেশ খিল্লির জিনিস তো! মারামারি কাটাকাটি - তুমি রজনীকান্তের সিনিমা দেখ নাই?
তোমার কাছে কষ্টের কেননা তোমার জন্মের খুব বেশি আগে তো স্বাধীনতা না। প্রতি প্রজন্মে ডাইলিউশন হবে না? তাছাড়া ভারত এখন চকচকে, ভারত এখন মাল্টিপ্লেক্স, ভারত এখন কমনওয়েলথের চোখ ধাঁধানো আলো - এগুলো নিয়ে কি তুমি বড় হয়েছিলে?
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:১৮ | 173.163.204.9
ডেঞ্জারম্যান কি? কোথায় শোনা যায়?
দেদি, এইসব ব্যাপারে বেশিদিন দেরি করলেই ডাউট তৈরী হয়। তখন আবার মুশকিল। বেনিফিট অফ ডাউট হ্যান ত্যান। ঃ-)
de | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:১২ | 203.197.30.2
টিমি বড্ড তাড়াতাড়ি ঠিক করে -- , সিনেমাটা না দেখে শুধু একটা লাইন শুনে ডিসাইড করা ঠিক নয়!
স্বাধীনতা সংগ্রাম শুধু বাঙালীর নয় -- বাঙালের বলছে ব্যাং, চেপে ধরো ওরে!
d | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:১০ | 14.96.0.175
ভাল কথা কদিন আগে ব্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। ঐ যে ট্রেনে গান গায় লোকজন সাউন্ড বক্স নিয়ে উঠে ..... তারা হঠাৎ গাইতে শুরু করল 'ও টুনির মা তোমার টুনি কথা শোনে না যারতার লগে ডেটিং মারে আমায় জানায় না' বাপস!! সে কি GUN! লোকে আবার চলন্ত ট্রেনে নাচতেও শুরু করল!!
দেখেশুনে ভরসা পেয়ে আমি 'ডেঞ্জারম্যান' ফরমায়েশ করে শুনলাম। ঃ)
অক্ষ, শুধু একটা সিন নিয়ে বললেই চলবে কেন? পুরো সিনেমাটায় কোথাও সিরিয়াসনেসের অভাববোধ ছিল না, অন্তত আমার তো লাগে নি। আর এটাই বুঝতে চাইছি, আমার কাছে যেটা কষ্টের, সম্মানের, তার থেকে "এরা" সম্পূর্ণ বিচ্ছিন্ন কেন?
d | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:০০ | 14.96.0.175
আমি ঐ নটবর নট আউট দেখবই ভেবেছি। আমার ২০১০ এর রেজোলিশন ছিল যে অন্তত ৫ টা সিনেমা দেখব।
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:৫৮ | 173.163.204.9
ব্রেক কে বাদ একটা সিনেমা? কেমং ছবি?
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:৫৭ | 173.163.204.9
এই সিনিমাটা দেখবোনা, এইটুকু মোটামুটি ঠিক করে ফেলেছি। এ তো আর হ্যাঃ পঃ না, সহ্য হবেনা।
de | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:৫৫ | 203.197.30.2
আমরাও দেখলাম -- রোব্বারের তিনটে পঁয়তাল্লিশ -- হলে কেবল জনাকতক লোক, মাল্টিপ্লেক্ষে পাশের হলগুলোতে হাউস্ফুল যাচ্ছে, ব্রেক কে বাদ ইত্যাদী চলছে সেখানে।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:৪৯ | 99.73.42.16
তোমরা বড্ড বুড়ো হয়ে গেছ। তোমাদের কাছে যে জিনিসটা সেক্রেড, তা থেকে যারা সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাদের কাছেও তা আশা কর। আর প্রীতিলতাকে দিয়ে "নির্মল আমি তোমার কাছে আসছি" বলালে আমারও ভুস ভুস করে হাসি পেত ঃ-( দোষটা শুধু দর্শকের না। যেধরণের সিরিয়াসনেস গল্পটা দাবী করে, সেটা তো পরিচালক নিজেই দেখাতে পেরেছে বলে মনে হলনা। তবে সিনেমা হলে বসে লোকের শোনার পরিধির মধ্যে খিল্লি করলে, দু-চার কড়া কথা এমনিই শোনানো উচিত। সে ভালো করেছ। কিন্তু এইডা কেমন হল, স্বাধীনতা সংগ্রাম খালি বাঙ্গালীদের?
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:৪২ | 173.163.204.9
হ্যাঁ বড়ো ভালো সিনেমা।
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:৪০ | 173.163.204.9
নেই ক্যানো? কারণ স্বাধীনতা অনেক বড়ো জিনিস, এদের ন্যাপি থেকে ল্যাপি পজ্জন্ত মুখ না খুলতেই এসে গ্যাছে, তাই। বেশিরভাগ এই ধরণের জনতা (আমি যতটুকু দেখেছি, এবং খুব কম দেখিনি) ভীষণ প্রশ্রয়ে মানুষ, অভাববোধ এদের ছুঁতে পারেনি কখনও ( পারিবারিক অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে, এবং অভাববোধ কথাটা আপেক্ষিক )। আজ্জোদা বল্লো, নট নেসেসারি ইভিল, সেটা সত্যি। ইভিল নয়, ভালোই এরা। খুনজখম করছেনা, লুটপাট করছেনা, ইভিল তো নয়ই।
d | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:৩২ | 14.96.0.175
আহা 'নির্জন সৈকতে' বেশ 'বই' তো। আমার অবশ্য অনিল চাটুজ্জের ওপর এট্টু ক্রাশ ছিল।
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:১৬ | 24.42.203.194
কাল মাইক্রোফিনান্স নিয়ে কথা হচ্ছিল, যারা ইন্টারেস্টেড এই সাইটটা দেখতে পারেন - http://www.kiva.org/
অল্পবয়সী ছেলে প্রেমাল শাহ (বার্কলি হাস থেকে এমবিএ করেছে) এই কনসেপ্টটি তৈরি করেছে। ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন দেশের মাইক্রোফিনান্স কোম্পানীরা লোনের রিকোয়েস্ট করতে পারেন। লোনের অ্যামাউন্ট খুব ছোট যেমন ১০০ ডলার বা ১৪৫ ডলার ইত্যাদি। অন্যান্য যেকোন দেশের লোক সেই লোনটি দিতে রাজী হলে ওয়েবসাইটের মাধ্যমে (পেপল) সেই টাকা দিতে পারে। এখনও অবধি লোন রিপেমেন্ট রেট হচ্ছে ৯৮%। কিভা টাকা পায় কি করে না ওরা প্রতিটা ট্রানজাকশনে টিপ দিতে রিকোয়েস্ট করে, যেমন রেস্টোরেন্টে দিতে হয় তেমন। ওদের হিসেব অনুযায়ী মোট ট্রানজাকশনের ৭% ওরা টিপ হিসেবে পায়। এতে ওদের অপারেটিং কস্টের ৭০% উঠে আসে এখন। এখনও ওরা ব্রেক-ইভেন করে নি। কিন্তু করে যাবে বলেই মনে করে। কিভা একটি নন-প্রফিট অর্গানাইজেশন, ব্রেক-ইভেন রিচ করা এবং সাস্টেন করাই ওদের উদ্দেশ্য।
মহঃ ইউনুসের মাইক্রোফিনান্সের রিভলিউশনের এটা পরের ধাপ। ব্রিলিয়ান্ট আইডিয়া যা অনেকের জীবনে প্রভাব ফেলছে। আমার মতে এটাও একধরণের বিপ্লব।
i | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:০৪ | 137.157.8.253
কচু নাই বাবু, আলু অছি, আলু অছি।
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:০৪ | 24.42.203.194
এরা হচ্ছে বিন্দাস পাব্লিক, নট নেসেসারি এভিল, হয়ত মেয়ে পটাচ্ছিল, একটু ফ্ল্যামবয়েন্ট হয়ে গিয়েছিল। এক একজনের এক একরকম ইস্টাইল। টেক ইট ইজি, চিন্তা ভাবনা একটু কম।
সত্যি নির্জন সৈকতে কি করে দেখি নি জানি না। খারাপ হল সিডিটা মাঝপথে আটকে গেল।
tatin | ০৭ ডিসেম্বর ২০১০ ০৯:৪১ | 130.39.149.89
বড় ভাল ছবি, আর সেই রবি ঘোষের আলু না কচু, আর খেতে বসে চাটুনি নেই? অসাধারণ
কিন্তু কেন বল তো, নেই কেন? এদের ছোঁড়াছুঁড়ি বলছি বটে, কিন্তু বয়স তো এদের তিরিশ এর আশপাশেই ছিল। একজন মানুষকে নির্মম অত্যাচার করা হচ্ছে, সেই দেখে একজন প্রাপ্তবয়ষ্ক মানুষের হাসি আসেই বা কী করে?
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ০৮:৫০ | 117.194.98.41
বেশ করেছো দু চার কথা শুনিয়ে। অতীতের কোন ব্যাপার নিয়েই এই প্রজন্মের বেশীর ভাগের না আছে কোন গর্ব, না আছে কোন একাত্মবোধ। সব টাই যেন পরে পাওয়া চোদ্দ আনা
byaang | ০৭ ডিসেম্বর ২০১০ ০৮:৪৮ | 122.172.3.153
কালকূটের নির্জন সৈকতে বলে একটা বই আছে দেখেছি, কিন্তু জানি না, গল্পটা একই কিনা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন