এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:৩০ | 151.141.84.194
  • আমার মনে হয়না অচিন্ত্যদা, এসবই সেই যাদু যা আমরা দেখি কিন্তু বুঝি না। লাফাই ঝাঁপাই এই যা।
    এক লেখায় শরদিন্দু কয়েছিলেন এটা অবিশ্বাসের যুগ, অথচ মানুষকে কোনো কথা বিশ্বাস করানো কত সোজা। একটি মাত্র হোমড়াচোম্‌ড়া সায়েবের কথা তুলে দাও, যত অবিশ্বাসযোগ্যই হোক না লোকে সাষ্টাঙ্গে মেনে নেবে। কিন্তু সায়েবটি যেন খাঁটি হয়, দেশি হইলে সব মাটি।

    আজও কত প্রাসঙ্গিক ভাবলে অবাক লাগে।
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:২৭ | 99.73.42.16
  • হ্‌ম্‌ম্‌ম্‌ম্‌ মেল কর ঃ-)
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:২৫ | 151.141.84.194
  • আর বলেন কেন? নিজেদের গন্ডগোল অবধি নিজেরা কেউ বললে বিশ্বাস করি না। তাও ফাঁস কত্তে সায়েব লাগে। এমন ল্যাংড়া জাত আমরা।
    এই দেখুন ঘরের পাশের ইউনুস, এতকাল ধরে নগেন সাঁপুই ইস্মাইল গাজীরা কয়ে আসছে ঘাপলা আছে ঘাপলা আছে, কেউ পাত্তা দিলে তো? সবাই তখন ঘোরতর ভক্ত। যেই না নরওয়ের সায়েব কইলো ঘাপলা, অমনি সবাই এককথায় বিশ্বেস করে একেবারে এই মারে কি সেই মারে।
  • achintyarup | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:২৫ | 121.241.214.34
  • কাবলিদা, উত্তর পেয়েছি, থ্যাঙ্কু। আমি অচিন্ত্যরূপ।

    @ ওমি ঃ যে চাকে খোঁচা দেওয়া হয়েছে তা যদি সাঁত্রগাছি কিম্বা গোবরডাঙ্গা থেকেও কেউ করত, তাতেও একই রকম হইচই হত মনে হয়।
  • stoic | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:২৪ | 160.103.2.224
  • ঃ-))
  • Nina | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:২২ | 64.56.33.254
  • হা হা হা অক্ষ, ওটা বোধহয় বন-বেসিল ছিল, যেমন বনতুলসী হয়।
    আকা, বল্লেই হল, অতি বাজে , আর মাসালা টি তে দিলেও ভাল লাগে, এক পাঞ্জাবি বন্ধু খাইয়েছিল।
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:২২ | 99.73.42.16
  • সেকিইইই! মানে সেকি?? মানে কঙ্গো টঙ্গো বলব নাকি? ঃ-))
  • stoic | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:২০ | 160.103.2.224
  • আর তামসিক। কদ্দিন যে আর তামসিক থাকতে পারব ভগবান জানে। দিনকাল বিশেষ সুবিধের নয়। ;-)
  • Nina | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:১৯ | 64.56.33.254
  • ও কাব্লিদা, কাগুজে-গুরুগুলি কোথায় পাঠাব? সবগুলো ই কি ইপিস্তো কে মেল করব?
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:১৯ | 168.26.215.13
  • তুলসীর গন্ধ অনেক বেশি কড়া আর একটু ঝাঁঝাল। রান্নায় তুলসী দিলে কেমন হবে তা জানি না। তবে ছোটবেলায় জ্বর জারি হলে যা খেতে হত সেটি অতি বাজে।
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:১৮ | 99.73.42.16
  • আমি বাড়িতে একটা বেসিল গাছ পুঁতে ছিলাম খাব বলে। সেটার পাতা গুলো কি করে জানি সব ছোট হয়ে গেল, আর গাছটা খালি লম্বায় বাড়ে আর ফুল ফোটে।
  • Ninaa | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:১৬ | 64.56.33.254
  • পেস্তোতে থাইরান্নাতে বেসিল ভাল লাগে তো ---কিন্তু holy নয় বেসিল ঃ-) আর তুলসি ঘাস ঘাস মোটেই নয়---তুলসীপাতার রস আদা মধু দিয়ে অপূর্ব। কেউ কেউ বলে ভদকায় ও ভাল--আমার অভিজ্ঞতা নেই। তুলসী দেখতেও বেশি সুন্দর--
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:১৫ | 99.73.42.16
  • আপনে তো সায়েব, তাই। তামসিক লেভেলের সায়েব ;-)
  • kd | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:১১ | 59.93.210.235
  • তুলসীকে বোধহয় holy basil বলে। এমনি বেসিলের পাতা তো বেশ বড় বড় - ছেলের হার্ব গার্ডেনে যা দেকেছি।
  • stoic | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:১০ | 160.103.2.224
  • আমার বেসিল ব্যাপক লাগে। তবে আমি কিঞ্চিত বায়াস্‌ড এ ব্যাপারে। ঃ-)
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:০৯ | 99.73.42.16
  • ওমা বেসিল ভালো লাগেনা? থাই রান্নাতে? পেস্তো তে? বরঞ্চ কেমন জানি মনে হচ্ছে তুলসীটাই একটু ঘাস ঘাস হবে। সায়েব না তো, তাই।
  • stoic | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:০৯ | 160.103.2.224
  • উইকি বলছে, বেসিলের একটা ভ্যারাইটি, হোলি বেসিল, ইজ তুলসী।
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:০৮ | 99.73.42.16
  • আমি বেসিল খেয়েছি - থাই আর ইটালিয়ান। তুলসী খাই নাই কখনও।
  • kd | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:০৮ | 59.93.210.235
  • অচিন্ত্যরূপবাবু, উত্তর দিয়েছি।

    রুপ, না রূপ, কোনটা ঠিক? ভুলে গেছি।ঃ-)
  • Nina | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:০৬ | 64.56.33.254
  • ধ্যুস! ঐ কাছাকাছি মতন , মানে তুলসী তুলসী একটু ভাব আছে---পাস্তায় বেশ লাগে, তবে সর্দি-কাশিতে তুলসীপাতা আদা মধু --সেই অমৃত --মোটেই হবেনা।
    দেখতেও অত সুন্দর নয় ;-)
  • stoic | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:০৬ | 160.103.2.224
  • তুলসী আর বেসিল বেশ কাছাকাছি। গন্ধে ও স্বাদে। তবে দুটো এক নয়। মানে বেসিল অনেক রকমের হয়। তুলসীর ব্যাপারে আমার ফান্ডা কম।
  • stoic | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:০৪ | 160.103.2.224
  • শুধু সায়েবদের গন্ডগোল তো ফাঁস হয়নি। রীতিমত পৃথিবীর নানান নন-সায়েব দেশের কেচ্ছাও তো ফাঁস হয়েছে। আফগানিস্তান, ইয়েমেন, চীন এরা সায়েব নাকি? মানে সায়েব হতেও পারে, আমার জ্ঞান খুবই কম এসব ব্যাপারে।
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:০২ | 99.73.42.16
  • তুলসি পাতা আর বেসিল কি একই রকম খেতে/গন্ধে?
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ২১:৪৬ | 151.141.84.194
  • আচ্ছা সায়েবদের গন্ডগোল সায়েবরা ফাঁস করলে তবেই সেটা নিয়ে নাচানাচি মানে সাধুভাষায় "আলোড়ন" হয়? মানে তারাই মান্যিগন্যি করার মতন লোক তাই তারা বল্লে তবে কালা ফালা হেরোপার্টিদের উপরে অত্যাচারের সত্যতা প্রতিষ্ঠিত হয়? ওদের ব্যাপার ওরা করে তা তো না, ছাগলের তিন নম্বর বাচ্চার মতন আমরা নাচি সবচেয়ে বেশী, পাওয়া গেছে রে পাওয়া গেছে মানুষের মুক্তিদাতা এক বিপ্লবী এসেছেন রে আমাদের তরাতে। এইসব যদি নগেন সাঁপুই কি তিলেধরা চোপদার কি ইসমাইল গাজী কইতো, আমারা বিন্দুমাত্র পাত্তা দিতাম?
  • achintyarup | ০৭ ডিসেম্বর ২০১০ ২১:১০ | 121.241.214.34
  • কেডিদা, আমার চিঠি পেয়েছেন?
  • Raj | ০৭ ডিসেম্বর ২০১০ ২০:৫১ | 59.161.128.96
  • কাব্লিদা ঃ-)))
  • kc | ০৭ ডিসেম্বর ২০১০ ২০:৪১ | 89.203.49.18
  • আসাঞ্জেকে অ্যারেস্ট করে ভালই হয়েছে। আশু ভবিষ্যতে আর কার ক্র্যাশ বা মস্তানদের মারধর বা হোটেলে বিষ খাইয়ে তো আর মারা যাবেনা। আর রেপচার্জের মতন একটা পেটি চার্জটাতো ঠিকই আছে, যেকোনও সময় ছেড়েও দেওয়া যাবে। এক্সট্রাডিশনও মুশকিল হয়ে গেল। রগড় জমবে এবার।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ২০:২৪ | 168.26.215.13
  • আচ্ছা আকাও রয়েছে কথাটার মানে কি? আমি কি সাবাং না হজমি গুলি বেচি না অ্যাময় বেচি? ঃ))

    আমি নিজেকে ছাড়া আর কিছু বেচি না। ;)
  • kd | ০৭ ডিসেম্বর ২০১০ ২০:১৩ | 59.93.210.235
  • সে কী? তুমি বিশ্বাস করো না? আমি তো করি। কেমন লিবেরালি দুস্টু দুস্টু কাজকম্মো করে বেড়ায়। আর মানবতার প্রেমী তো বটেই, শুধু ওরা কাদের মানুষ ভাবছে, সেটা যদি তোমর/আমার সঙ্গে না মেলে, সেটা কি ওদের দোষ?

    নাঃ এইবার রাজ আমায় কলকাতায় এসে পিটিয়ে যাবে। ঃ-)
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ২০:১১ | 151.141.84.194
  • দুনিয়াটা খুব পুরুষতান্ত্রিক। এখনো মহিলা বিপ্লবী প্রায় দেখাই যায় না, এরকম ফাঁস টাঁস করে দিলে তখন তাদের কী কেস দেবে? পুরুষদের তো মার্কামারা কেস দিয়ে দেওয়া যায়!
    হায় ভবিষ্যতের দুনিয়া বড় জটিল হবে, তখন সব ধরনের কেস মার্কা করে রাখতে হবে!!!!
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:৫৭ | 168.26.215.13
  • মানবাধিকার আবার কি? সাপের লেজে পা ফেললে সব সাপই কামড়ায়, ঢোড়া হলে ডেটলে কাজ হয়, কোবরা হলে অ্যান্টিভেনাম লাগে। সব সময়ে পাওয়াও যায় না।
  • Raj | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:৪৪ | 202.79.203.59
  • এরপরেও শুনতে হবে আম্রিকা ও তার চামচে দ্যাশগুলো নাকি লিবারেল , মানওয়াধিকার প্রেমী !! ক্ষি কান্ড ঃ-)
  • kd | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:৩৮ | 59.93.210.235
  • দেকেচো! ভাগ্‌নে কমুনিস হ'লে কী হবে, দারুণ ব্যবসাবুদ্ধি। এখানে অনেকেই তো আছে, আকাও আছে, কিন্তু ওই তো আমাকে কেমন উইকিলীক্‌স কেনা সাজেস্ট করলো! কিনে ক্রিমিনালদের ফ্র্যান্‌চাইসি ব্যাচো আর কোটি কোটি টাকা ঘরে তোলো। ঃ-)
  • Sibu | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:২৩ | 68.27.111.132
  • এই আসাঞ্জের রেপ অ্যালিগেশনটা অদ্ভুত। নিউ ইয়র্ক টাইমস থেকে।


    http://www.nytimes.com/2010/12/08/world/europe/08assange.html?_r=1&hp

    The charges involve sexual encounters that two women say began as consensual but became nonconsensual after Mr. Assange was no longer using a condom. Mr. Assange has denied any wrongdoing and suggested that the charges were trumped up in retaliation for his WikiLeaks work, though there is no public evidence to suggest a connection.
  • achintyarup | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:২০ | 121.241.214.34
  • বারাণসীতে বম্বিস্ফোট
  • achintyarup | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:১১ | 121.241.214.34
  • অ্যায়! হয়েছে।
  • achintyarup | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:১১ | 121.241.214.34
  • হ্যাঁ, সেটাই করছি, কিন্তু কেন জানি হচ্চে না।

    রেপ কেসে সেরকমই নিয়ম বটে।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:০৯ | 168.26.215.13
  • অ্যা - ayA
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:০৮ | 168.26.215.13
  • রেপ চার্জে তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়, তাই না?
  • achintyarup | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:০৪ | 121.241.214.34
  • কিছুতেই অ-য় য-ফলা আকার লিখতে পারছি না
  • achintyarup | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:০৪ | 121.241.214.34
  • অয়াসঞ্জ কে আপাতত ধরেছে রেপ চার্জে
  • d | ০৭ ডিসেম্বর ২০১০ ১৮:২৬ | 14.96.17.252
  • আজকে সিঁফোর জন্মদিন না? সিঁফোকে হ্যাপী হ্যাপী বাড্ডে।
  • kumudini | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:৫৪ | 59.178.49.139
  • নীনা,তুমি যখন দিল্লী এসেছিলে আমি তখন অসুস্থ ছিলাম, তাই যোগাযোগ হয় নি,খুব দুঃখিত।

    অভ্যু, মেল চেকিয়ো।
  • kumudini | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:৩১ | 59.178.49.139
  • কেডিদা,আমার কাচে অমৃতসর থেকে আনা এক্টা শক্তপোক্ত নতুন ঝোলা আছে,"মাসকাবারি" আনা যাবে।সেটা আমি কলকাতা গেলে আপনাকে দিয়ে আসব।
  • de | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:২৭ | 59.163.30.4
  • ভীমরুলের চাকে ঢিল মেরেছেন জুলিয়ান -- পালিয়ে থাকা যে যাবে না যানাই ছিলো!
  • kumudini | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:২৬ | 59.178.49.139
  • সত্যি, কেডিদা,আপনিও য্যামন!
    আমাহেন শান্তশিষ্ট,নম্র,সুভাষিণীকে এরা জয়ন্তী থেকে কুমড়ো থেকে পটাশ বানিয়ে দিল,এখন আবার পেঁপেপাতা খেতে বলচে-এরা আপনার ঐ ঝোলা ,নোবেল ইঃ খুঁজবে?

    ল্যাদ খেয়ে আর ভাটিয়ে টাইম পায় না,কাজের কাজ কর্বে কখন?
  • Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:২৫ | 122.248.183.1
  • ভদকা দিয়ে খাই নি তবে মধু দিয়ে সত্যি বেশ ভালো
  • Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:২০ | 122.248.183.1
  • সত্যি বলছি। ও টা পাওয়ার আশা খুব ই কম .....
  • stoic | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:১৯ | 160.103.2.223
  • জুলিয়ান অ্যাসাঞ্জ অ্যারেস্টেড ইন লন্ডন।
  • kd | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:১৫ | 59.93.255.0
  • এই রে! ওই ঝোলার মধ্যেই নোবেল? বাবা ব্রতীন, একটু খুঁজে দ্যাখ্‌ বাবা, পেলে হয় পুরস্কার নয় জেল, কোনও একটা হবেই। তবে যাই হোক, নোবেল যেই নিক, ঝোলা যেন ফিরে পাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত