এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:৪০ | 168.26.215.13
  • এতো বাড়ি যাওয়ারই কাজ। কাটালে বাড়িই যাওয়া হবে না। সাথে এক মহাভারত কাগজ নিতে হচ্ছে।
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:৪০ | 151.141.84.194
  • কাবলিদা, আপনি যে কোনোরকম কবিতা পড়বেন এ আমি স্বপ্নেও ভাবি নাই। ঃ-)
    কঠিন প্রবন্ধ ফুকো দেরিদা বার্তোলুচি এসব পড়তে পারেন, গুরুগম্ভীর গল্প উপন্যাস পড়তে পারেন, ইকোশন টিকোশন ভরা পেপার টেপার পড়বেন সে জানি, কিন্তু কবিতা??????
    হে মা কালী!!!!
    ঃ-)
  • Tim | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:৩৯ | 198.82.30.79
  • আর একবার অথচ দেখুন লিখলেই হ্যাট্রিক হবে।
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:৩৫ | 151.141.84.194
  • অথচ দেখুন অচিন্ত্যর সেই দুইশ বছর আগের তুষারঝরা কেম্ব্রিজে ভ্রমণ ও আমি বার করে ফেলেছি। ;-)
    আর সে নিজে কিছুই না বার করে কোথায় পাবো বলে কাঁদছে। ঃ-?
  • Tim | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:৩০ | 198.82.30.79
  • না না আমার ওপরেও তো ইম্প্যাক্ট হলো। চোরেদের সমব্যথী হয়ে কি একটা বললাম ও যেন। কিন্তু বাড়ি জাওয়ার আগে কাজ কল্লে বাড়ি যাওয়াটা এনজয় করবে কিকরে? এখন ভাটাও। কাজফাজ এসে কোরো।
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:২৯ | 151.141.84.194
  • আর আকাজী রাগ করেন কেন? আকাজী যে সকল কাজের কাজী সে তো নামেই আছে! ঃ-)
    রিমি আজকাল বেশী শাসন করে না তো? ওপাড়ায় শুনলাম আমাদের মেম্বরসায়েবকে তার বিটার হাফ খাটের পায়ায় বেঁধে রাখে। ঃ-)
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:২৬ | 151.141.84.194
  • ধনেশ পাখি নিশ্চয় খুব চালাক, ফলের শাঁস খায় বীজ ফেলে দেয়। ঃ-)
    অথচ দেখুন উটেরা কাঁটা বেছে খায় কিনা জিগিয়ে জটায়ুবাবু কেমন হাসির পাত্র হলেন!

    আচ্ছা একটা সিনেমায় উটপাখি পোষা দেখিয়েছিলো, বিরাট অস্ট্রিচ ফার্ম। কোন সিনেমা?
    উটপাখি যে পোষা যায়, অমনভাবে, তাই আমার জানা ছিলো না। আমি তো দেখে থ!
  • aka | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:২০ | 168.26.215.13
  • যে প্যারালাল কবিতা লিখতে পারে, সে বাজারি কবিতাও লিখতে পারে। (অথচ আমার এখনও কত কাজ, ফাইট আকা ফাইট, নো মোর ভাট)
  • aka | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:১৯ | 168.26.215.13
  • হাত পাকাব আবার কি? কিশোর বা ফ্রেডিদের গান শিখতে হয় নাকি? নেহাত বাড়ি যাবার প্রোজেক্ট প্ল্যান বানাচ্ছি। নইলে দেখিয়ে দিতাম।
  • I | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:১৫ | 14.96.140.63
  • এমনকি সত্যি বলতে কবিতা পর্যন্ত লেখে নি সে। শুধু প্রস্তাবনা। তাতেই এই।
    তাই বলি, আকাদা, একটু আপোষ করতে শেখো। সাতকড়া না পারো, এক কড়া -দু কড়া নিয়ে তো শুরুর দিকে হাত পাকাতে পারো !
  • Nina | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:১৫ | 64.56.33.254
  • আকা, চোরের কবতে তো, তায় চুপিচুপি প্রশ্নওয়ালা--চোর না তোর ;-) তাই পড়নেওয়ালারাও চুপিচুপি বিস্তর এন্‌জয় করেছে--চিন্তিও না! আরও লেখ
  • aka | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:০৮ | 168.26.215.13
  • হ্যাঁ দুই একজন মানে নিচ্‌ মার্কেট। এইজন্যই ঋঙ্কিÄক বাবুর অমন দশা হয়েছিল। অথচ সাতকড়ার কবিতার মার্কেট আম্রিগা থেকে সোদপুর হয়ে তার বাজারে পাতিলেবুর দোকানি অবধি পৌঁছে গেল। ভাবেন একবার ইমপ্যাক্ট খানা। এক সিনেমা, নাচ, গান, তার পোষাক আশাক, নাচতে গিয়ে লিগামেন্ট ছিঁড়লে ডাক্তার - বদ্যি, ওষুধ, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট সব মিলিয়ে ধুন্ধুমার কাণ্ড।
  • achintyarup | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:০৩ | 121.241.214.34
  • @ aka আমি পড়েছি। পড়ে সর্বনাশ না অসাধারণ কি একটা বলেওছি
  • Sibu | ০৯ ডিসেম্বর ২০১০ ০১:০০ | 66.102.14.1
  • ইন্দোর প্রাণরক্ষা করার জন্য নিজেই নিজেকে ধন্বন্তরী মেডেল দিলাম।
  • aka | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:৫৭ | 168.26.215.13
  • অথচ চোর টোর নিয়ে আমার অমন সামাজিক কবতেটি কেউ পড়েও দেখল না। এইজন্যই হাইথটের শিল্প বাজারে বিকোয় না। চারটি খাবার দাবারের নাম দিলেই সবাই খেত।
  • I | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:৫৩ | 14.96.140.63
  • দ্যাখো কাণ্ড। আট্টু হলেই কুঁচিলা ভেবে তেলাকুচো খেয়ে ফেলছিলাম আর কী! ভাগ্যিস শিবুদা ছিল! নইলে মরে গেলে কী বেদম মুশকিলে পত্তাম !
  • I | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:৫০ | 14.96.140.63
  • ওমি'র সাতকড়া'র ওপরে লেখা পদ্যটি পড়ে আমার মনে তো বিশাল ইমপ্যাক্ট হল। প্রথমে একটুখানি নাল (মাইরি বলছি) কী-বোর্ডে পড়ে গেলো। তাপ্পর কী খাই কী খাই কত্তে কত্তে একটা ছিরকুটে মার্কা পাতিলেবুর টুকরো নুন মাখিয়ে খেয়ে ঢক ঢক করে এক গেলাস জল খেয়ে নিলাম। তখন মনটা একটু শান্ত হল।
  • Sibu | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:৪৮ | 66.102.14.1
  • @Omi

    http://sawaal.ibibo.com/alternative-medicine/what-kuchila-754970.html বলছে যে কুচিলা হল গিয়ে স্ট্রিকনোস নাক্স ভমিকা।

    http://en.wikipedia.org/wiki/Strychnine_tree বলছে যে স্ট্রিকনোস নাক্স ভমিকার বীজ বিষাক্ত। বোধহয় ফলের শাঁস বিষাক্ত নয়। তাই ধনেশদের কিছু হয় না।
  • achintyarup | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:৪৮ | 121.241.214.34
  • কোথায় পাব সেই কবিতাদের, কাব্লিদা?
  • kd | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:৩৯ | 59.93.245.41
  • আর কব্‌তেগুলো? এমনকি আমিও বুঝতে পারি।

    আচ্ছা, আমি এটা প্রশংসা কল্লুম না নিন্দে?
  • Nina | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 64.56.33.254
  • ঠিক বলেছেন কাব্লিদা, আর সেই সঙ্গে ওর দারুণ লেখাগুলি---কথার মালা এক একটি, আহা!আজকাল ল্যাকে না ক্যান?
  • Sibu | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 66.102.14.1
  • @Omi

    হ্যাঁ, আপনার পাশের স্টেটে, আলাবামাতে অনেকদিন থেকেছি এক সময়ে ঃ)।

    গুরুর ভাটপাতার HTML-টা দেখলাম। লেখকের নাম কোন মেটাট্যাগ দিয়ে দেখানো নেই। ওটা < META NAME="AUTHOR" CONTENT="Tex Texin" > দিয়ে জেনারেট করলে ঐ লেখকের নামের সার্চ বেটার হতে পারে। ঐ HTML জেনারেট করার ব্যাপারটা কে জানে?

    ডিঃ I did not get paid for this advice. So, it is not my professional opinion. Further, I don't get paid to represent my employer in public. Hence, this is not my employer's opinion either. Much of this is common sense, really.
  • kd | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:১৬ | 59.93.245.41
  • কঠিন কিসু না। ও হইলো গিয়া যারে কয় 'কচ্চি কুঁড়ি'। এই তো গ্যালো বসর ডক্টরেট পাইছে - অতি কঠিন সাবজেক্টের উপর।
  • achintyarup | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:১২ | 121.241.214.34
  • একন আমি আপিসে। মন দিয়ে কাজ কর্ছি (না)। এর্পর বাড়ি যাব, তার্পর নটবর
  • Nina | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:০৮ | 64.56.33.254
  • এই দ্যাহ! অচিনবাবু এইখেনে, আমি ভাবলুম নটবর বড় হচ্ছে ঃ-((
  • achintyarup | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:০৬ | 121.241.214.34
  • অঙ্কটা কঠিন
  • Nina | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:০৫ | 64.56.33.254
  • তুমি বুড়া কেডা কয়--তবে জ্ঞান তোমার খুউউব বুড়া--হে হে জ্ঞানবৃদ্ধা ;-)
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:০৪ | 151.141.84.194
  • শিবু তাইলে তো আপনে আর্শিনগরের পড়শী। ঃ-)
    কুঁচিলা বিষ হইলে সব ধনেশ পাখি ফৌত হইতো এতদিনে। ঃ-)
  • Nina | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:০৩ | 64.56.33.254
  • আর সেসঙ্গে কর্মসুত্রে ;-) বাপরে কি অসাধারণ মিল-মিশ--তাইতো অমন লিকতে পারো
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:০২ | 151.141.84.194
  • ছি ছি আমি কি এত বুড়া? সিনিয়র সিটিজেনদের ফ্রী কফি দেয়, আমারে তো কই দেয় না!
    ঃ-)
  • Sibu | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:০২ | 66.102.14.1
  • @Omi

    নাঃ, আমি আম্রিকাতে থাকি। তবে এখানে ইটালিয়ান বংশোদ্ভুত পোচ্চুর পাবলিক আছে। তারা এমনকি আমাদের থেকেও গোষ্ঠীবদ্ধ জীব। আমার এক ইটালিয়ান প্রতিবেশী মারা যাবার সময় এমন ভীড় হয়েছিল, যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বেরোতে আমার পুরো আধা-ঘন্টা লেগেছিল।

    কুঁচিলা বিষ না? কিন্তু তেলাকুচো তো লোকে খায়।
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:০১ | 151.141.84.194
  • অচিন্ত্যনীয়, আমি সিলইট্যা না, আধা ঢাকাইয়া আধা বিক্রমপুইর‌্যা সিকিভাগ ঘোড়াশাইল্যা। উত্তরাধিকারসূত্রে। জন্মসূত্রে হুগইল্যা। ঃ-)
  • Nina | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:০০ | 64.56.33.254
  • কে যে কও ওমি, সে হল গিয়া ইউকের সুচেতনা, আর আমার শুধুই পড়া-পড়ি
  • Nina | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫৯ | 64.56.33.254
  • তেকোনার হাঁস আর তোমার হাঁস না হয় দু ভিন্ন যুগের হবে--তোমার টা হৌক প্রস্তর যুগের ;-)
  • omi | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫৮ | 151.141.84.194
  • তোমার লেখালিখি কেমন চলছে আজকাল নিনা?
    সেই পঞ্চকন্যা উপাখ্যান কি তোমারই ছিলো নাকি অন্য কারুর????
  • omi | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫৬ | 151.141.84.194
  • নিনা, হংসকুমারী উপাখ্যান একমাত্র তেকোনার হাতেই খুলবে। ঃ-)
  • achintyarup | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫৬ | 121.241.214.34
  • বোঝা গেল
  • omi | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫৬ | 151.141.84.194
  • তিতকুটে টক ঃ-)
  • Nina | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫৫ | 64.56.33.254
  • *সিলেট
  • omi | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫৪ | 151.141.84.194
  • তিতো কমলালেবুর মতন একরকম ফল, তবে কমলা ভেবে খেতে নেই। ঃ-) প্রকৃত সমঝদার উহাকে ব্যবহার করেন মাংস রান্নায় আর আচারে।
  • Nina | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫৪ | 64.56.33.254
  • এক জাতের লেবু, বেজায় টক, দারুণ গন্ধ, শিলেটের জিনিষ!
  • achintyarup | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫১ | 121.241.214.34
  • কিন্তু জিনিসটা কি?
  • Nina | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫০ | 64.56.33.254
  • সাতকড়া দিয়ে চিকেন রান্না হয় খুব ভাল-মাংসও, শুধু আচার নয়।
  • achintyarup | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:২৭ | 121.241.214.34
  • সাতকড়াটা কি জিনিস ভাই? আর ওমি কি সিলইট্টা?
  • omi | ০৮ ডিসেম্বর ২০১০ ২২:৫৪ | 151.141.84.194
  • আর সিলেটের লোকেরা খান সাতকড়ার আচার। সে ভারী চমৎকার! ঃ-)
  • omicron | ০৮ ডিসেম্বর ২০১০ ২২:৫০ | 151.141.84.194
  • শিবু কি ইটালিতে থাকেন ?
    কুঁচিলা তেলাকুচা ফলকে বলে, কালকে বলেছিলাম। ভাবা যায় সংস্কৃটে একে বলে বিম্ব। পক্কবিম্বাধরোষ্ঠী মানে যার অধর ও ওষ্ঠ পাকা তেলাকুচা ফলের ন্যায়(পরশুরাম দ্রষ্টব্য) ঃ-)
  • Sibu | ০৮ ডিসেম্বর ২০১০ ২২:৪৭ | 66.102.14.1
  • হ্যাঁ, ঐ ভাবে সার্চালে যতবার ইন্দ্রানী নাম এসেছে, সেই সবগুলো দেখাবে। এখন গুরুর পাতা, টই ইন্টারন্যালি কিভাবে স্টোরড হয় না জানলে এর বেশী কিছু বলা যাবে না।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১০ ২২:৪৬ | 72.83.86.24
  • অপ্পন, এটা মনে হয় নতুন একে্‌স্‌প্‌লারারের সমস্যা।
    আর এই উইন্ডোজ সেএন হয়ে ইস্তক জীবনে নানা ঝামেলা হয়েছে।
    যাইহোক কাটতে হবে।
    আর অনেকের মেল পত্তরের উত্তর দেওয়া হয় নি। ঝামেলায় ছিলাম। দেব একে একে।
  • omi | ০৮ ডিসেম্বর ২০১০ ২২:৪৪ | 151.141.84.194
  • নাগা সন্ন্যাসীর সঙ্গে নাগা লঙ্কা গুলিয়ে ফেলবেন না আবার। ঃ-)
  • omi | ০৮ ডিসেম্বর ২০১০ ২২:৪৩ | 151.141.84.194
  • বন্ধুবান্ধবদের মধ্যে লংকা নিয়ে হইচই দেখে মনে হলো আপনেরা কেউ নাগা লংকা খেয়েছেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত