এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ০৮ ডিসেম্বর ২০১০ ১৯:২৩ | 121.241.214.34
  • নয়ডার আট্টা মর্কেটে সন্দেশ বলে একটা দোকান ছেল এক্কালে, সে দোকান এখনো আছে?
  • kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৭:৪৯ | 59.178.39.244
  • আমি নয়ডা যাই মাঝেমাঝেই,মিষ্টিমুখে গিয়ে নিয়ে আসব,কোন অসুবিধে নেই।
    শমীক,ধন্যবাদ,লিং-এর জন্য,দুটো পর্ব পড়া হয়ে গ্যালো,
    ব্যা--প--ক।
  • Samik | ০৮ ডিসেম্বর ২০১০ ১৭:৪২ | 115.248.4.217
  • লাও তো বটে, কিন্তু আনে কে? দুজনেই বাঙালি কিনা! আমাকে দিতেও হয় আলাদা আলাদা করে, ফেরত নিতেও হয় আলাদা আলাদা করে। একই জ্ঞাতি, দুই ভাই, ঝগড়া করে এখন দুটো আলাদা দোকান, মুখ দেখাদেখি বন্ধ। এর দোকানে চাইলে ওর দোকানের ফোন্নং পর্যন্ত দ্যায় না।
  • shrabani | ০৮ ডিসেম্বর ২০১০ ১৭:৩৯ | 124.124.86.102
  • সেজন্যই বলছি, আশীর্ব্বাদের গুলো নিয়ে মিষ্টিমুখে দিয়ে দেওয়া যেত!ঃ)
  • Samik | ০৮ ডিসেম্বর ২০১০ ১৭:৩৭ | 115.248.4.217
  • আমার আজকের মত নেটের কোটা শেষ। আবার কাল।
  • kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৭:৩৭ | 59.178.39.244
  • শমীক, এয়েচ-কত্তদিন পরে!(ফোঁস,ফোঁস)।
    জানো,কলিভাটের এরা আমার পাঠানো ফুল ভেজে খেয়েচে।
    আর লা-জ-দি কবে বু ভাতে বেরিয়েছিল,সেটাআমি ক-খ-ন জিগিয়েচি, কেউ জবাব দ্যায় নাই।
  • Samik | ০৮ ডিসেম্বর ২০১০ ১৭:৩৭ | 115.248.4.217
  • অন্যদিকে ইন্দিরাপুরমে আশীর্বাদে পনেরো কপির মধ্যে বারো কপিই আনসোল্ড থেকে যায়, কেঁদে ককিয়ে তিন চার কপি বিক্রি হয়।

    সাধে কি বলি, উত্তরপ্রদেশ গাজিয়াবাদে?
  • shrabani | ০৮ ডিসেম্বর ২০১০ ১৭:৩৬ | 124.124.86.102
  • address দিলে আমি পাঠাতে পারি, কিন্তু মিষ্টিমুখে থাকবে তো, ওখানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
    মিষ্টিমুখের থেকে যারা কেনে তাদের নাম ঠিকানা নেওয়ার ব্যবস্থা বা একটা পাঠক সার্ভে করলে হয়, ওখানে ডিম্যান্ড ভালই দেখি, তাড়াতাড়ি উঠে যায়।
  • Samik | ০৮ ডিসেম্বর ২০১০ ১৭:৩১ | 115.248.4.217
  • আর আবাপ-র মার্কেটিং স্কিল? আমি একবার বুকপোস্টে দেশ পাই নি। মেল করে জানিয়েছিলাম, তাতে আমাকে দিল্লি আপিস থেকে ফোন করে আলাদা করে অ্যাড্রেস নিয়ে, সেই সংখ্যা, তার আগের দুটো সংখ্যা একত্তরে কুরিয়ার করে পাঠিয়েছিল। তারপরে দুদিন বাদে আবার ফোন করে জেনেছিল আমি পেয়েছি কিনা।

    এসব করতে স্কিলের ওপরে লাগে পয়সা। গুরুতে স্কিল আছে কিনা সেটা ডিবেটেবল টপিক, কিন্তু পয়সা নাই। এ নিয়ে কোনও ডিবেট নাই।
  • Samik | ০৮ ডিসেম্বর ২০১০ ১৭:২৯ | 115.248.4.217
  • আমি দিল্লি থাকলে পাঠিয়ে দিতে পাত্তাম। নয় তো শ্রাবণী পাঠিয়ে দিতে পারে, একটা কুরিয়ারের খচ্চা।

    নয়ডার পঁচিশ সেক্টরে, জলবায়ু বিহারের গেটের ঠিক অপোজিটে একটা ছোট্ট মার্কেট কমপ্লেক্ষ আছে। সেইখানে মিষ্টিমুখ। কিংবা বাল ভারতী স্কুলটাও একটা ল্যান্ডমার্ক।

    আর ইয়ে, কে যেন লা জবাব দিল্লি নিয়ে খোঁজ খবর কচ্ছিলেন?
  • Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৬:১৬ | 122.248.183.1
  • আরে বিদ্যাসাগর ঃ-))
  • Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৬:১৫ | 122.248.183.1
  • +(91)-9810122824

    11/12, Opp BAL Bharti School, Jalwayu Vihar Mkt, Sec-25, Noida, Noida - 201301
  • kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৬:১৫ | 59.178.39.244
  • কে ভাল মানুষ হয়েও বিচ্ছিরি বই লিখলো?একসথে কাজানো আর ভাটানো একটু চাপ,সব ক্যামোন গুলিয়ে যাচ্চে।
  • Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৬:০৯ | 122.248.183.1
  • দিল্লীর জনতা রা জানে তো। হেল্পাও না তোমরা

    সত্যি ও তো ভালো একজন মানুষ; কী বিচ্ছিরি বই ই না লিখলেন একপিস
  • d | ০৮ ডিসেম্বর ২০১০ ১৬:০৭ | 14.99.72.132
  • উঁহু উঁহু কৌমুদী নয় কৌমুদি। এখানেই ব্যকরণকে অস্বীকার করে একটা ইয়ে আনা হল।

    নয়ডা মিষ্টিমুখ গুগল কাকু চেনে না?
  • kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৬:০২ | 59.178.39.244
  • মিষ্টিমুখের ঠিকানাটা কেউ দেবেন একটু!
  • de | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:৩৬ | 59.163.30.2
  • সত্যি, কৌমুদী শুনলেই ব্যকরণ মনে হয় -- পরের বচরের জন্যি তোলা থাক!

    চলুক গুরুনিন্দে!
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:৩৩ | 69.236.163.206
  • ঐ 'আমার সময়' - এডিটর, ববি রায়। নাম দেখে চমকে উঠেছিলাম, শীর্ষেন্দু-র ঐ সায়েন্স ফিকশন গল্পটায় ছিল না ববি রায় - আট অক্ষরের ইংরেজি নাম - পাসোয়ার্ড... ইত্যাদি।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:৩০ | 69.236.163.206
  • সেকি! বংকিম থেকে ঝেড়েছে কাগু।
    না অন্য ভাবে দেখতে হবে। চন্দ্রবিন্দু যেমন বলেছিল, এই প্রথম বাংলা গানে বিট্‌ল্‌স সুর দিল।
    সেই রকম , এই প্রথম কাগু-র জন্য হাতে কলম তুলে নিলেন বাংলার প্রথম গ্র্যাজুয়েট। আসুন সংগ্রহ করুন এই অবিস্মরনীয় সংখ্যা।

    এদিকে আমি কিনা ভাবছিলাম আজকের কোটা শ্যাষ।
  • Raj | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:৩০ | 202.79.203.59
  • শারদীয়া "আমার সময়" তো এবারে সেই রঙ্গলাল বন্দো থেকে শুরু করে জীবনানন্দ, দিনেশ দাস কাউকেই বাদ দেয় নি !
  • kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:২৭ | 59.178.39.244
  • ন্না,ওটা তো আগের।এবারেরটা,শুধু দুটো গল্প।
  • d | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:২৬ | 14.99.72.132
  • বঙ্কিম ছাড়াও রবিঠাকুর, জীবুবাবু ইত্যাদিও
  • kumuduni | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:২৫ | 59.178.39.244
  • দাদুর স্মরণে আমি অন্তত এই বছরটা কুমুদিনীতেই থাকতে চাই।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:২৫ | 69.236.163.206
  • কৌমুদি-র মধ্যে ইয়ে বলতে ঐ ব্যাকরণ।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:২৪ | 69.236.163.206
  • ২রা ডিসে - কোন সংখ্যা? ঐ যাতে ১০টি ছোট গপ্পো, প্রথমটি সুনীলের - বাংলাদেশ বর্ডারে গ্রামে দুই কিশোর। ২য় অবধি যাওয়া হয় নি।
  • d | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:২২ | 14.99.72.132
  • 'কুমিদি'রও বিপক্ষে ভোট দিলাম। আমি প্রস্তাব করছি 'কৌমুদি'। কৌমুদি'র মধ্যে বেশ একটা ইয়ে আছে।
  • d | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:২০ | 14.99.72.132
  • কাগু পুজোসংখ্যায় এই বঙ্কিমচন্দ্র চোথা করে দেওয়াটা Zঘন্য লেগেছে। এই টেক্সটটা আবার আমাদের এগারো না বারো কোন ক্লাসে যেন ছিল। প্রথম বোধহয় TOIএর 'আমার সময়' বইটা বাংলায় কপিরাইট ফুরানো লেখকদের পুরানো লেখা ছেপে পাতা ভরাতে শুরু করেছিল। এবারে গুরুতেও দেখলাম।

    টাকে গোঁফের বিপক্ষে ভোট দিলাম। টাক মসৃণ চকচকে না একটু খসখসে খ্যাস্টামত দেখতে --- এইসব দেখে তো টাকের কোয়ালিটি নির্ধারণ করা হয়। সেখানে গোঁফটোফ থাকলে ঘেঁটে যাবে।
  • kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:১৫ | 59.178.39.244
  • সরি,আব্বাপ নয়,আবাপ।
  • kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:১৪ | 59.178.39.244
  • এলসিএমদা,
    একজন খুব সাধারণ পাঠিকা হিসেবে আমার মনে হয়, আব্বাপ প্রকাশনার সাহিত্য পত্রিকাগুলির মান এখন বড় দুঃখজনক।আপনি ২ ডিসের দেশ পড়েছেন?গল্পদুটো?
  • de | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:১২ | 59.163.30.4
  • কুমুর কপাল খারাপ -- ওকে লোকে আবার মুদি বলে না ডাকতে শুরু করে এল-সি-এমদার এই পোস্টের পর!

    গুরুনিন্দার আজকের কোটা ব্যাপক ঃ))
  • Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:১১ | 122.248.183.1
  • কু-মুদি টা ব্যাপক ঃ-))
  • de | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:০৮ | 59.163.30.4
  • ব্যাং আর অপ্পনেরে তিলুদা নে' গ্যাচে -- শিভাস আর কি কি সব নিয়ে তেনার এ হপ্তাতেই লুরুতে আসার কথা না?
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:০৬ | 69.236.163.206
  • দুটি কথা...
    ১) ব্রতীন একি করছে, কুমুদিনী-র নামের জায়গায় কুমুদি লিখেছে। তবু একটা স্পেস ছিল বলে, নইলে আমি তো খুব খারাপ মুদিওয়ালা ভাবতাম।
    ২) আর কুমুদিনী লিখেছে - দে, একঘর - ফলোড বাই হাসির চিহ্ন। এবার বোঝো। কিন্তু আমি জানি। ওহ্‌, এর মানে হল খাসা। এখানেই প্রথম দেখেছি। শমীক-বাবাজি আবার এর সঙ্গে "অ্যাটাচ বাথ" টাথ জুড়ে লেখেন।

    আবাপ-র বাংলা নিয়ে খুব কাঠি, অ্যাঁ, আর এগুলো কি। ডায়ে্‌লক্ট নিয়ে দাদাগিরিতে গুরু কম কিসে। আপনি আচরি ধম্মো....

    আজকের মতন গুরুনিন্দার কোটা শেষ।
  • kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৫:০১ | 59.178.39.244
  • আর কার্তুজ?ওর জন্যে আমার বেশী চিন্তা।বেচারা ভালমানুষ!না,না,অর্পণও ভালোমানুষ- অবশ্যই।আর ব্যাং কলকাতা যাবে বলেছিল তো।
  • kc | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:৫৮ | 194.126.37.76
  • আবাপর সবথেকে ভাল সার্ভিস লংডনে। তাছাড়া দক্ষিণ অ্যামেরিকা বা আফ্রিকায় অতি ঝুল সার্ভিস। ইউ এসেতে তো ভালোই সার্ভিস।
  • Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:৫৭ | 122.248.183.1
  • ব্যাঙ আর অর্পণ কোথায় গেল?
  • de | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:৫৪ | 59.163.30.4
  • এলসিএমদা, ঃ)))
  • kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:৪৯ | 59.178.39.244
  • দে,এক্‌ঘর।ঃ-))
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:৪৭ | 69.236.163.206
  • টাকের গোঁফ - ছাঁটার আইডিয়াটা বেশ তো। টাকটাকেও বেশ একটা শেপ-এ আনা যায়।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:৪৫ | 69.236.163.206
  • আবাপ-র এখানেও তো কোনো প্রবলেম হয় নি, মানে যতদিন পাওয়া যেত। প্রবলেমটা তো হত পাবার পর, ওগুলো পড়তে হত, বা, (পয়সা দিয়ে কিনে) না পড়তে হত। সে এক ভারি কনফিউশন।

    তবে হ্যাঁ, ঈশানের সঙ্গে একটা ব্যাপারে আমি একমত - গুরু কখনই আবাপকে উঠতে বসতে গাল দেয় না। জেনারেলি আধশোয়া অবস্থায় বেশ রিল্যাক্স করে গাল দেয়।
    আরে বাবা, গাল খাবারও একটা ক্যালি লাগে - আবাপ-র আছে, গুরুর নাই। এ কি হতচ্ছেদ্দা। এবার থেকে আমি নিয়ম করে গুরু কে গাল দিয়ে যাবো।
  • Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:৩৯ | 122.248.183.1
  • এইটা just ব্যাপক হয়েছে কুমু দি।
  • de | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:৩৮ | 59.163.30.4
  • এলসিএমদা,

    ইউ এসের ব্যাপার জানিনা, ইউরোপে কিন্তু কখনো কোন প্রবলেম হয়নি আবাপর পত্রিকা পাওয়ার!

    ঈশান,
    আবাপকে গাল গুরু দেয় বলতে নিজেকেও ইনক্লুড করেই বলেছি -- গালিও দি আবার দেশ-ও না পেলে চলে না ঃ))!

    গোঁপে পল্লে টাক
    ঝোলা করো ফাঁক
    পেঁপেপাতার রসটি মেখে
    ট্রাই য়োর লাক
    পীড়ের লীলায় পেতেও পারো
    গোঁপ গজানো টাক!

    জ্জয় প্পীড়!
  • kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:৩৫ | 59.178.39.244
  • সায়েবরা ডাকিছে,আও,
    উইকী কিনিয়া যাও।
    চটিতং কাবলী দাদা,
    কহিলেন,স্টুপিট,গাধা-
    আজ তোর সমাপ্ত খেল,
    শীগ্গীর খুঁজবি নোবেল।
    নয়তো, ভীষণ কাঁচি
    দেবে তোর গুম্ফ চাঁচি।

    খুব বাজে হল,কিন্তু ব্রতীন দেখুক আমি তিন লাইনের বেশী লিখতে পারি।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:৩৩ | 69.236.163.206
  • চাপ হবে কেন। গোঁফ তো হালকা।

    না মানে, টাকে গোঁফের কথা বলছিলাম এই কারণে যে তাহলে, টাকে তা দেবার একটা সুযোগ হয় আর কি।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:২৮ | 69.236.163.206
  • বড়ই ব্যায়বহুল হইয়া উঠিয়াছে। ঢাক এবং মনসা - উভয়েরই মহা সংকট।

    এমতাবস্থায়, এই কা-গুঁজে-গুরু বস্তুটির প্রকাশক/প্রেরক এবং গ্রাহক/পাঠক-দের মধ্যে যে সূক্ষ্ম ফাঁক - দুই পক্ষই হাত বাড়াইয়া আছে, মধ্যিখানে মাইকেল এঞ্জেলো-র সিস্তেন চ্যাপেলের দুই বাড়ানো হাতের তর্জনীর অন্তর্বর্তী এপসিলোন-এর ন্যায় দুরত্ব --- এই দুরত্ব.....

    নাহ্‌, আর দূরত্ব নিয়ে কথা নয়, এর পর নইলে বুদ্ধদেব দাশ্‌গুপ্ত-র সিনেমা দেখতে হবে, সে বড় ডেঞ্জারাস ব্যাপার হবে...
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:১৮ | 69.236.163.206
  • আমি অবশ্য আন্তর্জাতিক ডাকযোগের কথা কইত্যাসি। আন্তর্দেশীয় যোগাযোগ সম্বন্ধে বহুদিন হইল সম্যক ধারনা নাই।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:১৪ | 69.236.163.206
  • কইয়াই ফেলি। বিগত কয়েক বৎসর ধরিয়া , বই পত্র ম্যাগাজিন .... ইত্যাদির শিপিং ব্যাপারটি... মানে অপেক্ষাকৃত দ্রুত বা ধীর, যে কোনো ধরনের ডাকযোগ শিপিং ... পশ্চাৎদেশে যন্ত্রণার (ভাল বাংলায় যাহারে কয়, পেইন ইন্‌ দ্য বাট্‌) ন্যায় হইয়া উঠিয়াছে।
    আবাপ গোষ্ঠীর নিউইয়র্ক শহরে ম্যান্‌হাটনে একটি অফিস ছিল, ২০০৮ সালে ওনারা পাততাড়ি গুটাইছেন।
  • Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:১১ | 122.248.183.1
  • সেটা তো চাপের জিনিস হবে মনে হচ্ছে। একটু খুলে বলে দেখি ব্যাপার খানা
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:০৯ | 69.236.163.206
  • জানি, কিন্তু আমি তো টাকে গোঁফের কথা বলছি। মনে রাখতে হবে চুল নয় কিন্তু, গোঁফ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত