পনেরো বচ্ছর, ফিফটীন ইয়ার্স, ব্যাংগালুরে বা হাইদ্রাবাদে বা চেন্নাইতে ফ্যাকটরীতে কাজ করি।
লোকে যখন বড় বড় চোখ করে কয়, জানেন, চীনে সাপের ঝোল খায় আর কোরিয়াতে কুকুর ভাজা। আর ভিএয়েতনামে? ইয়াব্বড়ো সব গুবড়ে পোকা? সব খায়। ঈঁঃ। তখন ইচ্ছে করে মারি ধরে তিনটে চাঁটি।
আমি যে ক্ষি অক্ষাদ্দি কুক্ষাদ্দি খাই আর খেয়ে আসছি ফর দ্য লাস' ফিফটীন ইয়ার্স? তার্বেলা ?
এট্টু আগে আলু মনে করে এক খাবলা কচু খেয়ে আসলাম। ভাবুন।
de | ০৭ ডিসেম্বর ২০১০ ১৩:১৯ | 203.197.30.2
প্রচুর ভাজা দিয়ে ও জিনিস গলাধঃকরণ করার কৃচ্ছসাধনের কি প্রয়োজন? তাচ্চেয়ে ভাজাগুলি খেলেই হয়!ঃ))
সারা হপ্তা অসম্ভব! ও বস্তু আমি কখনো-সখনো খেতে পারি, একবেলার জন্য।
আমাদের এখানে ক্যান্টিনে সাম্বার আর দই-ভাতটা পোত্তেক দিনের জন্য কমন! দই-ভাতটায় দাঁত টকে যায় -- অনেককে অবশ্য তারমধ্যেও আচার মেখে খেতে দেখেছি!
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১৩:০৫ | 122.248.183.1
হ্যাঁ । শুধু ও ই আনাজ গুলো cnrl f করে তুলে ফেলতে হবে।
kc | ০৭ ডিসেম্বর ২০১০ ১৩:০৪ | 89.203.49.18
কাবলিদা, আমি কলকাতার কিছু মাল্টিপ্লেক্সে, মানে হাইল্যান্ড পার্ক বা সাউথ সিটি ফেমে যখন সিনেমা শুরুর আগে যখন 'জগণমন' বাজত, তখন এই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের, বাঙালি, মারোয়ারি নির্বিশেষে, চুপচাপ উঠে দাঁড়াতে দেখেছি। শেষ হলেই ওরা আবার নিজেদের হইচইতে ফিরে গেছে। অতটা খারাপ অবস্থা হয়নি বোধ হয়।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ১৩:০৩ | 99.73.42.16
আমার সাম্বর খেতে হেভি ভালো লাগে। আগে আমি এক হাঁড়ি ঝাল ঝাল সাম্বার বানিয়ে সারা হপ্তা খেতাম।
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১৩:০২ | 122.248.183.1
তখন ক্সাস ৭/৮ এ পড়ি বাবার conf র জন্যে মাস খানেক চেন্নাই তে থাকতে হয়েছিল তা আমরা টক দই, সম্বর আর 'এক্সট্রা পাঁপড়' দিয়েই কাজ চালিয়েছিলাম ঃ-))
kumudini | ০৭ ডিসেম্বর ২০১০ ১৩:০১ | 59.178.147.228
সম্বর ব্যাপারটা খুব সুবিধার নয় ঠিকই। তবে দই-ভাতটা খুব খারাপ না। কটি পেঁয়াজী-বেগুনী ভেজে নিয়ে তাই দিয়ে দই-ভাত মন্দ লাগে না।
de | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৫৮ | 59.163.30.6
সম্বরই তো হরিণ!
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৫৬ | 122.248.183.1
সম্বর কে সাম্বার বলা কেন ? কিরম হরিণ হরিণ শোনাচ্ছে?
kd | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৫৫ | 59.93.255.0
সিনেমাহলে এই সব ছেলে/লোকেদের আচরণ কী খুবই অপ্রত্যাশিত? ষাটের দশকে সিনেমা শেষ হবার পর 'জনগণমন' বাজতো - জাতীয় সঙ্গীতের প্রতি মর্যাদা দিতে তো খুব কম লোককেই দেখেছি - সকলে তখন হল থেকে বেরোনোর জন্যে ব্যস্ত (আমি একবার বোকার মতো দাঁড়িয়েছিলুম -পুরো রোএর লোকেদের কাছে 'শালা দেশভক্ত! প্যাসেজে গিয়ে দেশভক্তি দেখা' শুনতে হয়েছিলো - তার পর অবিস্যি আমিও অন্যদের মতই হল থেকে বেরিয়ে যেতুম)। ভেবে দেখো, তখন কিন্তু হলের সকলেরই জম্মো ১৯৪৭এর আগে।
আরও একটা কথা। যতদূর জানি, পশ্চিম ভারতে, স্পেশালি 'গান্ধি বেল্টে' বাঙলার এই সশস্ত্র বিপ্লবীদের বেশ নীচু চোখেই দেখা হতো (ভগত সিং বোধহয় পাঞ্জাবী বলে একটু ইজ্জত পেয়েছে, তবে ঐ পর্যন্তই)। এরা তাদেরই তো সন্তানসন্ততি।
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৫৪ | 122.248.183.1
ঐ রসম জিনিশ টা বড়ই মারাত্মক !!
de | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৫২ | 59.163.30.6
কিন্তু সাম্বার? তার কি গতি হবে? আর ঐ পচা দই-ভাত? ঃ))
kumudini | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৪৯ | 59.178.147.228
কেসিদা, আপ্নার মেল পেয়েছি,অনেক অনেক ধন্যবাদ।জবাব কিন্তু তক্ষুনি দিয়েছিলাম,দুঃখিত। আইদাদা যে, পেন্নাম।আপ্নার পেশেনরা,সুপুরি গাছেরা, গিলহরীরা সব কুশল-মঙ্গল?
Sibu | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৪৭ | 70.7.123.94
রসম ফ্রীজে রেখে ঠান্ডা করে তাতে লেবু আর চিনি মিশিয়ে সরবতের মত করে খেতে বেশ।
shrabani | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৪৬ | 124.124.244.109
শমীক, আমি ট্যাক্সি সার্ভিসের নাম্বার চেয়েছিলাম।
de | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৪৫ | 59.163.30.6
আহা বেচারা শমীক, দুবেলা রসম খেয়ে খেয়ে কি কান্নাকাটি!
kumudini | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৪৩ | 59.178.147.228
ব্রতীন, সেটা আমি ছিলাম না। আমার বউ ছিল বোধ হয়। ঘরের ল্যাপিতে।
kc | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৪০ | 89.203.49.18
পাই কিন্তু ইমেইলে আছে। তার মানে এখানে ঘাপ্টি মেরে আছে। অর্পণও নাই। শমীক তামিল শিখতে ব্যস্ত। ও হ্যাঁ, শমীক, তামিলে ডিমে কে বলে 'মোট্টা', ডিমের অমলেট আর ভাত খেয়েই কাটাও। কুম্পি মেইলের জবাব দ্যায়না কেন?
I | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৪০ | 14.96.86.189
নাটোরের কুনুদিনি সেন !
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৩৩ | 122.248.183.1
কুমু দি এতদিন কোথায় ছিলে?
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:৩২ | 122.248.183.1
সেদিন তোমাকে জিটকে পিং করলাম তো। উত্তর ই দিলে না ঃ-((
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:২৯ | 99.73.42.16
দ্যাট রিমাইন্ডস মি, পাই কই?
Samik | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:২৯ | 115.248.4.217
ক্ষেউ আমার ক্ষোঁজ ন্যায় না। ক্ষেউ না। ভেউ।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:১৮ | 99.73.42.16
এই প্রজন্মান্তরে (এরকম কোনো শব্দ নিশ্চয়ই আছে?) এই ক্ষোভ, হা হুতাশ এতো বহু পুরনো। সব যুগেই আজকালকার ছেলেমেয়েগুলো বখে গেছে, এবং গুরুতর ব্যপরগুলোতে এদের কোনো সিরিয়াসনেস নাই।
d | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:১৭ | 219.64.158.233
আমি প্রথমে পড়লাম 'এক মাতাল দাঁত ছিরকুটে ঝুলছে'।
কিন্তু মিঠু, মাকাল দেখে তোমার রক্ত জল হল কেন বাছা? মাকাল তো তেমন ভয়ঙ্কর দেখতে নয়।
আকা সত্যি? তোমরা চলন্ত ট্রেনে নাচতে? আমি এর আগে কোনোদিন দেখিনি।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:১৫ | 99.73.42.16
আর প্রীতিলতার দিদি যিনি নিজেও বিপ্লবী ছিলেন একইরকমের তিনি কোনো রকম রেকগনিশন ছাড়া হতদরিদ্র অবস্থায় মারা গেলেন, এটা তো আমার আরও বড় খিল্লি করা বলে মনে হয়।
de | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:০৩ | 59.163.30.4
ম' -- সাপেরা শীতঘুমে গ্যাছে, তাই কপি আর মাকালঃ))? সে যাই হোক ব্লাড-ডাইল্যুটিং গপ্পোগুলো শুনিয়ে যেও কিন্তু!
de | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:০০ | 59.163.30.4
টিমির এগারোটা বাহান্নকে ক্ক!
m | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৫৯ | 14.99.2.122
উৎপলেন্দু র ছেমড়ি ই তো ওগো বোধু সুদুরি র লোলিতাঃ)
Raj | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৫৯ | 202.79.203.59
সায়েন্স সিটির পাশের খালটায় কপি ধুলে শুনেছি টেষ্ট বাড়ে আর খাদ্যগুণ উইদ অ্যাডেড মিনারেলসও আসে .... এই যেমন আর্সেনিক অ্যান্টিমনি ক্যাডমিয়াম ইত্যাদি ইত্যাদি
kumudini | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৫৮ | 59.178.147.228
ম,রান্নাঘর কোন ফ্লোরে? আর ভাটের জনতাকে বলি,আপ্নেরা অচিন্ত্যরূপের মত কটিন নাম অনায়াসে লিখচেন আর আমার কুমড়োপটাশ নামটানিয়ে কত কথা কইলেন!
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৫৬ | 173.163.204.9
এব্বাবা, এরপর ঐ খালের জল আর ব্যবহার করা যাবে? ঃ-)
m | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৫৩ | 14.99.2.122
জীবন খুব ঘটনাবহুল। আজ সকালে দেখলাম ধাপার কপি গুলো পাশের "খালে" ধুএ রান্নাঘরোপযোগী পোস্কার করা হচ্ছে।
এইমাত্র দেখি রান্নাঘরের জানলা দিএ এক মাকাল দাঁত ছিরকুটে ঝুলছে।
বাকি সব রক্তজল করা গপ্পো পরে লিখছি।
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৫২ | 173.163.204.9
সিরিয়াসলি একটা কথা কই। আকাদারে। একের পর এক প্রজন্ম স্বাধীনতা সংগ্রাম বলতেই হাঁটু গেড়ে বসে পড়বে সেটা যেমন অবাস্তব, তেমনি একের পর এক প্রজন্মকে আমরা প্রশ্রয়ের ছাতা দিয়ে, আহা বাছারা, এট্টু কম ভাবে, তাতে কি? বলে ঠেকনা দিয়ে যাবো,এইটাও বিরক্তিকর। আমার কাছে।
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৪৯ | 122.248.183.1
আচ্ছা, 'নীল নির্জনে' নামে একপিস বড়দের সিনেমা ছিল না?
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৪৯ | 24.42.203.194
কি অধঃপতন আমাদের সময় আমরা বসে কোনদিন নাচি নি। ঃ)
শুধু দাঁড়িয়েই নেচেছি। দেখেছ জেনারেশন গ্যাপ।
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৪৭ | 173.163.204.9
আচ্ছা হুকোদা আর আসে না? বন্দুক নিয়ে একখান পোশ্নো ছিলো। এলে কইতাম।
d | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৪৭ | 14.96.0.175
হ্যাঁ মানে দিব্বি সিটে বসে থাকা, দরজার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেছোকরারা নাচতে শুরু করে দিল!!!
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৪৭ | 24.42.203.194
না নির্জন সৈকতের হ্যাং। শেষে বিবেকের ভূমিকায় কালকূটকে দেখে হেজে গেলাম।
Bratin | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৪৭ | 122.248.183.1
সেটা ঠিক ট্রেনের মাথায় নয় মাল গাড়ি টাইপের একটা ব্যাপার ছিল তো??
আরে সব শারুকের থেকে শিখেছে। আমাদের এক বন্ধু তো অনুপ্রাণিত হয়ে ব্যান্ডেল লোকালের ছাদে নাচতে চেয়েছিলো। শেষে অনেক বলেকয়ে থামাতে হয়।
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৪২ | 24.42.203.194
টিমরে জ্ঞান দেই, মানে আমি না বহুকাল আগে এক জ্ঞানী লোক কয়েছিলেন - বিয়িং ডিটারমাইনস দা কনশায়েন্স নট দা আদার ওয়ে রাউণ্ড। এভিল কেউই না, চোরও না, তুমিও না, আমিও না, সেই লোকগুলোও না। সবই বিয়িং হুইচ ইজ ডিটারমাইনিং আওয়ার কনশায়েন্স। (নিজেকে পুরো কালকূটের মতন লাগছে)
সিনেমাটা দেখে ফেললাম, শেষে কি জ্ঞানই না দিলে। ওটা না থাকলেই হত।
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৪২ | 173.163.204.9
এত অভিনন্দন যে ব্যাংকে রাখতে হয়েচে। ক্ষি ফেমাস !
d | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:৪২ | 14.96.0.175
দূর অত কেশো নাইকা আমি কক্ষণো দেখিনি। মিঠু তো এখন কেবলই কাশে।
আরে গানের থেকেও আমি অবাক হলাম ঐ চলন্ত ট্রেনের মধ্যে নাচ দেখে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন