এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:৫৮ | 122.172.37.172
  • *জুড়েছে
  • byaang | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:৫৬ | 122.172.37.172
  • মধ্যনব্বইয়ের ঘটনা। আমাদের ভাসুরশ্রেষ্ঠর কলেজের মচ্ছবে নারীপুরুষ নির্বিশেষে সবাই আনন্দ করছিলেন। আনন্দের স্বাদ নিতে গিয়ে অন্য কলেজের এক ছাত্রী জীবনে প্রথমবার গঞ্জিকাসেবন করে কিঞ্চিৎ বেসামাল হয়ে পড়েন। ঘড়ি বলছে, তখন সন্ধ্যে গড়িয়ে রাত ৯ঃ০০টা। তো অন্য কলেজের ছাত্রীটির ইচ্ছে ছিল সেই রাতে বাড়ি ফেরার। কিন্তু তিনি গঞ্জিকাসেবন শেষ করা মাত্রই, আশেপাশে যারা ছিল, সবাই চোখ গোলগোল করে ছাত্রীটিকে দেখতে লাগলো, আর গম্ভীর হয়ে যেতে শুরু করলো। ছাত্রীটির তখন খুব হাসি পাচ্ছিলো, বিইকলেজের ছেলেগুলোকে অত বোকার মত ঘাবড়ে যেতে দেখে, কারণ ছাত্রীটির দৃঢ় বিশ্বাস ছিল, তার একটুও নেশা হয় নি, একটা সামান্য সিগারেট থেকে অত নেশা হতে পারে না। তাই ছাত্রীটির খালি থেকে থেকে হাসি পাচ্ছিলো, আর সবাইকে ডেকে ডেকে শুধোচ্ছিলো, ""হ্যাঁ রে তোরা এত বোকা আর ভীতু হয়ে কেমন করে জয়েন্ট পেলি রে, টুকেছিলিস নাকি?'' ইত্যাদি।
    অবস্থা বেগতিক দেখে কোনো এক বুদ্ধিমান ছাত্র ডেকে আনলেন আপনাদের ভাসুরশ্রেষ্ঠকে। তখন তিনি পরিচিত ছিলেন ল্যামি নামে। তো ল্যামিবাবু এসেই বললেন, ""কী হয়েছে, কী হয়েছে? ও গাঁজা খেয়ে আউট হয়ে গেছিস বুঝি। কোনো চিন্তা করিস না, তিনটে চেয়ার জোড়া লাগিয়ে, ও আচ্ছা আচ্ছা, তোর তো তিনটে চেয়ারও লাগবে না, দুটো চেয়ারেই হয়ে যাবে, চেয়ারদুটো জোড়া লাগিয়ে পা গুলো টানটান করে মেলে দে, সকালবেলায় দেখবি সব ঠিক হয়ে গেছে''। বলাই বাহুল্য তিনটে চেয়ার থেকে দুটো চেয়ারে নামিয়ে আনায় সেই অপরিচিতা ছাত্রীটির মেজাজটা এমনিতেই খিঁচড়ে গেছিল, তারউপর ঠিক হতে সকালবেলা হয়ে যাবে শুনে তার হাসি(মতান্তরে নেশা) অম্নিই উবে গেল।
    কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে, ল্যামিবাবু নিজেই দুটো চেয়ার জোড়া লাগিয়ে ছাত্রীটির ব্যাগটি ছিনিয়ে নিয়ে সেটিকে পিটিয়ে পিটিয়ে একটা বালিশের আকার দিয়ে দিলেন। হবু ইঞ্জিনীয়ার বলে কথা, তার পক্ষে মেয়েদের ব্যাগ পিটিয়ে বালিশ বানানো এমনকি শক্ত কাজ! ছাত্রীটি "আমি এক্ষুনি বকুলতলা মিনিতে চরবো বলে" যেই চিল্লামিল্লি জুঋহেছে, ল্যামিঅনুগতরা অম্নি সবাই মিলে ছাত্রীটিকে পেড়ে ফেলে চেয়ারে শুইয়ে দিয়েছে, নেশা আরো বেড়ে গেছে ভেবে। ছাত্রীটির তো গলাফলা শুকিয়ে গেছে এরপরে কী হতে পারে ভেবে, কিন্তু চিরভাসুর আর তার চেলাচামুন্ডাদের কঠিন পাহারা এড়াতে পারলে তো! তারপরে ভয়ে এবং গঞ্জিকার প্রভাবে ছাত্রীটি চেপে চোখ বন্ধ করে শুয়ে থাকে। আর সকালে উঠে দেখে, গার্লস হোস্টেলের একটি ঘরে শুয়ে আছে সে। পুরো সিনিমার মত।
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:৪৪ | 59.178.59.2
  • ও ব্যাং,কি হল?
    চিরভাসুর উপাধিটা অনবদ্য।
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:৪১ | 203.132.214.11
  • আরে ব্যাং, ভাসুরঠাকুরের ভূমিকা নেবার পাঁচ মিনিট আগে চিংড়ি তোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল না? নিজেকে অপরিচিতা বলিস কোন ইসেতে?
  • de | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:৩২ | 59.163.30.3
  • আমার আছে ভাসুর -- কিন্তু তেনারে তেমন বকাঝকা করা যায় না! বড্ডো গম্ভীর!

    "চিরভাসুর" ভূমিকা সম্পর্কে টীকা লিখুন -- সাত নম্বর!

    বম্মর ঝগরুটে ভাসুচ্চাই -- কি জটিল সমস্‌সা!!
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:৩১ | 203.132.214.11
  • কিন্তুক, ইসে, আমার জৈবনকালটাকে পাস্ট টেন্স করে দিলি?
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:২৮ | 59.178.59.2
  • লামা, এখানে সক্কলের ভাসুর আছে, শুধু তোমার আর আমার নেই।আমার মতো মুখ তোম্বা করে বোসো দিকি।
  • byaang | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:২৬ | 122.172.37.172
  • আমাদের ভাসুরশ্রেষ্ঠটিকে চিরভাসুর বলা যেতে পারে। মানে ইনি বিইকলেজবেলা থেকেই পরিচিতা-অপরিচিতায় ভেদাভেদ করেন না, প্রথম চান্সেই অতিযত্নবান ভাসুরঠাকুরের ভূমিকা নিয়ে নেন।
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:২৪ | 203.132.214.11
  • আমার ভাসুর বা দুঃখ কোনোটাই নেই
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:২৪ | 59.178.59.2
  • হ্যাঁ,ব্যাং,শোনাও দেখি,বেশ ডিটেলের কাজ দিয়ে।
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:২২ | 59.178.59.2
  • আরে,আমার যে কোন ভাসুরই নেই,এটা তো অ্যাদ্দিন খেয়ালই হয় নি,আর তার জন্য দুঃখ করাও হয়নি।
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:২১ | 203.132.214.11
  • শোনা, কি শোনাবি
  • byaang | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:২০ | 122.172.37.172
  • আমি এই ভাসুরশ্রেষ্ঠটির জৈবনকালের একটি-দুটি ঘটনা আপনাদের শোনাতে চাই। ভাসুরশ্রেষ্ঠটি ছোটোবেলা থেকেই কেমন কেয়ারিং ছিলেন তার নমুনা আর কি! (যদি ভাসুরশ্রেষ্ঠ অনুমতি করেন? শোনাই?)
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:১৭ | 122.248.183.1
  • ' এ বার মলে সুতো হব' ?
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:১৭ | 59.178.59.2
  • নাঃ,তাইলে হল না।ঝগড়া উনি কেবল আমার সাথেই করেন।
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:১৪ | 203.132.214.11
  • চাই ভাঅঅঅঅঅঅ ...সুর,
    ভাসুর চাঅঅঅঅ... আই!!!
  • Samik | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:১৪ | 115.248.4.217
  • ইদিকে সুতো বল্লেই আমার আবার মান্না-দের গাওয়া একটা সেমি-অসইব্য গান মনে পড়ে যায়।
  • sana | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:১২ | 58.106.4.180
  • *নিশ্চিন্ত
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:১১ | 122.248.183.1
  • বুঝেছি। জটিল রিকোয়ারমেন্ট ঃ-))
  • sana | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:১১ | 58.106.4.180
  • হ্যাঁ,সু সেরে ওঠো,খুব তাড়াতাড়ি।
  • M | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:০৮ | 59.93.214.182
  • না, খালি হাসি দেওয়া ভাসুর আমি চাইনে,আমি শুধু অ----নে---ক বড় দাদাভাই চাইনে, খানিকটা রোজ আমার সাথে ঝগড়া করতে পারবে , আমিও ঝগড়া কর্তে পারবো এমন দাভাই চাই, ব্যাস।লামাটা সুতোর অমন ভাসুর,চাইলে সুতো পজ্জন্ত বপ করে বকে দিতে পারে।
  • sana | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:০৮ | 58.106.4.180
  • সত্যিই,খবরটা শুনে খুব নিশিন্ত হলাম,লামা/শমীক।
  • Samik | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:০১ | 115.248.4.217
  • গাজিয়াবাদ টু গুরগাঁও। ঐ একই হল। চাপ ভাবলে চাপ। আমার তো ওটাই বেস্ট লাগে। এক ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। সময় বাঁচে অনেকখানি।
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৬:০০ | 59.178.155.95
  • বড়ম,আমার কত্তা তোমার ভাসুর হলে চলবে?তিনি অন্য জগতেই থাকেন বেশীর ভাগ,তোমার সংগে দেখা হলে স্মিত হাসি দেবেন শুধু-
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:৫৪ | 59.178.155.95
  • শমীক,রোজ নয়ডা টু গুরগাঁও,অ্যান্ড ব্যাক, বাইক চালাও?
    ইয়ে,একটু চাপ!
  • i | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:৫৪ | 124.171.16.170
  • সুকন্যা সেরে উঠুন চট্‌পট্‌। খুব চট্‌পট্‌।
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:৫৩ | 122.248.183.1
  • খবর টা জেনে নিশ্চিন্ত হলাম । লামা/শমীক ধন্যবাদ
  • Samik | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:৪৮ | 115.248.4.217
  • লামা লিখেই দিয়েছে, তবুও লিখে দিই, হুতোর সাথে কথা হল, অপারেশন ভালোভাবে হয়েছে, সুকন্যা এখন বিপদমুক্ত। আপাতত দু'মাস সম্পূর্ণ বেডরেস্ট, তারপরে আস্তেসুস্থে হাঁটাচলার চেষ্টাচরিত্তির শুরু হবে।

    আর ইয়ে, দিল্লির অধিকাংশ বাইকওলারাই পোটেনশিয়ালি একেকটা জন আব্রাহাম (আমি বাদে)। আট বচ্ছর দিল্লিবাসে চোখের সামনে অন্তত ছ-সাত জন বাইকওলাকে চোখের সামনে বাস / লরির নিচে স্ম্যাশ্‌ড হয়ে যেতে দেখেছি, চোখের সামনে ছটফট করে একেবারে নিথর হয়ে যেতে দেখেছি। সব সময়ে বাইকওলাদেরই দোষ থাকে, তা নয়, কিছু ক্ষেত্রে সাইকেলওলাদের দোষ হয়, কিছুক্ষেত্রে দোষ থাকে অবোলা জীবদের, জাঠ গরু বলদ ষাঁড় ইত্যাদি।

    তার পরেও সেইসব রাস্তা দিয়ে আমি বাইক চালাই। রোজ। কেবল স্পিড জিনিসটাকে সগৌরবে বর্জন করে চলি।
  • M | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:৪৭ | 59.93.214.182
  • গর্‌র্‌র্‌র্‌র্‌র...........খ্র্যাঁও.............ফ্যাঁস
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:৪৬ | 203.132.214.11
  • আমার গিন্নি ফোনে জানাল জ্ঞান আছে- কথা বলছে (আমাকে অফিস আসতে হয়েছে, হুতোর সঙ্গে হাসপাতালে থাকতে পারি নি। মা আর বৌ গেছে হাসপাতালে- ওদের কাছ থেকেই খবর পাচ্ছি আর এখানে রিলে করছি)

    আর সোহাগ খুব একটা কেঁদে কেটে জ্বালায় না কাউকে, শুধু খাওয়া দাওয়া নিয়ে একটু আপত্তি করে প্রায়ই (তবে তুষ্টুর তুলনায় কিছুই নয়)
  • M | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:৪৫ | 59.93.214.182
  • ইদিকে পুরো বানার্জি গুষ্টিতে আমারটি সব থেকে ছোট, আমি আর কারোকে জ্ঞানদানের চান্স পাই না, এদিকে ঘটি ভর্তি জ্ঞান, কোথায় যে ঢালবো ভেবে পাই নে।
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:৪৫ | 122.248.183.1
  • বাচ্ছা মেয়ে দের তো বকবেই। ওরা মাঝে মাঝে ই দুষ্টুমি করে ঃ-))
  • M | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:৪১ | 59.93.214.182
  • হুম!

    আমারো লামার মতো একখান ভাসুচ্চাই।

    আমার ভাসুর রা চান্স পেলেই আমার কান মোলে আর দিদিভাইরা অত দুর থেকেও সবসময় এটা করিস না ওটা করিসনা বলে, আর ভাল্লাগেনা।
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:৩৭ | 122.248.183.1
  • আচ্ছা, ' গোরস্থানে সাবধান' কেউ দেখেছে নাকি? কেমন হয়েছে?
  • sana | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:২৮ | 58.106.4.180
  • জেনে খুব ভালো লাগছে,লামা। সু-র কি জ্ঞান ফিরেছে? ও ভালো আছে তো এখন? সোহাগ সোনা কান্না-কাটি করছে না তো?
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:২১ | 203.132.214.11
  • ছনতধ লষক্ষন = Read more
  • M | ১৩ ডিসেম্বর ২০১০ ১৫:১৫ | 59.93.214.182
  • আচ্ছা, বুলবুল ভাজার লেখাগুলোর পরে শেষে, মানে প্রথম পাতায় ছনতধ লষক্ষন টা কি জিনিস?
  • shrabani | ১৩ ডিসেম্বর ২০১০ ১৪:৪৬ | 124.30.233.102
  • রঞ্জনদা, টইয়েতে আর লিখলাম না। চোপড়ে কবে ছেড়েছে? ও বোধহয় কোরবা থেকে ট্রান্সফার হয়ে সীপথে ছিল আজকাল!
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৪:৪৫ | 59.178.155.95
  • লামা ভাল কো-অর্ডিনেটর-ও।
  • kc | ১৩ ডিসেম্বর ২০১০ ১৪:৪৩ | 194.126.37.76
  • দায়িত্বপরায়ণ জ্যাঠামশাই কাম বড়দা কাম বড় ভাসুরের ভূমিকায়, লামা পাশ করেছে উইথ ডিস্টিংশন।
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৪:৩৫ | 59.178.155.95
  • ঠিকাছে,আপ্নেরা যা বলবেন।
    দিল্লী এলে সর্বদা মনে রাখতে হবে,মোটর সাইকেলরা যে কোন দিক থেকে যে কোন গতিতে আসতে পারে।
  • M | ১৩ ডিসেম্বর ২০১০ ১৪:৩০ | 59.93.214.182
  • কেন কি আমরা ওকে ঐ নামে ডেকে গুরুগম্ভীর করে দিতে চাই না।হাসি খুশি আর মজাতে দেখতে চাই, সিম্পল ঃ)
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৪:৩০ | 59.178.155.95
  • অপারেশন ঠিকভাবে হয়ে গেছেশুনে আশ্বস্ত হলাম।এইরকম সব সময়েই মনে হয় ডাক্তাররা ভগবান।
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৪:২১ | 59.178.155.95
  • সুকন্যা নামটা এত সুন্দর,সবাই সুতো ডাকে কেন?
  • de | ১৩ ডিসেম্বর ২০১০ ১৪:১২ | 59.163.30.4
  • খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো সুতো --
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১৪:০৪ | 203.132.214.11
  • অপারেশন ঠিক-ঠাক হয়ে গেছে
  • sana | ১৩ ডিসেম্বর ২০১০ ১৩:৩৮ | 58.106.4.180
  • সু-র অপারেশন নিশ্চই ঠিক-ঠাক হয়ে গেছে? কেউ কিছু আর খবর পেলেন?
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১২:৩০ | 59.178.155.95
  • যাক।
    অপারেশন শুরু হতে অনেক সময় দেরী হয়,সেই অপেক্ষাটা বড় কঠিন।
  • ranjan roy | ১৩ ডিসেম্বর ২০১০ ১২:২৮ | 122.168.45.75
  • সুকন্যা,
    ভালো হয়ে ওঠো, আমরা অপেক্ষায়।
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১২:২৬ | 203.132.214.11
  • সুকন্যার অপারেশন একটু পরে শুরু হবে। OT তে নিয়ে গেছে একটু আগে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত