এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:২৮ | 64.56.33.254
  • ঠিক ঠিক, পড়ি নাই ওটি তো! যাই খুঁজি গে কোতায় পাওয় যায়
  • omi | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:২৭ | 151.141.84.194
  • চিত্রককেও খুবই যোগ্য বলা যায়। না হয় সে নাই বা হলো হুণ, সেও চিতাবাঘের মত ক্ষিপ্র,স্লিম আর তেজস্বী। ঃ-)
    কিন্তু হুণেদের আগে ওরা কারা ছিলো ওখানে?????
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:২৫ | 122.172.42.198
  • মাইরি বলছি, হু। আলোর পিপাসায় অভিনয়ের জন্য সন্ধ্যা রায় জাতীয় পুরষ্কার পেয়েছিলেন খুব সম্ভবত। বসন্ত চৌধুরীও ছিলেন, খুব কষ্টের সিনিমা। অবিশ্যি তোরা সব একালের ছোঁড়াছুঁড়ি এইসব নাম জানবিই বা ক্যামোনে!
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:২৫ | 198.82.23.14
  • হ্যাঁ মেধাবীই বটে। চ্যাপ্টারের নামই শোনেনি, নাকি মেধাবী।
  • omi | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:২৪ | 151.141.84.194
  • হ্যাঁ, সে হলো হুণ রাজকুমারী। যাকে বলে একটা রাজকন্যার মত রাজকন্যা।
  • hu | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:২৪ | 12.34.246.72
  • হ্যাঁ, ফেল করা ছাত্রদের একশোয় একশো দিয়ে মেধাবীদের মনবল ভেঙে দেওয়ার কালো চক্রান্ত ব্যর্থ কর!
  • hu | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:২২ | 12.34.246.72
  • আরে রট্টা যশোধরাকে চেনো না? সে হল নায়িকার মত নায়িকা। মণিকঙ্কণা-বিদ্যুন্মালাদের মত ললিতলবঙ্গলতা নয়। রীতিমত বীরাঙ্গনা। শরদিন্দুবাবুর 'কালের মন্দিরা'টা পড়ে নাও আরেকবার।

    ব্যাংদি, আলোর পিপাসা বলে কোন সিনিমার নাম এই প্রথম শুনলাম। তুমি এবার স্বর্ণযুগের বাংলা সিনেমার ওপর একটা প্রবন্ধ লেখ।
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:২২ | 122.172.42.198
  • ইল্লি আর কি! পোষ্কার শুধানো হয়েছিল কোন সিনিমায় জহর রায় ফুচকায় মদ ঢেলে খেয়েছিলেন? তোমরা নিজেদের পোশ্নো ছেড়ে এক্সটারনাল ছাত্রছাত্রীদের পোশ্নোপত্র দেখতে গেছ কেন? তোমরা তো সব রেগুলার।
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 198.82.23.14
  • ভেবে দেখলাম, পোশ্নোপত্তরে ভুল ছিলো, তাই সবাই একশোয় একশো পাবে। যে যা বলেছে সব ঠিক।
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 122.172.42.198
  • @টিম, উত্তরই দিস নি, নম্বর কিসের? চোখ আঁকতে দিলে, রেচনতন্ত্র এঁকে এসে, নম্বর চাইবি?
  • Paramita | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১৭ | 202.3.120.9
  • সিন আবার কই? সব পুণ্য।
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১৭ | 122.172.42.198
  • হুচিমিতেকে ধরে কানের গোড়ায় দুই থাপ্পড় লাগাবো। অনুপকুমার বললে, পলাতক আর নিমন্ত্রণ ছাড়া আর কিচ্ছু মনে পড়ে না?

    আলোর পিপাসা দেখিস, অনুপকুমার ভিলেনের ভূমিকায়, ছোট্ট রোল, কিন্তু অপূর্ব অভিনয় করেছিলেন।
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১৭ | 198.82.23.14
  • অত পোত্তে পারবোনা বাপু। নম্বর দেবেতো দাও, নইলে এই রইলো খাতা।
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১৫ | 122.172.42.198
  • আমি কখন বল্লাম গানটা আর সিনটা দুটো ই এক সিনিমার? টিম, আগে পোশ্নোপত্তরটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়।
  • Nina | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১৪ | 64.56.33.254
  • আরে আরে পামিতা যে--আমরা আবার মামাভাইর গান শুন্‌লুম গো গত শনিবারে----গান গাবার ছবি লাগাব অক্কুটে---আহা চিরসখা কানে বাজছে
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১৩ | 122.172.42.198
  • ছি ছি। মোটেই পলাতক নয়। আহা, আংটি চাটুজ্জ্যের ভাই বড় ভালো বই ছিল। ওটায় মোটেই এই ধরণের কিছু দেখায় নি।
    ফুচকায় মদ ঢেলে খাওয়া ছিল, নিশিপদ্ময়ে।
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১২ | 198.82.23.14
  • টাই হলো।
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১২ | 198.82.23.14
  • এব্বাওয়া এইটা তো দুই ভাইয়ের গান। পোসেনজিতের পিতা আর উত্তমকুমার।
  • Paramita | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১২ | 202.3.120.9
  • যেমন লামাবাবু আর হুতোবাবু - ক্লু।
  • Nina | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 64.56.33.254
  • রট্টা কি? যশোধরা নামটা বেশ ভাল---আমার রাশ নামে নাকি য উঠেছিল কিন্তু বাবা সেই নিনাতেই আটকে রাখল--আমার নামকরণের এট্টা খুব ইন্টারেস্টিং গপ্প আছে--কোথাও কোথাও বলেওছি
  • kd | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 59.93.205.101
  • ইন্দোরে রিকোয়েস্ট, 'জিস দেশ মে গঙ্গা রহ্‌তা হ্যায়' ('বহ্‌তি হ্যায়' না) দেখে একটা রিভিউ। প্লীজ। ওইটে হবে সাহিত্য।
  • hu | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 12.34.246.72
  • পলাতক? কিন্তু সেটাতে তো জহর রায় বাবার রোলে ছিল। ফুচকায় ঢেলে মাল খাবে!!

    নিমন্ত্রণে কি ছিল জহর রায়? ধুস! গুলিয়ে গেছে ঃ-(
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:১০ | 122.172.42.198
  • বলি, বলি?
  • Nina | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০৯ | 64.56.33.254
  • ঃ-))
    সিন্মাটা কি রে?
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০৯ | 122.172.42.198
  • অনুপকুমার ছিলেন।
  • hu | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০৮ | 12.34.246.72
  • ব্যাঙদি, হিন্ট দাও একটু। আর কে ছিল সিনিমাটায়? অমি দেখেছি এটা।
  • hu | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০৭ | 12.34.246.72
  • নীনাদির নাম রট্টা যশোধরা হলে বেশ হয়।
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০৬ | 122.172.42.198
  • আরে, কী মুশকিল এই রিসেশানের সময়ে তোমরাই তো সব। তোমরা আছো বলেই না, আমি জোরে জোরে গান গাই।
  • Nina | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০৪ | 64.56.33.254
  • @ ব্যাঙ
    কেন কেন আমরা কি কেউ নই?
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০৩ | 122.172.42.198
  • আরো পাঁচ মিনিট দেখে সিনিমার নাম অ্যানাউন্স করে দোবো।
  • NIna | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০৩ | 64.56.33.254
  • আমি সিন্মাটা দেকিনি কিন্তু দিল্লীতে এবার বিয়েবাড়ীতে ফুচকা খেয়ে এসেচি--জলটা ভদকা দিয়ে মাতানো--উম্‌ম্‌ম্‌ম
  • byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০২ | 122.172.42.198
  • *বোধহয়
    পাই যদি আসে, তারে বলে দিও,
    আমি এসেছিলুম, তারে খুঁজেছিলুম,
    সে আসে নি, এলেও কথা বলে নি,
    তাই আমি চলে গেছিলুম।
    গামাপা, মাগারে,গারে গা, সারেসা, রে গারে, গারে গা, ঐ গুনগুন বনসুরে মন লাগে না....
  • Nina | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০১ | 64.56.33.254
  • বাপরে ব্যাঙের কত্ত বড় হাঁ---
  • hu | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০১ | 12.34.246.72
  • এই সিনিমাটা আমি দেখেচি। নামটা যে কি!!
  • hu | ১৫ ডিসেম্বর ২০১০ ০০:০০ | 12.34.246.72
  • আরে যেয়ো না। সবে লাঞ্চ করে ফিরলাম!
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫৯ | 64.56.33.254
  • আরিব্বাস!! কাব্লিদা এতো ছেলের চেয়ে ছেলের গু ভারি হয়ে গেল--তাচ্চেয়ে এই একঠো নামেই কাটুক বকিটা zবন--হে হে আর বেশি বাকি নাই তো--মেরে এনেচি---পরের জম্মে মণিকঙ্কণা টা নেব--বিদ্যুল্মালার চেয়েও ভাল লাগে! আর রানিও হওয়া যাবে ঃ-))
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫৮ | 122.172.42.198
  • সবাই বোধহায় আমার টালামিতে ভয় পেয়ে চলে গ্যাছে, আমিও তবে চলে যাই।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫৭ | 122.172.42.198
  • আকা অত গ্লাসে ঢালাঢালি, মেশানোর কষ্ট করবি কেন? একসঙ্গে দুটো বোতল খুলবি, একটা সোডার, অন্যটা তোর যা ইচ্ছে, একটা আকাশপাতালছোঁওয়া হাঁ করবি, দুটো বোতল থেকে এক সঙ্গে গলায় ঢালবি।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫৫ | 122.172.42.198
  • *কোন সিনিমা?
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫৪ | 122.172.42.198
  • ইন্দো ছোঁড়া আঁতেল আঁতেল সিনিমা দ্যাখে বলে কিছুই শেখে নাই, কারণসুধা তো ফুচকায় ঢেলে পান করতে হয়। জহর রায়কে দেখেও শেখো নাই? বলো দিকিনি কোনো সিনিমা?
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫২ | 121.241.214.34
  • আহা, হুইস্কির মত জিনিস নাই
  • aka | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫১ | 117.194.4.178
  • আমার আছে বোতোল শুধু বোতোল, ঢালো আর গেলো। না ঢাল্লেও হয়, কিন্তু খারাপ দেখাবে বলে পারি নে।

    বিগাই, কাল ফোনাবো, নতুন কোনো আপডেট নাই। ঃ(
  • kd | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫১ | 59.93.205.101
  • কাল সকালে আগের পোস্টের জন্যে ক্ষমা চেয়ে নেবো'খন।
  • kd | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫০ | 59.93.205.101
  • অমনিতে তো কোথাও বেরুনো হয় না, তবে আজ হঠাৎ দেখি ট্যাঁক খালি - তাই বেরুতেই হলো কিছু যোগাড় করতে। আর তাই বিকেলের ডালিম-নিংড়োনো মালটি খাওয়া হলনি। সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি উনি অপেক্ষা করছেন। এদিকে সাড়ে সাতটা বাজে - এখন তো অন্য পানীয়ের সময়। কি করি? কী করি? তবে ওই যে বলে, if problem is there, can solution be far behind? পেলুম হাতের কাছে একটা স্মিরনফের বোতলের তলানি - জয় দুগ্গা বলে ঢেলে দিলুম ডালিমের রসের গেলাসে (যারা আমায় চেনে, তারা জানে, আমি কালীভক্ত - পয়সার সম্পর্ক আছে, হেঁ হেঁ বাবা)। আহাহা দারুণ, একদম কালীঘাটের চন্নমিত্তির।

    সো, এখন আমি দুনিয়ার প্রবলেম সল্‌ভ করতে রেডি।
    এক, নীনার নামের প্রবলেম। ইজি। বেহদ ইজি। তোমার পোশাকি নাম পাল্টে ফ্যালো। সাজেশন - কপালকুন্ডলা, মণিকঙ্কনা, তুঙ্গভদ্রা, প্রষিতোভত্তৃকা (দুস্‌, বানানই জানি না প্লাস এটা বোধহয় ঠিক নাম-জাতীয় না)।
    দুই, ব্রতীন কোথায় বেড়াতে যাবে? আমার প্রশ্ন, কেনো দূরে কোথায় যাবে? 'সিসির বিন্দু' পড়ে নি? তাই খোঁজো। ভেবে দেখো, ওই সব সোমনাথ, আন্দামান, বেলুর দেখে কী হবে। কোনো মহাপুরুষের আত্মজীবনীতে পড়েছো তারা এই সব জায়গায় গেছে? মানে আমি সত্যিকারের মহাপুরুষদের কথা বলছি - টাটা, বিরলা, কার্নেগি, রকাফেলার। আমার সাজেশন, স্টেশনে স্টেশনে ঘুরে ঘুরে দেখো বইএর স্টলগুলোতে কাগুজে গুরু ঠিকমোতো ডিসপ্লে হচ্ছে কিনা, এনাফ আছে কিনা। হ্যাঁ বউকেও এই আনন্দ থেকে বঞ্চিত কোরো না, তুমি এক প্ল্যাটফর্মে, ওকে অন্য প্ল্যাটফর্মে - আহা, পুরো সুবোধ ঘোষের ভারত-প্রেমকথা।
    তবে, অনেক প্রশ্নেরই উত্তর নেই। এই যেমন, হুতো আর ইন্দো, যাদের দেখে সদ্য-মাধ্যমিক দেওয়া চ্যাংড়া ছাড়া আর কিছু ভাবাই যায় না, তারা কী করে সুতো আর রাত্তিরের মতো অমন ভারিক্কি বউ যোগাড় করলো। ইন্দোকে কী রুগিরা পাত্তা দ্যায়? হুতো কেনো কপি?? (কী যেন) নামে কবিতা লেখে?
    কবিতার কথাই যখন উঠলো, তখন এতদিন মনের মধ্যে পুষে রাখা প্রশ্নটা করেই ফেলি। লোকে কেন কবিতা লেখে? কী লাভ? মানে জল পড়ে পাতা নড়ে অবধি ঠিক আছে, কিন্তু ওই সব বৃত্ত-টৃত্ত হিসেব করে - ওই এফর্টে তো গ্র্যান্ড ইউনিফায়েড থিয়োরি প্রমাণ হয়ে যেত।

    যাঃ, ফুরিয়ে গ্যালো। এইবার আম জনতার মতো হুইস্কিই গতি।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৪৯ | 122.172.42.198
  • এই ডাগ্‌তার টা নিগ্‌ঘাত পেশেন মেরে তার বুকে বসে শবসাধনা করে। আরে মশাই মড়ার খুলিতে করে উঁচু জাতের তন্ত্রাভিলষীরা চা খায়, এটুকুও জানেন না।
    বিটিডাব্লু, আমকে চাট্টি মড়ার খুলি পেজেন কব্বেন?
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৪৭ | 198.82.23.14
  • সত্যযুগের মানুষ একটু বড়োসড়োই হয়। দুমদুম শব্দ তো হবেই।
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৪৬ | 198.82.23.14
  • আবার জলপথে চলে গ্যালো? যাহ।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৪৬ | 122.172.42.198
  • আমি কাল রাত্তিরে স্বপ্ন দেখছিলুম দুমকার পাহাড়ে বেড়াতে গেছি। পষ্ট ঝগড়ু আর নাথুকেও দেখলুম, রুমু আর বোগিকে গল্প শোনাচ্ছে একটা পাথরের উপরে বসে। এমন সময়ে একটা ভয়ানক দুম দুম আওয়াজ, কে যেন ভারি পায়ে হেঁটে আসছে, আর দুমকার পাহাড়, পাথর সব নড়ছে। আমি তখন ভাবছিলুম ইয়েতি তো হিমালয়ে থাকে, সে ব্যাটা দুমকা এলো ক্যামোনে?
    ভালো করে ইয়েতি দেখবো বলে যেই চোখ খুলেছি, দেখি ঘরশত্তুর হেঁটে অন্য ঘরে যাচ্ছে, তার মাঝরাত্তিরে মনে পড়েছে ব্ল্যাকবেরি চার্জে বসানো হয় নি! এদিকে আমি গৃহকত্তাকেই বিহারীইয়েতি ভেবে বসে আছি।
  • I | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৪৪ | 14.96.161.130
  • হুঁ, আম্মো দেকিচি। ঠিক বামাচারী নয়।
    হ্যাঁ হে আকা, তুমি কারণবারি পান করো কি চামচে করে, না ঝিনুকবাটিতে? তোমার খর্পর নাই? নরকরোটি?
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৪১ | 198.82.23.14
  • আজ্জোদা ধনতান্ত্রিক। অন্য জঁর।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত