ভালো কথা। আমার আম্রিকান টিভি সোনির। মডেল নাম্বার KDL 32 M 3000। অনেক কষ্টে সে ব্যাটাকে অ্যাডাপ্টার লাগিয়ে চালালাম। কিন্তু এয়াট্টেলের ছবি সে দেখায়না। কেবল ওলা বলল NTSC থেকে টিভি PAL করা প্রয়োজন। সে কিছুতেই করতে পারছিনা।
কোনো উপায় হ্যায়?
জানা থাকলে বা রিসাচ করে জানালে বড়ই উপকৃত হই। নইলে আমি হাতুড়ে মিস্ত্রির কাছে নিয়ে যাব।
Ishan | ১৫ ডিসেম্বর ২০১০ ১১:৩৬ | 122.248.182.16
আমার বাড়িতে টিবি এসেছে।
এবার ইন্টার্নেটও চলে আসবে। হাঃ হাঃ।
dd | ১৫ ডিসেম্বর ২০১০ ১১:০২ | 124.247.203.12
শমীকের তিনদিনেই দাঁত ছড়কুটে গ্যালো ?
আমি, এই যে দিনের পর দিন, আপিস আর ঘর করি। দিনের পর দিন আপিসের কাজকম্মো ছাড়া একটাও কথা কই না (ফোনে ছাড়া),অখাদ্য কুখাদ্য এঁড়ে ভেজেটেবিল খাই। বাইরে বিকট গরম। ঘরে নাই টি ভি, কুল্লে দুটো বই। কবেই পড়া শেষ।
অ্যামন ক্ষি ড্রিং ও করি না।
সমাধির ঠিক আগের স্টেজ।
Samik | ১৫ ডিসেম্বর ২০১০ ১০:৩৭ | 115.248.4.217
যাই। আবার গিয়ে দেওয়াল দেখি গে'।
Bratin | ১৫ ডিসেম্বর ২০১০ ১০:৩০ | 122.248.183.1
আজকের ধাঁধা দিয়ে দিয়েছি ও পাড়ায়।
Samik | ১৫ ডিসেম্বর ২০১০ ১০:২৫ | 115.248.4.217
ক্লাসিক ভাট হয়েছে তো কাল রাতে! আমি এদিকে এলম আর সঅব শেষ।
Bratin | ১৫ ডিসেম্বর ২০১০ ১০:২৩ | 122.248.183.1
আশুতোষের গল্প নিয়ে বেস্ট সিনেমা বোধহয় ' সাত পাকে বাঁধা' । সৌমিত্র আর সুচিত্রা দু জনেই যাতা অভিনয় করেছিল।
tatin | ১৫ ডিসেম্বর ২০১০ ০৭:০৬ | 130.39.149.48
omiদি, ট্যানের গপ্পটা কী?
a x | ১৫ ডিসেম্বর ২০১০ ০৫:৩১ | 99.69.152.240
নাইট, নাইট।
achintyarup | ১৫ ডিসেম্বর ২০১০ ০৫:৩০ | 59.93.247.235
আপাতত গুন্নাইট, মানে গুড মর্নিং ঃ)
achintyarup | ১৫ ডিসেম্বর ২০১০ ০৫:২৯ | 59.93.247.235
ন্নাঃ। তিন-চার্দিন এক্টু চাপে আছি। লিং-গুলো নিজেকে মেল করে রেখেছি।
a x | ১৫ ডিসেম্বর ২০১০ ০৫:১৯ | 99.69.152.240
পাইসি। আপনারে যে রিডিং লিস্টি দেওয়া হয়েছে, এগোলেন? ওটার পর, আরো আসবে!
achintyarup | ১৫ ডিসেম্বর ২০১০ ০৪:৫৪ | 59.93.247.235
করেছি
a x | ১৫ ডিসেম্বর ২০১০ ০৪:৪৬ | 99.69.152.240
আচ্ছা অচিন্তিবাবু, কাজের কথা কইয়া লই। আপনারে একপিস মেল করতে চাই। অসুবিধে না থাকলে, আমারে atreyid জিমেলে একখান ব্ল্যাংক মেল করবেন, ঠিকানা জানানোর নিমিত্তে?
a x | ১৫ ডিসেম্বর ২০১০ ০৪:৪৪ | 99.69.152.240
রাক্ষসরা লুকিয়ে থাকে নাকি? সেতো ভূতে থাকে!
achintyarup | ১৫ ডিসেম্বর ২০১০ ০৪:৩৯ | 59.93.247.235
মানে? রাক্ষসেরা ঝোপেঝাড়ে মারছে উঁকি আড়ে আড়ে?
a x | ১৫ ডিসেম্বর ২০১০ ০৪:৩০ | 99.69.152.240
মে বি, মে বি নট।
achintyarup | ১৫ ডিসেম্বর ২০১০ ০৪:০৪ | 59.93.247.235
ক্ষেউ নাই ঃ(
kd | ১৫ ডিসেম্বর ২০১০ ০২:৫৩ | 59.93.205.101
রঞ্জন, না না, সেই গোপাল আর স্বাতীর গপ্পো মনে করে লিখিনি। ওই যে সুবোধ ঘোষের গপ্পোটা (জতুগৃহ কি?), সিনেমায় উত্তম আর অরুন্ধতী ওয়েটিং রুমে বসে চা খাচ্ছে, তারপর সিম্বলিক - টেবিলের একদিকে একটা খালি কাপ, অন্যদিকে একটা।
জানি এই অ্যানালজির সঙ্গে আসল ব্যাপারটার কোনো সম্পর্ক নেই (মানে এটা এখন বুঝছি), তখন নেশার ঘোরে কি লিখছি, তার জন্যে নিশ্চই আমি রেস্পন্সিব্ল না। ঃ)
কিন্তু খুব দুক্কু পেলুম - পাইএর কাছ থেকে আমার এই রিক্রুটমেন্টের কোনো অ্যাপ্রিসিয়েশন নেই দেখে - এখনও পর্যন্ত!! ঃ)
omi | ১৫ ডিসেম্বর ২০১০ ০২:৩৪ | 151.141.84.194
ট্যান? হেইডা একটা বেহুদ্দা বোকা মাইয়া ছিলো, মানুষ চিনতো না। কোনো মাইনষেরেই যে বিশ্বাস করতে নাই,হেইডা হ্যায় জানতো না। মাইনষেই যে দলবান্ধা হায়েনার মত আরেকটা একলা মাইনষেরে ছিঁড়া টুকরা টুকরা করে আর বাকীরা হত্তালি দেয় হেইডা বেটী জানতো না। তাদের পরিণতি যা হয়, ওরও তাই হইছে। বেটী মরছে। আপনে আর পুরানো ঝাড়ের কথা মনে রাইখেন না। দুনিয়ায় ন্যায্য বইলা যে কিছু নাই হেইডা হ্যায় জানতো না।
ভালা থাইকেন, খুদাফেজ।
ranjan roy | ১৫ ডিসেম্বর ২০১০ ০২:২৬ | 122.168.201.192
সরি ওমি, আমি তোমাকে ভুল করে ট্যান বা প্রত্যুষা ভেবে বসেছি। ট্যান আমাকে বন্ধুর মেয়ের মুসলিম ছেলে বিয়ে করার গল্প শুনে ভাল ঝাড় দিয়েছিল। তারপর থেকে কখনও উল্টোসিধে বল্লে কেউ কেউ ভয় দেখাত-- আজকাল ট্যান আসছে না, নইলে আপনাকে এমন ঝাড়----। সরি!
ranjan roy | ১৫ ডিসেম্বর ২০১০ ০২:২০ | 122.168.201.192
ব্রতীন এবং আরও অনেকের বৌয়ের হাতে ঠ্যাঙানি খাওয়ার সম্ভাবনা দেখে মনে হল আজকে আমারও সম্ভাবনা ছিল। হয়েছে কি আমার এক কলীগ অফিসের কাজে জর্জিয়া গিয়ে পেট্রোলের থেকে ওয়াইন সস্তা দেখে এক বোতল রেড ওয়াইন নিয়ে এসেছে। আমাকে কবে থেকে ডাকছে গেলে কমরেড স্টালিনের নাম করে ছিপি খোলার সম্মান দেবে বলে। আজও ফোন এল। কিন্তু আমার বৌ ভীষণ মদ এবং ধুম্রপান বিরোধী। আমি তালে ছিলাম কবে ও ভোপাল নাকি মুর্শিদাবাদ যাবে, কেনে যে দেরি করছে! শেষে মনের দুঃখে টেবিল বাজিয়ে পল্লীগীতি গাইতে লাগলামঃ
"" ও বৌ, ভোপাল যাইবা কবে? মুর্শিদাবাদ কবে? যেই মাসেতে রোব্বার নাই সেই মাসেতে হবে? আরে ভোপালে তুই গেলে আমি খুলব রেড ওয়াইন, ( আমি খুলব রেড ওয়াইন!্) ডিভিডি লাগাইয়া শ্যাষে দেখব গুপী-গাইন। ও বৌ, ভোপাল যাইবা কবে?
একটি বোতল খাইয়া আমার মন যে হইব তাজা, (আমার মন যে হইব তাজা) তুই ঘরেতে থাকলে আমার(২) পরাণ ভাজাভাজা; ও বৌ, ভোপাল যাইবা কবে? মুর্শিদাবাদ কবে? যেই মাসেতে রোব্বার নাই সেই মাসেতে হবে!
ফলাফল? থাক, নাই বল্লাম।
omi | ১৫ ডিসেম্বর ২০১০ ০২:১৩ | 151.141.84.194
রঞ্জন, তিন বছর আগে আমি তো আপনেরে চিনতামই না! ঝাড় দিমু কেমবায়????? কী যে কন! কে আপনেরে ঝাড় দিসিলো? কী বিত্তান্ত? কোন তারিখে? বাদী ও বিবাদী পক্ষ কারা?
কী মুসিব্বতের ব্যাপার!
ranjan roy | ১৫ ডিসেম্বর ২০১০ ০২:০৫ | 122.168.201.192
কাবলিদা, এক প্ল্যাটফর্মে নায়ক আর অন্যটায় নায়িকা বোধ্হয় সুবোধ ঘোষের ""ভারত প্রেমকথা'' না হয়ে সুবোধ চক্রবর্তীর ""রম্যাণি বীক্ষ্য'' হবে। একটু দেখে বলবেন তো।
ওমি, যদি তুমারে ঠিক চিন্যা থাকি তবে তুমি আমারে তিন বছর অগে গুরুর পাতায় বড় কইর্যা ঝাড় দিছিলা। ভুলি নাই। মাঝে মাঝে ঝাড় খাইলে ঘুম ভাল হয়। অহন কি মতলব?
যারা আমার প্রিয় সিনিমা "সওদাগর' নিয়া খিল্লি করছেন সবাইরে অভিশাপ দিলাম। "মন্তাজ' এর মানে কোন বই পইড়াও তেমন বুঝি নাই যেমন ফুলবানুর লগে ফুলশয্যার সময় অমিতাভর খেজুর গাছ বাইয়া উঠা দেইখ্যা বুঝছিলাম। এক্কেরে চউখ বন্ধ!
Fevi | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:৫১ | 217.162.209.37
ঝিঙ্গে? আলু আর পোস্ত দিয়ে রান্না করে খেয়ে নিলেই তো সবচেয়ে ভালো সংরক্ষণ হয়। ফ্রীজে রাখার কি দরকার?
Nina | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:৪৬ | 64.56.33.254
এসেছিলুম ব্যাঙ কে হ্যাপ্পি অ্যান্ড সেফ জার্নি বলতে--এবার সত্যি পলাইলাম---বসেরও গলা পাচ্চি এল বলে
Nina | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:৪৫ | 64.56.33.254
আবার এলুম! এঃ হে খুব ছড়িয়েছি---যদি জানতেম নয় , ওটা নারায়ণ সান্যাল --আমি নগর দর্পণে বলছিলাম মানে ভাবছিলাম। সেই উত্তম বড় ভাই আর কাবেরি বৌ, শেষে পাগল হয়ে গেল উত্তম মানে পাগল হওয়ার রোল কল্ল--ওটা কি? নগর দর্পণে না?
Tim | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:৪৩ | 198.82.23.14
এরা প্যাকিং প্যাকিং করেই হেদিয়ে গ্যালো। যাচ্ছে ঐটুকু ঘরের পাশে, তাতেও এত প্যাকিং কিসের? যেতে যেতেই তো গুছিয়ে নেওয়া যায়।
byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:৪০ | 122.172.42.198
সত্যি সত্যি গেলাম এবারে।
byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:৩৬ | 122.172.42.198
সত্যি সত্যি পছন্দ হয়েছে? আর তার বাবা-মার? হয়ে থাকলে এটা একটা ভালো খবর। ওকে এবার বাংলা পড়া শিখিয়ে দে একটু একটু করে। কোলকাতা থেকে সহজ পড়া নিয়ে আসবো?
Arpan | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:৩৩ | 122.252.231.10
আমি কী জানি? হিমঘরের মালিককে ধরে জিগ্যেস কোরো!
অদ্রিজার বইগুলো হেভি পছন্দ হয়েছে। ঃ-)
কোথা থেকে কিনলে?
byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:৩১ | 122.172.42.198
কেমন করে ঝিঙে ফ্রিজে প্রিজার্ভ করা যায়? নুন মাখিয়ে রাখবো?
byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:৩১ | 122.172.42.198
হ্যাঁ। দিস।
Arpan | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:৩০ | 122.252.231.10
তুমি কি নতুন বছরে ফিরছ? আমি বইয়ের নামটা এসেমেস করে দেবো।
byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২৯ | 122.172.42.198
ডাগ্তার, পায়ে পা দিয়ে ঝগ্ড়া বাঁধিয়ে আমাকে দেরি করিয়ে দিলে ভালো হবে না বলে দিচ্ছি!
Arpan | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২৯ | 122.252.231.10
শুকোবে ক্যানো? ভালো করে প্রিজার্ভ করবে। যেমতি হিমঘর।
kk | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২৯ | 68.47.236.79
হু,রট্টা যশোধরার বাবার নাম রোট্ট ধর্মাদিত্য। সুগোপার মায়ের নাম পৃথা।
ফ্রিজ খালি না হলে কী হয়? কলকাতা থেকে এসে তো ভর্তি ফ্রিজই পাবে। আর বাজারে দৌড়তে হবে না।
Ninaa | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২৬ | 64.56.33.254
এ বাবা!! তিনটে বেজে গেল রাজ্যের কাজ বাকি--আজ বাড়ী যেতে দেরি--এই ঠান্ডার মধ্যে----পলাইলাম! টাটা হগ্গলকে
Sibu | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২৬ | 66.102.14.1
Oh Calcutta-কি কলকাতাতে? সে তো বেজিং-এ জানতাম।
byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২৬ | 122.172.42.198
এয়ারপোর্ট থেকে সোজা বোনের বিয়েবাড়ি। অত মজা না, সকালে উঠে আমাকে লাউঘন্ট রাঁধতে হবে আর আলুঝিঙেপোস্ত, আর গামাখা করে মুর্গী। আরেকজন তো যাচ্ছেন না, ওনার জন্য রেঁধে রেখে যেতে হবে। তবে কিনা ফ্রিজ খালি হবে। এদিকে আবার ছেলের কাল অংক পরীক্ষা, তাকে এগারোটায় পিকাপ করে সোজা দৌড়ুতে দৌড়ুতে এয়ারপোর্ট। কিন্তু তার আগে প্যাকিং করতে হবে ভাবলেই কান্না পেয়ে যাচ্ছে। আমি এখনো এখানে কী করছি!!
Sibu | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২৫ | 66.102.14.1
বিছুটির ফুল!! সে কি ব্যাঙেরা দেখতে পায়?
Arpan | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২৪ | 122.252.231.10
গাছপাঁঠাকে ইঞ্জিরিতে ফুলই বলে বটে।
Nina | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২৪ | 64.56.33.254
Oh! Calcutta! র লোভ কার নাই? যে বলে নাই সে জানেনা কি মিস করছে
Tim | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২৩ | 198.82.23.14
সিবুদা, গাছ না, ফুল।
Sibu | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২২ | 66.102.14.1
কেন যে এরা কলকাতা যায় কে জানে। বিছুটি গাছের লোভেই মনে হয়।
Nina | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২১ | 64.56.33.254
আহা রে যা যা---কি মজা কলকেতে যাবে---ইশ! কি মন কেমন যে করে শহরটার জন্যি
byaang | ১৫ ডিসেম্বর ২০১০ ০১:২১ | 122.172.42.198
পাপিয়া সেন না? তাহলে বোধহয় ঠাকুদ্দার বড়মেয়ে, যিনি প্রথমদিকেই মরে গেলেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন