এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৩৫ | 122.248.183.1
  • ব্যাপক তো!! এনজয় করুন
  • de | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৩৫ | 59.163.30.2
  • তিলুবাবু লুরুতে নাকি -- তুলসীদেবী সাথে?

    আমি অমনি ঘুত্তে যাচ্ছি -- ভ্রমণী লেখার সময় বড়ো কম!
  • til | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৩৪ | 117.198.255.85
  • জয়ন্তীদি বড্ড শক্ত, কুমুদি চলিবে?
  • til | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৩৩ | 117.198.255.85
  • যয়নতীদি,
    ব্যাঙ্গালোর থেকে তিন ঘন্টা দূরত্বে Sivanasamudram বলে একটি যায়গায়। সিল্ক ফার্ম, চন্দন গাছ, ধানক্ষেত, ডিপ টিউবওয়েল, বুনো মুরগী, occasional হরিণ, স্কচ। আমি যে কোথায় আমি নিজেই ভুলে গেছি!
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৩২ | 122.248.183.1
  • সে কী? কোথায়??
  • til | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:২৯ | 117.198.255.85
  • দেদি, ভালোকরে আন্দামান ঘুরে আসুন। পরে শমীকের মত একখান নামিয়ে দিন।
    আমি এখন জোড়া ঝর্ণার ধারে এক ফার্মা হাউসে আছি। শুধু রাত্তিরে টর্চ না নিয়ে বইরে বেরোনো মানা, প্রচুর বিষধর সাপ নাকি!
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:২৭ | 59.178.51.45
  • আহা ষাট,ষাট,সন্ধেবেলা মরার কথা কেন।
    বসেন আরাম কইরা,এতদিন বাদে আইলেন।
    ইয়ে, অ্যাখন আপ্নে ভূগোলার্ধের ঠিক কোন পয়েন্টে?
  • til | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:২১ | 117.198.255.85
  • মরি নাই, মরি নাই আবার এসেছি ফিরিয়া।
    ধ্যুৎ, যদিও বা access মিললো কিন্তু ডানদিকে বাঙলা আসছে না কেন? font তো install করলাম।
  • de | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:০৯ | 59.163.30.2
  • আমি অক্কুটে আছি -- কিন্তু কোনদিনও খুলে দেখার সময় হয় না -- আপিস থেকে কুক্কুট - জিমেলিত্যাদী খোলে না -- বাড়িতে কোন সময় নেই!
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:০৭ | 122.248.183.1
  • দুখে, কোথায় ছেলেদের হয়ে দু কথা বলবে। তা নয় .....
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:০৩ | 59.178.51.45
  • ব্যাং,না,অক্কুটে যাইনি।কাজের ফাঁকে ফাঁকে এই ভাটেই আসি।এপাড়াটা আমার বেশ পছন্দ হয়েচে।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:০১ | 122.248.183.1
  • হ্যাঁ, কুমি দি, দে তোমরা কি অর্কুটে আছো?
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৬:৫৯ | 122.248.183.1
  • আরে বিয়ের পরে পরে ই তাই মহত্ব দেখিয়েছিলাম ।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ১৬:৫৮ | 122.172.42.198
  • কুমু তুমি কি অক্কুটে আছ?
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ১৬:৫৭ | 122.172.42.198
  • আমিও তো সেই কখন বলেছি, বৌকে আমার কছে ট্রেনিং নিতে পাঠাতে!
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৬:৫৫ | 59.178.51.45
  • আমিও তো তাই বলচি এতক্ষণ ধরে।
  • dukhe | ১৪ ডিসেম্বর ২০১০ ১৬:৪১ | 122.160.114.85
  • বউকে ভয় পায় না সে আবার ক্যামোন ব্যাটাছেলে ?
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৬:২২ | 59.178.51.45
  • তবে যে বল্লে বউ তোমারে ভয় পায়,তুমি ওনারে ডরাও না!!!!
    ঃ-))
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৬:১০ | 122.248.183.1
  • ব্যাঙ টোটাল চাপ তো!! ঃ-))

    দে, ধন্যবাদ সাইট টা দেখছি।

    আরে আমার হানিমুনে আন্দামান যাওয়া র প্রবল ইচ্ছে ছিল কিন্তু বউ বললো গোয়া যাবে। আজ অবধি আন্দামান যাওয়া হল না
    ঃ-((
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৬:০৭ | 59.178.51.45
  • ব্রতীনকে এখন থেকে তুমি বলব,ইন ফ্যাক্ট বেশীক্ষণ আপনি টাপনি বলতে হলে আমার ক্যামোন কান কটকটায়।
  • kumu | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৫৯ | 59.178.51.45
  • পারলে আইপিও বদলাও,ঐটা দেখেই তো বিভীষণদাদা তোমার লেখা চিনে নেবে।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৫৫ | 122.172.42.198
  • আচ্ছা, যে জরুরি কথাটা বলতে এসেছিলাম। আমি আজ থেকে হাওয়ায় মিলিয়ে যাব। অন্য কোনো নামে ফিরে আসব। আজ একটা গৃহবিবাদের সময় জানতে পারলাম, বিভীষণব্যাটা ঘাপটি মেরে মেরে গুরু পড়ে, আর আমি কবে কখন কোন অপকর্ম করেছি, সব জেনে বসে, মোক্ষম সময়ে প্রত্যাঘাত করার জন্য অপেক্ষা করে থাকে। আজ সকালে ঝগ্‌ড়া যখন প্রায় জমে উঠেছে, তখন সে এক চালে মাত করে দিল, এই বলে ""রোজ শুনি, সারাদিন খুব কাজ ছিল, এই করেছ, ঐ করেছ, কাজের চাপে কোনো সময় পাও না! এদিকে মনে করে করে কুড়ি বছর আগের কথা লেখার সময় থাকে'' ঃ-((
  • de | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৪৯ | 59.163.30.3
  • ছুটিতে নজদ্দিও না যেন -- সম্বচ্চরে এই একবার --
    দশ-দিন আন্দামান!
  • de | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৪৭ | 59.163.30.3
  • *সোমনাথ
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৪৬ | 122.248.183.1
  • দে, কত দিনের ছুটি আন্দামান যাবার জন্যে?
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৪৩ | 122.172.42.198
  • হ্যাঁ, আপনাকেই তো বললাম। ভাবলাম কেউ তো আপনারে সান্ত্বনা দ্যায় না, আমি নাহয় আপনারে একটু সম্মানই দিই।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৪১ | 122.248.183.1
  • কুমু দি তুমি ও তো আমাকে আপনি বলো ঃ-((
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৪১ | 122.172.42.198
  • আজ জানলুম সান্ত্বনার ফোঁটা সম্পূর্ণ বৃত্তাকার।
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৪০ | 59.178.51.45
  • ব্যাং,আমাকে বল্লে ?"আপনি" কেন?
    করিমসে শমীক খায় তো,আমি ঘানি টেনে টেনে আর টাইম কোথায় পাই?
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৪০ | 122.248.183.1
  • মানে কর্নাটক বলতে চেয়েছি ঃ-))
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৩৯ | 122.248.183.1
  • সাত বছর কেন? আমি তো জীবনে খাই নি। ঃ-(((
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৩৯ | 122.172.42.198
  • বেলুর আর হালেবিদ কবে থেকে অন্ধ্রপ্রদেশে আছে?
  • de | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৩৮ | 59.163.30.3
  • ০ ০ ব্যাংয়ের জন্ন

    ০ ০ কুমুর জন্ন
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৩৭ | 122.248.183.1
  • সোমানাথ,দ্বারকা ইত্যাদি কভার করতে চাইলে কোন এয়ারপোর্ট? আর বাকি তিন দিন কাছাকাছি কোথায় যাওয়া যেতে পারে?

    বেলুড় আর হ্যালোবিদ বাদে মোটামুটি পুরো ঘোরা অন্ধপ্রদেশ।

    ব্যাঙ, খবরদার না ঃ-))
  • de | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৩৭ | 59.163.30.3
  • আমি পশ্‌শু থেকে হাওয়া! আন্দামান আর দুটো কনফারেন্স সেরে এক্কেরে জানুয়ারীর দশ তারিখে আবার আপিসে আসবো। সক্কলকে বড়দিনের আর নতুন বছরের আগাম শুভেচ্ছা!!
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৩৫ | 122.172.42.198
  • আর আপনি যে দুবেলা করিমসের বিরিয়ানি খান মজাসে, আমি যে সাত বছর খাই নি, তার জন্যও তো কেউ আমারে দুফোঁটা সান্ত্বনা দ্যায় না!!! তার বেলা?
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৩৩ | 59.178.51.45
  • আপ্নেই কইলেন,বউ পেটাবে,আমিই তো কই নাই।
    আর আমার যে কোথাও যাওয়া হচ্চে না,তজ্জন্যে কেউ দুফোঁটা সান্ত্বনাও দ্যায় না!!!!!!!ক্ষি দিনকাল।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৩২ | 122.172.42.198
  • ব্রতীনের বৌয়ের কিছুদিন আমার আন্ডারে ট্রেনিংয়ে থাকা দরকার।
  • de | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:৩১ | 59.163.30.4
  • ব্রতীন,

    গুজরাতে হলে সাসাংগির অবশ্যই যেও -- রাজকোট হয়ে অথবা সোমনাথ হয়ে, ভীষণ সুন্দর এই সময়ে -- আমের মুকুল আর পলাশ ফুলে ভরে থাকে পুরো জঙ্গল। তবে জঙ্গলে ঢোকার আর জীপে ঘোরার পারমিট কিন্তু আগে থেকে করিয়ে নিতে হয়!

    অরিজিতের হাম্পি-বেলুরও ঘুরে আসতে পারো, পাঁচদিনে হয়ে যাবে!

    ধাঁধাটা মিস করলাম -- এই সময় পেলাম সারাদিনে ঃ((
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:২৮ | 122.248.183.1
  • হি হি এখন ছুটি অ্যাপ্রুভড। বলা যেতে পারে।

    বউ আমকে পেটাবে কি ? আমাকে খুব ভয় পায়, যা রাগী আমি। তবে লাস্ট জানু তে গৌহাটী আর জুনে মন্দারমণি ছাড়া কোথায় যাওয়া হয় নি তাই বেচারী ব্যাপক ক্ষেপে আছে।
  • kd | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:২৭ | 59.93.242.88
  • আমি ২৯/৩০ যাচ্ছি গঙ্গাবক্ষে দক্ষিণমুখো। শুনেছি আশেপাশে সুন্দরবন পড়তে পারে। তা পড়ুক, আমি ডাঙায় পা দিচ্ছি না - ও'সব গাছগাছড়া, মশামাছি, বাঘভাল্লুক - নট মাই কাপ অফ টী।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:২২ | 122.248.183.1
  • মন্দারমণি ব্যাপক। লাস্ট জুনে গিয়েছিলাম অফিস থেকে।

    আমি চেন্নাই বা গুজরাট র মধ্যে একটা ভাবছি । দেখি।
  • kd | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:২২ | 59.93.242.88
  • ওকে ব্রতীন, ছুটি অ্যাপ্রুভ্‌ড। তবে ফিরে এসে যেন শরীর ফিট থাকে - টায়ার্ড, জ্বর, পেটখারাপ জাতীয় বাজে এস্কিউজ যেন শুনতে না হয়।
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:২০ | 59.178.144.120
  • কেডিদা,বইমেলা কবে?
    ব্রতীনকে বউ ধরে পেটাচ্চে,মনে মনে দেখে নিয়ে অনেকক্ষণ বাদে মনটা একটু ভাল লাগলো।
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:১৬ | 59.178.144.120
  • বহুদিন কলিছাড়া,আমি ঠিক উপ্‌যুক্ত লোক নই এই বিষয়ে।কেডিদা বা অন্যরা অনেক ভাল বলতে পারবেন।সুন্দরবন যেতে পারেন,আইবাবু আর অচিন্ত্যরূপ-ও বোধায় গলা ধরাধরি করে ওদিকে যাচ্চেন।অথবা মন্দারমণির নামও খুব শুনি আজকাল।এ ছাড়া পুরী ইঃ তো আছেই।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:১৬ | 122.248.183.1
  • কাবলি দা, ছুটি ক্যান্সেল করলে বউ ধরে পেটাবে । আমি ২৬th রাতে ফিরছি। তার পরে আছি বই মেলার জন্যে। আর ২১ র আগেও আছি। কাজেই ঐ ক দিন আমকে মাফ করে দিন।
  • kd | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:০৮ | 59.93.242.88
  • ব্রতীন, না না ন্না! এক্ষুনি ছুটি ক্যান্সেল করো। না পারলে বসের ফোন্নং দাও, আমি ক্যান্সেল করিয়ে দিচ্ছি।

    কারণ! কারণ জানতে চাও? ঠিক আছে। এই একবার বলে দিচ্ছি, প্রতিবছর মনে করাতে পারবো না। তাই মন দিয়ে শোনো। জানুয়ারি মাস বইমেলার মাস আর আমাদের বডি-কাউন্ট বড়ই কম, তাই একটাকেও ছাড়া যাবে না। ব্যস্‌ কহ্‌ দিয়া। নো আর্গুমেন্টস, নো এক্সকিউজেস।

    এই উপরিউক্ত নোটিশটি কলকাতা ও নিকটবর্তী অঞ্চলের সকল চন্ডালদের উদ্দেশ্যে। আর যাঁরা নিজেদের গুরু ভাবেন, তাঁদেরও নিস্তার নাই। কোনো অজুহাতই অ্যাসেপ্টেব্‌ল না। খেলাপ করা চলিবেক নাই।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:০৪ | 122.248.183.1
  • ধুর ধুর ঐ সব কাজ তো আমি শনি/রবি বার ই করি। পাখা ঝাড়া,ঝুল ঝাড়া, আলমারী পরিষ্কার,বেসিন ইত্যাদি ইত্যাদি।

    আরে দঃখের কথা আর কী বলবো। সফটওয়ারে কাজ করি। ৫ দিনের ছুটি অনেক ঃ-((
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৫:০০ | 59.178.144.120
  • মাত্র পাঁচদিন?কোথাও যাওনের কাম কি?ঘরে থাকেন,যত পেন্ডিং কাম সাইরা ফ্যালান,লফ্‌ট হইতে পরিষ্কার করা শুরু করেন,ক্রমে অনান্য দিকে আসেন,ঝাঁ চকচকে কইরা ফ্যালান সব,রান্না কইরা বউরে খাওয়ান।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত