ওমি জিগালেন -শরদিন্দুর গল্প নিয়ে কি সিনেমা হয়েছে-ঝিন্দের বন্দী বাদ দিয়ে- ৩টে ব্যোমকেশ বাদ দিলে আর মনে পড়ছে একটা হিন্দি সিনেমা -নাম বোধ হয় তৃষাগ্নি... পল্লভী যোশী, নানা পাটেকর ছিলেন বোধ হয়.. সেই এক বৌদ্ধমঠ-সাঙ্ঘাতিক ঝড়-চার জন বেঁচে ছিল-দুজন ভিক্ষু আর দুই শিশু। আসল গল্পের নাম মনে পড়ছে না।
Lama | ১৫ ডিসেম্বর ২০১০ ১৭:১৩ | 203.132.214.11
তাপ্পর? laser আর অ্যানিমেশনের দিকপাল মানিক সরকার মহাশয়ের সঙ্গে এক্টু ভাট হল। ওঁর জীবন দর্শন, ওনার বিভিন্ন অভিজ্ঞতা বললেন। সরকার পরিবারের পোষা সিংহ "সম্রাট' এর কথা বললেন। সরকার পরিবারের সর্বকনিষ্ঠ যাদুকর "মাস্টার পি সি সরকার' (পৌরুষ সরকার) এর সঙ্গে দেখা হল। তাপ্পর চা খেয়ে বাড়ি চলে এলাম।
ওঁরা বেশ ভদ্র এবং বিনয়ী মানুষ, দেখলাম। আর বাড়িটার মধ্যে কেমন একটা যাদু যাদু ভাব।
kumudini | ১৫ ডিসেম্বর ২০১০ ১৭:০৬ | 59.178.49.19
সুকন্যা কবে বাড়ীতে আসবে?সোহাগ কেমন আছে? "ইন্দ্রজালের"ভেতরটা অসাধারণ সাজানো,অনেক ম্যাগাজিনে ছবি বেরিয়েছে। তবে বাইরে থেকে দেখতে তেমন লাগেনা।
dukhe | ১৫ ডিসেম্বর ২০১০ ১৭:০৫ | 122.160.114.85
লামা, তাপ্পর?
de | ১৫ ডিসেম্বর ২০১০ ১৭:০২ | 203.197.30.2
থ্যাংকু, লামা!
বম্ম, মঙ্গলে জিনিসপত্র এমন অসৈরণ ব্যবহার করবে না, তার গ্রান্টি কে দেবে? তাচ্চেয়ে এখেনেই থাকো আমাদের সঙ্গে!
Lama | ১৫ ডিসেম্বর ২০১০ ১৭:০০ | 203.132.214.11
কাল একটা নতুন অভিজ্ঞতা হল- যাদুকর পি সি সরকারের বাড়ি "ইন্দ্রজাল' এ গিয়েছিলাম।
Lama | ১৫ ডিসেম্বর ২০১০ ১৬:৫৯ | 203.132.214.11
লেটেস্ট খবর হুতোর কাছে পাওয়া যাবে। হুতো আজ হাসপাতাল থেকে অফিস এসেছে। অপারেশন ভালভাবেই হয়েছে, কিন্তু এখন ব্যাথায় খুব কষ্ট পাচ্ছে, বিশেষ করে অ্যানেস্থেশিয়ার প্রভাব কেটে যাবার পর থেকে। তবে ডাক্তার বলেছেন লম্বা বিশ্রামের পর আবার ঠিকমত হাঁটতে পারবে।
সত্যি, অপারেশানের পর সুতো কেমন আছে কেউ জানলে একটা খবর দিয়ে যেও প্লিজ!
বম্মটা না অ্যাতো কিউট!!
i | ১৫ ডিসেম্বর ২০১০ ১৬:৪৪ | 124.171.2.70
ঃ(
i | ১৫ ডিসেম্বর ২০১০ ১৬:৩৩ | 124.171.2.70
আজকাল ভাটে ঘুরতে এলে মনটা খুব হাল্কা মতো হয়ে যায়।পিছিয়ে পিছিয়ে ভাটের পাতা উল্টাই, কস্মিনকালেও যা করি নি।
আচ্ছা, সুকন্যা কেমন আছে জানো?
kumudini | ১৫ ডিসেম্বর ২০১০ ১৬:২১ | 59.178.54.88
তোমার চিরভাসুররে জিগাও বা অর্পণরে।
M | ১৫ ডিসেম্বর ২০১০ ১৬:১৫ | 59.93.206.107
আমি আর এই পোড়া সংসারে থাকবো না,কোনো জিনিস আমার কথা শোনেনা, ভাবেনা, তবে কিসের জন্যি?অ্যাঁ?
এই সেদিন আমি সাঁড়াশি খুঁজে পাচ্ছিলুম না, স্বাভাবিক ব্যাপার, যখন ঠিক যেটা দরকার সেটা আমার চোখের সামনে কিছুতেই আসতে চায় না, যেন আমি ওদের শত্তুর! তো মাইক্রোর গ্লাভস,হাত মোছার ন্যাতা, যখন যেটাকে পাচ্ছিলাম কাজ চালাচ্ছিলাম, তো সেদিন দেখি তিনি ডিভানের ভিতরে বসে আছেন? ওখেনে ছিলিস ক্যানো, কে জিগাবে?
আর একদিন বুটের বুরুশ ছেলের বইয়ের তাক থেকে উঁকি মারলো, ঠিক আছে, আমি তেমন মনে করিনি কিছু, ছেলের অত ভেদাভেদ জ্ঞান নেই,সবাইকে সমান ভাবে দেখে।
এমনিভাবে ছোট কিউট ছুরি ডিপ ফ্রিজ থেকে,আচারের বোতল লকার থেকে আত্মপ্রকাশ করে।
এর পরে কার না বৈরাগ্য আসবে? আমায় মঙ্গলে যাবার ফ্লাইটের ব্যাপারে কেউ জানাও, আমি পৃথিবীতে আর থাকতে চাইনে।
hermba chandra | ১৫ ডিসেম্বর ২০১০ ১৬:১১ | 124.247.203.12
জানি কিন্তু বলবো না।
M | ১৫ ডিসেম্বর ২০১০ ১৬:০৫ | 59.93.206.107
কেউ কি জানে আমার মোবা চার্জারটা কোথায় আছে?
de | ১৫ ডিসেম্বর ২০১০ ১৫:৩৯ | 59.163.30.4
নেহী, বিল্কুল নেহী! ঃ))
d | ১৫ ডিসেম্বর ২০১০ ১৫:১৮ | 14.96.53.251
*আপুনি
d | ১৫ ডিসেম্বর ২০১০ ১৫:১৬ | 14.96.53.251
হুঁ স্যান যখন কাঠবেড়ালীর ছাল ছাড়িয়ে রোস্ট না কাবাব কি একটা করে খাওয়ার কথা বলেছিল, তখন .... তখনও ভাটে এরকমই রোলারুলি শুরু হয়েছিল। তাতে স্যান খুব সরলভাবে জানতে চেয়েছিল ছালসুদ্ধই খাওয়া উচিৎ ছিল কিনা!
আর নরম মাংসল ধরণের পাপড়ি যেসব ফুলের, তাদের বড়া খেতে একেবারে স্বর্গীয়। এখন অপানি যদি ঠিক করে বড়া না ভাজতে পারেন সে কি আমার দোষ! অ্যাঁ?
de | ১৫ ডিসেম্বর ২০১০ ১৫:০৬ | 203.197.30.2
উত্তুম্কুমার সিদ্ধ!! ঃ))
kumudini | ১৫ ডিসেম্বর ২০১০ ১৫:০৪ | 59.178.54.88
যারা ফূল ভেজে খায়,কানে/চুলে/বোতামে গোঁজে না,তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? তাই বলে আমার স্কুইরেলদের? জানেন ওদের নাম উত্তম,সুপ্রিয়া,শুভেন্দু,টোটা-এইসব!
Bratin | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:৫৮ | 122.248.183.1
এ কি রে!! কিছু পেলেই খাবো খাবো করে ঃ-))
de | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:৫০ | 59.163.30.3
নৃশংস রেসিপি!!
lcm | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:৪৯ | 69.236.170.156
হ্যাঁ, এই রেসিপি-টা ঠিক সুবিধের নয়।
kumudini | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:৪৩ | 59.178.54.88
ইকী! In a large pot, boil the squirrels until done!!!!!!!!! তাতিন আর লসাগুর সাথে আড়ি।
খুব আস্তে আওয়াজ করে তো।আমার ন্যাওটার(পোষা বিড়ালনী,চরিত্রহীনা)আওয়াজ ব্বাঘের মত।
de | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:৩১ | 59.163.30.3
আমি হলে কিছুই রাঁধতাম না --
কুমুকে ধন্যযোগ!
এইমাত্র রঞ্জন -দার লেখা পড়লাম --
ঐ ভাবে হচ্ছে না রঞ্জনদা ঃ(( -- শিপের বুকিং বম্বে থেকে করানোর অনেক ঝামেলা, তারপরে জার্নি পোস্টপোন্ডও হয় শুনেছি!
de | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:২৮ | 59.163.30.4
তাড়াহুড়োয় পিস-কে পল্লাম পিসি!
de | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:২৭ | 59.163.30.4
তাতিনের মুকে একখুনি সেলোটেপ সাঁটো!
কাঠবেড়ালী আওয়াজ করে তো --কিঁচ-কিঁচ করে --
Bratin | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:২৭ | 122.248.183.1
আমার এক পিস কাঠবেড়ালী প্রতিবেশী ছিল বিদেশে। ভারী মিষ্টি।
tatin | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:২৪ | 70.177.55.6
আম্রিকার স্কুইরেলগুলোকে দেখলেই ধরে খেতে ইচ্ছে করে
kumudini | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:১৯ | 59.178.54.88
আমার খুব অবাক লাগে স্কুইরেলদের দেখে-এত সুন্দর চোখ,এমন তুরতুর দৌড়োয়, অথচ বেচারারা আওয়াজ কর্তে পারে না।ঐজন্য আমার গাঁদা গাছ খেয়ে সাফ করে দিলেও ওদের কিচ্ছু বলি না।
Arpan | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:১২ | 122.252.231.10
পালিতানা মিস করার কোন মানে হয়না। সারা গুজরাতের মধ্যে ঐ জায়গাটা এখনো মনে গেঁথে আছে।
আমি হলে রাঁদতাম- ১।লাউ সেদ্ধ-সর্ষের তেল দিয়ে মাখা(সময় পেলে), ২।আলু সেদ্ধ-ঘি দিয়ে মাখা,(ঐ) ৩।আর যে সব্জি বেঁচেছে-ঝিঙ্গে ইঃ,সেইগুলো দিয়ে চিকেনের একটা লম্বা-আ মত একখান ইস্টু। কেমন পুষ্টিকর,স্বাদু,কম সময়ের রান্না!
dd | ১৫ ডিসেম্বর ২০১০ ১৪:০৬ | 124.247.203.12
এহ বাহ্য। আর্শুলার মুন্ডু ছিঁড়ে নিলেও সেটি ন দিন বেঁচে থাকে, মারা যায় বেসিক্যালি না খেয়ে।
আর ডলফিন সদাই এক চোখ খুলে ঘুমায়।
কোনো দুটি জেব্রা বা কোনো দুটি গরুর গায়ের ছোপ ছাপ একি রকমের নয়।
এইসব বিষয়েও ঘোর চিন্তা করা যেতে পারে।
M | ১৫ ডিসেম্বর ২০১০ ১৩:৫১ | 59.93.163.131
আর হ্যাঁ , আমি একটা জিনিস একটা গপ্প পড়ে জেনেছিলুম,সে হচ্ছে গিয়ে, মাকড়সারা নাকি মেটিং করার সময় মেয়ে মাকড়সাটা ছেলেটার মুন্ডু কুড়মুড় করে চিবায়ে খায়।ব্যাপারটা তখন ঠিক মাথায় সেঁধোয় নি ঠিক করে, মানে গপ্পটার সেই জায়গাটা এত সুন্দর ছিলো,কিন্তু কাল পরের ছেলের সাথে চ্যাটানোর সময় কি কথায় য্যানো বললো এই যে আমার মুন্ডুটা তো তোর মুখের কাছেই রেখেছি, যখন ইচ্ছে চিবাচ্ছিস তো, তাতেই মনে পড়ে গেলো, বললাম, তো বলে কিনা ওটা গ্রাসহপার মাকড়সা নয়। কিন্তু ইয়ে হঠাৎ ব্যাপারটা নিজের ঘারে ফেলে দেখতে যখন গ্যালাম আর কি, মানে অন্য ভাবে নিয়েন না,ঠিক করে রিয়ালাইজ কত্তে গেলে আমার অমন ভাবনাটা আসে, মানে সেই চরম মুহুর্তে কারোর মাথা চিবিয়ে রেলিশ করে খেয়ে ফেলছি ,বাপরে কি আতংকের ব্যাপার, কিন্তু মাথা চিবোনোর পর ও প্রসেস ক্যায়সে চলতে পারে জানতে গিয়ে শুনলাম তখন নাকি আরো দ্রুত কান্ড ঘটতে থাকে। আমি ক্যামন ঘেঁটে গেছি। খুব সিগ্গিরি সন্যাস নেবো।
M | ১৫ ডিসেম্বর ২০১০ ১৩:৪৪ | 59.93.163.131
লোকে নেশা কল্লে দরাজ হয়, আর ব্যাঙটা কি ঘোরেল হয়ে কেলাস নিয়ে চলে গেলো।ভাগ্গিস ঘুমিয়ে পড়েছিলাম।
ও হ্যাঁ , আমার তো চাইনিজ বা মোঘলাই থেকে সাউথিন্ডিয়ান বেশী ভালো লাগে।
আরো কিসব য্যানো বলার ছিলো।
হ্যাঁ সব কিছু অত মনে রাখার দরকার কি? গল্পের নাম , কে লিখেছে, কি লিখেছে.......স্রেফ পড়ো এবং মুন্ডু ফরম্যাটিং করে খালি করে ফেলো নেক্সট এর জন্য ব্যাস।
lcm | ১৫ ডিসেম্বর ২০১০ ১৩:৩৪ | 69.236.170.156
জহর রায়-এর কথায়.... গুপী গাইন বাঘা বাইন-এর শুটিং-এর অবসরে গল্প চলছে... কথার ছলে জহর রায়-এর বয়স জানা গেল... সত্যজিৎ জিগ্গেস করলেন - আপনি তো আমার থেকে বয়েসে বড়, তাহলে আমাকে মানিকদা বলে ডাকেন কেন? জহর রায় একটু মাথা চুলকে - না ইয়ে মানে, আমি age-এ বড় হলেও, image-এ তো আপনি বড়।
kumudini | ১৫ ডিসেম্বর ২০১০ ১৩:০৬ | 59.178.54.88
দে-আন্দামান ভ্রমণের শুভেচ্ছা,খুব আনন্দ করে বেড়িয়ে এসো।
Bratin | ১৫ ডিসেম্বর ২০১০ ১২:৫৯ | 122.248.183.1
দে, ধন্যবাদ। কিন্তু দেখলাম আমেদাবাদ , বরোদা র প্লেনের দাম সব থেকে সস্তা। ও দিক দিয়ে যেতে হবে মনে হচ্ছে। আর দিউ ভাড়া দেখলাম ১০,০০০+
Bratin | ১৫ ডিসেম্বর ২০১০ ১২:৫৫ | 122.248.183.1
ব্যাঙ কে,আরেক টা সিনেমায় জহর রায় ফুচকায় মদ দিয়ে খেয়েছিলেন। সেট হল নিশিপদ্ম। হিং এর কচুরী অবলম্বনে অমর ছবি।
de | ১৫ ডিসেম্বর ২০১০ ১২:৪০ | 59.163.30.3
পাঁচদিনে অপ্পন পুরো গুজরাত ঘোরার প্ল্যান দিলো দেখলাম ঃ)) --
দ্বারকা থেকে শুরু করে নীচের দিকে সোমনাথ, ভেরাবল আর সাসাংগীর -- এই ম্যাক্সিমাম হতে পারে। আমার মতে সাসাংগীরে অন্তত দুদিন থাকা উচিত। ফেরার সময় জুনাগড়ে একদিন কাটানো যায়। দ্বারকা একদিনে দেখে নেওয়া যায় বেট দ্বারকা আর ছোটখাটো যা আছে তা সমেত!
প্রথম দিন -- দ্বারকা (দ্বারকাধীশ মন্দির), বেট দ্বারকা আর যা যা আছে।
দ্বিতীয় +তৃতীয় দিন -- গাড়ীতে দ্বারকা টু সোমনাথ। মাঝে পোরবন্দরে থেমে গান্ধিজীর জন্মস্থান দেখতে ভুলোনা। এর মাঝে আরো বহু স্পট আছে যা ড্রাইভারই দেখিয়ে দেবে। সোমনাথে সুখসাগর হোটেলে থেকো যদি বুকিং পাও। একটু কস্টলি কিন্তু খুব পরিস্কার পরিচ্ছন্ন। ওখান থেকে সোমনাথ আর প্রভাস ইত্যাদী দেখতে ম্যাক্সিমাম দেড়দিন-দুদিন লাগবে। ওখানে থেকে ভেরাবল হয়ে সাসাংগীর এসো। এখানে দুদিন স্পেন্ড করো।
ফেরার সময়ে জুনাগড় হয়ে আসতে পারো -- জিভের আড় ভাঙাতে ঃ)), এখানে নন-ভেজ পওয়া যায়। তবে গুজরাতী রান্না খুবই সুস্বাদু -- নন-ভেজ না খাওয়ার দুঃখ অতো কিছু থাকে না।
আর ড্রাইভারেরা, সাধারণ লোক থেকে শুরু করে প্রচন্ড সৎ। গাড়ীতে অবলীলাক্রমে জিনিসপত্র রেখে আমরা সব ঘুরে ঘুরে দেখেছি -- কোন অসুবিধা হয়নি! লোকজনের ব্যবহারও অত্যন্ত ভালো।
সাসাংগীরে যে রিসর্টটায় ছিলাম --সেটার নাম মনে পড়ছে না। ভেরাবল থেকে সাসাংগীরে আসতে গিয়ে রাস্তায় পড়ে, প্রায় জঙ্গলের মধ্যে!
kd | ১৫ ডিসেম্বর ২০১০ ১২:৩০ | 59.93.245.29
ঈশান, এয়ারটেলের তাহ'লে অ্যানালগ সার্ভিস - এই ntsc/pal ব্যাপারটা তো ডিজিটালে থাকার কথা না। শুনেছি (শুনেছি, চোখে দেখিনি বা কোথাও পড়িনি), ডিশ ডিজিটাল, তাতে ঠিকঠাক চলে। আমি একেবারেই সিওর নই - কিছু করার আগে চেক করে নিও।
kumudini | ১৫ ডিসেম্বর ২০১০ ১২:২৬ | 59.178.54.88
কাল রাতে সবাই দারুণ ভাটিয়েছে।ইশ,কবে যে আমার বাড়ীর ডেস্কোটা ঠিক হবে!!!!
dd | ১৫ ডিসেম্বর ২০১০ ১১:৪১ | 124.247.203.12
এই জন্নেই কয়, কারু উত্তরবংগে পৌষমাস আর কারুর পুজোর সময় সব bonus।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন