এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৮ | 198.82.20.19
  • হুচিও কি রাগ কল্লো? চাদ্দিকে যে রেটে পোরিবত্তন, আজকাল খিল্লি কত্তেও ভয় হয়।
  • ranjan roy | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৭ | 122.168.207.68
  • আমারও গানের ওপারে অক্ষদা দাঁড়িয়ে নিয়ে কিছু বলার ছিল কিন্তু ওই চোপরাও শুনে পালালুম।
  • Tim | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৭ | 198.82.20.19
  • ডানহাত ক্যাপিটালিস্ট। এতো সোজা হিসেব।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৬ | 99.69.152.240
  • এইবার গেলামই।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৬ | 122.252.231.10
  • সত্যি বলছি, সেইবার বাড়ি গিয়ে সেই যে দেখলাম আমার সবকিছুতে নাকউঁচু বাবা জিটিভিতে মহাগুরুর পোগ্গাম দেখা শুরু করেছে তারপর থেকে এত অবাক আর হইনি। মাকালির দিব্বি।
  • Paramita | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৫ | 202.3.120.9
  • আচ্ছা ডানহাতের আঙুল কেন বাঁ হাতের আঙুলের চাইতে মোটা হয়?
  • ranjan roy | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৫ | 122.168.207.68
  • দু,
    অ্যাদ্দিন বাদে এলে তাও খালি কেজো কথা। এটা চাই, ওটা চাই। কুশলমঙ্গল জিগ্যেস নহী পুছোগী?
    ইদানীং কোন শহরে আছো?
    ব্যাং,
    বিলেটেড হ্যাপি বার্থ ডে। তবে এবার কোন বেসবল ব্যাটারকে লুরুতে কুপোকাৎ করতে হলে পুলিশের ক®¾ট্রাল রুমে আগেভাগে ফোন করে তবে ময়দানে নামবে। নইলে তোমার সাহস দেখে এ বঙ্গসন্তানের বুক ধড়ফড় করে,
    আচ্ছা, লুরু'র আরেক বীরাঙ্গনা সুপারিদেনেওলা স্যান(সংযুক্তা) কোথায়? বহুদিন কোন খবর নেই!
    আর্শোলা মারার ব্যাপারে দমুর রেকর্ড খুব ভাল। পুণেতে রোজ ঝ্যাঁটা দিয়ে আরশোলা মারতো। কুমুদিনী বোধহয় এখনো ওর রেকর্ড ছুঁতে পারেনি।
  • Tim | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৫ | 198.82.20.19
  • হুচি কাজ কত্তে যা। বড়োদের কথা শুনতে নেই। যাও পত্তে বোসো-ও-ও
  • Tim | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৩ | 198.82.20.19
  • আরে রেগে গ্যালো নাকি? ইকিরে চাট্টি আবাজ দিতেও পারবোনা? জেবনে আর রইলো ক্ষি! ঃ-((
  • hu | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৩ | 12.34.246.72
  • না না, তা কেন? দেখে তো ভরসা পাই। সবই সম্ভব।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২২ | 99.69.152.240
  • আমি গেলাম, গেলাম কিন্তু!
  • a x | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২২ | 99.69.152.240
  • বোঝো! আর আসবনা যাও!
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২১ | 122.252.231.10
  • মাইরি! সেই সোভিয়েত নেই, সেই বার্লিনের প্রাচীরও নেই, আর সেই অক্ষদাও আর নেই!!

    আমরা তবে কাকে দেখে পথ হাঁটব, প্রভু?
  • hu | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 12.34.246.72
  • অক্ষদিকে গা.. টইতে যখনই পোস্ট করতে দেখি, সেই নী.পা. যুগ থেকে আজ পর্যন্ত এনার সম্পর্কে গড়ে তোলা যাবতীয় ধারনা সব ঘেঁটে গুবলেট হয়ে যায়। এত অবাক আমি কক্ষুনো হই নি!!
  • Tim | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 198.82.20.19
  • আম্মো বলতে যাচ্ছিলাম যে অক্ষদা কি পরিমাণ লেবার দিচ্ছে গা-ও নিয়ে। কিন্তু চেপে গেলাম। ;-)
  • a x | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:১৮ | 99.69.152.240
  • চোপরাও! আওয়াজ দিলে উইকিলিকস্‌ লেলিয়ে দেব! তাও তো আমার কত কি বলার ছিল ঐ সিরিয়ালটা নিয়ে এই আওয়াজের ভয়েই বলতে পারলাম না!
  • Tim | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:১৭ | 198.82.20.19
  • পোরিবত্তন?
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:১৬ | 122.252.231.10
  • টেন থাউজ্যান্ড থান্ডারিং টাইফুনস!

    অক্ষদা সিরিয়ালের এন্ডিং কী হবে সেই নিয়ে বাজি লড়ছে!!
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 122.252.231.10
  • তিনমাসে তিনবার হেরেও এখনো কীসব বলে যাচ্ছে। ভাগ্যিস এই মাসে ইবের সাথে খেলা নেই!
  • achintyarup | ১৭ ডিসেম্বর ২০১০ ২৩:৫৭ | 121.241.214.34
  • সকাল থেকে ঘুম্পেলো
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২৩:৫১ | 198.82.20.19
  • ব্যাঙদিকে ইপিস্তার কাঁচকলা গিফ্‌ট অত্যন্ত সুচিন্তিত। ব্যাঙদি যেরকম রেটে নেমন্তন্ন খাচ্ছে, ক্ষুব কাজের জিনিস হবে। আমি ইপিস্তোকে ফাস প্রাইজের জন্য নমিনেট কল্লাম।
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২৩:৪৬ | 198.82.20.19
  • এখনই? সবে তো সন্ধে
  • achintyarup | ১৭ ডিসেম্বর ২০১০ ২৩:৪৬ | 121.241.214.34
  • ঘুম্পেলো
  • kc | ১৭ ডিসেম্বর ২০১০ ২৩:৪৩ | 89.203.49.18
  • গতবছর মানে ২০০৯ এ জিতেছিল মোবা।
    তার আগের বছর ২০০৮ এ জিতেছিল মোবা।
    তার আগের বছর ২০০৭ এ জিতেছিল মোবা।
    তবে হ্যাঁ, ২০০৬ এ কিন্তু জিতেছিল ইবে।
    তা চার বছর পরে এই জেতা। আনন্দের প্রকাশ একটু বেশীই হবে। বুঝতে পারছি। ক্ক্যারি অন গাইজ।
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২৩:৩৬ | 198.82.20.19
  • এরিয়ান। কিন্তু সেটা ইচ্ছে করেই। ;-)
    আমরা হেবি পেশাদার। লিগ জিতে যাওয়ায় আর গা লাগিয়ে খেলিনি। ঃ-)

    এরিয়ানের স্ট্যাট কিন্তু ইন্টেরেস্টিং। লীগে অপরাজিত, তবু তৃতীয় স্থান।
  • a x | ১৭ ডিসেম্বর ২০১০ ২৩:২৮ | 99.69.152.240
  • আরে দুউউউউ ও দুউউউ এসেই কই গেলা ?
  • aka | ১৭ ডিসেম্বর ২০১০ ২৩:২৮ | 117.194.8.54
  • তাতে কি হয়েছে? ইবে ওটা ইচ্ছে করে হেরেছে, জানি না কিন্তু নিশ্চিত।
  • kc | ১৭ ডিসেম্বর ২০১০ ২৩:২৩ | 89.203.49.18
  • শুনছি দুদিন আগেই নাকি ইবে হেরেছে? কার কাছে হেরেছে কেউ জানে? অপ্পন? টিম্ভাই?
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:৪৯ | 198.82.20.19
  • সবেতেই তো রানার্স। ফলো না কল্লে হবে? ;-)
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:৪৩ | 122.252.231.10
  • মোবা আমাদের ফলো করে যাচ্ছে। আমরাও স্ট্যানলি তাড়িয়ে সুভাষ এনেছিলাম। তারপরে উনি কিন্তু মুখ পুড়িয়ে বিদায় নিয়েছিলেন।
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:৩৯ | 198.82.20.19
  • তবে, মোবা এবার একটু বেটার খেলতেই পারে। ভৌমিকবাবুর স্টার প্লেয়ার নিয়ে কাজকর্ম ভালোই করে থাকেন। স্ট্যানলি রোজারিও অতি অসহ্য। এমন কোচ শত্রুরও যেন না হয়। ঃ-)
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:৩৪ | 122.252.231.10
  • আরে কোচ না, কোচ না। উনি কোচোয়ান। (সাক্ষাৎ টিডি)
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:৩২ | 122.252.231.10
  • ইনফ্যাক্ট ফার্স্ট লেগে আমাদের কেউ আটকাতে পারবে? হাল্কা করে এক চিরাগের চান্স আছে।

    তা একটু বুদ্ধবাবুর মত কথা হয়ে গেল, কী করা যাবে!
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:২৭ | 198.82.20.19
  • ঘটিরা কি নার্ভাস? ড্র করেই জিন্দাবাদ বলছে? ;-)

    সামনেই খোঁচা খাওয়া জেসিটি। ওদের কোচের ওপর আমার প্রবল ভরসা। অঘটন না ঘটে যায়! ঃ-)
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:২৫ | 122.252.231.10
  • * বত্রিশ থেকে পঁয়ত্রিশ
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:২৪ | 122.252.231.10
  • জেসিটিকে হারানো হয়ে গেল। এইবার ফার্স্ট লেগে বত্রিশ থেকে যত বেশি সম্ভব পয়েন চাই।

    এইদিকে ওইপানে ভৌমিকদা জিন্দাবাদ ধ্বনি উঠছে। ঃ-)
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:২৩ | 198.82.20.19
  • ঃ-))
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:২২ | 122.252.231.10
  • সে তো শমীকও বুঝতে পারে না- বাথ না ভাত! ;-)
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:২০ | 198.82.20.19
  • জেসিটিকে ফাগোয়ারায় হারানো গ্যাছে, আহা খবরটা পড়ে দিল তর হয়ে গ্যালো।
  • kc | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:১৯ | 89.203.49.18
  • দুদি, বলি এতদিন কোথায় ছিলেন? সবাই যে খোঁজখবর নিয়ে নিয়ে হেদিয়ে গেল!! আছেন কেমং?
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:১৬ | 198.82.20.19
  • প্রভু, প্রভু.... ইকিরে, একটা টাইপো পজ্জন্ত বুইতে পাচ্ছেনা! আমার আপিসে বাংলা আসেনা। কি করবো।
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১০ ২২:১০ | 122.252.231.10
  • প্রবু কী?
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২১:৫৫ | 198.82.20.19
  • অপ্পনের কবিসঙ্কÄ¡ মরোমরো, স্রেফ ভুঁড়িসঙ্কÄ¡ জাগ্রত। ক্ষেন এমন হলো প্রবু?!
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১০ ২১:৫৫ | 122.252.231.10
  • আহ, সারভানা ভবন। চেন্নাই সে¾ট্রাল হয়ে যতবার গেছি হেথায় খেয়েছি। অতি উত্তম।
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ২১:৫৫ | 198.82.20.19
  • আরশোলা বিষয়ে আমি আর কিসুই কইবো না। কুমিদির আর্শোলা, ল্যাজে কাটুন, মাথায় কাটুন, আমার কি (কী)?!

    এমনকি অন্যান্য বিষয়েও কুনো বক্তব্য নাই।
  • Du | ১৭ ডিসেম্বর ২০১০ ২১:২৯ | 65.124.26.7
  • কালকের বুদ্ধিমান শেয়ালের কবিতাটা পুরোটা কেউ একটু লিখে দেবে? আগাম ধন্যযোগ।
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১০ ২১:০৪ | 117.194.197.202
  • আরশোলা মারার ব্যাপারে সাট্টিফিকেট নিতে হলে তো একজনই আছেন ...
  • achintyarup | ১৭ ডিসেম্বর ২০১০ ১৮:২৭ | 121.241.214.34
  • সক্কলে মনে হয় বাড়ি-টাড়ি চলে গেছে
  • kumudini | ১৭ ডিসেম্বর ২০১০ ১৬:৩৮ | 59.178.41.149
  • হ্যাঁ,আর অমনি পান্‌জাবিটাও।
    আরো এক্টা কাজ আছে, আপনার সামনে আর্শোলা মেরে দেখিয়ে দেব,আপনি একটা সাট্টিফিকেট লিখে দেবেন,ভালো করে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত