এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:১৪ | 72.83.86.24
  • এই যে কেসিদা, আমি চারদিন ও আটদিন পুরানো মেইলের কথা কইছিলাম। আজকের মেইল তো সেই মেইল দের কথা মনে করাতে।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:১৩ | 72.83.86.24
  • হ্যাঁ, এখন কুমুদি খুব আদর আপ্যায়োন করে। গেট দিয়ে ঢোকামাত্র ই হাতে একখানি কুমড়োফুল ধরিয়ে দ্যায়। ঃ)
  • tkn | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:১২ | 122.163.79.38
  • কেসি! বিচ্ছিরি বলে বিচ্ছিরি!! এতো বিচ্ছিরি রকমের বিশ্রী টাইপো দেখে আপনার নাম শ্রীবিলাস রাখতে ইচ্ছে করছে ঃ(

    তবে পরে শুধরে দেওয়াটা পড়ে, থাংকু (এটা আমরা আগেও বলতাম তো, না?)

    কুমুদিনী ঃ-) নমস্কার করা তো ভালোই বিশেষ করে লিখে লিখে। স ষ আর শ-এর ব্যবহার নইলে করব কোথায় আমরা!!
  • Tim | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:১২ | 198.82.17.214
  • আমারেও শিকতে হবে কিকরে কাজের মেইলগুলো পিল্টার কত্তে হয়। সব মেইলই পয়ে যাই কিকরে যেন। ঃ-(
  • kumudini | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:১১ | 115.240.46.215
  • একদম।সারারাত ঐ শিবুর সাথে উল্টোপাল্টা আলুচানা কর্তে পরে,সুন্দরবন যাওয়ার পেলেন ভাঁজতে পারে,আর নটবর শুনলেই কালা।
  • kc | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:১০ | 89.203.49.18
  • এবার পেয়েছি। অ্যামেরিকা থেকে কুয়েত। আসতে তো সময় লাগবেই মা।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:০৭ | 72.83.86.24
  • বল্লেই হল ! কাজের মেইল গুলো যায় না,এটা অবশ্য আমি জানি। এই যেমন, কাজের কোথাগুলো লোকে শুনতেও পায় না। অচিন্ত্যদা এ নিয়ে আরো ভালো বলতে পারবে ঃ)
  • kumudini | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:০৭ | 115.240.46.215
  • কেসিদাকে,মাস চারেক আগে ভাটে ঢুকি, তখন পর্যন্ত এত নমষ্কার টমষ্কার কর্তো না কেউ।এটা খুব হালে হয়েছে।
  • kc | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:০৫ | 89.203.49.18
  • ইপিস্তো, কোনও মেল নাই।
  • kc | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:০৩ | 89.203.49.18
  • *ভাল। কি বিচ্ছিরি টাইপো।
  • kc | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:০৩ | 89.203.49.18
  • আরে তেকোনাদি, নভেম্বর মাসে কলকাতায় গিয়ে আপনাদের পাড়ায় গেছিলাম। যখন চলে আসছি তখন মনে পড়ল ''এই খানেই তো তেকোনা থাকেন।'' আর একবার ঘাড় ঘুরিয়ে দেখলাম বাড়িগুলো। এবার যেন একটু বেশী বাল লাগল জায়গাটা।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:০১ | 72.83.86.24
  • কেসিদা আর আকাদা, একটু মেইল দেখবেন।
  • Tim | ১৯ ডিসেম্বর ২০১০ ০১:০০ | 198.82.17.214
  • হ্যাঁ কেসিদাকে বলা হয়নি কিছু। এখন বলি। হক্কথা কয়েছো। ঃ-)
    আমি তো আর ভদ্র না, আমার কি! ঃ-)
  • pi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:৫৫ | 72.83.86.24
  • অচিন্ত্যদা,
    সুমন আর কী বল্লেন ? এটা কোন চ্যানেলে ? একটু বিস্তারিত বলো।
  • tkn | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:৫২ | 122.163.79.38
  • টিম!!!! মানুষের যেমন চাকরীতে উন্নতি বাড়ি গাড়ি হয় ব্যাঙেদের তেমন ছাতাবৃদ্ধি হয় এও জানিস না! আর গিফটটাও মোটেই চেয়ে চিন্তে আনিনি, যোগাড়যন্তর করে এনেছি.. ঃ-(

    আর এর মাঝে যে কেসি আলতো করে একটা থিওরি দিলেন যে বুড়ো হলেই ভদ্র হয় আর ভদ্র হলেই বুড়ো সেটা নিয়ে কিছু বললি না তো!
  • achintyarup | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:৩৬ | 121.241.214.34
  • নট আউট তো বটেই। ডাক্তার সেদিন বলেছিলেন উনি মুক্ত গদ্য লেখেন, আমি ঠিক্কোরেছি উন্মুক্ত গদ্য লিখব। চলতেই থাকবে চলতেই থাকবে... মাঝে মাঝে থাম্বে। কিন্তু শেষ হবে না
  • Tim | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:৩৬ | 198.82.17.214
  • বেসিকালি বল্লো ছাতা পড়ুক, তুলে এনে খাই। গিফ্‌টও এর ওর থেকে কুড়িয়ে বাড়িয়ে বানানো। আমি কিনা সত্যের অপলাপ সইতে পারিনা, তাই ডিসাইফার করে দিলুম। :P
  • omi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:৩৬ | 151.141.84.194
  • আমি এবারে আসি গো। আপনেরা সুখেশান্তিতে থাকুন, খান দান নাচুন গান সাজুন গুজুন গপ্পো করুন কবিতা লিখুন।
    ঃ-)
  • kumudini | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:৩৫ | 115.240.71.60
  • আমি ঘুমইনি।
    আমি শান্তশিষ্ট এটা সবাই মেনে নিলেন
    সেজন্য স্‌ক্‌কলকে থাংকু।

    ফোটায়,সেজন্যই ভালুকের জ্বর আসে।
  • tkn | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:৩৩ | 122.163.79.38
  • ব্যাঙের জন্মদিন! আহা আরো বড়ো হও। বর্ষায় ছাতা গজাক তোমার চারিপাশে। আমরা তাকে মাশরুম নামে ডাকি আর তুলে এনে খাই।
    আর হ্যাঁ, এই নাও, তোমাকে কেয়াপাতার ডগায় জমানো শিশিরের সঙ্গে এক ফোঁটা চাঁদের আলো আর দুফোঁটা অমৃতির রস মিশিয়ে দিলাম।
    শুভ জন্মদিন ঃ-)
  • kc | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৯ | 89.203.49.18
  • নরগহ্ম পহ্মগহ্ম পধপহ্ম গর-স।
    নীপা নীপা নীপা।
  • omi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৯ | 151.141.84.194
  • অচিন্টির নটবর শেষে নটবর নট আউট হয়ে যাবে। আরে লিখুন না বাপু!
  • omi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৭ | 151.141.84.194
  • ভাল্লুকেরা মৌচাক ভেঙে মধু খায়। আকাজী এই ব্যাপারে কিছু জানেন বলে মনে হয়।
    আমার প্রশ্ন ভাল্লুকেরে মৌমাছি হুল ফোটায় না????
  • Tim | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৫ | 198.82.17.214
  • তুমহারা নাম কেয়া হ্যায় বাসন্তির মত হয়ে গ্যালো নাকি?
  • tkn | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৪ | 122.163.79.38
  • আপনি যেখানে আমিও সেখানে আকাজী ঃ-)
    শহর জমজমাট। কফি কমলালেবুর ফাঁকে ফাঁকে কোনো বাঁকে হয়ত পেরিয়ে যাচ্ছি একে অন্যকে ঃ-)
  • aka | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৪ | 117.194.9.69
  • না না আমি এখন বিউটিফুল শ্যামনগরে।
  • omi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৪ | 151.141.84.194
  • কেসি, আপনি নীপা? আহা, নী পা সা গা মা। ঃ-)
    বলেই ফেলুন না আপনি কি ঝরাপাতা অরণ্যে নিক নিয়ে লিখতেন?
  • achintyarup | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৪ | 121.241.214.34
  • বিপদঃ চা যার মাথায় ঢালা হবে সে কিন্তু চামুণ্ডা
  • Tim | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৪ | 198.82.17.214
  • কোথায় বল্লেই আমরা ছোটোবেলায় বলতাম, ব্যাঙের মাথায়। কিন্তু সে ব্যাঙদিও নাই, তেমন মাথাও অপ্রতুল।
  • kc | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৩ | 89.203.49.18
  • আজ্জো শেষ অবধি কি নিউটাউনেই?
  • omi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২৩ | 151.141.84.194
  • গরম চা বা কফি খাওয়ানোর অনেক সুবিধা, ঝাম হলেই মাথায় ঢেলে দেওয়া যায়। ঃ-)
  • Tim | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২২ | 198.82.17.214
  • হ্যাঁ মৌচাকই খাও।

    বিটিডব্লু, যারা আকাদার সাথে গা-ও নিয়ে বাজি ধরেছেন, একটা পহও দেবেন না। আকাদার কলকাতা যাওয়ার প্রাইমারি উদ্দেশ্যই হলো প্লটের গতিপরিবর্তন। বিধিবদ্ধ সতর্কতা দিয়ে রাখলুম।
  • aka | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২২ | 117.194.9.69
  • তেকোনা এখন কোথায়?
  • kc | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২২ | 89.203.49.18
  • ওমি আমি একজন নীপা।
  • aka | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২১ | 117.194.9.69
  • কফি না খাওয়ানোর জন্য অ্যাপোলোজি, কিন্তু পরিস্থিতি খুব কঠিন ছিল, আছে। ঃ(
  • omi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২০ | 151.141.84.194
  • কেসি, আপনি সচলে কী নামে লেখেন বা লিখতেন?
  • achintyarup | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২০ | 121.241.214.34
  • @ tkn থ্যাঙ্কু ঃ)

    @ pi & omi ভূতের রাজা গে? হোক গে
  • tkn | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:২০ | 122.163.79.38
  • লোকজন আমার শহরে এসে কেমন আমার নামে ইয়ে করছে দেখ! অথচ সমুদ্দুরের ওপারে বসে কফি খাওয়ানোর কথা হয়েছিল। সে সব ভুলে আমাকে অশান্ত অশিষ্ট বলা হচ্ছে তাও আমি সোনামুখ করে ফিক্‌হাসি দিচ্ছি। এরেও শান্ত কইবে না তো কইবে কারে?

    আর আকার মত শান্ত কে আর আছে! ঘুর্ণিকে পর্য্যন্ত পাক খাইয়ে ছাড়েন ঃ-(
  • aka | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 117.194.9.69
  • টিম কোনটা খাওয়া বেটার হবে? মৌচাক না অমৃতি? মৌচাকই খাই কি বল?
  • kc | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 89.203.49.18
  • এখন গুচ কত ভদ্র হয়ে গেছে। আগেকার সময়ে ঠেলেঠুলে জায়গা করে বসতে হত। তারপর হাহাহিহি....। আর এখন? নমস্কার, প্রতিনমস্কার, আলাপ পরিচয়... ইত্যাদি, প্রভৃতি, গুরু ভদ্র না না থুরি বুড়ো হয়ে যাচ্ছে।
  • omi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 151.141.84.194
  • আরে তেকোনা, টিম কইলো কালো কালো হাঁসের ডিম পেয়েছিলো, কে যেন কিনতে মানা কল্লো, ওগুলো খাওয়া বিপদের। তখন বড়াই বললো ওগুলো কুমারী হাঁসের ডিম, পাপে ভরা, খেলেই কুপোকাৎ।
    সেই থেকে নিনার মাথায় এলো হংসকুমারী আর আমার মনে পল্লো তেকোনার ব্যাঙকুমারী। তাই মনে হলো যদি লেখেন! ঃ-)
  • Tim | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৮ | 198.82.17.214
  • হ্যাঁ আজ্জোদাকে ডিট্টো।
  • Tim | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৬ | 198.82.17.214
  • বর কৈ কইলাম। ডিল কইলাম তো। তোমার ডিল ( নাকি দিল?) তুমিই জানবা। ;-)
  • aka | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৬ | 117.194.9.69
  • তেকোনা শান্তশিষ্ট হলে আমার মতন শান্তশিষ্ট ইহকাল পরকালে কেউ কখনো দেখে নি।

    ঈশান, আমি কোল্কাতায়।
  • omi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৬ | 151.141.84.194
  • আহা ভুতের রাজা গে কেন হবে, তার ওরিয়েন্টেশন জটিল, দ্যাখেন নি কেমন একটা আলোজ্বলানেভা পঞ্চভূজের না ষড়ভূজের মধ্যে করে আসতো!
  • achintyarup | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৫ | 121.241.214.34
  • তেকোনা, লেখা এখনো পড়িনি, এবার খুঁজে খুঁজে পড়বো
  • tkn | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৫ | 122.163.79.38
  • নমস্কার অচিন্ত্যরূপ। খুব সুন্দর নাম আপনার।
    শোনা কথায় মোটে বিশ্বাস করবেন না, ইত্যাদি ইত্যাদি ঃ-)
  • omi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৪ | 151.141.84.194
  • কী শুনেছেন???
    আমি শুনেছি তেকোনার মতো তেঁএটে তিন ভুবনে পাওয়া যায় না, ত্রিকালে পাওয়া যায় নি। ঃ-)
  • pi | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১৩ | 72.83.86.24
  • ভূতের রাজার বর ? রাজা কি গে নাকি ?
    আর ভূতের রাজার বর লইয়া আমি করবোটা ই বা কী ! সে কি আর আমারে অমরত্ব দিবে ?
  • tkn | ১৯ ডিসেম্বর ২০১০ ০০:১২ | 122.163.79.38
  • ওমিকান্ত! ওমিক্রন! ওমিও!
    হাত বাড়ালাম আমিও ঃ-)
    হংসকুমারী কে? তার উপাখ্যান আমি কি জানি! কী জানি? কি? জানি?

    কুমুদিনী,
    প্রতিনমস্কার ঃ-)
    আমি তেকোনা। আমিও খুব শান্তশিষ্ট মানুষী। আলাপ হওয়ার সময় হয়নি আগে ঃ-) এখন হল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত