এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:৫৪ | 151.141.84.100
  • মশাই আমি কারেক্ট কাজ করছিনা জানি, কিন্তু আমার টাকার দরকার, আপনার মানিব্যাগটা তুলে নিয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না আর যোগাযোগ রাখবেন-এই কথাটা কেসিকে বলে ওর মানিব্যাগ তুলতে আমি তো এবার আমার বাহিনির একজনকে পাঠাবো'ই। ঃ-)
  • kc | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:৫০ | 89.203.49.18
  • কিন্তু কতা হইল, শমীক তো মনে হয় বাইক্যগুলান হালকা মনেই বলেছিল। বলার সময় এটাওতো কইছিল যে কারেক্ট কথা সে বলছেনা, তা স্বঙ্কেÄও এত কথা উঠলে ছেলেটার তো ভাল লাগবেনা মোটেই। আমরা সবাই তো জানি যে শমীক ওরকম খারাপ মনের পোলা মোটেও নয়। তা স্বঙ্কেÄও একটা বুবি ট্র্যাপে পড়ে গেছে। ওকে ছাড়ান দ্যাননা কেন?
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:৩৪ | 151.141.84.100
  • কৃষ্ণাঙ্গদের নিয়ে কে এক শ্বেতাঙ্গ অভিনেতা, সম্ভবত মেল গিবসন কিজানি রেসিস্ট কথা বলে ফেলেছিলো বলে খুব ঝাম হয়েছিলো।
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:২৯ | 151.141.84.100
  • কমবেশী রেসিস্ট সম্ভবত সব মানুষই, কিন্তু উপমহাদেশের লোকেরা যেভাবে খোলাখুলি ঢাক পিটিয়ে বলে আর শোনে, কেজানে বাপু, এসব থেকে কবে লোকে বেরোবে।
    এখনো যেভাবে সিলেকশান কমিটিতে বসে থাকে বামুন বদ্যিরা আর পদবী দেখে শর্টলিস্ট করে ফেলে বামুন বদ্যি ছেলেপিলেদের, ওরে এ যে ভট্টাচার্যের ছেলে, নিয়ে নে নিয়ে নে, এর যা জিনসেট সেকি তেলির পাবি? ওরে এর নাম যে হাবুল্‌চন্দ্র দাশগুপ্ত, এ যে আমাদের বরিশালের বদ্যি, একে না নিয়ে উপায় আছে নাকি? একে না নিয়ে নেবো কি গোবরগণেশ মালকে?
    এখনো যেভাবে জাতে কাস্টে মিলিয়ে জন্মপত্রী মিলিয়ে বিয়ে থা হয় উচ্চ ও মধ্যবিত্ত সব পরিবারে এখনো যেভাবে পিছড়েবর্গ সুবিধা পাচ্ছে বলে প্রকাশ্যে বিষোদ্‌গার করে উচু নাকেরা, তার কোনো প্রতিবাদ ও তেমন করে হয় না, সেখানে রেসিজম শেষ হওয়া অনেক দূরের ব্যাপার। আর এসব টিঁকিয়ে রাখাও হতে পারে, কে বলতে পারে!
  • pi | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:২৫ | 72.83.86.24
  • বিদেশীরা সবসময় মনে করেনা তো। খুল্লম খুল্ল বলেও। তখন অবশ্য আমরা তাকে 'রেসিস্ট' বলে হেভি ঝাড় দি। ঃ) এখানে গুরু তেই তো কেই ঐ আর্টিকল টার লিন্‌ক দিয়েছিলেন, যেখানে পয়েন করে করে দেখানো ছিল, কেন পশ্চিমীদের তুলনায় ভারতের সেরা সুন্দরীরাও অতি অসুন্দর। সেটা নিয়ে কত নিন্দা ও ঝাড়ের ঝড় বয়ে গ্যালো !
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:২০ | 151.141.84.100
  • আমেরিকানরা এই ব্যাপারে বেশ সাবধানী। মিশেল মানুষের দেশ, তার উপরে নানা আইনকানুন আছে যা নাকি বেশীরভাগ মানুষেই মানে বা মানতে বাধ্য হয়। তাই মনে যাই থাক,মুখে বলার সময় অন্তত ডাইভার্সিটির মর্যাদা দেয়।
    বার্মিজ অধ্যাপক একবার মজা করে তার প্রিয় আমেরিকান ছাত্রকে বার্মা পাঠাবেন বলছিলে, সেখানে তাকে লুঙ্গি পরতে হবে(কেবল লুঙ্গি, নো ডাবল প্রোটেকশন) শুনে বেচারা শিউরে উঠলো, কিন্তু সামনে কিছু বললো না।
    ঃ-)
  • Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:১৬ | 64.56.33.254
  • ইপিস্তো, ফোন তোর বিজি আসতেসে--ভাল নম কি তোর? প্যাকেটের ওপর লিখতে লাগব--ঝটপট মেল বা ফোন ৬০৯-৭০৪-৭৩০২ প্লিজ
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:১৫ | 151.141.84.100
  • চিন্তা করুন একবার, আমরা ভারতীয়রা- উচ্চনিম্ননির্বিশেষে সবাই, কতটাই না খারাপ বিবেচিত হবো ছ সাত ফুট লম্বা সোনালি চুল নীল চোখ উচনাসা লোকেদের দেশে যদি তারা অন্যধরণের চেহারার প্রতি ভয়ানক ছুচিবাই টাইপ হয়!
    আমাদের নিজেদের পোষাক শাড়ী ধুতি এসব যদি পরি তাইলে তো দেখতে হবে না, উন্নাসিক তারা আরো যে কত "আহত" হবে সে আর বলে কাজ নেই। ঃ-)
  • pi | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:১১ | 72.83.86.24
  • আর আমার প্রশ্ন তো হল, নারকেল গাছে চড়ার লোকের মত লাগছে বলেই বিরক্তি আসতে হবে ?
  • pi | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:০৯ | 72.83.86.24
  • কারুর চেহারায় দৃষ্টিসুখ না হলেই 'বিরক্তি' আসা টা আমার তো একটু অস্বাভাবিক ই লাগে। যা সুন্দর লাগছে না, তাকে জোর করে ভালো লাগাতে হবে বা বা ভালো বলতে হবে, এমন কোনো দাবী নেই আমার, কিন্তু ...
  • a x | ১৬ ডিসেম্বর ২০১০ ২০:৫৬ | 99.69.152.240
  • হ্যাঁ বার্মিজ লুঙ্গি গুলো খুব সুন্দর ইনফ্যাক্ট। আরে মেয়েদের যে স্কার্ট গুলো র‌্যাপ হয়, সেগুলোও তো বেসিকালি লুঙ্গি।
  • Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ২০:৫৪ | 64.56.33.254
  • কেন মাঝে তো খুব ফ্যাশন হয়েছিল, মেয়েরাও সিল্কের লুঙ্গি পরত কত বাহারি টপের সাথে--রেখাবাই বোধহয় ইস্টাট করেছিল--আমারও শখ করে এক পিস হল কিন্তু পড়ে বেজায় বাজে দেখাল--মা হেসে কুটিপাটি--বল্ল কেয়ং যেন মেছুনিদের মতন লাগছে ঃ-((
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২০:৫০ | 151.141.84.194
  • বার্মিজরাও লুঙ্গি পরেন। পুরুষ মহিলা নির্বিশেষে।
  • a x | ১৬ ডিসেম্বর ২০১০ ২০:৪০ | 99.69.152.240
  • এই যে লুঙ্গির সাথে আমাদের গেছে যে দিন, দিন ও রাতের লুঙ্গিরা, বারমুডার গহন অন্তরালে লুকিয়ে আছে কিনা তা নিয়ে ঈশান কিছু লিখলে পারে তো!
  • tatin | ১৬ ডিসেম্বর ২০১০ ২০:৩৯ | 70.177.55.6
  • তেঁতুলগুলোকে দেখলে বিরক্তি আসা অস্বাভাবিক নকি?
  • a x | ১৬ ডিসেম্বর ২০১০ ২০:৩৭ | 99.69.152.240
  • আমার বাবাও লুঙ্গি পরত ঃ-( মা'র বহু প্রচেষ্টাতেও তেনাকে পাজামার মত ভদ্রলোকের পোশাকে বিশ্বাস ফেরানো যায়নি। তাপ্পর আবার যতবার দক্ষিণ বেড়ানো হয়েছে, পুরো ঠিক ঐরম ধুতি ভাঁজ করে পরত। এদিকে তেনাদের মতই কালো। লোকে যখন তখন এসে ইঙ্গামাঙ্গা দাঙ্গাপান্দা বলে যেত, আর বাবাও গম্ভীর মুখ করে মাথা নেড়ে যেত ঃ-(
    আজকাল অবশ্য পাজামারও সেদিন আর নাই। লোকে এখন "বারমুডা" নামক এক জিনিস পরেন, আদত বারমুডার সাথে তার সম্পক্ক খুঁজতে যাবেন না ভুলেও।
  • pi | ১৬ ডিসেম্বর ২০১০ ২০:৩২ | 72.83.86.24
  • 'ভদ্রস্থ চেহারা' মানে ?
    নারকেল গাছে চড়ার লোক দেখলে, অ-'ভদ্র',অ-'ফস্‌সা', অ-'সুন্দর' কাউকে দেখলেই, শুধু তাদের এমনি দেখতে বলেই ( ঐ লুঙ্গির 'ওয়াক থু কেস' বাদ দিয়ে ই জিগাচি) তোমার এমনি বিরক্তি আসে ?
  • Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ২০:৩১ | 64.56.33.254
  • আপিশে কাজকম্ম শুরু করার আগেই সবচেয়ে দরকারি কাজটা সেরে নি ইঃ
    ও ব্যাং
    এই শুভ জন্মদিনে
    নাচো ড্যাডাং ড্যাং
    গাঙ্গুইপোয়ে
    থুয়ে এয়েচো
    এবারটা, নেই কোনও
    ফ্যাচাং!

    বাব্বাঃ! যার গলায় দোলে গাঙ্গুলী-মালা, সেই না জানে তার কি জ্বালা!
    from one G to the other ;-)
    আম্মো রাবণ গাঙ্গুলীর ঘর করি কিনা
  • Arpan | ১৬ ডিসেম্বর ২০১০ ১৯:৩৭ | 122.252.231.10
  • নাঃ, শমীকটা বড় জেনোফোবিক।
  • Samik | ১৬ ডিসেম্বর ২০১০ ১৮:৫১ | 155.136.80.174
  • এইচ বা হেইচ নিয়ে এদের প্রবল সংশয়। যেখানে দেবার সেখানে দেয় না, যেখানে দেবার নয় সেখানেই দেয়। পদবীতে পষ্টো kh থাক সত্‌ত্বেও আমি মুকার্জি। দুকুরে লাঞ্চের মেনুতে ভাতকে লেখা থাকে plain bath, corriendar bath, ইত্যাদি। রোজই সঙ্গে থাকে chapathi, কাল দেখি এক আইটেমের নাম bindi curry। বিন্দি তো মাথায় পরে জানতাম, এগিয়ে গিয়ে দেখি ভিন্ডি, মানে ঢ্যাঁড়শ।

    আজ ছিল বিটার গোর্ড ফ্রাই, সে আক্ষরিক অর্থে উচ্ছে, বিনা নুনে রান্না করেছে, যক্ষীতেঁতো।
  • Samik | ১৬ ডিসেম্বর ২০১০ ১৮:৪৮ | 155.136.80.174
  • আইয়াপ্পা কি গাইয়াপ্পা জানি না। চেহারা দেখলেই ভয় করে। একে তো তামিল ছেলেদের সর্বাঙ্গে চুলের অত্যাধিক্য, তার সঙ্গে চোখগুলোও কেমন ভাটার মত। সাথে কপালে ঐ ডিজাইনার তিলক। খুব পলিটিকালি ইনকারেক্ট কথা হয়ে যাচ্ছে, তবে দেখলে প্রথম নজরেই মনে হচ্ছে গুণ্ডা, নয় তো মিস্তিরি, নয় তো নারকোল গাছ ঝাড়বার লোক। লুঙ্গি জিনিসটা একে আমার দুচক্ষের বিষ, তার ওপরে সর্বসমক্ষে দাবনা বের করে দো-ফালটা করে লুঙ্গি পরে এই মালগুলো ঘুরে বেড়ায়, মোটরসাইকেল চালায়, পুরো ওয়াক্‌থুঃ কেস। দেখলেই মনে হয় এক্ষুনি একটা মোটা নারকোল কাছি নিয়ে নারকোলগাছে চড়বে।

    আর মেয়েগুলো? সৌন্দর্য হয় না জানি, কিন্তু মেয়ে হিসেবে একটা স্বাভাবিক কমনীয়তা তো থাকবে! সেই জিনিসটাই উধাও এদেশে। অসুন্দরের বড় বাড়াবাড়ি। (আর বেশি কিছু লেখা সেফ নয়)।

    সব মেয়েই শাড়ি নয় সালোয়ার কামিজ পরে। প্যান্ট পরতে দেখেছি তিনচারজনকে, আপিসের মধ্যে, তাও অত্যন্ত বেখাপ্পা লাগছিল। একটি মেয়েকে তারমধ্যেই চোখে লাগল, বেশ মিষ্টিপানা মুখটা, সাহস করে কাছে যেতে গেলাম, দেখি ওরেবাবা, হাতের তেলো পুরো নব্বই বছরের বুড়োদের মত। কী সাংঘাতিক বলিরেখাসমৃদ্ধ হাতের তেলো।

    ফস্‌সা ভদ্রস্থ চেহারার তামিল আছে এখানে। সংখ্যায় কম। তারা মনে হল উচ্চ জাত। এখানে তো সবাই গঙ্গারামন, সুব্রহ্মণীয়ম, ভাসুদেবন, অনন্থরামন ইত্যাদি। কে কোন জাত বোঝা যায় না ঃ)
  • d | ১৬ ডিসেম্বর ২০১০ ১৮:৪০ | 14.99.3.251
  • আশশোলা মারার কথা হচ্ছে নাকি? ওটা জুতো দিয়েই ভাল হয়।

    ব্যাংকে জন্মদিনের শুভেচ্ছা। জীবিত না মৃত কোন প্রকার টিকটিকি চাও বৎস?
  • Samik | ১৬ ডিসেম্বর ২০১০ ১৮:৪০ | 155.136.80.174
  • না রে বাবা। তোমার পয়েন ধরে ধরে যুক্তিখণ্ডন দেখে ভয় কচ্ছিল। লুরু এখান থেকে বেশি দূরে নয়। তাই ...
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১৮:৩০ | 59.93.201.77
  • তবে কিনা ঐ আইয়াপ্পার একদল ভক্তকে আমি একবার টাইট দিয়েছিলাম। ট্রাফিক সিগন্যালে তোলা তুলে বেড়াচ্ছিল। আমি কাঁচ তুলে রেখেছিলাম বলে, আমার জানলায় এসে ঠক্‌ঠক করছিলো, আমি হঠাৎ দেখি সামনে একটা গরু। অম্নি কাঁচ নামিয়ে, আঙুল তুলে গরুটার দিকে দেখিয়ে বললাম - ইবত লাঞ্চ মারি, বলে চিবোনোর ভঙ্গী করলাম। তারপর হাতটা বার করে, শুধিয়েছিলাম - টাচ মারি?। ওফ্‌ফ্‌ফ লোকগুলো যেভাবে ছিটকে সরে গেছিলো না, এখনো মনে পড়লে হাসি পায়। ঃ-)
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১৮:২০ | 59.93.201.77
  • আরে, হলটা কী? বলবি তো? গা ছম্‌ছম করছে কেন? ঐ সোয়ামি আইয়াপ্পার ভক্তগুলো ভিক্ষে চাইতে এসেছিল নাকি দল বেঁধে? আমারও অবিশ্যি ওদের দেখে গা ছম্‌ছম করে।
  • Samik | ১৬ ডিসেম্বর ২০১০ ১৮:১৫ | 155.136.80.174
  • :-X

    আমি বরম্‌ গেস্টহাউসে ফিরে যাই। ক্যামোন গা ছম্‌ছম্‌ করছে।

    অরিজিৎ কি এখনো চেন্নাইতেই? একবার ফোনও তো করতে পারো ...
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১৮:০৬ | 59.93.201.77
  • কেন, কথা হারিয়ে ফেলার মত কি বলা হল তোকে?
  • Samik | ১৬ ডিসেম্বর ২০১০ ১৮:০৩ | 155.136.80.174
  • আমি স্তব্ধবাক, বাংলায় যাকে বলে স্পেল্‌বাউন্ড!!!
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১৮:০০ | 59.93.201.77
  • ছোটাই আর অপ্পনকে থ্যান্‌কু। আর ফেভি কে থ্যান্‌কু দিয়েও ফেরত নিয়ে নিলাম, ওরম বিচ্ছিরি ছড়া কাটার জন্য।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:৫৪ | 59.93.201.77
  • শমীকের 11:58র পোস্ট নিয়ে দু-চার কথা।

    পয়েন নাম্বার ওয়ানঃ এককালে উনি নয়ডায় থাকতেন, এটা উনি মোটেও নিজের থেকে জানান নি, উনি তোর সঙ্গে কথাই বলছিলেন না বলে, উনি যাতে তোর সাথে কথা বলার মত অন্তত একটা কোনো বিষয়বস্তু খুঁজে পান, তাই আমি-ই চেঁচিয়ে বললাম ওনাকে - ও শমীক, ও নয়্‌ডায় থাকে। তারপর তোকেও বললাম - ও-ও আগে নয়ডায় থাকতো দুবছর মত। তখন উনি অন্ধের যষ্টি খুঁজে পাওয়ার মত করে সেক্টর নাম্বার বললেন, তুই তখন দু দুটো মিষ্টির দোকানের নাম করলি, কিন্তু উনি কিছুইই চিন্তা পারলেন না।
    পয়েন নাম্বার দুই ঃ উনি উঠে এসে কখন আবার তোর সঙ্গে খানিকক্ষণ গল্প করে গেলেন, কই আমি দেখতে পেলাম না তো! উনি তখন রেস্টুরান্ট থেকে বেরিয়ে যাচ্ছিলেন, আর কারুর সঙ্গেই উনি ভালো করে কথা বলেন নি বলে আমি বাড়ি গিয়ে প্রচন্ড ঝামেলা করব, সেই ভয়ে ড্যামেজ ক®¾ট্রালের একমাত্র উপায় হিসাবে তোকে ""আপনি আসবেন'' করে কি যেন বলতে গেছিলেন, তাতেও আমি "ঐটুকু একটা বাচ্চাকে আপনি করে বলছ কেন, তুমি বলতে পারো না?' বলে চেঁচিয়ে উঠলাম বলে তাড়াতাড়ি পালিয়ে গেলেন।
    পয়েন নাম্বার তিন ঃ গোমড়া লোকদের যদি আমার মত কারুর সঙ্গে বাস করতে হয়, তখন তাদের নিদেন্‌পক্ষে এইটুকু করতেই হয়।
  • kumudini | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:৩৪ | 59.178.146.235
  • ব্যাং,হ্যাঁ,এই গন্ডগোলগুলো বেশ কনফিউজিং হয়।বোনকে ফোং করে নাও সবাই।
    বাড়ী গেলাম।সবাইকে গুন্নাইট।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:২৯ | 59.93.201.77
  • কুমু আর বোলো না, বোনের শ্বশুরবাড়ির লোকগুলো ও আর সব মেয়েদের শ্বশুরবাড়ির লোকদের মত ছ্যাঁচ্‌ড়া। বোনের যাওয়ার সময় ছিল বিকেল পাঁচটায়। দুপুর বারোটার সময়ে বরের বাবা আর জামাইবাবু হঠাৎ দাবী করলেন, সাড়ে বারোটায় রওনা না হলে নাকি রাস্তায় জ্যাম এত বেড়ে যাবে, যে বৌ নাকি রাত্তিরের আগে বাড়ি ঢুকতে পারবে না, আর বৃহস্পতিবারে নাকি সন্ধ্যে ছটার মধ্যে বৌ ঘরে পুরে ফেলার নিয়ম ওদের, নইলে নাকি মালক্ষ্মী কুপিতা হন! বিয়েবাড়িতে কাঁইমাঁইয়ের একশেষ। বরবাবাজীও অম্নি বাধ্য পুত্তুর হয়ে গেলেন। কোনো প্রতিবাদ-আপত্তি কিছুই নাই। তালেগোলে না বোন, না আমরা কেউই কান্নার সময় পেলাম না। মেয়েটাকে ভালো করে সাজতে অব্দি দিলে না! ঃ-(
  • Fevi | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:২৯ | 217.162.209.37
  • ঃ-০

    এত রঙ্গ শিখেছ কোথায় মুন্ডমালিনী?
  • kumudini | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:২৬ | 59.178.146.235
  • এক/দু ড্রপ হার্পিক/অন্য কোন অ্যাসিড দিলেও আধমরা হয়ে যায়,বাকীটা ঐ ঐ।
  • kumudini | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:২৩ | 59.178.146.235
  • ফেভি বৎস,
    নিতান্তই দেখছি তোমায় কৃতান্তে ডেকেছে।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:২২ | 59.93.201.77
  • এঃ, চটি-ঝাঁটা দিয়ে আরশোলা মারার হ্যাপা অনেক, তারপরে চটি-ঝাঁটা সাবান দিয়ে ধোয়া, ডেটল জলে চুবিয়ে রাখা, মেঝের যে জায়গায় আরশোলার রস চিপ্‌কানো লাশ পড়ে আছে, সেখানটা পরিষ্কার করা।। তার থেকে এক তাড়া পেপার ন্যাপকিন দিয়ে কপ করে আরশোলা ধরে, পেপার ন্যাপকিন গুলো মুড়ে ফেলতে হবে এমনভাবে, যাতে আরশোলা না পালাতে পারে।এবারে কাগজের বলটাকে একটা প্লাস্টিকের প্যাকেটে ধুকিয়ে প্যাকেটের মুখে গিঁট মেরে দেওয়াটাই হল আরশোলা মারার সহজতম এবং বিজ্ঞানসম্মত উপায়।
  • Fevi | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:২১ | 217.162.209.37
  • ব্যাং ব্যাং ব্যাং ব্যাঙাচি
    ব্যাংএর মাথায় ঘামাচি
    তাই দেখে ব্যাং, তাই শুনে ব্যাং
    লেংচে চলে করাচি।

    জন্মদিনের ছড়া (বা ছড়ানো)।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:১৯ | 59.178.146.235
  • আর তোমার জন্য একটা ব-অ-ড় চকোলেট কেক।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:১৬ | 59.178.146.235
  • ব্যাং,বোন কি শ্বশুরবাড়ী চলে গ্যালো কিম্বা যাবে?যদি "যাবে" হয়, তবে ঐ গৃহত্যাগের সময় তোমার মুখখানা এট্টু দুঃখু-দুঃখু করে রেখো,হাসিহাসি মুখে দেঁইড়ে থাকাটা ভাল দেখায় না।
  • Fevi | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:১৫ | 217.162.209.37
  • ইকি রে ভাই ! পালবো কেনো?

    আর কুমুদিনী দিদি, অমি পটাশ এর সথে মিল এর কথা বলি্‌ছলাম। লেখা ট ভালো ক'রে না পড়েই বকা দিতে লাগলেন।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:১৩ | 59.93.201.77
  • বাঃ বাঃ ব্রতীন, বেশ তো! এই যে আমি সশরীরে কোলকাতায় আছি, কই আমাকে তো একদিনও আড্ডা দিতে ডাকলি নে!!
    আমার জন্মদিনের উইশগুলো ও সব আমি ভালো করে দেখে রাখছি, অন্যদের জন্মদিনের বেলায় কত কত খাবার সমেত উইশ জানানো হয়, আর আমার কপালে শুধু শুকনো উইশ!! কেউ ভুলেও কোনো খাবারের নাম করলে না!
  • kumudini | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:১১ | 59.178.146.235
  • ব্র,তারিখ ঠিক হলে জানাব।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:১০ | 59.93.201.77
  • আমিও ফিরে এলাম, গরম গরম মাংসের ঘুগনি আর মাছের চপ দিয়ে বিকেলের জলখাবার সেরে।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:০৮ | 122.248.183.1
  • কুমু দি, জানু র কোন সময় আসছো। একটু আগে জানালে এক দিন জমিয়ে আড্ডা দেওয়া যেতে পারে
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:০৬ | 122.248.183.1
  • চিন্তা নেই Fevi পালিয়েছে ঃ-))
  • kumudini | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:০১ | 59.178.146.235
  • কোতায় গেলেন সব?এই ছেলেটার মাথায় একটু জল,কোল্ড ড্রিংক,যা হাতের কাছে পান ঢালেন।
  • KUMUDINI | ১৬ ডিসেম্বর ২০১০ ১৬:৪৫ | 59.178.146.235
  • KUMUDINI(font size 28),
    আমার নাম কুমুদিনী।
  • Fevi | ১৬ ডিসেম্বর ২০১০ ১৬:৩৪ | 217.162.209.37
  • নামের মিল টা দেখুন !!
  • Fevi | ১৬ ডিসেম্বর ২০১০ ১৬:৩২ | 217.162.209.37
  • পোস্ট মর্টেম করার সময় জানা গেছিলো যে দুটো আর্শোলা প্রেগন্যান্ট ছিলো। এই ১০ থেকে ১৩ র রহস্য এটাই।
  • KUMUDINI | ১৬ ডিসেম্বর ২০১০ ১৬:৩১ | 59.178.146.235
  • ফেভি,আপ্নের থিওরী অনুযায়ী গান্ধিজী,শাস্ত্রিজী,এপিজে,অমিতা বচ্চন-হগ্গলডিই ঐ ফটাস জল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত