kumudini | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০৭ | 122.162.176.47
ঘুমো ই নি। অচিন্ত্যরূপ,শুধু মুখ ভ্যাংচানোর জন্য ধন্যবাদ,তবে কখন কইলাম আপনি খারাপ লোক?আপনাকে নিয়ে কি কোন খারাপ স্বপ্ন দেখিচি?আমার স্বপ্নে আপ্নের ডায়ালগ অত্যন্ত মর্মস্পর্শী।
Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০৬ | 198.82.19.2
পিকে লিখ রহা হ্যায়? ঃ-)
aka | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০৬ | 117.194.6.217
১। টই নিয়ে - মূল্যবান টীকা টীপ্পনি টইতেই লেখা উচিত।
২। নঁর মাঁস নিয়ে- শুনেছি খেলে নাকি আয়ু বাড়ে।
pike | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০৫ | 72.83.86.24
কী টীকাটিপন্নী করবে শুনি ? সেই বুঝে অন্যত্র লিখবো।
কিন্তু আমি এসব কী বানান লিখেছি !
* ইবের সাপোর্টার হলাম।
ধুর, বাকি আর ঠিক করতে পারছিনা।
Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০১ | 198.82.19.2
ইপিস্তো এইখানে লিখছে কেন? টই কি দোষ কল্লো বাপু। একখান খুলে নিলেই তো হয়! পরে আর এসব খুঁজে পাওয়া যাবে? না পেলে টীকাটিপ্পনী করবো কিকরে শুনি?
pi | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০১ | 72.83.86.24
ঁনর মাঁস রাঁধার রেসিপি নিয়ে।
aka | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৫৯ | 117.194.6.217
কি নিয়ে কথা হচ্ছে? সেই নিয়ে আমার মহামূল্যবান মতামত জানতে হলে তাড়াতাড়ি বলুন। বড্ড ঘুম পেয়ে গছে। মাঁস ভাত খাবার পরে যা হয় আরকি।
a x | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৫৫ | 99.188.92.190
ঐ সিনেমাটা কেমন একটা ধাঁধার মত। ভারী মজার।
Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৫২ | 198.82.19.2
আহা, আমি সিরিফ কৌতূহলের নিমিত্ত কইলাম। নইলে আম্মো, হেঁ হেঁ....ঃ-)
kc | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৫১ | 89.203.49.18
অক্ষদা, জাফর ইকবাল কিছু করেন নি। ওনার দুটো গল্পে (নাম মনে পড়ছেনা এখন) ঐ সিনেমাটার প্রভাব আছে বলে মনে হয়েছিল।
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৫১ | 64.56.33.254
জানি গো কাব্লিদা ঃ-)) আর বাই চয়েস খায়না, ছিলিম থাগবার জন্যি--আমি দেদার খাই ---হ্যাংলা আছি। সিদিনকে দেকলেননা কিরম প্লেট ভরে ভরে খেলুম! আহ!এখনও খাচ্ছি---লাঞ্চে --এক বাটি ভর্তি করে স্যালাড ঃ-)) আর ঘন্টায় ঘন্তায় নানারকম কুকি
pi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৫০ | 72.83.86.24
তবে ঐ ঘটনার একটা সাইড এফেক্ট হয়েছিল। যেটা আমার জীবনে বড়ই সুখ এনেছিল।
ছোট থেকে আমাকে মাছ খাওয়ানোর যাবতীয় অত্যাচারের সিংহভাগ হত এই চোখের দোহাই পেড়ে। শুধু মাছ ই না, মাছের ছাল, যেটা আবার আপাত্তির সিংহভাগ কারণ ছিল। ও খেলে নাকি চোখ ভাল থাকে। এদিকে সে থিয়োরীর জন্মদাত্রী ও প্রচারক?Ñ£ কিনি ? না, আমার মা জননী। যাঁকে আমি চোখ মেলে অব্দি চশমা চোখে দেখে আসছি। দেখে আসছি যে আমাকে ও চশমা বিনে তিনি জগত অন্ধকার দ্যাখেন । তবে শত চেষ্টাতে ঐ ছাল আমার মুখে ঢোকাতে পারেননি। মাছের সাদা অংশ বেছে ৭৫% আলুর সাথে দলা করে মেখেমুখে মুখে ঢোকাতেই ক্লান্ত হয়ে রণে ভঙ্গ দিতেন। তখন শুরু হত অন্যরকম সব ইমোসানাল অত্যাচার। কী না, আমি এই মায়ের, যে মায়ের মাছ প্রীতি এমনি ছিল যে লোকে বলতো আগের জন্মে মা নিগ্ঘাত বিড়াল ছিল, সেই মায়ের মেয়ে আমি হতেই পারিনা। হাসপাতালে নিশ্চয় করে বদলে গেছি। আজ স্বীকার করি, এটা আবার আমি অল্প স্বল্প বিশ্বাস ও করতে শুরু করেছিলাম। বিশেষ করে সেবার খেলার মাঠে যখন ইন্দিরাদি, ( লিখতে গিয়ে দেখলাম এই ইন্দিরাদির আর কিছুই মনে নেই আমার, কেবল ওর মায়ের মুখতা ফুলের টবের মতন ছিল, এটুকু ছাড়া। তখন আবার আমার দো পাতা এক কলি সমেত উল্টানো ট্র্যাপিজিয়ম সদৃশ টব আঁকার ফেজ চলছিল) বল্লো, মায়ের আর মেয়ের পায়ের পাতা নাকি একরকম হয়। সাইজ যে এক হয়না, সেটুকু না বোঝার মত গাম্বাট পনা করিনি, কিন্তু পায়ের গড়ন , সে নাকি এক রকম হয়। এদিকে আমি উঠতে বসতে শুনি, আমার পা গুলো নাকি ব্যাং এর লিপ্তপদের মত। সে নিয়ে আমার বিশেষ চিন্তাও ছিল না। দাদার পা অমনি বড় ছিল যে অর্শেক দোকানে জুতো পাওয়া যেত না, অর্ডার দিতে হত। তো, তখন আমার স্বপ্ন , দাদার মত পদাধিকারিণী হবার। দাদার আবার আমি প্রচণ্ড অনুগামিনী তখন । বিশেষতঃ বিশেষ বিশেষ কয়েকটা ব্যাপারে। এই যেমন দাদা ইবের সাপোঋতার বলে ( আমাদের মোবা বাড়ির দুর্জনে বলতো, মেসো চকোলেট খাইয়ে করেচে ) , দাদা ডিম ভালোবাসে বলে আমি ও বাসি। মাছ বাসে না বলে আমিও বাসিনা ( সত্য মিথ্যা জানিনা, যে ছোটোবেলায় সবাই নাকি ভী-ষ-ণ ভালো থাকে, এবংগ বলাই বাহুল্য , সে শৈশবের স্মৃতি প্রায় থাকেই না অতএব ভেরিফাই করে তক্কো করার উপায় নেই, সেই লক্ষী মেয়েবেলায় নাকি আমি মাছ খুব ভালোবাসতুম ) । তো, দাদার পায়ের পাতার পাশে পা মেলে বসে থাকতুম, কবে আমার পা অমনি হবে। অর্ডারি জুতো আসবে। ক্রমে ক্রমে আমার পায়ে সেসব লঅণ পরিস্ফুট হতে থাকায় আমার মা র যত ই দুঃখ হচ্ছিল, আমার ততটাই আনন্দ। কিন্তু এতে ব্যাগড়া বাঁধালো ইন্দিরাদির ঐ থিয়োরী। হেব্বি চিন্তায় পড়ে গেছিলাম। তখন আবার সুযোগ পেলেই মায়ের পায়ের পাশে পা মেলে মেলে দেখতুম। কায়দা করে দেখতে হত। কারণ মুখে কিছু বলতাম না। সেই আমার প্রথম গোপন গভীর দুঃখ। একার দুঃখ। বড়দের মত দুঃখ। দুঃখবিলাস। বাথরুম তখন একা কাঁদার জায়গা হয়ে গেছে। বকা ঝকা খেলেই ঠোঁট ফুইলিয়ে সেখানে কাঁদি আর ভাবি, হাসপাতালে বদলে যাওয়া মেয়ে বলেই এমনিতর আচরণ। এ ফেজ কবে কেটেছিল মনে টনে নাই, যদ্দুর মনে পড়ে স্কুলবাসের এক মাই ডিয়ার সিনিয়র দিদির সাথে এ নিয়ে অনেক আলোচনা করে নিঃসন্দেহ হই, এটা জালি থিয়োরী। ইন্দিরাদিরা তখন হাউসিং ছেড়ে অন্য জায়গায় বাড়ি করে চলে গেছে। তাই ওকে আর দেখে নেওয়া হয়নি।
যাগ্গে, যা বলছিলাম, ঐ চশমা পর্বের পরে, সব রকম পরীক্ষার পর যখন আমি নিষ্পাওয়ার বেরিয়ে এলুম, আর মা র ঐ চোখ ভালো থাকার অজুহাতে মাছ খাওয়ানোর জোরাজুরি একেবারে খাটেনি। এর পর আমি অফিসিয়ালি মাছ খাওয়া ত্যাগ করতে সক্ষম হই। প্রায় সক্ষম। 'প্রায়' কেন, সে অন্য দুখভরি কাহানী।
না। দেখিনাই ওমি। হ্যাল গান গাইতে গাইতে মরে গেল, আর না জাগলেই ভালো। হ্যালের গানটা অনেকদিন আমার কম্পুর সিগনেচর ছিল ঃ-)
kd | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৩৮ | 59.93.218.165
নীনা, টিম্ভাই তো তোমার 'বগল'এই থাকে, দু'টো স্টেট পরেই।
ডিঃ নীনার দেশোয়ালি ভাষায় লিখলুম। এই শব্দটির জন্যে দিল্লি থেকে কলকাতায় আসার পরে কী ভোগান্তি হয়েছিলো ইস্কুলের বন্ধুদের কাছে......
Arpan | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৩৮ | 122.252.231.10
না না, ব্রতীন, অমন ছিল না।
এইভাবে বলে, "বস চলে গেছে? তালে বাড়ি যাবে কী করে?'
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৩৮ | 67.133.199.254
কই আমি তো খুব নড়াচড়া করছি --এট্টুও সময় লাগছেনা! বল্লে হবে অচিন? নটর ব্যাটারি-ট্যাটারি খুলে রেখেচো, তাই বল।
Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৩৬ | 198.82.19.2
হ্যাঁ আমারো মনে হয়েছে বটে।
achintyarup | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৩৫ | 59.93.241.15
আহা নিনাদিদি, বয়েস কি খালি তোমারই হয়েচে? নটবরেরো যথেষ্ট বয়েস। নড়তে চড়তে টাইম লাগে।
kc | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৩২ | 89.203.49.18
ঐ ২০০১ টা নিয়ে আমার মনে হয় জাফর ইকবাল খুব বেশী অনুপ্রাণিত। আপনাদের কারুর মনে হয়েছে?
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৩২ | 67.133.199.254
অচিনভায়া, নট কি not উচ্চারণেই থাকবে এগোবার ব্যাপারে ঃ-((
achintyarup | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৩২ | 59.93.241.15
বন্ধু পাখি আম্রিগা থে এই মাত্তর জানাল তার গুরু-শেডিং হয়েছিল কাল রাত্তিরে। সেইজন্যেই কি কিছু কিছু লেখা পড়া যাচ্ছিল না?
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:৩০ | 67.133.199.254
সেকিইইইইইই টিম্ভাই! আলবৎ ভুল আম্রিগা! চলে এস ইদিকে--খেতে খেতে প্রাণ ওষ্ঠাগত না হয়েছে তো আমর নাম বদলে দিও!
achintyarup | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:২৯ | 59.93.241.15
ইলংরিজি শব্দে যেখানে u-এর উশ্চারণ 'আ"-র মত হয় সেই জায়গাগুলোতেই উড়ে বন্ধুদের সবে্চয়ে বেশি পব্লেম। আমরা যদিও মাঝে মাঝে তাদের হপ কপ চা অফার করে থাকি।
ওমিঃ ট্যাস্কির মালিক সকাল বেলায় এল, বলল গাড়ি খারাপ হয়েগিয়েছিল, তাই মাঝরাস্তায় রেখে বাড়ি চলে গিয়েছিল। যাওয়ার সময় ব্যাটারি-ট্যাটারি ইত্যাদি খুলে নিয়ে গিয়েছিল, যাতে চুরি না হয়
Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:২৬ | 198.82.19.2
আমার কেমন সন্দেহ হয় আমি ভুল আম্রিকায় থাকি। আমাদের এখানে তো কই এত নেম্ন্তন্ন ইত্যাদি দেখিনা!
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:২৫ | 151.141.84.194
তার পরেরটা দেখেছ কি? যেখানে হ্যাল কে আবার জাগানো হলো, ভারী মিষ্টি গলার ডক্টর চন্দ্র তার সাথে কথা কইলেন, রুশেরা আর আমেরিকানেরা মিলে বেরস্পতির উপগ্রহের কাছে গিয়ে দেখলো---ওটা দেখেছ?
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:২৩ | 67.133.199.254
তব্বে! লামা, আমারে থ্যাঙ্কু দাও--উড়ে-বন্ধুর কতা মনে পরিয়ে দিলুম--- ব্রতীন, এখন তো রোজই নেমত্নন্ন আর দেদার খাওয়া চলবে ফার্স্ট জানুয়ারি অব্দি। সব লিখতে গেলে ইপিস্তোর পোস্টের চেয়েও লম্বা হয়ে যাবে আর বুঝতে পারছ কি রেটে ভুল বানানে ভরা হবে--ইশ! তাই নজ্জায় চুপ করে আছি
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:২২ | 151.141.84.194
হ্যাঁ। সেইখানে হাইবারনেশনে ছিলো কতগুলো লোক। হ্যাল বেগড়বাই করলো বলে তো তারা মরে গেল। নইলে বেশ একটা জোশের ব্যাপার হতো, কত মাস ঘুমিয়ে শেষে জেগে দেখতো বেরস্পতিতে এসে গেছে। জেগে থাকার হ্যাপা নাই, আরো নানা হ্যাপা নাই, ক্লীন ট্রিপ। ঃ-)
a x | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:২০ | 99.188.92.190
২০০১?
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৯ | 151.141.84.194
অচিন্তি, কী হোলো সেই টেক্সিটার?
Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৯ | 117.194.96.127
লামা, তবে সব থেকে সাঙ্ঘাতিক হল 'এই লঞ্চ' করে এলাম। আর 'বস' করে বাড়ি যাবো।
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৮ | 151.141.84.194
এদিকে বাংলা চলে গেছিলো দুম করে! কী অবস্থা! বলছিলাম স্পেস ওডিসি।
a x | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৮ | 99.188.92.190
কারে দিলা?
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৮ | 67.133.199.254
অমন বানাম্ভুল, টাইপো ভুল আমার লেকাতে লাখে লাখে পাবে গো---তাইতো আমার বাবা বকতেন--ইনজিরিও শিখলি না বাংলাও ভুলে গেলিঃ-((
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৭ | 151.141.84.194
আপনারা সবাই স্পেস দিসি দেখেছেন?
Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৭ | 117.194.96.127
নীনা দি নেমোতন্ন র গপ্পো টাও বলে না ঃ-((
Lama | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৬ | 117.194.237.94
নিনাদি, আমার এক উড়িষ্যাবাসী বন্ধু পেন্টাগনকে "পন্টগন' আর সেন্টারকে "সন্টর' বলত- "স্লিপ টইট' শুনে মনে পড়ল।
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৫ | 151.141.84.194
অচিন্তি, নটবর নট আউট কোথা?
achintyarup | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৫ | 59.93.241.15
প্রচণ্ড হাত চালাচ্ছি ব্রতীন
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৪ | 151.141.84.194
নিনা বল্লে যে ডোন্ট গেট অ, তাই ভাবলাম। ঃ-)
Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৩ | 117.194.96.127
অচিন্ত বাবু, গল্প টা একটু হাত চালিয়ে। দারুন হচ্ছে!!
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১৩ | 151.141.84.194
ঠিক। সেই মেলায় কানের উপরে বড়ো বড়ো কানপাতা মেকাপ লাগিয়ে কানগুলো বড়ো করতে হয়, ডগাগুলো সূচালো টাইপ। তারপরে ঘুমাতে হয়। হাইবারনেশনের ট্রেনিং। ঃ-)
Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১২ | 117.194.96.127
পাই, যদি ভালো কোন দল কে সাপোর্টাতে চাও বলো। ইবে একটা দল হল??
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১২ | 67.133.199.254
ওমি, আপনি বল্লে আমার কন্না পায়---আর কেন কেন আমার কথায় কি উড়ে উড়ে গন্ধ পেলে? না তো আমি তো ছিলুম না ঐ প্রদেশে, শুধু বেড়াতে গেছি --
achintyarup | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:১১ | 59.93.241.15
বড় এম কি চাইল্ড প্রডিজি?
@ কুমুদিনীঃ প্রবল মুখ ভ্যাঙ্চানি, খারাপ লোক বলার জন্যে
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন