এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:২৮ | 122.248.183.1
  • এই তো কুমু দি হাত খুলে নম্বর দিচ্ছে। গুড গুড!!
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:২৭ | 59.178.48.74
  • ছিঃ শিবু,কি লিকলে ১৮ বা ১৯ /২০ পেতে সেইটে ভাবো দেকি।আজকাল সবাই ২০/২০ পায়,তা জানো কি?
    আর ঐ সব কাবাব টাবাব বলে আজ আমায় চটাতে পার্বে না।
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:২৩ | 70.7.251.93
  • এসেচে, এসেচে। কই, কাবাব কোতায়?
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:১৫ | 59.178.48.74
  • দিল্লীর বাইরে ছিলাম,আজ ভোরে ফিরলাম,ঘন কুয়াশার মধ্যে,অতিকষ্টে পথ চিনে।
    বারান্দায় কাঠবেড়ালীদের জন্য পুরোনো তোষক দিয়ে একটা বাসকোর মধ্যে বিছানা করে দিয়ে গিয়েছিলাম,এসে দেখি তার মধ্যে তিনটে গুটিশুটি মেরে রয়েছে,আর চার নম্বরটা এত বোকা,যে বিছানাটাই খাচ্ছে।
    সময় করে আগের ভাট পড়ে নেব,শিবুকে ভাব সম্প্রসারণের নম্বরটা শুধু দিয়ে যাই,যাওয়ার আগে সময় পাইনি।

    নামঃশিবু, প্রাপ্ত নম্বর ১৪/২০।
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:১০ | 70.7.251.93
  • পনেরোটা বেস্ট ফ্রেন্ড, উরিত্তারা।
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:০২ | 70.7.251.93
  • আমাকে এইসব নাম টাম বললে হবে না। প্রথমে কাদের কাদের খেলা সেইটে বলতে হবে।
  • Samik | ২৯ ডিসেম্বর ২০১০ ১০:৫৮ | 155.136.80.174
  • এদিকে আমি মেয়েকে কত করে প্রোভোক করি বিয়ে করার জন্য, মেয়ে কেন জানি না খুব লজ্জা পেয়ে যায় আর বলে, বিয়ে করবে না। উদিকে তার আবার পনেরোটা বেস্ট ফ্রেন্ড, তার মধ্যে চার চাট্টে ছেলে!
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১০:৫৭ | 122.248.183.1
  • শিবু দা, কালকে পুজারা ক্যালিসের ক্যাচ টা ধরতে পারলে নিশ্চিন্ত থাকতাম। শার্প চান্স। ফেলে দিল ঃ-((
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১০:৫২ | 70.7.251.93
  • বোতিন যে ক্রিকেটের কেলাস কবে শুরু করবে?
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১০:৫১ | 70.7.251.93
  • @pakhi

    আমার মাও আমাকে এই কথা বলত, আর আমার বৌ-ও আমাদের মেয়েদের একই কথা বলে ঃ))))।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১০:৫০ | 122.248.183.1
  • ক্যালিস তো আগের ম্যাচেই ২০০ করল। তার পরে ও অফ ফর্ম??
  • Samik | ২৯ ডিসেম্বর ২০১০ ০৯:৩২ | 155.136.80.174
  • হুঁ ... আর এইচ পজিটিভ দুজনে হলে এমনিতে কোনও সমিস্যেই নেই, দুজনেই আর এইচ নেগেটিভ হলেও কোনও সমস্যা নেই অ্যাজ সাচ, অবশ্য আরও অনেক প্যারামিটার থাকে, এক কথায় সমিস্যে নেই বলাও চলে না, তবে সে সব অন্য ব্যাপার।

    আর এইচ পজিটিভ আর নেগেটিভে বিয়ে হলে অবশ্যই সমস্যা আছে, সেটা ইন্দোদাদা বলেই দিয়েছে।

    থ্যালাসেমিয়া রোগি আর থ্যালাসেমিয়া ক্যারিয়ার দুটো আলাদা ব্যাপার। বাবা আর মা দুজনেই থ্যালাসেমিয়া ক্যারিয়ার হলে বাচ্চার থ্যালাসেমিয়া হবেই হবে, এই রকম কিছু একটা পড়েছিলাম বোধ হয়। কিন্তু দুজনকার একজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার হলে, অন্যজন স্বাভাবিক হলে বাচ্চা থ্যালাসেমিক ক্যারিয়ার হতেও পারে, না-ও পারে, কিন্তু থ্যালাসেমিয়ার রোগী হবে না।

    ঠিক বললাম?
  • paakhi | ২৯ ডিসেম্বর ২০১০ ০৮:৩৪ | 72.94.182.10
  • ৪থ ইনিংসে কালিসের average হলো গিয়ে ৪৫, আর AB-র ৪২। যুক্তি বলচে, হেসে খেলে না হলেও ভারতের জেতা উচিত।

    সমিস্যে হল, ডারবানে ৪থ ইনিংসে কালিসের average ৫৪ আর AB-র ৯১। আরো সমিস্যে, ছোটকাল থেকে দেকে এলুম সব ফর্ম হারান ব্যাট্‌সম্যান ভারত কে পিটিয়ে ফর্মে ফেরে।

    প্রশ্নটা হচ্ছে, কালিস আর AB ফর্মে আছে, না অফ ফর্মে আছে?
  • paakhi | ২৯ ডিসেম্বর ২০১০ ০৮:২০ | 72.94.182.10
  • ভালবাসাবাসি অত্যন্ত গূঢ় ব্যাপার, এ বিষয়ে বলার ধৃষ্টতা আমার নেই।
    বলছিলুম কি, বয়স্কালে অনেক কিছুর মতো বিয়ের core theme টা ও বোধহয় বেশি ভাল বোঝা যায়।
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ০৩:৩১ | 184.195.245.240
  • আরে পঞ্চাশ-ষাটের সাথে প্রেমের কি সম্পক্কো? প্রেম কি চিবিয়ে খাবার জিনিষ যে দাঁত পড়ে গেলে আর চলবে না!!

    ডিঃ - প্রেম ও দাঁতের ব্যাপারটি ধার করা। কিন্তু কার লেখায় দেখেছিলাম ভুলে গেছি।
  • paakhi | ২৯ ডিসেম্বর ২০১০ ০২:৪৯ | 67.200.118.1
  • কিছু লোকজন তো পন্‌চাশ ষাট বা আরো বয়সে বিয়ে করচে দেখি, সবাই যে অল্পবয়সি পার্টনার চাইছে এমন নয়। তারা নিশ্চয়ই বাবা-মার খুব বাধ্য ছিল। ঃ-)
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ০১:৫৫ | 66.102.14.1
  • এক কলীগ এই লেখাটা দিল chabad.org-এর থেকে। এটি ইহুদী-দের ব্যাপার, এবং লেখাটা ইন্টারেস্টিং। আমাদের বাবা-মারাও প্রেম করার বিরুদ্ধে এই ধরনের যুক্তিই সাজাতেন।


    http://www.chabad.org/library/article_cdo/aid/465152/jewish/Romantic-Love-and-the-Jewish-Concept-of-Love.htm

    The Hazards of Romance

    Romantic love is often expressed in terms of "sickness": romantic poems repeat endless variations on the theme of "Why so pale and wan, fair lover?" and even the origin of the word "passion" is "suffering." Upon reflection, the irrationality of it all is astounding. People fall "madly" in love, their love is "out of this world," the lover is "moonstruck." It is more than coincidental that the propitious time for passionate love is during the full moon?in primitive society, that was thought to be the time for madmen, lunatics, to be active. Sefer Hasidim in the thirteenth century records the question of how to handle a married man who is `bewitched' and irrationally pursues another woman whom he does not know. (Im adam me'khushaf ve'rodef acharei ishah?) It is assumed that such a man is under a spell, and the object of his adultery is referred to as an "exotic fruit."

    Romantic love is also associated with sadness. Like parting, it is sweet sorrow. Denis de Rougemont notes that, "Happy love has no history." The sadness arises from the fact that the lovers cannot fulfill their souls' yearning to "become as one," either because one lover is married to someone else or because they are separated by too great a distance. Romantic love is based on an idealized notion of the other person, which requires remoteness?psychological, physical, or social?to be maintained. Hence the inherent paradox: romantic love desires intimacy, but at the very moment of intimacy, love evaporates.

    Pure romantic love is applied only to love outside of marriage. While it is true that romantic love did become a sort of precondition to married life at the end of the sixteenth century, its outlook could never be suitably adapted to this state. The potion of romance must contain an ingredient of secrecy and mystery?the furtive glance, the "stolen waters." The love relationship, therefore, is primarily a premarital or extramarital association. Singers do not often sing of romantic love within marriage, the care for children, on the mutuality of love in old age. Romantic love, by its own definition, is something "beyond," "out of this world," which cannot be contained in the restricting narrow walls of married life.

    Love is blind. Cupid's arrows have always been shot indiscriminately, and in the twentieth century his aim is often completely off the mark. Love is not usually altogether blind?but it is nearsighted, able to see only what is agreeable to the five senses, not necessarily to common sense. Burdened with this romantic myopia, the nearsighted lover cannot discriminate between true love and infatuation. A lover chosen in this way may be utterly unfit for marriage. Is a cute smile a qualification for responsible child raising? Are broad shoulders sure-fire indications of integrity? Benjamin Franklin was right when he said, "Keep thy eyes wide open before marriage and half-shut afterwards."

    Romance foists upon the world the illusion that a mate must be capable of providing a life of continuous ecstasy. Unfortunately, passion has the tendency to spend itself quickly. Romantic love, by holding out the possibility of perpetual passion, raises unrealistic expectations. When no passion is experienced and the embers have cooled, many people think their marriage has failed and start looking for the exit sign. As Oscar Wilde noted cynically, "One should always be in love. That is the reason one should never marry."

    The religious ethic holds that sex and love must be integrally related; secular ethic that the two may be totally separate phenomena?sex is physical and love is emotional. This classic conflict leads to one of the most dangerous hazards of romantic love in a society with professed religious ideals: the equation of sexual desire with love. Too often the words "I love you" are only a come-on for a physical relationship. We do not allow ourselves to call sex "sex," so we call it love. John Ciardi observes, "Love is the word used to label the sexual excitement of the young, the habituation of the middle-aged, and the mutual dependence of the old."

    Most marriages are failures. Not because most marriages end in divorce, but because in most unions one or both partners are miserable. Most of marriage's ills, perhaps, can be traced to faulty selection of a spouse that was precipitated by a glorious moment, a flash of insight, or an uncontrollable passion.

    Romance is not known to bring clear perception and a sense of balance in weighing future marriage possibilities. The sickness and the sadness and the "magic" distort the vision and transport the emotions. Selecting a lifelong partner under such heady intoxication is hazardous in the extreme.

    "Pure" romantic love is immensely powerful. If the passion of love can hardly be controlled, making life decisions on its basis alone is absurd. It is surely thrilling?the stuff of dreams, the throbbing heart, the quickened pulse?but is it also right?
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ০১:৩৪ | 66.102.14.1
  • বিয়ের সাথে প্রেমের সম্পর্ক ব্যাপারটা খুবই ইদানীং। শ-তিনেক বছর আগেও (এমনকি ইউরোপেও) বিয়ে আর প্রেম আলাদা ব্যাপার বলেই ধরা হত। বিয়ে ছিল মূলতঃ সন্তান উৎপাদন আর পারিবারিক প্রতিপত্তি বৃদ্ধির উপায়।
  • paakhi | ২৯ ডিসেম্বর ২০১০ ০১:৩২ | 67.200.118.1
  • সবই দেখচি hunter-gatherer সোসাইটির গপ্পো
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ০১:১৯ | 66.102.14.1
  • মনুরও তাই কথা, পুত্রার্থে ক্রিয়তে ভার্য্যা। ডিডিদা আরো বলতে পারবেন।

    আর কিলিক আর্ট বলে কি মানুষ নয় ঃP
  • paakhi | ২৯ ডিসেম্বর ২০১০ ০১:১৭ | 67.200.118.1
  • traditional যিশুধর্মে আর কোরাণে বোধহয় বিবাহ আর সন্তানের ব্যাপারে one to one correspondence। মনু-র কি আর এক্টু আলাদা নিদেন ছিল?
  • RATssss | ২৯ ডিসেম্বর ২০১০ ০১:১৪ | 76.95.31.21
  • দুটো আলাদা শিল্প...
    একটা ফাইন আর্ট, আরেকটা কিলিক আর্ট ঃ-)
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ০০:৩৯ | 66.102.14.1
  • ফোটোগ্রাফার কি সিল্পি নয় নাকি ঃ(((।

    মনে বড্ড ব্যাথা পেলাম ইন্দুরাস।
  • RATssss | ২৯ ডিসেম্বর ২০১০ ০০:৩৪ | 76.95.31.21
  • শিবুদা,
    প্যাকেটের উপরে ছবি থাকে... ওটা ফটোগ্রাফি তো, আঁকা ছবি নয়,
    সুতরাং শিল্পের খুব বিশেষ ক্ষতি নাই।

    অন্য কোন কারন আছে
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 66.102.14.1
  • এ তো সিম্পল পোশ্নো, আমিই উত্তর জানি।

    বংশবৃদ্ধি প্রায়োরিটি হলে ক¾ট্রাসেপটিভের ব্যবসা বন্ধ হবে। তাহলে আর প্যাকেটের ওপরে সুন্দর সুন্দর ছবি আঁকার দরকার হবে না। তাহলে আর্টিস্টরা কাজ পাবে না। তাহলে সিল্পের ক্ষতি হবে।
  • RATssss | ২৯ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 76.95.31.21
  • পাইকে কোশ্নোঃ
    সম্বন্ধ করে বিয়েতে বংশবৃদ্ধি হাইয়েস্ট প্রায়োরিটি কেন পাবে না?
  • I | ২৮ ডিসেম্বর ২০১০ ২১:৩০ | 14.96.130.10
  • পাই ঠিকই বলেছে। আর এইচ/ব্লাড গ্রুপের সঙ্গে থ্যালাসেমিয়া-র কোনো সম্পর্ক নেই। থ্যালাসেমিয়া ট্রেট আছে কিনা তা জানার জন্যে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করাতে হয়।
    বাবা আর এইচ পজিটিভ আর মা আর এইচ নেগেটিভ হলে বাচ্চার সমস্যা হতে পারে। সাধারণতঃ প্রথম বাচ্চার কোনো সমস্যা হয় না। আর সে সমস্যা কিন্তু থ্যালাসেমিয়া নয়।কিন্তু তার জন্য এখন ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন রয়েছে।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১০ ২০:৪৪ | 137.187.177.188
  • ইন্দোদাকে প্রশ্ন হলেও ফুট না কেটে পারলাম না ।
    rh ভ্যালু এক হলে তো কোন অসুবিধা নেই !
    এক না হলে ও কোন অসুবিধা নেই। সন্তানের জন্মের আগে কিছু ইঞ্জেকশন নিতে হয় বলে শুনেছি।
    এক ই ব্লাড গ্রুপের বা rh এর সাথে থ্যালাসেমিয়ার কোন সম্পর্ক নেই বলেই তো জানি। মা বাবা দুজনের মধ্যেই এই ট্রেট থাকলে সেটা অসুবিধা হতে পারে। কিন্তু তার সাথে ব্লাড গ্রুপের কি ?
    আর বিয়ে মানেই কি সেটা সন্তানের জন্মের কথা ভেবে নাকি ? ঃ)
  • ranjan roy | ২৮ ডিসেম্বর ২০১০ ২০:১৩ | 115.240.151.80
  • ইন্দোডাক্তারকে আর্জেন্টঃ
    আমার বন্ধুর ভাইয়ের কোলকাতায় বিয়ের সম্বন্ধ এসেচে। মেয়ের বাবা বলচেন--- একই ব্লাড গ্রুপ হলে সন্তানের থ্যালসিমিয়া হবার সম্ভাবনা থাকে, ফলে এ বিয়ে হবে না।
    আমি বল্লাম-- নভেল পড়ে জানি যে rh ভ্যলু এক হওয়া উচিত নয়। ব্লাড গ্রুপে কোন সমস্যা হয় না।
    নভেলকে অথরিটি মান্যতা দেয়ায় ভদ্রলোক বেজায় খচে গেছেন। আসল ফান্ডাটা কি?
  • achintyarup | ২৮ ডিসেম্বর ২০১০ ১৮:৫২ | 121.241.214.34
  • কাল রাতে। মাত্র ৫৫ বছর বয়স হয়েছিল।
  • siki | ২৮ ডিসেম্বর ২০১০ ১৮:৩৪ | 122.174.208.2
  • bangla dekhte parchi na ...

    Ramaprasad Banik mara gechhen.
  • Bratin | ২৮ ডিসেম্বর ২০১০ ১৭:৪৮ | 122.248.183.1
  • কিন্তু ৩৬৫ জন বৌ ওয়ালা রাজা টি ভারী অমায়িক। মাত্র এক পিস ছেলে ঃ-))
  • shrabani | ২৮ ডিসেম্বর ২০১০ ১৭:৪৬ | 124.124.86.101
  • আমার অফিসে গুরু ব্লকড ছিল, আই পি দিয়ে খুলতাম। আজ দুদিন প্রচন্ড ড্রাইভ চলছে সাইট ব্লক করার, সার্চে দেখি অদ্ধেক সাইটই ব্লকড আসছে। গুরু আই পি দিয়ে খুলতে গিয়ে দেখি ব্লক আসছে। এখন কি মনে করে অ্যাড্রেস ট্রাই করলাম, খুলে গেল! যদি এটাও ব্লক করে দেয় খোলার আর কোনো উপায় আছে?
  • Raj | ২৮ ডিসেম্বর ২০১০ ১৭:৩৮ | 202.79.203.59
  • রাজস্থান -বেন্দাবন যেতে হবে না

    এক্কালে কুলীন বামুনরাও বহু বহু দার পরিগ্রহের ব্যাপারে আন্তর্জাতিক মানের ছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ আছে !
  • siki | ২৮ ডিসেম্বর ২০১০ ১৭:১৬ | 155.136.80.174
  • হাতের কাছে আমাদের কেষ্টঠাকুরটি আছেন তো! একটি বউ, উনসত্তরহাজার পরকীয়া। তার মধ্যে আবার একটি মামীমা।

    কল্‌হনের রাজতরঙ্গিনীতে নাকি কাশ্মীরের কোন এক রাজার বারো হাজার বউয়ের উল্লেখ আছে।
  • Bratin | ২৮ ডিসেম্বর ২০১০ ১৬:৫৪ | 122.248.183.1
  • ৯৬ রানে লক্ষণ আউট। বড় দুঃখ হচ্ছে ঃ-((
  • Bratin | ২৮ ডিসেম্বর ২০১০ ১৬:৫৩ | 122.248.183.1
  • রাজস্থানে গিয়ে দেখলাম কোন এক পিস রাজা মাত্র ৩৬৫ টা বিয়ে করেছিল।
  • kd | ২৮ ডিসেম্বর ২০১০ ১৬:৩০ | 59.93.204.133
  • ব্রতীন মনে হয় ইঞ্জিরি ছিনেমা দ্যাকে না। রেক্স হ্যারিসন, হা®Çফ্র বোগার্ট, ক্যারি গ্র্যান্ট এরা সব সত্তর বছর বয়সেও হিরো হয়েচে। আসলে ইচ্ছেই সব, বুঝলে!

    আর দুদু'টো বউ হ্যান্ডেল করা, তার জন্যে ইয়ার্স ওফ এক্সপিরিএন্স আছে বাকি হিরোদের?

    তবে আমার মতে চার হচ্ছে অপ্টিমাম নাম্বার - মুসলমানেরা ঠিক বুঝেছে - না হ'লে অ্যালজেব্রার মতো কঠিন ব্যা[পার আবিস্কার করতে পারে?
  • Samik | ২৮ ডিসেম্বর ২০১০ ১৫:১৮ | 155.136.80.174
  • অর্পণ এখন দিল্লি ঘুরছে। তার ট্যাক্সির ড্রাইভারকে। ক্যাওড়ারত্ন বা ঐ ধরণের কিছু একটা পদক দেওয়া যেতে পারে।

    সে ইন্ডিয়া গেট কী করে যেতে হয় জানে, কিন্তু সেখান থেকে রাষ্ট্রপতি ভবন যাবার রাস্তা জানে না, রাজপথ চেনে না। সংসদ ভবনও চেনে না।

    সে মাল নাকি দিল্লিতে ট্যাক্সি চালায়। আমি শুনে পুউরো হাঁ হয়ে গেছি।
  • Bratin | ২৮ ডিসেম্বর ২০১০ ১৫:১৩ | 122.248.183.1
  • আপনাকে হিরো করা যাবে না । নায়িকার মেশোমশাই করে দেবো ভেতর থেকে ব্যবস্থা করে....
  • kd | ২৮ ডিসেম্বর ২০১০ ১৫:০৯ | 59.93.204.133
  • আরে হিরো হ'তে হবে না? টাফ কম্পিটিশন।
    (""গা-ও'' টই দ্রষ্টব্য)
  • Bratin | ২৮ ডিসেম্বর ২০১০ ১৫:০৩ | 122.248.183.1
  • কে সে??
  • siki | ২৮ ডিসেম্বর ২০১০ ১৫:০১ | 155.136.80.174
  • একটা ক্যাওড়াশ্রী পদক চালু করা যেতে পারে? আমি একটা লোক পেয়েছি দেবার জন্য।
  • r.h | ২৮ ডিসেম্বর ২০১০ ১৪:৫৭ | 203.99.212.54
  • শীত ও ডিসেম্বরের তক্ততাউস ঃ কবির হতশ্বাস অথবা আত্মবিলাপ
    **********************************
    গুটি গুটি জাড় পড়ে সাঁঝে
    শনন শনন চলে হাওয়া
    ট্যাটু আঁকা করিনার কাঁধে
    ট্যাবুহীন অশোকার ক্রীড়া

    সাবজিরো সমকাল ঘোর
    জিরোও, সুচারু আছে ছাওয়া
    শাল্মলী দ্রুমদলে শোভা
    রামতেরী রাজসিক ব্রীড়া

    মদ মোহ মধুবাতা ঋতু
    পানসি বিরোধ স্রোতে বাওয়া
    বেলঘরি আহা সে অলীক
    পানীয়তে শুধু জলজিরা?

    নলবনে পরিযায়ী পিক
    সমভিব্যহারে কিছু চাওয়া

    সুপর্ণা,
    হাড়ে লাগে হিমশীত আহা
    মরমে কেমন যেন পীড়া।
  • Samik | ২৮ ডিসেম্বর ২০১০ ১৪:৫৭ | 155.136.80.174
  • মেকাপ কীসের? খেলা দেখার জন্য? নাকি রঞ্জিত মল্লিক আসবে তাজ্জন্য?
  • kd | ২৮ ডিসেম্বর ২০১০ ১৪:৩৬ | 59.93.204.133
  • আমি আছি। মেকাপ নিচ্ছি।
  • siki | ২৮ ডিসেম্বর ২০১০ ১৪:২৬ | 155.136.80.174
  • কেউ নেই?
  • Sibu | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:৩৮ | 173.138.68.39
  • আর ছেলেদের মাইনে ঃ))))))।

    গুড নাইট গুরু-ভাই ও বোনেরা।
  • Bratin | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:২৪ | 122.248.183.1
  • মেয়েদের বয়েস আর জ্যোতিষী দের আসল নাম জিগাতে নেই। জানো না?
  • Sibu | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:০১ | 173.138.68.39
  • না না, লাস্ট নেম লাল হলে ফার্স্ট নেম অমৃৎ হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত