এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ০৫ জানুয়ারি ২০১১ ১৮:২৪ | 27.61.190.169
  • অপ্পন,
    কোথায় কোথায় ঘুল্লে?

    সিকিবাবু কি এখনো চেন্নাইয়ে? আমি অবিশ্যি এখন লুরুতে -- কাল মুম্বই ফিরছি

    নববর্ষের শুভেচ্ছা সকলকে!
  • Arpan | ০৫ জানুয়ারি ২০১১ ১৮:১৮ | 122.252.231.10
  • আরে কুমুদি ভূতের রাজার জুতো থাকলে এক্ষুণি সেই পরাঠাওয়ালে গলিতে গিয়ে পাত পেতে বসতুম।
  • kumudini | ০৫ জানুয়ারি ২০১১ ১৮:১৩ | 122.162.233.140
  • কেডিদা কি টই শুদ্দু সেই ঝোলাটায় ভরে ফেল্লেন?
  • kumudini | ০৫ জানুয়ারি ২০১১ ১৮:১১ | 122.162.233.140
  • ন্নাঃ,অপ্পন ভাইটি,আমাকে আর ওসব পোরোচণা দিওনি গো!এমনিতে ওজন ৯০+।

    তাছাড়া,র‌্যাটস্‌স দাদা কল্কেতা আসচেন কদ্দিন পর,এসে দেখবেন আমরা গাদা গাদা ঘি ,আলু সেদ্দ ভাত দিয়ে খাচ্চি,তকোন মনে/দিলে কতো চোট পাবেন সেইটে ভাবো।আমাদের ""সহজ পদ্ধতিতে"" রোগা করার জন্য একদা উনি আহার নিদ্রা বিসর্জন দিয়েচিলেন!
  • Arpan | ০৫ জানুয়ারি ২০১১ ১৭:৫৮ | 122.252.231.10
  • একহপ্তা উঃভারতে ঘুরে কী যে ছাই হয়েছে, সকাল হলেই মনটা আলু পরোটা, দই আর আচারের জন্য হাইহাই করে।
  • Arpan | ০৫ জানুয়ারি ২০১১ ১৭:৫৭ | 122.252.231.10
  • আলুসেদ্দ, ডালসেদ্দ আর ভাত একটু না ঘিয়ালে হয়?
  • achintyarup | ০৫ জানুয়ারি ২০১১ ১৭:৫১ | 121.241.214.34
  • কই? কই?
  • kuumudini | ০৫ জানুয়ারি ২০১১ ১৭:১২ | 122.162.233.140
  • সত্যি তো,কেডিদার লেখাটা গ্যাল কই?
  • kumudini | ০৫ জানুয়ারি ২০১১ ১৬:৫৯ | 122.162.233.140
  • বাঃ,অনেকদিন পর কলকাতার যীশু পড়লাম,সানাকে অনেক থাঙ্কু।
    কেসিদাকেও অনেক থাঙ্কু, ঐ ভালুকের হিন্দী গান গাওয়ার টইটার জন্য।এই ভাটের পাতায় একটাকিছু চাওয়া মাত্র কেসিদা কি সুন্দর সেটি সাপ্লাই করে পর্দার আড়ালে চলে যান।অনেক শেখার আছে এঁকে দেখে।

    আজ বাড়ীতে পোচুর কাজ আছে বলে আপিসে ছুটি নিইচি।সকাল থেকে বসে বসে ল্যাদ খেলাম, চা কফি খেলাম,"সব চরিত্র কাল্পনিক" দেখাচ্ছিল,সেইটে দেখলাম বসে বসে(আইদাদা এটা দেখেই না নাকেজ্জল চউখেজ্জল এক করে একখান রিভিউ নিকেচিল!!)।তাপ্পর আলুসেদ্দ,ডালসেদ্দ দিয়ে ভাত খেলাম,ঘি দিইনি,সত্যি বলচি,এই মাকালী,বিদ্যাহস্ত।
    এখনও একটা কাজও হয়নি।
  • Sags | ০৫ জানুয়ারি ২০১১ ১৬:৫৮ | 114.143.7.146
  • কেডি বাবুর একটা গপ্পো চলছিলো, কোথায় পাবো?
  • siki | ০৫ জানুয়ারি ২০১১ ১৬:৫৬ | 155.136.80.174
  • সানা, অজস্র অজস্র ধন্যবাদ। টাইপো নিয়ে একদম চিন্তা করবেন না।
  • sana | ০৫ জানুয়ারি ২০১১ ১৬:২৩ | 110.32.48.25
  • ***বাঘমার্কা ডবলডেকার
    হৃৎঅপিন্ড ফঁউড়ে
    মৃত্যু
    পৃথিবীর
  • sana | ০৫ জানুয়ারি ২০১১ ১৬:১৩ | 110.32.48.25
  • প্রচুর টাইপো,এই জন্যই দিতে চাইছিলাম না।
  • sana | ০৫ জানুয়ারি ২০১১ ১৬:১০ | 110.32.48.25
  • লাল বাতির নিষেধ ছিলো না,
    তবু-ও ঝরের-বেগে-ধাবমান কলকাতা শহর
    অতর্কিতে থেমে গেল;
    ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল
    ট্যাকসি ও প্রাইঅভেট, টেমপো, ভাঘমার্কা দবলদেকার।
    'গেল গেল' আর্তনাদে রাস্তার দু'দিক থেকে যারা
    ছুটে এসেছিল-
    ঝাঁকামুটে,ফিরিওয়ালা,দোকানি ও খরিদ্দার-
    এখন তারাও যেন স্তির চিত্রটির মতো শিল্পীর ইজেলে
    লগ্ন হয়ে আছে।
    স্তব্‌দ্‌ধ হয়ে সবাই দেখছে,
    টালমাটাল পায়ে
    রাস্তার এক-পার থেকে অন্য-পারে হেঁটে চলে যায়
    সম্পুর্ন উলঙ্গ একটি শিশু।

    খানিক আগেই ব্রিষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়।
    এখন রোদ্দুর ফের অতিদীর্ঘ বল্লমের মতো
    মেঘের হ্রিৎঅপিন্দ ফঁড়ে
    নেমে আসছে;
    মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর।

    স্টেটবাসের জানালায় মুখ রেখে
    একবার আকাশ দেখি,একবার তোমাকে।
    ভিখারি- মায়ের শিশু,
    কলকাতার যিশু,
    সমস্ত ট্রাফিক তুমি মন্ত্রবলে থামিয়ে দিয়েছ।
    জনতার আর্তনাদ,অসহিষ্ণু ড্রাইভারের দাঁঅতের ঘষটানি,
    কিছুতে ভ্রুক্ষেপ নেই;
    দু'দিকে উদ্যত ম্রিত্যু,তুমি তার মাঝখান দিয়ে
    টলতে টলতে হেঁটে যাও।
    যেন মুর্ত মানবতা,সদ্য হাঁটতে শেখার আনন্দে
    সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুথোয়।যেন তাই
    টালমাটাল পায়ে তুমি
    প্রিথিবীর এক-কিনার থেকে অন্য-কিনারে চলেছ।

    (ডানে বাংলা নেই)
  • siki | ০৫ জানুয়ারি ২০১১ ১৫:৫৯ | 155.136.80.174
  • ধুত্তেরি। কলকাতার *
  • siki | ০৫ জানুয়ারি ২০১১ ১৫:৫৯ | 155.136.80.174
  • কেউ দিলেন্না? কেউ জানেন্না? নীরেন চক্কোত্তির কলকতর যীশু?
  • Bratin | ০৫ জানুয়ারি ২০১১ ১৪:২৬ | 122.248.183.1
  • /!!
  • Bratin | ০৫ জানুয়ারি ২০১১ ১৪:২৫ | 122.248.183.1
  • আবার হরভজন ১১

    ৫-০-১০- ৪ ঃ-))))))
  • lcm | ০৫ জানুয়ারি ২০১১ ১৩:১৫ | 69.236.165.154
  • ভাগ্গিস অবতার শোনার চেষ্টা করি নি... ৩২ বছর ধরে ঐ জিনিস ...
  • Sibu | ০৫ জানুয়ারি ২০১১ ১২:১১ | 68.29.75.242
  • ঃ))))

    অজ্জিতকে একটা পিজে মারতে ইচ্ছে করছিল, কিন্তু সামলে নিলুম।
  • Arijit | ০৫ জানুয়ারি ২০১১ ১২:০৯ | 61.95.144.122
  • দুটোই অ্যালকোহল; দুটোরই পিছনে ফার্মেন্টেশন; দুটোই বোতলে বিক্রি হয় => দুটোই একই জিনিস।

    যাউগ্গা, কিছু ট্রিভিয়া -

    * ইউটিউব প্রতিদিন ১০০ মিলিয়ন ভিডিও সার্ভ করে।
    * শেভ্রনে প্রতিদিন ২ টেরাবাইট নতুন ডেটা যোগ হয়।
    * ২০০৬ সালে ইন্টারনেটে ডেটার পরিমাণ ছিলো ১৬৬ এক্সাবাইট। ২০১০-এ তা প্রায় হাজার এক্সাবাইট। এক এক্সাবাইট মানে ১.১ মিলিয়ন টেরাবাইট। একটু পার্স্পেক্টিভে দেখতে চাইলে ১ এক্সাবাইট মানে ৫০০০০ বছরের ডিভিডি কোয়ালিটি ভিডিও। ১৬৬ এক্সাবাইট মানে পৃথিবীতে যত বই আজ অবধি লেখা হয়েছে তার ৩ মিলিয়ন গুণ ইনফরমেশন।
    * ২০০০ সালে ওয়ালমার্টের কাস্টমার ট্রানজাক্‌শনের ভল্যুম ছিলো ১১০ টেরাবাইট। ২০০৪-এ সেটা হাফ পেটাবাইটে পৌঁছয়।
    * "অবতার' সিনেমার জন্যে ১ পেটাবাইট স্টোরেজ লেগেছিলো - ৩২ বছর ধরে চলা একটি এমপিথ্রী-র সমান।
    * ১৯৯৮ সালে সমস্ত ইমেলের সংখ্যা ছিলো ২৫৩ মিলিয়ন। ২০১০-এ সেটা ২ বিলিয়ন।

    ;-)
  • Sibu | ০৫ জানুয়ারি ২০১১ ১২:০৭ | 68.29.75.242
  • আর সেলিব্রেশন! পুরোটাই তো অন কল হয়ে বাড়ী বসে কাটালাম। অন কল থাকার দরুন মালটাও ঠিক করে খেতে পেলুম না।
  • siki | ০৫ জানুয়ারি ২০১১ ১২:০৩ | 155.136.80.174
  • নীরেনবাবুর "কলকাতার যীশু' কবিতাটা কারুর মনে আছে? এখানে লিখে দিতে পারবেন?

    নানা, লিঙ্ক দিয়েন না, লিঙ্ক আমি খুলতে পারি না।
  • Bratin | ০৫ জানুয়ারি ২০১১ ১২:০০ | 122.248.183.1
  • না না টই তে নামাও।

    শিবু দা, new year celebration কেমন হল?
  • siki | ০৫ জানুয়ারি ২০১১ ১১:৫৮ | 155.136.80.174
  • মহাবলীপুরম আর পন্ডিচেরি নামিয়েছি। মহাবলীপুরম সো-সো লেগেছে, পন্ডি অতি ধুর লেগেছে। বাকি রইল কাঞ্চী। ঘুরে আসা যাবে।
  • Santu | ০৫ জানুয়ারি ২০১১ ১১:৫৭ | 203.94.240.251
  • test
  • Bratin | ০৫ জানুয়ারি ২০১১ ১১:৫৫ | 122.248.183.1
  • ঃ-)))
  • Sibu | ০৫ জানুয়ারি ২০১১ ১১:৪৮ | 68.29.75.242
  • দুঃখের কথা আর কি বলি। বাজারে গেছিলাম মেয়েকে নিয়ে। তো রামের বোতলের দিকে তাকিয়ে কোন সাইজটা কিনব ভাবছিলাম। মেয়ে একটি বোতল নিয়ে এসে বায়না ধরল সেটাই কিনতে হবে। তাকিয়ে দেখি amontillado-র বোতল। কি ব্যাপার? না তেনাদের কেলাসে cask of amontillado পড়িয়েছে। রামের বদলে শেরী কিনে বাড়ী ফিরতে হল।
  • Bratin | ০৫ জানুয়ারি ২০১১ ১১:৪৩ | 122.248.183.1
  • কেন কী হল আবার?
  • Bratin | ০৫ জানুয়ারি ২০১১ ১১:৪২ | 122.248.183.1
  • সিকি , মহাবলীপুরম আর কাঞ্চিপুরম টা নামিয়ে দাও। সেই ছেলেবেলায় দেখেছি।
  • Sibu | ০৫ জানুয়ারি ২০১১ ১১:৩৯ | 68.29.75.242
  • সামনের জন্মে ছেলেপিলেদের নিরক্ষর করে রাখব, ইস্কুলে দেব না।
  • siki | ০৫ জানুয়ারি ২০১১ ১১:২০ | 155.136.80.174
  • অ্যাকদম যা-তা।
  • Bratin | ০৫ জানুয়ারি ২০১১ ১০:৫৯ | 122.248.183.1
  • পাখা চালাতে হয়?? যাতা তো!!
  • siki | ০৫ জানুয়ারি ২০১১ ১০:৫৪ | 155.136.80.174
  • কেউ নেই নাকি সবাই কঙ্খল কর্চ্ছে?
  • siki | ০৫ জানুয়ারি ২০১১ ০৯:৩৩ | 155.136.80.174
  • চেন্নাইতে?

    দিনের বেলাটা তো টের পাই না, অফিসেই থাকি, দুপুরে খাবার পরে একটু বেরোই, এই আঠাশ ডিগ্রি মত হবে। রাতে তো ফ্যান চালিয়ে ঘুমোতে হয়, ভ্যাপসা গুমোট।

    হিউমিড ওয়েদারে থাকার ওভ্যেস চলে গেছে একেবারে।
  • Bratin | ০৫ জানুয়ারি ২০১১ ০৯:১৯ | 117.194.98.204
  • তোমাদের ওখানে এখন কেমন ঠান্ডা?
  • siki | ০৫ জানুয়ারি ২০১১ ০৯:০৮ | 155.136.80.174
  • দিল্লি কাল লোয়েস্ট গেছে সাড়ে তিন ডিগ্রি, হায়েস্ট বারো ডিগ্রি।

    কিছু মিস করছি ঠাণ্ডাটা ঃ(
  • siki | ০৫ জানুয়ারি ২০১১ ০৯:০৪ | 155.136.80.174
  • হনুর ভাল্লুকের দেখা অনেকদিন বাদে পেয়ে যারপরনাই পুলকিত হলুম।
  • d | ০৫ জানুয়ারি ২০১১ ০৮:১৮ | 14.96.31.178
  • অচিনবাবুরে জিগায়েছিলাম আপনিই 'অচিন রায়' নামে বাংলা কাগজ, ছোটপত্রিকাগুলায় লেখেন কিনা?
  • achintyarup | ০৫ জানুয়ারি ২০১১ ০৫:১৭ | 59.93.242.230
  • ঃ)
  • Binary | ০৫ জানুয়ারি ২০১১ ০৫:১০ | 70.64.19.80
  • ওহো, অচিন, আলাপ করে ভালো লাগলো। আমি পুরোনো লোক, তবে আজকাল আসা যাওয়া কম হয়, তাই হয়তো আলাপ হয় নি। আর ধন্যবাদ।
  • achintyarup | ০৫ জানুয়ারি ২০১১ ০৪:১৬ | 59.93.242.230
  • না হলেও, শুভ জন্মদিন (এতক্ষণে বিলেটেড বোধয়)
  • achintyarup | ০৫ জানুয়ারি ২০১১ ০৪:১২ | 59.93.242.230
  • বাইনারির সঙ্গে আমার আলাপ হয়নি মনে হচ্ছে
  • Binary | ০৫ জানুয়ারি ২০১১ ০৪:০৫ | 198.169.6.50
  • পাই কে থ্যাঙ্কু।

    ব্রতীনকে, 'মেনু' কিছু স্পেশাল নয় ঃ)

    বিটিডাব্লু, এই ওমি'টি কোন ওমি ?

    কিন্তু, আমি তো জানিনে শ্যামল কোথা !!!
  • achintyarup | ০৫ জানুয়ারি ২০১১ ০৪:০৪ | 59.93.242.230
  • @ শিবুবাবুঃ খেয়েছি, তবে নববর্ষ উপলক্ষে বিশেষ করে খাওয়া হয়নি। ৩১ তারিখ রাত নির্জলা ছিল।
  • amit | ০৫ জানুয়ারি ২০১১ ০২:৪৭ | 128.103.93.240
  • বুবুভা আবার ভাজা ভাজা হয়ে গেছে।
  • Sibu | ০৫ জানুয়ারি ২০১১ ০০:৪৩ | 66.102.14.1
  • কিহে অচিনকুমার, নববর্ষে মাল টাল কিছু খেলে?
  • omi | ০৫ জানুয়ারি ২০১১ ০০:১৮ | 151.141.84.194
  • অচিন্টি, মেইল চেকান গো। ঃ-)
  • omi | ০৫ জানুয়ারি ২০১১ ০০:১৫ | 151.141.84.194
  • নিজের জমিতে পুকুর কাটিয়ে নেবেন। তারপরে চিকরি চিকরি কিছু চারামাছ ছেড়ে দিলেই হবে। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত