হ্যাঁ,massive snowfall,life halted.টিভিতে দেখাচ্ছে। অর্পণের সাথে আবার ছোট বাচ্চা!!
Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৬:০৫ | 122.248.183.1
কুমু দি, খুব বরফ পড়ছে নাকি?
Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৬:০৩ | 122.248.183.1
আমি আর ১০ মিনিটের মধ্যে কাটবো। না টেস্ট দেওয়া হল না। দেখি পরে দেব।
kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:৫৯ | 59.178.53.84
আর সকলের অবগতির জন্য-অপ্পণ মানালি থেকে বেরোতে পারছে না,বাস সার্ভিস বন্ধ।
kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:৫৫ | 59.178.53.84
দেখলে,এত করে বল্লুম,টর্চটা নিলো না।অ্যারপোর্টে কার না কার গাড়ীতে উটে পড়বে।
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:৪৯ | 155.136.80.174
আইচ্ছা, আমি এবার আপিস থেকে বের হইলাম। অতঃপর, ট্যাস্কি, পেলেন, ট্যাস্কি, এবং শেষে দিল্লি।
সব্বাইকে নতুন বছরের শুভেচ্ছা।
Samik | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:৪৪ | 155.136.80.174
দময়ন্তী এত চাটছে কেন আজ? ঃ-P
Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:৩৯ | 122.248.183.1
কুমু দি, আমাকে একটা মেল করো bratin.das জিমেল.কম এ।
kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:৩৮ | 59.178.53.84
আর ডি,আমি দেবী টেবী কিছু নই,সামান্যা নারী।এতক্ষণ আপনি-আপনি কচ্ছেন,তোমার কান কটকট কচ্ছে না? আর মিতা ঐ জিনিসটা কোথায় পেত?
kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:৩৩ | 59.178.53.84
ন্না,তা কেন?কখন কইলাম যারা ফুল খায় তারা হইল গিয়া ঐ কি কয় ,পাষাণ হৃদয়/য়া।খান্না,যত খুশি ফুল/ফুলগোবি। তবে কিনা,ঐ কলিভাটে কত যত্ন করে বেছে বেছে বড়,বড় সাদা/হলুদ চন্দ্রমল্লিকা পাঠালুম,বলেও দিলুম কানে গুঁজে নিতে।সেই ফুলগুলো- প্রতি পাপড়িতে জড়িত আমার ভালোবাসা সমেত এরা ভেজে খেয়ে ফেল্ল!!!এইটা কি নিষ্ঠুরতা হোলো না?
d | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:২১ | 14.96.82.135
কাথবেড়ালীতে গাছ খেয়ে কুঁড়ি চিবিয়ে শেষ করে বলে মিতাদি আগে জেরিক্যান ভর্তি করে শেয়ালের হিসু কিনে আনত।
কিন্তু জয়ন্তীদেবী, ফুল তো আর আপনার কোলে বসে খাবার খায় না? তাহলে ফুল খাওয়া কেন 'পাষাণহৃদয়'এর লক্ষণ হবে? আর যদি হবেইই তাহলে ফুলকপি খাওয়া কেন পাষাণহৃদয়ের পরিচয় নয়??
kc | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:১২ | 89.203.49.18
ঐ লিংটা প্রায় একই সময়ে এখানে আর ক্যালকমে পোস্ট হয়েছে। ;-)
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:০৪ | 155.136.80.174
নাকি সায়ন?
kc | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:০৩ | 89.203.49.18
y টা কে? বাসু না দীপু?
Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:৪৯ | 122.248.183.1
হ্যাঁ। কুমু দি আপাততঃ সন্ন্যাসীনি হবেন না ঠিক করেছেন!!
y | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:৪৯ | 61.12.12.83
ইউটিউব লিংকটা কেউ দেখলো?
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:৪১ | 155.136.80.174
সে কি তবে গুরু? অই যে ব্যাংডেল স্টেশনের গায়েও বিশাল বড় হোর্ডিংয়ে লেখা ছ্যালো, পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়? সে কি তবে গুরুর পাতা?
ক্ষী আশ্ছর্ঝ!! আমি কিনা ভাবছিলাম ...
kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:৩৭ | 59.178.53.84
পড়াশোনা করেন,পড়াশোনা করেন। পটাশম্যামের জীবনের গতিপথ চেন্জ হইয়া গেসে গিয়া (বিস্তারিত-গতকালের পোস্ট)।
kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:৩৪ | 59.178.53.84
d,না,সুন্দর-অসুন্দরের কোন পোশ্নো-ই নাই এখেনে। ঐ কাঠবেড়ালীরা যে আমার পাশাপাশি থাকে,আমার ফুলগাছ ইঃ খেয়ে শেষ করে,বাদাম,বিসকুট দিলে প্রায় কোলে বসে খায়,বাটিতে জল দিলে চান করে নেয়,ছেটায়,জোরে আওয়াজ কর্তে পারে না,মাঝে মাঝে কি-ই-চ,কি-ই-চ ছাড়া।এরপরেও কি ওদের ভাল না বেসে থাকা যায়? পাঁঠা,মুরগীরা তো আর আমার বারান্দায় থাকেনা বা আমার চপ্পলের ওপর বসে জুলজুল করে তাকায় না! থাকলে হয়তো ওদের জন্যও এইরকম মায়া পড়ে যেত।
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:২৩ | 155.136.80.174
না না, কচি পাঁঠা কিন্তু বেএশ মিষ্টি দেখতে হয়। অন্তত আমার খুব সুন্দর দেখতে লাগে।
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:২০ | 155.136.80.174
অঃ। এই ব্যাপার! সে লোকে টাইমপাস করার জন্য যায় না জীবনসাথীতে? নিজে রেজিস্টার না করেও তো দশটা মেয়ের ফটো দেখা যায়। আম্মো তো দেখেছি। আমারও তো নিজের জন্য জীবনসাথীতে যাবার দরকার পড়ে নি। বিয়ে করেছি বলে কি আমি সন্ন্যাস নিইচি? য়্যাঁ? আমি কি পটাশম্যাম?
d | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:১৬ | 14.96.82.135
জয়ন্তীদেবীকে একটা প্রশ্ন আছে। কাঠবেড়ালীরা দেখতে বেশ বলেই কি তাদের খাওয়ার ব্যপারে আপনার এত ব্যথা/আপত্তি? আহা মুরগী আর পাঁঠারা সেরেফ দেখতে কুচ্ছিৎ বলেই কি তাদের কেটেকুটে খেয়ে ফেলতে হবে?? অসুন্দর হওয়ার কি এই অভিশাপ???
তারপর ধরেন ফুলকপি ... তারে কেটেকুতে ভাজতে শুরু করলে সতেজ তরুণ ডাঁটি যখন যন্ত্রণায় সবুজ হয়ে যেতে থাকে, তখন ফুলকপির সেই যন্ত্রণাকাতর দহনের নীরব আর্তনাদে কি আপনার মন একটুও তলে না???? এ কি বৈষম্য!!!!
Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:১২ | 61.95.144.122
না, মানে আমি তো জীবনসাথীতে যাইনি, তাই...
সেমিনারে জীবনসাথীর টপিকটা ওঠার সময় কি একটা ইস্যুতে অমিত বলে একটা ছেলে রেসপন্ড করাতে তাকে সবাই ধরলো যে সে কি করে জানলো। তো সে বল্ল যে সে নাকি তার কোন বোনের প্রোফাইল বানিয়েছে। তখন সে চাটান খেলো যে নর্মালি লোকে ফেসবুক/লিঙ্কড-ইন ইত্যাদিতে প্রোফাইল বানালে "গর্বসে' বলে যে "হ্যাঁ, বানিয়েছি' - কিন্তু ম্যাট্রিমনি সাইট হলেই পাশ ফিরে বলে যে "বোনের জন্যে বানিয়েছি' ;-)
d | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:০৮ | 14.96.82.135
নোকরি'র এক সিভি বানানেওয়ালাকে আমি একবার ব্যপক চেটেছিলাম আসলে দিল্লী এয়ারপোর্টে বসে ছিলাম, ফ্লাইট দিলেইড ছিল দেড় ঘন্টা মত জীবনে দ্বিতীয় ও শেষবারের মত ঢক্কন এয়ারলাইন্সে চড়ার সেই অসহ্য বোরিং মুহূর্তগুলোতে সেই নোকরি-বালক ফোন করায় আমি টাইমপাসের একটা চমৎকার উপায় পেয়ে, ৫৫ মিনিট কাটিয়ে শেষে বললাম 'এই তো আমার ফ্লাইট অ্যানাউন্স হয়ে গেছে। সময় কাটাতে সাহায্য করায় আপুনাকে অজস্র ধন্যবাদ।' আহা সে বেচারা কি হতাশই না হয়েছিল।
একটু কু গাইতে ইচ্ছে করছিলো, কিন্তু আমি এখন আগের চেয়ে অনেক বেশি রিস্ট্রেইনড বলে গাইলুম না।
Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:০৩ | 173.129.32.171
এমপ্লয়ার যদি ওদের ডাটাবেস অ্যাকসেস ও সার্চ করার জন্য পয়সা দেয়, তাহলে রেজিউমে লিখতে হেল্প করাটা একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে না!
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:০২ | 155.136.80.174
ঃ-)))
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:০১ | 155.136.80.174
না, ঠিক করে বলতে গেলে,
জীবনসাথীতে যে মেয়েটির প্রোফাইল আমার পছন্দ হল, তাকে কনট্যাক্ট করার জন্য তার ফোন্নং ইমেল আইডি আমি যদি চাইতে যাই, তবেই আমাকে পে করতে হবে। নইলে ফোটো দেখেই সন্তুষ্ট থাকতে হবে। জীবনসাথীর প্রোফাইল তো সিভির মত নয় যে প্রোফাইলেই ইমেল ফোন দেখা যাবে।
Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:০০ | 61.95.144.122
হাই সিটিসি-র স্কোর বেশিঃ-)
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৫৯ | 155.136.80.174
হ্যাঁ, সে জানি। নোকরি আমায় অনেকবার ফোন করে বলেছে, শুধু আমারই জন্যে স্পেশাল রেট, বারোশো না কত টাকা, ওরা আমার সিভিকে গুছিয়ে লিখে দেবে, সার্চে বেশি বেশি পাওয়া যাবে। আমার মেলবাক্সে এমনিই এত বেশি চাকরির মেল আসে যে আমি তাতে আর প্রলুব্ধ হই নি।
এমপ্লয়ারকে বোধ হয় পয়সা দিতে হয়। বোধ হয় না, আমি শিওর। নোকরির থ্রু দিয়ে আমি কোথাও চাকরি পেলে আর সেখানে তিনমাস টিকে গেলে আমার এক মাসের মাইনে নোকরি পায়। এটা আমি জানি। আমি এনাইআইটি আড়াই মাসের মধ্যে ছেড়েছিলাম। তখন নোকরির এক মহিলা খুব কান্নাকাটি করেছিলেন ফোন করে।
Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৫৮ | 61.95.144.122
নোকরিকে পয়সা দেয় রিক্রুটারেরা। আর যাদের নোকরি ফোন করে মুরগী বানায় - সিভি লিখে দেবে ইত্যাদি দাবী করে। আমার ধারণা নোকরিকে দিয়ে সিভি লেখালে সেটা এই ওদের ডেটা-র ওপর বেজ করে তৈরী হবে + ওদের লেখা সিভিকে সম্ভবতঃ ডিফল্ট হাই স্কোর দেওয়া হবে। এই সিভি লেখানোর সার্ভিসে গত তিন বছরে প্রচুর রেভেনিউ এসেছে অ্যাপারেন্টলি - মানে কাদের টার্গেট করলে কাজ দেবে সেটা ওরা ভালোই বুঝছে। ফল্স তো হয়ই - আমারে সেদিন ফোং করেছিলো, আমি চাপিয়ে দিয়েছি। সেদিন ওই পিপিটিগুলো পড়ার পরই ভেরিফাই করার জন্যে আমার বহুদিনের পুরনো প্রোফাইলটা আপডেট করেছিলুম।
জীবনসাথীতে শুনলুম প্রোফাইলে কনট্যাক্ট ইনফো থাকতে হলে পেইড প্রোফাইল হতে হয়। এবং টিপিক্যালি "কনট্যাক্টেবিলিটি' একটা বিরাট বড় ক্রাইটেরিয়া।
Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৫৭ | 122.248.183.1
ও আচ্ছা। সেটা জানি না।
Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৫৬ | 122.248.183.1
না। শুধু ওদের বিশেষ সার্ভিস গুলো নিলে করে।
Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৫৫ | 173.129.32.171
নোকরি কি এমপ্লয়ারকে চার্জ করে?
Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৫৪ | 122.248.183.1
সিকি, না । নোকরী তে কিছু সার্ভিস আছে। যেমন গুছিয়ে তোমার সিভি লিখে দেবে। এমন ভাবে তোমার সিভি টাকে রাখবে যাতে সার্চে বেশী দেখা যায় এতিআদি। এর জন্যে ওরা চার্জ করে!!
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৫১ | 155.136.80.174
আচ্ছা অজ্জিত, পয়সা কি আসে? মানে, আমি কখনো নোকরিকে পয়সা দিই নি। কিন্তু আমার প্রায় সমস্ত চাকরিই নোকরির রেফারেন্সে পাওয়া। বিয়ে হলে কেউ কি জীবনসাথীকে পয়সা দেয়?
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৫০ | 155.136.80.174
হুঁ। এইটা অত্যন্ত ইন্টারেস্টিং সাবজেক্ট। তবে কেবল বই পড়ে শেখা যায় না।
চলমান জীবনের বিজ্ঞাপনগুলোকে পর্যবেক্ষণ করলে ব্যাপারটা বোঝা যায়। টার্গেট কনজিউমার ক্লাস কারা। কোন সেগমেন্ট।
ধরা যাক, কোলগেট। ধরা যাক, নিরমা। হালফিলে ধরা যাক, টাটা ন্যানোর অ্যাডটা। ক্লাসিক এক্সাম্পল। কিংবা কোকের এবারকার অ্যাড সিরিজগুলো, ইমরান খানকে নিয়ে। প্রতিটা অ্যাডের গান পুরনো কোনও গানকে রিমেক করে ঃ জাতা কঁহা হ্যায় দিওয়ানে, আজ কি রাত কোই আনে কো হ্যায়, তুম জো মিল গয়ে হো ...'
Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৪৯ | 61.95.144.122
আরো একটা মজার ক্রাইটেরিয়া - বিবাহেচ্ছুক ব্যক্তিদের প্রোফাইল যদি আত্মীয়রা বানায় (মানে বাপ/মা/ভাই/বোন/কাকা/জ্যেঠা/পিসি) তাইলে তার বিয়ে হওয়ার চান্স বেশি - কারণ পারিবারিক চাপ - মানে পয়সা আসার চান্স বেশি।
y | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৪৮ | 61.12.12.83
Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৪৫ | 61.95.144.122
হোমওয়ার্ক নয়। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। কাকে টার্গেট করলে লাভ সেটা ডেটা ঘেঁটে বের করা। অংকের পার্টটা বাদ দিলে কনসেপ্টটা ইন্টারেস্টিং।
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৪৪ | 155.136.80.174
*স্ট্যাটিসটিক্স।
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৪৪ | 155.136.80.174
সইত্য কথা। যেমন ভাইটাল স্ট্যাতিসতিক্স। আমার আজো ঘোর কাটে নি।
Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৪৩ | 122.248.183.1
স্টাটিস্টিক্স, অত্যন্ত ভালো জিনিশ অরিজিত। সেই প্রেমে পড়েছিলাম ছোটবেলায় । এখনো ঘোর কাটেনি।
siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৪২ | 155.136.80.174
এই রকমের হোমওয়ার্ক অন্য ম্যাট্রিমনিরা করে না। ভারথম্যাট্রিমনি, মাঝে মাঝেই আমার স্প্যামবাক্সে মেল পাঠায়, ফাইন্ড ইয়োর লাইভ পার্টনার উইদিন ইয়োর কমিউনিটি ফ্রম গাজিয়াবাদ। নিচে আবার ডিসক্লেমার দেয়, ওরা নিষ্পাপ, আমি নাকি ওদের সাইটে রেজিস্টার করেছিলাম, তাই ওরা আমাকে মেল পাঠাচ্ছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন