kumudini | ৩০ ডিসেম্বর ২০১০ ২০:৩৯ | 122.162.176.229
অচিন্ত্যরূপ,না,লালমাটির বোধহয় ওয়েবসাইট নেই।
kumudini | ৩০ ডিসেম্বর ২০১০ ২০:৩৩ | 122.162.176.229
ই ক্ষী- ছেকেন পার্ট পোস্ট হয় নি?আবার লিকি তবে। ৬-০০-র পোস্টের পর- সেখানে জানালা দিয়ে গন্ধলেবুর,স্থলপদ্মের গাছ দেখা যায়,ঝালমুড়ি-ওয়ালার নীল-সবুজ পাগড়িতে রোদ পড়ে,তেলেভাজার গন্ধ আসে,আর ফুচকাওলার সামনে ইশকুল-বাচ্চারা ভিড় করে চেঁচায়,হাসে,ঝাল লেগে উস-আস করে। আমরা বারান্দায় কাগজ ফুলের গাছ লাগাব,কাঠবেড়ালীরা ফুলো ন্যাজ তুলে দৌড়ে যাবে আর ঘরে বাজবে পাই-এর গান।
নাঃ,বৈরাগ্য-সাধনে মুক্তি আমার চাই না।আমি এখানেই থাকব বেশ ব্যাং আর নীনার সাথে।
আর সবাই মিলে সন্নেসী হলে টিমের বে-টা কে দেবে??
bb | ৩০ ডিসেম্বর ২০১০ ২০:১০ | 125.22.109.11
"মনের মানুষ' দেখলাম এবং অনেক খামতি সত্বেও প্রসেনজিত এর অভিনয়ের জন্য ভালো লাগল। (জনান্তিকে - হলে আমার দেখা প্রসেনজিতের এইটি প্রথম ছবি)। আর দেখলাম গড়িয়াহাট থেকে কেনা ৩০টাকার সিডিতে ফেড্রিকো ফেলিনির ছবি AMARCORD, দারুন লাগলো। দেখতে পারেন মনে হবে পটে আঁকা ছবি দেখছি।
কোলকাতার ঠান্ডা এখন ভীষণ মনোরম আর খাওয়া দাওয়া জম্পেস, কেউ একটু কোলকাতার খাওয়া দাওয়ার টইটাকে তুলে দিন না, প্লীজ।
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ২০:০৯ | 117.194.101.57
অচিন্ত্য বাবু রবিবার আসছেন তো?
achintyarrup | ৩০ ডিসেম্বর ২০১০ ২০:০৪ | 121.241.214.34
*হয়নি
achintyarup | ৩০ ডিসেম্বর ২০১০ ২০:০৪ | 121.241.214.34
ব্যাঙ, না, ঐটা দেখা হয়ি্ন। এখন লীম ৫ নং-টার জন্যে অপেক্ষা করছি
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ২০:০২ | 117.194.101.57
অর্পন ' আমি এবং সেই টাক্সিচালক ' নামে একটা ছোটোগল্প নামিয়ে দাও।
byaang | ৩০ ডিসেম্বর ২০১০ ১৯:১৩ | 59.93.255.96
রাজ, তিনি অলরেডি ঠিক করে রেখেছেন সৌরভ যে টিমে যাবে, সেই টিমকে সাপোর্ট করবে।
অচিন্ত্য, লালমাটির নতুন মৌমাছি রচনাবলীটা দেখেছেন?
achintyarup | ৩০ ডিসেম্বর ২০১০ ১৮:৫৭ | 121.241.214.34
@ কুমুদিনীঃ মুভমেণ্ট স্বাস্থ্যের পক্ষে ভাল।
তুমি কি লীম ভক্ত? লালমাটি-র বইগুলো দেকেচ?
Raj | ৩০ ডিসেম্বর ২০১০ ১৮:১৬ | 202.79.203.59
বাঃ তাহলে তো স্বামী অর্পণানন্দ বরফাপহাড়ে তপস্যা করে সন্ন্যাসী হবার জন্যি কোয়ালিফায়েড হয়ে গ্যালো বলে !
যাউগ্গা - খুব ভাল করে ঘোরো আর ফিরা আইস্যা গল্প শুনাইবা ঃ)
Arpan | ৩০ ডিসেম্বর ২০১০ ১৮:১২ | 203.88.10.134
মানালি বরফে সাদা। পুরো মেফিস্টোফিলিস ব্যপার।
Raj | ৩০ ডিসেম্বর ২০১০ ১৮:০৭ | 202.79.203.59
সরি, ওটা ছ্যারুখ হবে
Raj | ৩০ ডিসেম্বর ২০১০ ১৮:০৩ | 202.79.203.59
ব্যাংদি , মৈত্রেয়কে বোলো 'দাদা'হীন ছারুখের নাইটরাইডার্সকে না সাপোর্টিয়ে বরং রয়্যাল লুরু কে সাপোর্টাতে ঃ-)
kumudini | ৩০ ডিসেম্বর ২০১০ ১৮:০০ | 59.178.43.165
বাড়ী যাবার আগে শেষ কথাটী গুচিয়ে কয়ে যাই- সন্নেসী হওয়ার প্ল্যান কেন্সেল। ক্যানো? ১।সাংসারিক জ্বালা-যন্ত্রণা থেকে মুক্ত হয়ে এট্টু নিরিবিলিতে বসে লীম পড়ব,গান শুনব আর মাঝেমদ্যে তাঁর নাম করব-এইরকম এট্টা প্রোজেক্ট ভেবেছিলুম।তা অর্ধেকের বেশী ভাট যদি সঙ্গেই যায় তো এদের চ্যাঁ-ভ্যাঁ,আজ এর পেট কামড়ানো,কাল তার আক্কেল দাঁত,পর্শু আরেকজনের ল্যাপিতে উতুব/গুরু আসচে না-এসব সামলাতেই দিন যাবে,তার ওপর যদি একজন ভ্যাঁ কেঁদে বল্ল-বৌ-এর কাছে যা-আ-আ-বো,তবে বাকীগুলো-ও হাপুস নয়ন-,সেই অশ্রুনদী শুকনো শুকনো করে মুছবে কে? আর,এরাই মন কেড়ে নিলো তো, আমার ঈশ্বর-চিন্তা কখন হবে,অ্যাঁ? ২।তিন্দিনের জন্য বাইরে গেছি,সেও কাজে,এর মধ্যে বসে বসে অ্যান্টিকুমুভমেন্ট ফোরাম তৈরী করেছে এই জিরাফগুলো!!!নাকি শিবু প্রেঃ,অচিন্দা সাঃসেঃ,টিম কেশিয়ার,ইন্দোদা প্রঃসঃ।ইন্দোদা আবার কি সব গানও গাইচিল।এইরকম দুশ্চরিত্র, পামরদের ভরসায় অ্যামন পবিত্র ব্রত নেয়া চলে না।তাছাড়া এদের সান্নিধ্যে আমার কাঠবেড়ালীরাও নিরাপদ নয়। ৩।ব্যাং আর নীনাদি আমাকে খুব সুন্দর এক্টা জায়গায় নেমন্তন্ন দিয়েচে। contd
.
byaang | ৩০ ডিসেম্বর ২০১০ ১৭:৫১ | 59.93.255.96
কুমু, কই গেলা? 1:20তে যে বললে ডিটেলে লিখবে?
Arijit | ৩০ ডিসেম্বর ২০১০ ১৭:৩১ | 61.95.144.122
সব্যসাচীই। আমি তো আগেরগুলো দেখিনি - কাজেই এই ফেলুদার প্রথম (আমার দেখা)। গোটা ব্যাপারটা বেশ ধুর লেগেছে। সব্যসাচীর ভুঁড়ি হয়েছে। ফেলুদার বয়স সাতাশের বেশি হওয়া মোটেও উচিত নয়। তোপসে আর লালমোহনবাবু জঘন্য। ইন্টারনেটের রেফারেন্স যেখানে যেখানে এসেছে সেখানে বেশ আর্টিফিশিয়ালি চাপানো মনে হয়েছে। ইত্যাদি।
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ১৭:২৮ | 122.248.183.1
আমি ও কাটলাম
shrabani | ৩০ ডিসেম্বর ২০১০ ১৭:২৪ | 124.30.233.101
আমিও আজ তাড়াতাড়ি কাটব, কাল ছুটি। অবশ্য যেরকম থেকে থেকেই বৃষ্টি হচ্ছে, ছুটি নিয়ে বাড়ি বসা ছাড়া আর কিছু হবে বলে মনে হয় না। গত দু বছর এদিন দিল্লী হাট গেছি, আই এন এ তে বাজার করেছি, এবারে এরম বিচ্ছিরি ওয়েদার হলে যাবনা। "গোরস্থানে.." ফেলুদা পাল্টে গেছে বলল কেন অরিজিত? সব্যসাচী নয়?
y | ৩০ ডিসেম্বর ২০১০ ১৭:২৩ | 59.164.98.85
exit through the gift shop দেখে নিও।
siki | ৩০ ডিসেম্বর ২০১০ ১৭:২০ | 155.136.80.174
চন্নু।
আর একটা রাত ঃ-)
sinfaut | ৩০ ডিসেম্বর ২০১০ ১৬:২৬ | 203.91.201.57
y কি দিপু?
sinfaut | ৩০ ডিসেম্বর ২০১০ ১৬:২৫ | 203.91.201.57
নাহ্, গোসা দেখবো না।
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ১৬:২২ | 122.248.183.1
দাবা খেলা নিয়ে কি চমৎকার সিনেমা হল একটা!!
siki | ৩০ ডিসেম্বর ২০১০ ১৬:১৭ | 155.136.80.174
কী চলবে? গোরস্থাং সাবধাং?
y | ৩০ ডিসেম্বর ২০১০ ১৬:০৮ | 61.12.12.83
হুঁ, ভিয়েলসি তে চলবে।
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ১৬:০৮ | 122.248.183.1
অ । সত্যি বলছি ওতে আমি নেই।
সিঁফো, ' গোরস্থানে সাবধান ' দেখলে নাকি?
y | ৩০ ডিসেম্বর ২০১০ ১৬:০৭ | 61.12.12.83
গোরস্থানে সাবধান দেখলে?
dd | ৩০ ডিসেম্বর ২০১০ ১৬:০৭ | 124.247.203.12
একটা vlc media player আমার ল্যাপীতে সেই ছোগ্রা ঠেসে দিয়েছে । তাতে হবে ?
ওয়াইরে জিগাইলাম।
kumudini | ৩০ ডিসেম্বর ২০১০ ১৬:০৫ | 59.178.43.165
ন্না,তুমি যে আমার সোনার চাঁদ ভাইটি,সে কী আর জানি না।তবে ঐ যে কারা একটা অ্যান্টি-কুমুভমেন্ট ফোরাম না কি বানিয়েচে-
sinfaut | ৩০ ডিসেম্বর ২০১০ ১৬:০৪ | 203.91.201.57
আরেকটা প্রেমের গল্প রেকো করলুম। প্রচুর ভালো হয়েছে। ঋতুপর্ণও ব্যাপক অভিনয় করেছে।
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৫৯ | 122.248.183.1
কুমু দি খামোকা ই ভয় পাচ্ছো। আমরা কী তেমন বাজে??
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৫৪ | 122.248.183.1
হাইলি সাসপিশাস!!
kumudini | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৫৩ | 59.178.43.165
y,আপনার সাথে আগে আলাপ হয় নি,নমস্কার।কেউ যদি আমার নামে আপনাকে কিছু বলতে আসে,তো বিশ্বেস করবেন না।
kc | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৫০ | 194.126.37.76
এটা কিন্তু সত্যি! মামুর ব্ল্যাকবেরিটার ছাল চামড়া প্রায় উঠে গেছে।
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৫০ | 122.248.183.1
আরো পয়েন্ট চাই। তবে না ভাব সম্প্রসারন!!
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৪৯ | 122.248.183.1
একটা বন্ধু র বাড়িতে জমিয়ে ব্রিজ খেলার প্ল্যান হচ্ছে। কিন্তু ৩ পিস প্লেয়ার জোগাড় হয়েছে। আরো এক পিস না হলে প্ল্যান চোপাট!!
kc | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৪৭ | 194.126.37.76
এইসব ছাতার দ্যাশে সব সেলিব্রেশনের g মেরে রেখেছে। তাই সেলিব্রেট কত্তে গেলে হয় বাহরিন নয়তো দুবাই। সে আবার বহুৎ খচ্চার ব্যাপার। তাই বাড়িতে বসে বসে আঁতলামো কব্ব। তোমাদের কী প্ল্যান?
kumudini | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৪৭ | 59.178.43.165
বৎসগণ, মামুর ৩ঃ৪২ পোষ্টের ভাব সম্প্রসারণ কর।
y | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৪৭ | 61.12.12.83
ডিডি, আপনার কম্পিউটারোয়ালাকে বলুন Blokada ভরে দিতে। স্তালিনগ্রাদের যুদ্ধ নিয়ে ডকুমেন্টারি। সব অরিজিনাল ফুটেজ।
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৪৭ | 122.248.183.1
ঃ-(((
অরিজিত, ২ জানু মার্কেটে আছো নাকি?
Arijit | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৪৪ | 61.95.144.122
আম্বা দ্যাখো না! কেরিয়ার অ্যাস্পিরেশনে বলবে ম্যাঞ্জার হবো, অথচ বোরিং পিএম্পি পড়বে না, পরীক্ষা দেবে না...ইল্লি আর কি!
Ishan | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৪২ | 122.248.182.16
কালকে আম্মো এক মহিলাকে দেখেছি। তার কথা পরে লিখছি। ঃ)
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৪০ | 122.248.183.1
বেটার ছেলে রা শেষে একট টেস্ট দিয়ে রেখেছে। পাস মার্ক্স মাত্র ৮৫।
kc নতুন বছর সেলিব্রেশনের প্ল্যান কী?
kc | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৪০ | 194.126.37.76
*is টা বাদ হয়ে গেছে।
kumudini | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৩৭ | 59.178.43.165
অ ব্রতীন,পড়া ধত্তে হলে বোলো।
kc | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৩৬ | 194.126.37.76
ইসে ট্রেনিংটা যদি বাংলায় দেই, তাইলে আপ্তবাক্যটি হবেক, ''যে সয় সে রয়, / অথবা যে সয়না, সে রয়না''। আর ইনজিরিতে হলে ''when ___ is inevitable, it always good to enjoy.'' ;-)
Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৩৫ | 122.248.183.1
পড়তে পড়তে ঘুম পেয়ে গেল। তাই কফি খেতে খেতে পড়ছি। এই বুড়ো বয়েসে এই সব আর হয়....
dd | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৩৩ | 124.247.203.12
অত অ্যাতোক্ষনে এট্টু টেইম প্যালাম।
গতোবারে লুরুতে গ্যালে একটা বাচ্চা কম্পিউটারোয়ালা আমার ল্যাপীতে গুনে গুনে ২১খানা সিনেমা ভরে দিয়েছে। সন্ধ্যেব্যালা ক্ষি ভালো সময় কাটে। সব ই প্রায় যুদ্ধুর বই।
সত্যি, কায়দা কানুন জানলে একটা কম্পিউটার দিয়ে কতো ক্ষী করা যায়।
kumudini | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:২৬ | 59.178.43.165
শমীক,এট্টা কাজের কতা-কিছুদিন আগে কোথায় যেন লিং দিলে বাংলা বই ডাউনলোডাবার,যেখান থেকে তুমি লোটাকম্বল পেয়েছিলে,সেই লিংটা আরেকবার দেবে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন