ভেবে দেখলাম কার্ড রাইসেও গোলমরিচ ছড়িয়ে আলুভাজা দিয়ে খাওয়া যেতে পারে। হ্যাঁ ডিডি আপনি বরং পকেটে সবসময় একটা মির্চি-স্প্রে'র শিশি রেখে দিন।
dd | ০৪ জানুয়ারি ২০১১ ১৪:১২ | 122.165.62.104
গত কাল থেকে মহা মিটিন চলছে। আমার টেইম এসলে "হে আমার ছেন্নাই বাসী ভ্রাতা ও ভগিনীগন" বলে এক উদাত্ত প্রেসেন্টেশন দিলেম,কিন্তু ক্যামন জানি মনে হলো লোকেরা বিশদ ঘেবড়ে গ্যালো। ক্যানো কে জানে ?
গতো ২৩ তারিখ অ্যানুয়াল ডিনারে ড্যান্স ফ্লোরে আমাকে হঠাৎ ডাক দিলে "ডিডিজি,আপুনে এসে ইউওংদের এট্টু আশীর্ব্বাদ করে য্যন"। এ সব কেউ আমারে কয়? কখনো ও ?
আমি গিয়ে হুলিয়ে নেচে এলাম।
Bratin | ০৪ জানুয়ারি ২০১১ ১৪:০৭ | 122.248.183.1
ডি ডি দা, জাস্ট ভাবা যায় না এই মহানুভবতা!!
dd | ০৪ জানুয়ারি ২০১১ ১৪:০১ | 122.165.62.104
আমাদের ঈশেন লিখেছিলো গরুর রচনা। সেটি জগদ্বিখ্যাত। বছর দশেক অপেক্ষা করলে "ঈশেন গ্রন্থাবলী"তে রম্য প্রবন্ধ অংশে পাবে। আর এটি তোহাম্বা নাক গ্রন্থে ছাপা হয়ে বেরো ও হয়েছে। পুরোনো গুরু চন্ডালীতে খুঁজলেও পাবে।
ভালুকের রচনা শ্রী দাশগুপ্ত বিরচিত। উটি কোনো টইতে ছিলো। কিছুতেই বুঝবার উপায় নেই কোন টইতে । তবে কোনো জন্তু জানোয়ার নিয়ে তইতে নয়, এ টুকু ই কইতে পারে।
যে সময়ে সেগুলি লেখা হয় সেটি গুরুচন্ডালীর কোমোড যুগ বলে উল্লেখিত হয়।
সেটা ল্যাখা যাবে না। এক কর্মযোগীর খেদোক্তি ও অতি ফাজিল (অপিচ হিংশুটে)কিছু চন্ডালের খ্যা খ্যা উপহাসে সংপৃক্ত এক রক্ত কান্না ঘামে ভেজা ঢাউশ উপন্যাস।
d | ০৪ জানুয়ারি ২০১১ ১৩:৫৫ | 14.96.190.48
তা আপুনি এত ভাল রাঁধতে জানেন, চাট্টি রেঁধেবেড়ে টিপিনবাস্কোয় ভরে নিয়ে যান না ক্যানে? নিদেনপক্ষে গোলমরিচ ফোড়ন দিয়ে পান্তা ভাতও তো নিয়ে যেতে পারেন। সাথে আলুভাজা দিয়ে খে ফেলবেন।
pi | ০৪ জানুয়ারি ২০১১ ১৩:৫৪ | 72.83.86.24
এমনি জল ছিটোলে তো তাও ঠিকাছে। ডিজনীল্যান্ডে তো কোন একটায় গায়ে হিসু করে দিলো ঃ(
kumudini | ০৪ জানুয়ারি ২০১১ ১৩:৫৩ | 59.178.43.161
ডিডিদা,আপনার গরুর রচনা,ভালুকের হিন্দী গান-এগুলো কোথায় পাব?অভ্যু বলচে-এগুলো না পড়লে না কি "নষ্ট জেবন"!!
dd | ০৪ জানুয়ারি ২০১১ ১৩:৩৮ | 122.165.62.104
আমি ক্ষি না নর্থ ইন্ডিয়ান, তাই "ওয়ার্কিং লাঞ্চ'এর কার্ড রাইস, সম্বার রাইসের সাথে আমার জন্য এক প্যাকেট পটাটো চিপস ও হাজির ছিলো।
এই অসামান্য মহানুভাবতায় আপ্লুত আমি কাঁদতে কাঁদতে আলু ভাজা দিয়ে দই ভাত সাঁটিয়ে দিলাম।
sinfaut | ০৪ জানুয়ারি ২০১১ ১৩:৩৪ | 203.91.201.57
Post peak data usage, enjoy free data at speeds upto 128Kbps.
মানে কী? ৫ জিবি, ১০ জিবি data, at peak speed এ নেমে যাবার পর ১২৮কেবিপ্স হয়ে যাবে স্পিড?
dd | ০৪ জানুয়ারি ২০১১ ১২:৪৫ | 122.165.62.104
হাসির দৃশ্যে ? কেউ ক্ষি এসে কাতুকুতু দিয়ে যায় ? সত্যি ?
a x | ০৪ জানুয়ারি ২০১১ ১২:১২ | 99.53.140.72
পায়ে ইঁদুরের সুড়সুড়িও ছিল।
Bratin | ০৪ জানুয়ারি ২০১১ ১২:১০ | 122.248.183.1
আহা। বাচ্ছা হলে কার্ড রাইস মনে করলেই হল!!
d | ০৪ জানুয়ারি ২০১১ ১২:০৯ | 14.99.18.32
বাপরে!! আমি ফোর-ডি দেখতে মোটেই যাব না। শেষে দেখাবে হাইওয়ে দিয়ে বাস যাচ্ছে, জানলাটা খুলে একজন মুন্ডু বাড়ালো বমি করবে বলে ... aar taaraparai ...... ইইইইক্ক্ক!
Bratin | ০৪ জানুয়ারি ২০১১ ১২:০৭ | 122.248.183.1
শ্রেক ২ তে ব্যাঙ (য দুর মনে পড়ছে) কিছু একটা উগরে দিল সেটা মুখে এসে লাগল ঃ-))
a x | ০৪ জানুয়ারি ২০১১ ১২:০৪ | 99.53.140.72
শালী, ল্যাপি ও ফোটনের পারস্পরিক সম্পর্কঃ নতুন দশকের চোখে একটি মূল্যায়ণ।
Arijit | ০৪ জানুয়ারি ২০১১ ১২:০২ | 61.95.144.122
ডিজনিল্যান্ড আর ইউনিভার্সাল স্টুডিওতে ফোর ডি দেখেছি। ডিজনিল্যান্ডে "হানি আই শ্রাঙ্ক দি অডিয়েন্স' - কুকুরটা ফোঁৎ করলো, আর গায়ে জলের ছিটে। ইউনিভার্সালে টার্মিনেটর - সেখানেও সেই রকম।
Bratin | ০৪ জানুয়ারি ২০১১ ১২:০২ | 122.248.183.1
গায়ে জল ,কানে ফুঁ, চেয়ার নীচে পড়ে যাওয়া তো ডিসনীল্যান্ড এ শ্রেক ২ তে পেয়েছিলাম !!
d | ০৪ জানুয়ারি ২০১১ ১২:০১ | 14.99.18.32
হ্যাঁ লেনোভোতে ট্র্যাকপ্যাডের গোলমাল তো আমারও হল, এক্কেবারে নতুন ল্যাপীতে। নেহাৎ আপিসের বলে আমার কোন ঝামেলা পোয়াতে হয় নি। আগে কোন কোং যেন TP দিয়েছিল, সেটাতেও কিসব খুচখাচ সমস্যা ছিল। হ্যাঁ আমিও প্রিলোডেড উইন্ডোজ সেভেন চাই না। ইন্টেলি কি যেন একটা বলেছিল। কোথায় গিয়ে কিসব যেন বললে ওরা ওরকম করে দেয়।
আমি একদিন সময় করে চাঁদনির ক্ল্যারিয়ন আর সুপ্রিমে কথা বলে আসবো।
a x | ০৪ জানুয়ারি ২০১১ ১২:০০ | 99.53.140.72
টেলি-লেন্স দিয়ে কি হবে? গড়ের মাঠে গিয়ে তারা খুঁজবে?
Arijit | ০৪ জানুয়ারি ২০১১ ১২:০০ | 61.95.144.122
আমার এক শালী ডেল কিনেছে, আরেকজন এসার। দুজনেরই সিনেমা দেখতে প্রবলেম হচ্ছে। অথচ ওই ফাইলগুলোই অন্য মেশিনে দিব্যি চলে। উইন্ডোজ ৭-এর ব্যাপার না ভিডিও মেমরি-র ব্যাপার জানি না।
আমার প্রথম টা সোনি ভায়ো ছিল। দেহ রেখেছে। পরের টা এইচ পি। দিব্যি চলছে ২০০৬ থেকে।
siki | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৫৫ | 155.136.80.174
ওহো, আমার শালী একমাত্র শালী, আমার থেকে দশ বছরের ছোটো। এই সবে এম এ কমপ্লিট করেছে। ঃ)
Bratin | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৫৪ | 122.248.183.1
ও হো । তুমি মাঝে মাঝে ই শালী র কথা বলো কিনা। তাই ভেবেছি। দুঃখের কথা আমার এক জন ও শালী নেই। দুর সম্পর্কের ২ জন আছে। একজন ফরিদাবাদ, আরেকজন বোস্টন।
siki | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৫৩ | 155.136.80.174
ছোট্টো ল্যাপি, বা নেটবুক যাকে বলে। কিনো না। ওতে ডিভিডি ড্রাইভ থাকে না। আর উইন্ডোজ সেভেন স্টার্টার এডিশন লোড করা থাকে। ডেস্কটপের ওয়ালপেপার পাল্টানো যায় না। আরও অনেক কিছু করা যায় না।
আম্মো এই ছুটিতে দিল্লি গে' একটা থ্রিডি দেখলাম। গালিভার্স ট্র্যাভেল্স। ভালো লাগল না।
d | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৫২ | 14.99.18.32
না না আপেঅ চলবে না। একদম না। অদ্দাম দিয়ে কে কিনবে অ্যাঁ? আমায় বলে আরো কতকিছু কিনতে হবে। এই তো যত্তাড়াতাড়ি সম্ভব একটা টেলিলেন্স কিনতে হবে .... আরো কত কি।
Arijit | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৫২ | 61.95.144.122
ফোর-ডি তে গায়ে জল টল ঢেলে দেয়। মানে ডে আফটার টুমরো দেখতে গেলে ডাইভিং স্যুট পরে যেতে হবে।
Arijit | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৫১ | 61.95.144.122
না। কম্পু সংক্রান্ত রেকো আমি আর দিই না। যার পাঁঠা সে নিজেই কাটবে - ল্যাজাতে হোক বা মুড়োতে।
siki | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৫১ | 155.136.80.174
আমি এইচপি প্যাভিলিয়নে স্যাটিসফায়েড। দেখতেও ভালো, টেকসইও।
a x | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৫১ | 99.53.140.72
আমি ছুটিতে একটা থ্রি-ডি আরেকটা ফোর-ডি দেখেছি। এবং দেখে পরম পুলকিত হয়েছি। এবার জিগাও তফাৎ কি দুটোর?
Arijit | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৫০ | 61.95.144.122
সোনি-র ছোট্টগুলো দেখতে ব্যাপক। তবে এইচপি/ডেল/সোনি-র মধ্যে খুব কি তফাৎ হয়? জানি না। লেনোভো-তে (আমি একটাই ব্যাভার করেছি) ট্র্যাকপ্যাডের গোলমাল হত। অরিন্দম চৌ যতই আবাপ-তে এসারের গুণ গাক, এসার অতি বাজে। আমার বউও একটা কিনবে বলছে - তাই আমিও খুঁজছি। ব্র্যান্ডেড কিনতে গেলে মুশকিল হল সবাই উইন্ডোজ ৭ প্রিলোড করবে। এমন কোথাও থেকে কিনতে হবে যারা আশি জিবি পার্টিশনে এক্সপি দেবে আর বাকিটুকু খালি রেখে দেবে।
a x | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৪৮ | 99.53.140.72
অবশ্যই সাজেস্ট করবে। আপেল কিনতে।
d | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৪৪ | 14.99.18.32
নাঃ আম্মো এই বছরে অনেক শিমেনা দেখব। ঃ) গতবছর অন্তত ৫টা দেখব ভেবেছিলাম। শেষপর্যন্ত খান্দুই দেখে উঠতে পেরেছি।
আপাতত একটা ল্যাপী কিনতে হবে। বাড়ীরটা দিয়ে আর চলছে না। এক তো কি-গুলো গেছে, তায় গরম হয়ে গিয়ে আশেপাশে কাঁচের গ্লাসটাস থাকলে ফাটিয়ে দিচ্ছে। এইটা তোশিবা ছিল, এই পৌনে সাত বছর ধরে দিব্বি চলেছে। শুধু কার্সারটা মাঝেমধ্যে হুটহাট জাম্প করে এদিক ওদিক চলে যায়।
এইচ পি কিম্বা তোশিবা'র মধ্যে কিছু একটা কিনবো। কেউ কি অন্য কিছু সাজেস্ট করবে?
Arijit | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৩৪ | 61.95.144.122
শুক্র-শনি-রবি। তবে বেশির ভাগ সময়ে "সাদা ভুতুর শিমেনা' (লর্ড অব দ্য রিঙ্স) বা "যে শিমেনাতে দিদিটা ভালুকের পিঠে চড়েছিলো' (গোল্ডেন কম্পাস) বা "সিম্বার শিমেনা' (লায়ন কিং) বা "ড্রাগনের শিমেনা' (এরাগন) দেখতে হয়ঃ-(
বাকিগুলো রাতের দিকে সুযোগ পেলে। বা আমি একা থাকলে। এখনো অনেকগুলো দেখা বাকি।
siki | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৩২ | 155.136.80.174
হুম্। আমার ঐ ৫৫-৬০ কেবিপিএসে এক জিবির মুভি নামে দু-আড়াই ঘণ্টায়। এক এমবিপিএস। সেই হিসেবে ঠিকই তো আছে। চল্লিশ জিবি তিন ঘণ্টায় নামাতে গেলে তো বস অনেকটা পথেখনো হাঁটতে হবে!
ব্রতীন, আমার তো একটাই শালী। আমি কি আর কোনও শালীর কথা বলেছি আগে?
d | ০৪ জানুয়ারি ২০১১ ১১:৩০ | 14.99.18.32
কিন্তু তুমি এত সিনেমা নামিয়ে দেখো কখন?
Arijit | ০৪ জানুয়ারি ২০১১ ১১:২৬ | 61.95.144.122
অনেক সীডার পেলে তবেই ওই ৫৫-৬০ কেবিপিএস আসে। প্ল্যানেট আর্থের কম করেও খান তিরিশ সীডার অনলাইন পায় - যে কোনো সময়ে। কিন্তু ওই ম্যাক্স স্পীডেই তিন দিন বলছে - আট জিবি টোটাল। ব্লু-রে নামাতে গেলে হপ্তা দুই লাগবে - চল্লিশ জিবিঃ-(
ডোকোমো যদি ম্যাক্স একুশ এমবিপিএস দেয়, তাইলে কম লাগার কথা।
a x | ০৪ জানুয়ারি ২০১১ ১১:২৪ | 99.53.140.72
দেখ কান্ড! আমি এতকাল ভাবতাম তোমরা আদর করে ফোনকেই ফোটন বল!
আর সম্বর রাইস ও কার্ড রাইস খেয়ে আমি বহু বহু দিন অতি আনন্দের সাথে বেঁচে থাকতে পারি। সাথে একটু গঙ্গুরা আচার হলে আরো ভালো।
Bratin | ০৪ জানুয়ারি ২০১১ ১১:১৮ | 122.248.183.1
আচছা না হয় সমুদ্র সৈকত ই হল। ঃ-))
কিন্তু আমার একটা প্রশ্ন আছে? রেগে যেও নি যেন?
সিকি র শালী র সংখ্যা মোট কত?
d | ০৪ জানুয়ারি ২০১১ ১১:১৮ | 14.99.18.32
কার্ড রাইসটা বেশ সুন্দর বাচ্চাদের বমির মত দেখতে।
Arijit | ০৪ জানুয়ারি ২০১১ ১১:১৫ | 61.95.144.122
আমার তো শুক্রবার রাত থেকে রোববার রাত অবধি টানা ডাউনলোড চলে। এখন শ-খানেক সিনেমা আছে, লাইনে আরো খান পঁচিশ। তবে প্ল্যানেট আর্থটা সবার আগে চাই। বেশ কয়েকটা ডিভিডি নষ্ট হয়ে গেছে - মনে হচ্ছে একটা পাট্টিকুলার বাক্সে জলটল ঢুকেছিলো জাহাজে আসার সময়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন