কুনুদিনির হেব্বি গল্প। এট্টু লীম'র ছায়া। তবে ভয়ের ।
kd | ০৮ জানুয়ারি ২০১১ ২০:১৭ | 59.93.240.92
সলিড চার ঘন্টা ঘুমিয়ে উঠলুম। ভাতঘুম।
এই মরেছে! কুমুদিনী অচিন্ত্যর থেকে অনেএএক বড়ো? আমি তো অচিন্ত্যর থেকে এট্টুখানি বড়ো (তবে ওর গোঁফ আমার গোঁফের থেকে বেশ বড়ো)। তাইলে এখন থেকে কুমুদিনীকে কুমুদিদি বলে ডাকবো।
যদি না অবিস্যি এটা কুমুদিদির শিশুসুলভ আচরণ হয় (বাচ্চারা এমনি বড়ো, ছোটো, ভালো, খারাপ বলতে পারে না, আগে একটা বিশাল, দারুণ, অনেক থাকবেই - ওদের কখনও 'এমনি' ফ্রেন্ড হয় না, সকলেই 'বেস্ট' ফ্রেন্ড)।
kumudini | ০৮ জানুয়ারি ২০১১ ২০:০০ | 122.163.189.2
ভূতের টইতে।
I | ০৮ জানুয়ারি ২০১১ ১৯:৫৬ | 59.93.204.114
কুনুদিনির গল্প কোথায় পাওয়া যাচ্ছে?
kumudini | ০৮ জানুয়ারি ২০১১ ১৯:২১ | 122.163.189.2
কেন?নীরব থাকো কেন?
Kartuj | ০৮ জানুয়ারি ২০১১ ১৯:২০ | 59.93.217.251
হ্যাঁ, সরব কার্তুজ গত বছর অনেককে অনেকভাবে বিব্রত করেছে, নতুন বছরে সচেতনভাবে সেসব থেকে সরে এসেছি।
এই ভর বিকেলে/সন্ধ্যায়/রাত্রে/ সকালে দু ঘণ্টারও বেশি ভাট খালি!
kd | ০৮ জানুয়ারি ২০১১ ১৫:৪৫ | 59.93.240.92
আরে না না, FIR করিনি। ওটা লিখেছিলুম তোমায় ভয় দেখানোর জন্যে।
Bratin | ০৮ জানুয়ারি ২০১১ ১৪:৫০ | 117.194.97.18
এই বার আমর নাম থেকে FIR টা তুলে নিন কাবলি দা ঃ-))
kd | ০৮ জানুয়ারি ২০১১ ১৪:৩২ | 59.93.240.92
হ্যাঁ পেয়েছি। কিন্তু যে থলিটা খুঁজছি সেটা না। মানে এটাও আমারই থলি, কিন্তু এটা সেটা না। ঃ-(
আর বরকে লাইনে আনার সব ফর্মুলা আমার আছে - ৩২ বছরের ট্রেনিং পেয়েছি as a ভুক্তভোগী - মানে কত ধানে কত চাল জানি। আমার শিক্ষায় শিক্ষিত কেয়া কিছুদিনের মধ্যেই দেখতে পাবে মাল্কিন রাতে খাটে ওঠার পর ব্রতীন চটির মুখ ঘুরিয়ে রাখছে যাতে সকালে নামার সময় পরতে ওনার অসুবিধে না হয়।
কেডিদা,কেয়াকে প্রথমে বলুন,একটানা সাতদিন লাউ,চালকুমড়ো-এইসব রেঁধে ব্রতীনকে খাওয়াক।
আর আপনার থলি পেয়েছেন তো?সব্বাই ভুলে গেছে, কিন্তু আমি মনে রেখেছি,মনে করাচ্ছি।
M | ০৮ জানুয়ারি ২০১১ ১২:৪৪ | 59.93.213.62
:P
kd | ০৮ জানুয়ারি ২০১১ ১২:৪০ | 59.93.240.92
বম্ম'র এই অ্যাটিচিউডটা ভালো লাগে। আমিও অমন। ওই 'যদি তোর ডাক শুনে' ইত্যাদি প্রভৃতি।
কেয়াকে ট্রেনিং দেওয়ার কাজ আমার। ব্রতীনকে মানুষ করতে হবে তো! বড্ড মাথায় উঠেছে। এরপর আমাদের গুরুজনদের হাত-পা গুটিয়ে বসে থাকলে চলে? তবে হ্যাঁ, ব্যাঙের মদৎ পেলে তো ভালোই হয়।
kd | ০৮ জানুয়ারি ২০১১ ১২:৩১ | 59.93.240.92
বিশাল সমস্যায় পড়েছি। মানে তেমন কিছু নয়, অলস মস্তিস্কের অযথা প্রশ্ন। উকিল, ব্যারিস্টার, অ্যাডভোকেট, সলিসিটার, অ্যাটর্নি - এদের ফারাক কী? ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে?
(আমেরিকায় প্রথম গিয়ে ফ্ল্যাটবাড়ির মেন দরজায় লেখা দেখতুম ""নো সলিসিটার্স''। আগে ""নো পেট্স'' দেখেছি, বুঝেছি কেন কিন্তু উকিলেরা কেন ঢুকতে পারবে না বুঝেছি অনেক পরে।)
M | ০৮ জানুয়ারি ২০১১ ১২:১৯ | 59.93.213.62
আগে দরকারি কথাগুলো, টইতে লিখবোনা বলে।
১।তাতিনকে, আমি বুঝেছি, একটুও রাগ করিনি ।
২।সুমেরু অমন হ্যাট হ্যাট করে তাড়াচ্ছিলো দেখে বেজায় খেপে ছিলাম, কিন্তু সেই বাঁ হাতে জল দেবার মতো কি বললো যেন, তাতে এট্টু শান্ত হয়েচি। কিন্তু অ্যানটমির বই যেন অবিশ্যি করে সে লেখে।আর ডাক্তার যেন সেই বই পড়ে আবার পরীক্ষায় বসে।
৩।ব্যাঙটা কি সুইট, আর ব্রতীন ও।ব্যাঙ বোধহয় নিজের ছেলে মানুষী মনটা আড়াল করতেই অমন রাগী টাইপ হাবভাব করে, নইলে অক্ষকে অমন ভাবে বলতে পারতো না, রাগ করলেই চলে যেতে হবে কেন? সত্যি, তোমরা যারা হেবি মাচো, আমাদের মতো লোকেদের গ্যাদগ্যাদে কথায় বিরক্ত হও তারা চলে যাবো বললেও কিন্তু ভারী দুঃখু লাগে, বা চলে গেলেও।
ব্রতীনটা কি ভালো মানুষ,ঝগড়া দেখে ঘাবরে চাদ্দিক সামলে বেরাচ্ছিলো,ব্যাঙ খবরদার ওর বৌকে কিছু দুষ্টুমির ট্রেনিং দিওনা বাপু।
৪।মামুর স্ট্যান্ডটা খুব ভালো লাগলো,রাগ না করে শান্ত ভাবে সবাইকে বোঝালো।
৫।ওভারল, গুরুর যে ব্যাপারটা আমায় খুব টানে সেটা এই বহতা ব্যাপারটা, কিছু থেমে না থাকা আর সবাই মিলে ঝগড়া করে নেবার পর ও আবার ভাব করে নেয়।
৬।হ্যাঁ , আমার মতো ল্যাল্যা পাব্লিকের কথাও যেন গুরু ভাবে, কেবল দামী আর ভারী কথার ভারে নুইয়ে যেন না থাকে।
অমন করে তাকিয়ে থাকার কি আছে? অ্যাঁ? আমি একটু সেন্টু খেয়েচি, তো? কি হয়েচে?
M | ০৮ জানুয়ারি ২০১১ ১২:০৬ | 59.93.213.62
ওক্কে, একা একাই আড্ডা দিয়ে যাই।
M | ০৮ জানুয়ারি ২০১১ ১২:০৩ | 59.93.213.62
নক নক
byaabg | ০৮ জানুয়ারি ২০১১ ১০:৫৪ | 122.167.174.189
উফ্ফ্ফ, তুই লেখায় চোখে পড়লো ছড়িয়ে মাখিয়ে রেখেছি। সরি, গোঁসাইবাগানের ভূত হবে। ঐ যে ওমি লিখলো না, হেতমগড়ের গুপ্তধন পড়ছে, ওটাই হয়তো মাথায় ঘুরছিলো, গোঁসাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছি।
অচিন্ত্যর গ্রাফিক নভেলের কথায় মনে পড়লো, এবার কোলকাতায় গিয়ে দেখলাম, শীর্ষেন্দুর বিধু দারোগা গ্রাফিক নভেলের আকারে বেরিয়েছে। পারুল প্রকাশনী বার করেছে। ভালো কাজ - বইটা বেশ ঝকঝকে, ঝলমলে, দেখলে কিনতে লোভ হয়, কিনলুমও। আর কোথায় একটা যেন দেখলুম ইংরেজিতে গোঁসাইগড়ের গুপ্তধনও গ্রাফিক নভেলের আকারে বেরিয়েছে, প্রকাশনীর নাম ভুলে গেছি। সেটিও বেশ। এধরণের কাজ যত বেশি হয়, ততই ভালো, অন্ততঃ আমাদের কুচোগুলোর জন্য।
@ ওমিঃ না, হুমায়ুনের লেখা পড়ি নাই। কবে পড়ব জানি না। পড়ব কখনো
@ শিবুদাঃ দুদিন আগে যে বইদুটোর কথা আপনাকে বলেছিলাম (ঈশ্বর পৃথিবী ভালবাসা এবং ভালবাসা পৃথিবী ঈশ্বর), ঐ দুই বই শিব্রামের লেখা। অটোবায়োগ্রাফি। সুযোগ হলে পইড়েন
অচিন্ত্য, সেদিন হুমায়ুনের কথা জান্তে চাইলে, কিছু পড়লে ওনার লেখা?
Nina | ০৮ জানুয়ারি ২০১১ ০২:১৪ | 64.56.33.254
কে জানে, কেয়ং জান মনে হচ্ছে কদিন আগে কে একটা লিঙ্ক দেছে সো ঝুর--তার লেকা পড়ার জন্যি---আমার ভুলও হতে পারে--বাড়ী গিয়ে দেখব।
omi | ০৮ জানুয়ারি ২০১১ ০২:১৪ | 151.141.84.194
কিছুদিন আপিক্ষে করো নিনা, উঠবে নিশিকুটুম্বও উঠবে দেশি বই এ, ভোলগা থেকে গঙ্গা আর ইকথিয়ান্ডর পজ্জন্ত যখন উঠে গেছে, তখন আস্তে আস্তে বাকী সব বাংলা বইও উঠবে। ছোক্রারা ভারী তৎপর।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন