আপনার শাড়ী কেনার গল্প আর কোন কোন অজানা স্টেশনে এবার ঘুরলেন সেই গল্প শুনতে চাই যে....
sana | ১৬ জানুয়ারি ২০১১ ১০:০৫ | 58.106.27.52
আমরা ঠিকই আছি,তিল;শুধু ফল-সবজি-র একটু অমিল দেখা দিয়েছে;আমদের দিকে জল আসে নি,তবে যে সব মানুষের সব গেছে তাদের কথা ভেবে,টিভি তে দেখে মন ভর হয়ে আছে। খুব ভালো লগলো আপনার আন্তরিক কুশল জিঞ্গাস! (ডান-কানা,কি যে বানান হচ্ছে কে যানে)।
ঠিক হ্যায় - পরে দেখো, কিন্তু কোরো অঙ্কটা। আনন্দ পাবে!
aka | ১৬ জানুয়ারি ২০১১ ০৯:১৯ | 24.42.203.194
এক পেয়ালা হুইস্কি সাথে একটু ক্লাসিক ধুন অন্যদিকে একশ বিশে এক চিমটে চুন জানলা ভাঙা খোলা আকাশ ধাঁধা এখন মিঠে বাতাস ঠিক যেমতি ফাণ্ডামেন্টাল, চক ঠেলছেন গুন
Sibu | ১৬ জানুয়ারি ২০১১ ০৯:১৪ | 208.127.73.45
আমি একন মোটেলের ঘরে। বৌ রাগ করে অন্য খাটে শুয়ে ঘুমোচ্চে। শক্তি বিনা শিব এখন শব। ধাঁধাঁয় মন নাই।
aka | ১৬ জানুয়ারি ২০১১ ০৯:১১ | 24.42.203.194
দ্বিতীয়টা বেশি পছন্দ হল। ওটাই হোক।
ধাঁধা? এখন এক পেগ হুইস্কির পরে একটা জর্দ্দা পান খেয়ে তুরীয় স্টেটে। এখন আমি নিজেই ধাঁধা। আহা।
Abhyu | ১৬ জানুয়ারি ২০১১ ০৯:০৬ | 97.81.104.75
শিবুদা আছে, আজ্জো আছে, দ্রি আছেন, রুচিরা আছেন, নতুন লোকজন আছেন -- নতুন ধাঁধা দেইচি, করে ফ্যালো দেখি - ৯টা নকুলদানা দেবো।
Sibu | ১৬ জানুয়ারি ২০১১ ০৯:০৬ | 208.127.73.45
লইট্যা, aka bomabay duck-এর দুটো রেসিপি বেশ পছন্দের।
১। গুচ্ছের পেঁয়াজ, রসুন, লংকা আর আদা দিয়ে এক্কেরে শুকনো করে ভেজে ফেল। মাছটা একদম গুঁড়ো হয়ে যাবে। রসুনটা, লংকাটা বাটা, পেঁয়াজ অর্ধেকটা বাটা, অর্ধেকটা সরু করে কুচোনো, আর আদা কুচি-কুচি করে কুচোনো। এক চিমটি জিরেও মন্দ লাগে না।
২। জিরে, আদা, মেথি, রাঁধুনী, লংকা দিয়ে আলু, বেগুন, কুমড়ো আর লইট্যার ঝোল। খুব বেশী ঝোল রেখোনা, মাখা-মাখা। এই প্রিপারেশনটা শুঁটকির মত। আইদার ইউ লাভ ইট, অর ইউ হেট ইট।
aka | ১৬ জানুয়ারি ২০১১ ০৯:০২ | 24.42.203.194
এইটা কেসির জন্য রইল।
aka | ১৬ জানুয়ারি ২০১১ ০৮:৫৮ | 24.42.203.194
আজ লইট্টা মাছ কিনে এনেছি। একটা রেসিপি দাও দিকি। এইটাও না পারলে চুল্লু ভর পানি মে .... ইত্যাদি।
Sibu | ১৬ জানুয়ারি ২০১১ ০৮:৫৫ | 208.127.73.45
আটলান্টার একটা মাছের দোকানে সাকোশ মাছ পাওয়া যেত। কে কে খেয়েছে সাকোশ মাছ এখানে? বাঙালদের জন্য একটা নকুলদানা, ঘটিদের দুটো।
aka | ১৬ জানুয়ারি ২০১১ ০৮:৫৪ | 24.42.203.194
কেসি সব খবর ভালো তো?
aka | ১৬ জানুয়ারি ২০১১ ০৮:৫৩ | 24.42.203.194
এইটা কোন সিনেমার থিম বলতে পারলে পাঁচটা নকুলদানা।
শুনে বলতে হবে, সার্চে বললে বিগ জিরো।
aka | ১৬ জানুয়ারি ২০১১ ০৮:৫০ | 24.42.203.194
কোনটা? যাবার ঠিক ছিল না, হঠাৎ মনে হল অনেকদিন যাই নি, তাই। তা এবারে দেখলাম নতুন হওয়া বাঙলাদেশী দোকানটা উঠে গেছে। আর অ্যাডিশন হল এই পানের দোকান। এইটা ব্যপক দিয়েছে। আহা পানটা কি বানিয়েছে।
Abhyu | ১৬ জানুয়ারি ২০১১ ০৮:৪৭ | 97.81.104.75
গ্লোবাল মলে যাবে বলনি তো? ওখানে একটা দোকানে অর্ডার দিলে অদ্ভুত ভালো মোগলাই পরটা বানিয়ে দেয়। পরের বার খেয়ো।
aka | ১৬ জানুয়ারি ২০১১ ০৮:৪০ | 24.42.203.194
৯ পাউণ্ডের একটা রুই কিনেছি। খাওয়া ভালো হয়েছে, দিব্যি হল। ইথিওপিয়ান খানা এত ভালো জানতাম না। ভেঁড়ার ঝোলটায় সেই বাড়ির মাংসর ছোঁয়া। তারপর গ্লোবাল মলে ডালবড়া খেলাম, জাইকা থেকে রাতের খাবার আনলাম, সাথে গ্লোবাল মলের পান। এখন পান করছি। ঃ)
Abhyu | ১৬ জানুয়ারি ২০১১ ০৮:৩৫ | 97.81.104.75
আজ্জো আজ খাওয়া কেমন হল? মাছ ভালো পেলে?
til | ১৬ জানুয়ারি ২০১১ ০৪:০০ | 220.253.65.196
@sana, sana, sana সব কুশল তো?
kd | ১৬ জানুয়ারি ২০১১ ০১:৪১ | 59.93.200.178
কেসি, তার মানে তুমি 'তেনা'কেও দেকেচো?
Arpan | ১৬ জানুয়ারি ২০১১ ০১:০৮ | 112.133.206.2
পুরো ঘেঁটে ঘ! র্যাটাসের দুটি ছানা নাকি!!
kc | ১৬ জানুয়ারি ২০১১ ০১:০৫ | 89.203.49.18
গত প্রায় একমাস ধরে এক প্রিয়জন কলকাতার হাসপাতালে ছিলেন, সে কারণে প্রতি উইকএন্ডেই কলকাতার যাত্রা করতে হত। তা এইরকম এক উইকএন্ডের রাত্রিতে, সে প্রায় রাত দেড়টা হবে, সেইসময় দুবাই এয়ারপোর্টে দেখি এক বঙ্গসন্তান এক পুঁচকেমতন দস্যি বাচ্চাকে দেখি খুব কসরৎ করে তরমুজ আর কিছু ফল খাওয়ানোর সফল প্রচেষ্টায় রত। বেটার হাফের কোলে দেখি ততোধিক পুঁচকে আরেক পিস। পিতাঠাকুরটির খাওয়ানোর স্টাইলটি ভারি ভাল লাগছিল। ছানাটি একহাতে একটা আপেল টুকরো ধরে রেখেছিল, কিছু পরে ভদ্রমানুষটি ছেলের হাতথেকে টুকরোটা নিয়ে বাচ্চাটির অনুমতি নিয়ে সেটি খেয়ে ফেললেন। কিছু পরেই বাচ্চাটির অসহযোগ প্রবল হয়ে উঠলে ভদ্রলোক নিজেই ফলগুলো খেয়ে ফেললেন। প্লেনের ভিতরে যাওয়ার পর দেখি দুই ভাইয়ে তারস্বরে আওয়াজ করছে। কিন্তু ভারি মিষ্টি বাচ্চা দুটি, প্লেন চলতে শুরু করা মাত্র চুপ করে তাঁরা নিদ্রা গেলেন। সে যাই হোক পেলেনের ভিতরে দেখি ভাবীজি ভদ্রমহোদয় কে কইছেন ''রতন ওকে একটু ধর্''। আমিও নিশ্চিত হলেম। কাছে গিয়ে বলি র্যাটাস? মানুষটি খুব লাজুক করে হেসে হ্যাঁ বললেন। কিন্তু কেউ কাউকেই চিনিনা বলে ভাট হইতে হইতেও হইলনা। হলে সেটা হত 'আকাশে প্রথম গুচ ভাট'। প্রসঙ্গতঃ জানাই র্যাটাসের ওজন হইবে সাকুল্যে ৭২ কিলো, হাইট এই ধরুন ৫ফুট আট সাড়ে আট। কিন্তু দাড়িটি হেব্বি।
Arpan | ১৬ জানুয়ারি ২০১১ ০০:৫৪ | 112.133.206.2
এঃ সরকারি অফিসের স্পিডে ছবি আপলোড হইতেছে মহায়।
achintyarup | ১৬ জানুয়ারি ২০১১ ০০:৪৯ | 121.241.214.38
ঃ))
আড্ডাটা মিস করে গেলুম র্যাটস
ঃ((
RATssss | ১৬ জানুয়ারি ২০১১ ০০:৪৮ | 180.215.30.13
লিঙ্কে ছবি আরো আপলোডিত হইতেছে, ধৈর্য্য ধরুন কমরেড।
অক্কুটে পেঁচা/পেঁচী আপলোডিত হয়েছে। অ্যালবাম সবার জন্য খোলা আছে।
RATssss | ১৬ জানুয়ারি ২০১১ ০০:৪৪ | 180.215.30.13
গোটা ব্যাপারটাই বেশ খোলতাই হয়েছে। হুতো আর কাবলিদার উদ্দেশ্যে টুপি খুললাম
achintyarup | ১৬ জানুয়ারি ২০১১ ০০:৩৮ | 121.241.214.38
র্যাটসের লিঙ্কে তো আমি মাত্তর পাঁচটা ছবি দেখতে পাচ্ছি। প্যাঁচাও সেখেনে নেই
kd | ১৬ জানুয়ারি ২০১১ ০০:২৯ | 59.93.200.178
র্যাট্স্স্স্স, পেঁচার (না পেঁচি, কে জানে? হুতো?) ফটোটা কিন্তু বেশ খোলতাই হয়েছে।
RATssss | ১৬ জানুয়ারি ২০১১ ০০:২৬ | 180.215.30.13
RAW থেকে JPG বানানোর যন্ত্র আমার এই ল্যাপিতে নাই। তাই কেতার ছবিগুলান আজ হল না। কাল হবে আশা রাখি। যদিও কে যেন কইছিল, "আশায় বাঁচে চাষা'
RATssss | ১৬ জানুয়ারি ২০১১ ০০:২১ | 180.215.30.13
লুরুতে তন্দুর দোকানটি বেশ... জিরাপানি - ভদকা সহ ও ভদকা বিনে - দুটোই বেশ উপাদেয়। রেকিত করলুম।
Arpan | ১৬ জানুয়ারি ২০১১ ০০:১৮ | 112.133.206.2
হ্যা, আমরাই পুরো আম্রিকার ইকোনমি ধরে রেকেছি কিনা।
RATssss | ১৬ জানুয়ারি ২০১১ ০০:১৭ | 180.215.30.13
লুরুর জনতা কি বিজি... সপ্তাহের কাজের দিনে কেউ ফোনায় না, ভাটায় না, এমন কি মালায়/রামায়/হুইস্কায় না পজ্জন্ত না। বিষদে বোরিত হয়ে আম্মো এদিক ওদিক করে কাটিয়ে কলিতে ফিরে ধরে প্রানিত হলুম।
আবার ৩১ থেকে ৪ লুরিত হতে হবে ভেবেই কেমন চাপ লাগছে জীবনে।
Arpan | ১৬ জানুয়ারি ২০১১ ০০:১০ | 112.133.206.2
কাল লুরু ভাটে জিগ্যেস করে নেবোখন।
RATssss | ১৬ জানুয়ারি ২০১১ ০০:০৪ | 180.215.30.13
এই যে, কে আমার ওজন জানতে চায় রে??? সামনে একবার আয় দেখি... এই হালাগো লাইগ্যা আমার ওজন কমাইয়া ফুরফুরে হওন এই যাত্রায় আর হইল না... প্রতি দশ মিনিটে একবার করে চা, আলুভাজা, হ্যান ভাজা, ত্যান ভাজা, মাছের রোল... ওসব খেলে কারো ওজন কমে? অ্যা?
প্রায় ছত্তিরিশ কিসিমের পিঠে, দুই পদ নাম না জানা সায়েবী চকলেট, তিন প্রকার বিষাক্ত আলুর চিপ্স, আর ক্লান্ত দিনের শেষে একশোবিশ জর্দা দিয়ে একখিলি মিঠেপাতা- এই তো জীবন। অহহহহ অঅহ।
achintyarup | ১৫ জানুয়ারি ২০১১ ২৩:৫০ | 121.241.214.38
কে জানে তাহলে কি খেল। জিগ্যেস করলে তো আবার লজ্জা পাবে বলেই দিয়েছে
Arpan | ১৫ জানুয়ারি ২০১১ ২৩:২৩ | 122.252.231.206
না না সিকি তো এখন লুরুতে। আর সংক্রান্তির দিন তো হেথায় সবায় পোঙ্গল খায়।
achintyarup | ১৫ জানুয়ারি ২০১১ ২২:৫৭ | 121.241.214.38
না না, চিন্তার কিছু নেই। হাঁটুসমান বল এলেই এরা একেকজন তোপ দাগবে। দেখে রেখো।
amit | ১৫ জানুয়ারি ২০১১ ২২:১৮ | 128.103.93.245
একটা আধটা দিয়ে কি হইব? আমার বক্তব্য এই যে, ধোনির পারফর্ম্যান্স কে অন্য ব্যাটসম্যান দের (সহবাগ, গম্ভীর, যুবরাজ, রায়না ইত্যাদি) মতই কাটাছেঁড়া করা উচিত, যেটা করা হয় না, কোন এক অজ্ঞাত কারণে।
Bratin | ১৫ জানুয়ারি ২০১১ ২২:০৮ | 117.194.99.245
৩ rd টেস্ট ই তো একটা ভালো ইনিংস খেললো ধোনী!!
amit | ১৫ জানুয়ারি ২০১১ ২২:০৫ | 128.103.93.245
রায়না নিয়মিত ভাবে খুব বেশীদিন খেলছে না। কিন্তু ধোনি তো টিমে এসেইছিল ভালো ব্যাটসম্যান, যে কিনা উইকেটকিপিং টা করতে পারে সেই হিসাবে। শুধু উইকেটকিপার হলে তো আর ও অনেকে আছে। তারপর গত কয়েক বছর ধরে সেই ধন ধনা ধন ধোনি মার্কা খেলা ছেড়েই দাও, খেলতেই পারছে না, শুধু উইকেটকিপার হয়ে থেকে গেছে। ভুলভাল।
Bratin | ১৫ জানুয়ারি ২০১১ ২২:০১ | 117.194.99.245
IPL এ অত ভালো খেলার পরে এক্সপেক্টশন টা বেড়ে গিয়েছিল অনেক টা!! ঃ-((
amit | ১৫ জানুয়ারি ২০১১ ২১:৫৯ | 128.103.93.245
কি মুশকিল, রায়না তো ধোনির ল্যাংবোট! রাজা জাঁকিয়ে বসে থাকলে তোষামুদে পারিষদ কে তাড়াবে কি ভাবে!!
Bratin | ১৫ জানুয়ারি ২০১১ ২১:৫১ | 117.194.99.245
সে তো রায়না ও অনেক দিন দায়িত্ব নিয়ে ঝোলাচ্ছে!!
amit | ১৫ জানুয়ারি ২০১১ ২১:৪৯ | 128.103.93.245
ধোনি কবে আবার ব্যাটসম্যান হয়ে ঊঠবে কে জানে!! অনেক দিন তো হল!
achintyarup | ১৫ জানুয়ারি ২০১১ ২১:২৭ | 121.241.214.38
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন