এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • bb | ২২ জানুয়ারি ২০১১ ১৮:০৩ | 117.195.165.191
  • অর্পণ আপনার প্রতিক্রিয়া দেখেছি। কিন্তু এই গত তিন বছরে কতগুলি বন্ধ ডাকা হয়েছে?
    ৫ই জুলাই ২০১০, অযোধ্যা রায়ের দিনে বন্ধ, এপ্রিল ১০, ২০০৮ এ বন্ধ, ৯ই অগাস্ট ২০০৯ এ বন্ধ এগুলি তো বেশি পুরানো নয়।
    এগুলোকি স্মৃতিবিভ্রম না কলকাতার নিন্দে করতে গিয়ে ভুলে যাওয়া ঃ)।
  • u | ২২ জানুয়ারি ২০১১ ১৭:৫৫ | 59.164.188.207
  • রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর কিসব বাওয়াল চলছে। তাই নিয়ে বনধ্‌। কারা ডেকেছে জানিনা।

    আমি দিব্বি পোস্টাপিস-ব্যাংক ইত্যাদিতে কাজকম্মো মিটিয়ে এলাম।
  • pipi | ২২ জানুয়ারি ২০১১ ১৭:৩৩ | 78.52.239.47
  • এই কর্ণাটক বন্ধটা কি ইস্যুতে কেউ একটু বলবে?
  • dd | ২২ জানুয়ারি ২০১১ ১৬:৫০ | 124.247.203.12
  • বিক্ষোভের ঝড় বয়ে গ্যাছে ব্যাংগালুরুতে, আমার কালেজ গোইং মে' জানালো।
    এক দশকে এই একটা বন্ধ, আর সেটাও কি না শনিবারে।

    এর আগে বিজেপির ডাকা ভারত বন্ধেও কর্নাটকে বন্ধ হয় নি, স্কুল কালেজ খোলা ছিলো সরকারি নির্দেশে।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১১ ১৫:৩৭ | 112.133.206.2
  • একটু পাতা উল্টে দেখুন প্রতিক্রিয়া পাবেন।
  • bb | ২২ জানুয়ারি ২০১১ ১৫:২৪ | 117.195.184.179
  • যাঁরা বাংলায় বন্ধ নিয়ে অনেক কথা খরচ করেন আজকের কর্ণাটক বন্ধ নিয়ে তাদের কোন প্রতিক্রিয়া?
  • Samran | ২২ জানুয়ারি ২০১১ ১৫:০৮ | 117.194.96.154
  • ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার ঝুলিতে মালঞ্চমালার রূপকথাটি আছে। আমার খুব জরুরী দরকার। গুগলেও পাচ্ছি না। ওখানে অন্যগুলো আছে। মালঞ্চমালা নাই।

    কারো কাছে থাকলে এট্টু আওয়াজ দিবেন প্লিজ।
  • pipi | ২২ জানুয়ারি ২০১১ ১৪:৪২ | 78.52.239.47
  • ও মামী, তাজমহল কি কমপিলিট হল?
  • kumudini | ২২ জানুয়ারি ২০১১ ১৩:২২ | 122.163.144.249
  • এই জন্যেই তিল স্যারের জবাব নেই।দুবিনুনী শুনেই মায়ের হাতের চুল বাঁধা মনে পড়ে গেল।
    এখন উঠতে হবে।
  • til | ২২ জানুয়ারি ২০১১ ১৩:১৩ | 220.253.65.196
  • আমি সক্কলকে নাম ধরেই ডাকি কেবল দুবিনুনী দেরকে সম্মানার্থে দি সাফিক্স দিই।
    -
    সেদিন কল্লোল, আসতে রাজী ছিলেন , কিন্তু আলসুর থেকে জালাহাল্লি অনেকদূর তাই ওকে নিরস্ত করলাম। পরে যেদিন দেখা হল, উনি বললেন থেকে যেতেও রাজী ছিলেন; কি যে মিস করলাম , কম্বলের মধ্যে পা ডুবিয়ে কল্লোলের সঙ্গে আড্ডা, এ জীবনে আর কভু হবার চান্সে ইল্লা!
    আসলে দেশে সবাই এমন আতুপুতু যে আসতে না আসতে বাড়ী ফেরবার বায়না ধরে! তাই সাহস হয়নি।
  • kumudini | ২২ জানুয়ারি ২০১১ ১২:৫৮ | 122.163.144.249
  • তিলস্যার,অর্পণ এট্টা বাচ্চা ছেলে।অরে আপনি কন ক্যান?
  • Arpan | ২২ জানুয়ারি ২০১১ ১২:৫৩ | 122.252.231.10
  • বেশ তো, আরেকবার নাহয় লুরুতে পায়ের ধুলো দেবেন। ঃ-)
  • kumudini | ২২ জানুয়ারি ২০১১ ১২:৫২ | 122.163.144.249
  • আজ ভাটানোর টাইম নাই।কেউ বিশ্বাস কর্বে না জানি, তাও লিখে যাই,আমি সকাল থেকে এইগুলো রান্না করলাম-ফুলকপি দিয়ে মুগের ডাল,চচ্চড়ি(মুড়ো দিয়ে),ভিন্ডি,সর্ষেমাছ,পনীর,চাটনি।এখন মাংস বসাব।
    আর সকলকে ক্ষেপিয়ে তোলার জন্য এই লিং
    http://www.anandabazar.com/22mukhomukhi1.htm
  • til | ২২ জানুয়ারি ২০১১ ১২:৫১ | 220.253.65.196
  • খুবই মিস করলাম আপনাদের।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১১ ১২:৪৩ | 122.252.231.10
  • আছি স্যার।
  • til | ২২ জানুয়ারি ২০১১ ১২:২৭ | 220.253.65.196
  • অর্পণ ইদারা?
  • kd | ২২ জানুয়ারি ২০১১ ১২:২৩ | 59.93.205.37
  • অক্ষর বক্তব্য পুরোটাই ঠিক। শুধু এট্টুখানি....

    আমি একবার পেল্লায় ধোলাই খেয়েছিলুম একটি মেয়ের হাতে। মেয়েটি মেমসাহেব হিসেবে ছোটোখাটোই - মানে আমি নিজেকে ডিফেন্ড করতেই পারতুম, কিন্তু কোথায় অস্থানে-কুস্থানে হাত লেগে যাবে এই ভয়ে শুধু আলির রোপাডোপ করে গেছি। অন্য মেয়েরা না বাঁচালে সেদিন হয়তো ...
    আমার দোষের মধ্যে মেয়েটি যখন বন্ধুদের সঙ্গে গপ্পো করতে করতে আমার দিকে ব্যাক করছিলো তার বিশাল গন্ডপ্রদেশ - আমি অন্যদের সাবধান করার জন্যে ""পিঁইঁইঁইঁইঁপ, পিঁইঁইঁইঁইঁপ, পিঁইঁইঁইঁইঁপ'' করেছিলুম - সরল মনে।
    এতো গেলো কষ্টের কথা। দুঃখের ব্যাপার হোলো, এর পর বাড়িতে বৌএর কাছেও সহানুভূতি পাই নি, বলেছিলো বেশ হয়েছে, এবার যদি যেখানে সেখানে ছ্যাবলামো করা বন্ধ হয়।
    তবে ওই যে বলে, কয়লা ইত্যাদি ঃ(
  • dd | ২২ জানুয়ারি ২০১১ ১২:০৫ | 124.247.203.12
  • আগে লাগাও জিরো।

    এইত্তো ব্যাং ফোন কোল্লো । ধ্যাঢ়শ সেদ্দোর রেসিপি জানতে। আমি এট্টু গোল মরিচ দিতে কইলাম।

    দিব্বি কথা কইলো।
  • byaang | ২২ জানুয়ারি ২০১১ ১২:০৫ | 122.172.157.127
  • আগে +৯১ বা শুধু ০ বসিয়ে নাও
  • a x | ২২ জানুয়ারি ২০১১ ১২:০৫ | 99.50.247.222
  • কি হয়েছে? তোমরা আবার অসুস্থ? এখানে থাকতেও তো জ্বরজারি লেগে থাকত! তুমি ভুগছ না ছেলে ভুগছে? বইমেলার ছবিতে সৈকতকে আগের থেকেও রোগা লাগল।
  • m | ২২ জানুয়ারি ২০১১ ১২:০৩ | 117.194.33.26
  • দীপ্তেন্দা, তোমার ঐ নাম্বারে যতবার ফোন করি,বলে,ওটা নাকি রং নাম্বার- আগে পিছে আরো কোনো একদুই এইসব লাগাতে হবে কিঃ((
  • dd | ২২ জানুয়ারি ২০১১ ১২:০২ | 124.247.203.12
  • না তো কে ডি।

    আম্রিগার কোন শহরে ক্ষি কোড,আমি ক্যামনে জানুম ?
  • m | ২২ জানুয়ারি ২০১১ ১১:৫৯ | 117.194.33.26
  • ঐটা ঠিক ই বলেছোঃ) তবে ডাক্তার-হাসপাতাল এইসবের সঙ্গে তেমনি করে যোগাযোগের সুযোগ ঘটেনি আগে,আর এখন এইসব বেশিক্ষণ নিতে পারি না।
  • kd | ২২ জানুয়ারি ২০১১ ১১:৫৮ | 59.93.205.37
  • এই হচ্ছে আমার মুশ্‌কিল! জোক মারলে কেউ বোঝে না। এ দুক্কু কোথায় রাখবো! ঃ(
    দীপ্তেন, '৯১৭' বড় আপেলের বাসিন্দাদের। জানি, ঠিকই বুঝেছো, নীট একটা সাইডস্টেপ নিলে। ঃ)
  • a x | ২২ জানুয়ারি ২০১১ ১১:৫৬ | 99.50.247.222
  • তোমারে না, টিকটিকির ন্যাজ ভাগ।
  • a x | ২২ জানুয়ারি ২০১১ ১১:৫৪ | 99.50.247.222
  • আহা এই তো বয়স - হ্যাপেনিং লাইফ!
  • siki | ২২ জানুয়ারি ২০১১ ১১:৫৩ | 122.162.75.151
  • চেনা ভারতে ফেরত এলাম।

    অক্ষদা আমায় ভাগ করতে চায় কেন?
  • Arpan | ২২ জানুয়ারি ২০১১ ১১:৫১ | 122.252.231.10
  • ঃ-)
  • m | ২২ জানুয়ারি ২০১১ ১১:৫১ | 117.194.33.26
  • আমাদের নামে কিছুটা করে বাটিতে রেখোঃ)
  • Arpan | ২২ জানুয়ারি ২০১১ ১১:৪৭ | 122.252.231.10
  • মামী আর ডিডিদাকে থ্যাংকু টিপসের জন্য। ভালোই নেমেছে জিনিসটা।
  • m | ২২ জানুয়ারি ২০১১ ১১:৪৬ | 117.194.33.26
  • চলছে অক্ষ, খুব ঘটনাবহুল জীবন কাটাচ্ছি বলা চলে। বুড়ো হচ্ছি তো,এত ধকল নিতে পারলে ভালোঃ)
  • a x | ২২ জানুয়ারি ২০১১ ১১:৩৯ | 99.50.247.222
  • ভালো আছি, ম। তুমি কেমন? রান্নাঘরের জানলা দিয়ে আর কিছু ঝুলল? সাপ ঢুকল? জীবনে উত্তেজনা কমল?
  • a x | ২২ জানুয়ারি ২০১১ ১১:৩৭ | 99.50.247.222
  • এই সিনিমাটা দেখলাম একটু আগে, বেশ ভালো।


    কমি কমি ব্যপার, আগেই বলে দিলাম।
  • dd | ২২ জানুয়ারি ২০১১ ১১:৩৭ | 124.247.203.12
  • কেডি
    চেন্নাইতে সস্তার ফাস ক্লাস খাবারের মানে মাংস মটনের দোকান প্রচুর।

    আর এটাতো আমার ফ্যাকটরীর খাবার। শহর থেকে অনেক দুরে। বাধ্যতামুলক খাওয়া।
  • m | ২২ জানুয়ারি ২০১১ ১১:৩৬ | 117.194.33.26
  • অক্ষদা কি খবর
  • Sibu | ২২ জানুয়ারি ২০১১ ১১:৩৫ | 173.129.72.190
  • সামনের হপ্তার পর ভাটমারা বন্ধ করতে হবে মনে হচ্ছে। নতুন প্রজেক্ট শুরু হবে। শালা, কি কপাল।
  • a x | ২২ জানুয়ারি ২০১১ ১১:২৯ | 99.50.247.222
  • ইন্দোর আরো কিছু লেখার কথা ছিলনা? কই গেল?
  • a x | ২২ জানুয়ারি ২০১১ ১১:২৭ | 99.50.247.222
  • পুরো না কেটে, সিকি ভাগ কাটলে আরো লাফায়
  • Sibu | ২২ জানুয়ারি ২০১১ ১১:২৬ | 173.129.72.190
  • যার লেজ কেটে দিলে লাফাবে সেই টিকটিকি।
  • kd | ২২ জানুয়ারি ২০১১ ১১:২৫ | 59.93.205.37
  • আশ্চর্য, দীপ্তেন আমার ছেলের শহরে থাকে (সোর্স - টেলিফোন এরিয়াকোড) - সেখানে তো খাওয়ার জায়গার চয়েসের অন্ত নেই। ঃ)
    ও কি চেন্নাইএর খাবারের নিন্দে করবে বলেই এই সব লেখে?
  • TikTiki | ২২ জানুয়ারি ২০১১ ১১:২৪ | 117.194.200.211
  • ব্যাং, কামকা মেইল ।
  • m | ২২ জানুয়ারি ২০১১ ১১:২৩ | 117.194.33.26
  • ঐ প্রশ্ন টা আমারো,টিকটিকিটা কে
  • a x | ২২ জানুয়ারি ২০১১ ১১:২৩ | 99.50.247.222
  • পুরোপুরি মানসিক ভারসাম্যহীন না হলে কেউ নিজের বাচ্চাকে এই কারণে বিষ খাওয়াতে পারেনা। কারোর সাথে কেটে পরতেই পারে, তার জন্য বিষ খাওয়ানোর কোনো কারণ থাকতে পারেনা। এই মহিলার হিস্ট্রি আছে বলেই আমার ধারণা মানসিক রোগের। আরো মজার যে বিষ খাওয়ানোর মত মানসিক অবস্থায় যেতে পেরেছে, অথচ গয়না নিয়ে যেতে ভোলেনি।

    আকা, ডোমেস্টিক অ্যাবিউসে মেয়েরা যথেষ্ট অ্যাবিউসিভ হয় আমাদের মত স্ট্যাটাসে - এটা এখন একটা নোন ফ্যাক্ট - কিন্তু ফিজিকালি একটা সাধারণ শরীরের মেয়ের পক্ষে একটা ছেলেকে পিন ডাউন করা, বা ফিজিকালি ওভারটেক করা প্রায় অসম্ভব, কাজেই ছেলেটি ঐ সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে পারে। অন্যদিকে একটি মেয়ের ক্ষেত্রে ব্যপারটা সম্ভব হয়না। তবে যেকোনো ধরণের ডোমেস্টিক অ্যাবিউস, ফিজিকাল স্পেস ভাওলেট করা, ছেলে মেয়ে নির্বিশেষে অসুস্থতার লক্ষণ।
  • byaang | ২২ জানুয়ারি ২০১১ ১১:১৮ | 122.172.157.127
  • তাহলে আমিই ফিতে কাটি আগে। এক্ষুনি করছি।
  • dd | ২২ জানুয়ারি ২০১১ ১১:১৭ | 124.247.203.12
  • সব সময় ইনক্লুডিং এক্ষুনি
  • byaang | ২২ জানুয়ারি ২০১১ ১১:১৭ | 122.172.157.127
  • টিকটিকি, মেল চেক করলাম তো। ৩৮২৬টা নিউ মেল। তার মধ্যে কার মেল খুঁজতে হবে, বুঝতে পারছি না। টিকটিকিটাই বা কে?
  • m | ২২ জানুয়ারি ২০১১ ১১:১৩ | 117.194.33.26
  • তোমাকে কখন ফোন করা যাবে
  • dd | ২২ জানুয়ারি ২০১১ ১১:১৩ | 124.247.203.12
  • আর পাস্তা কক্ষুনো বেশী রাঁদতে নেই। স্লাইট কাঁচা রাখতে হয়, তাইলে একটা স্প্রীংই তেস্ট আসে।

    পেস্ক্রিপশন মতো বয়েল করেই রানিং ঔআটারের নীচে রাখতে হয় তাইলে ওভার কুকিং হয় না।

    হায় সেই মায়াঘেরা সন্ধ্যা, কেটে গ্যাছে কতো ক্ষি জানি টিং বং
  • TikTiki | ২২ জানুয়ারি ২০১১ ১১:১১ | 117.194.200.211
  • *কিয়া জায়ে

    ডানদিকমে ইয়ে বেংগলি কিঁউ নহী আতা রে ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত