গত কয়েকদিন ধরেই, বিশেষ করে গতকাল রাত থেকে প্রায় সমস্ত মূলধারার মিডিয়া, ডিজিট্যাল প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমের বিভিন্ন অ্যাপে (ট্যুইটার/এক্স, ফেসবুক, হোয়াটস-অ্যাপ ইত্যাদি) নাগাড়ে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। সেইগুলি ছড়ানোর কাজ শুরু করেছে মূলধারার মিডিয়া এবং তাদের প্রচার করা খবর সত্যি বলে ধরে নিয়ে সেগুলিকে দাবানলের মত সারাদেশে ছড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছে অভূতপূর্ব আতঙ্ক (এবং কোনোক্ষেত্রে উল্লাস)। এই ভুয়ো খবরের যুদ্ধে ভারতের মূলধারার মিডিয়া, যা বহুদিন ধরেই শুধুমাত্র প্রোপাগাণ্ডা মেশিন, যেমন দুষ্ট, তেমনি দুষ্ট পাকিস্তানি ফেক নিউজের কারখানাগুলিও। যুদ্ধবিক্ষত গাজা বা অন্যান্য অঞ্চলের ফুটেজ তো আছেই, তার সাথে খুঁড়ে বের করা হয়েছে কোথায় গ্যাস সিলিণ্ডার ফেটে পুরনো বিস্ফোরণের ভিডিও, কোথায় পুরনো এয়ারপ্লেন ক্র্যাশের ভিডিও, কোথাও আবার ভিডিও গেম সিমুলেশনের ছবি। এইগুলি দুইদেশের মিডিয়া অজান্তে, দুর্ঘটনাবশত করে ফেলেনি, করেছে রীতিমত পরিকল্পনা করে এবং সম্ভবত অনেকে মিলে, এবং কো-অর্ডিনেটেড ভাবেই, এক একটি মিডিয়া দখল করেছে এক-একটি অঞ্চল, কেউ শিয়ালকোট, কেউ লাহোর, কেউ করাচি, কেউ ইসলামাবাদ। ভুয়ো খবরের লক্ষ্যবস্তুগুলিও যথাসম্ভব আলাদা আলাদা করার উদ্দেশ্য মানুষ এবং ফ্যাক্ট-চেকিং এজেন্সিদের আরও আরও দিশেহারা করে দেওয়া, আর কিছু নয়।
এইরকম কয়েকটি খবর ও আলোচনা নিয়ে সৈকত বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও প্রতিবেদন রইলো নিচে।
আর এই বিশাল ফ্যাক্ট-চেকিং/ফেক-বাস্টিং-এর কাজ আসলে অক্লান্ত ভাবে করে গেছেন অল্ট-নিউজের কর্মীরা। তাদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওঁরা এ পর্যন্ত যে যে ভুয়ো খবরগুলি শনাক্ত করেছেন, তার কয়েকটি দেওয়া হল নিচে। আরও নিচে কয়েকটি প্রতিবেদনের লিঙ্ক। এই স্ক্রিনশটগুলি মূলত মহম্মদ জুবায়েরের এক্স (টুইটার) হ্যাণ্ডল থেকে নেওয়া। টুইটার অ্যাকাউন্টটি https://x.com/zoo_bear। অল্ট-নিউজের টুইটার/এক্স হ্যান্ডল - https://x.com/AltNews (ইংরেজি) ও https://x.com/AltNewsHindi (হিন্দি), আর ওয়েবসাইট - https://www.altnews.in/
টুইটারের স্ক্রিনশট :
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি :
প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে কোনো রকমের লাইভ কভারেজ, রিয়েল-টাইম রিপোর্টিং ও সিকিওরিটি ফোর্সের মুভমেন্ট পোস্ট করতে বারণ করেছেন, মিডিয়া চ্যানেল, ডিজিট্যাল প্ল্যাটফর্ম এবং যে কোনো ব্যক্তিকেই। কতদূর মান্য করা হবে সে নিয়ে অবশ্য সন্দেহ থেকেই যায়।
কয়েকটি প্রতিবেদনের লিঙ্ক :