এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • bb | ২৩ জানুয়ারি ২০১১ ১৫:৩৭ | 117.195.182.63
  • @kd এবং তিলুবাবু আপনাদের অপমান করার কোন উদ্দেশ্য নেই, পছন্দ হয়নি প্রতিবাদ করেছি। ব্যাপারটা এইভাবে দেখলেই খুশি হব।
    আমেন
    @kd আপনার ট্যাক্স এবং রান্নার গ্যাসের সাবসিডি সম্বন্ধে আমিও একমত। আমাদের বাড়িতে (কোলকাতায়) রেশন তোলা নিয়েও আমি প্রতিবাদ করি একই কারণে
  • til | ২৩ জানুয়ারি ২০১১ ১৫:১২ | 220.253.65.196
  • অর্পণ, কোনটি তুমি? দেখে চক্ষু সার্থক করি। ছবির কমেন্টে যদি জানাও। আমার ইউনিকোড নেই কিনা।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১১ ১৫:০৩ | 112.133.206.2
  • তা ঠিক! ঃ-(
  • kc | ২৩ জানুয়ারি ২০১১ ১৪:৫৬ | 194.126.37.76
  • না না। গ্যালারিতেই থাক।
    অপ্পন, কিছুদিন বোষ্টম হয়েই কাটাও। লুরু ভাটের ফটোতে খুব মোটা দেখাচ্ছে।
  • siki | ২৩ জানুয়ারি ২০১১ ১৪:৫৪ | 122.162.75.202
  • কাব্লিদার লেখা এতটুকুও অশ্লীল লাগে নি আমার, কারণ ঐ বন্‌ধ নামক টিপিক্যাল বাঙালি খচরামিটি নিয়ে আমিও একমত পোষণ করি। প্রতিবাদের হাতিয়ার, রাজনৈতিক ইয়ে, সবকিছু মেনে নিতে রাজি আছি যদি প্রতিবাদটা স্বতস্ফুর্ত হয়, যদি ঐ বন্‌ধের জন্য একটিও অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে না পড়ে, একটি ট্রেনও না আটকানো হয়, একটি লোকেরও জরুরি অ্যাপয়েন্টমেন্ট মিস না হয়, একটা বাসেও আগুন না ধরানো হয়, একটা দোকানের কাচও না ভাঙা হয় দোকান খোলা রাখার অপরাধে। কারুর কলেজের ক্লাস মিস হবে না। কোনও ক্রিটিক্যাল রোগী মারা যাবে না ডাক্তার আসতে না-পারার কারণে, যার দোকান খোলার ইচ্ছে হবে, অফিস যাবার প্রয়োজন হবে, সে স্বেচ্ছায় দোকান খুলবে, অফিস যাবে, রাস্তায় কেউ বাঁশ দিয়ে ব্যারিকেড করবে না, কেউ চোখ রাঙিয়ে বাইক ভেঙে দেবার অমায়িক হুমকি দেবে না।

    কিন্তু সেটা তো হবে না। সে-সব হলে আর বন্‌ধ কীসের? সর্বাত্মক কীসের? জনগণের স্বতস্ফুর্ত প্রতিবাদ কীসের? দুচাট্টে সরকারি সম্পত্তিতে আগুন না লাগালে সে বন্‌ধ আবার বন্‌ধ নাকি? ফুঃ!

    হিংসার সাহায্য নিয়ে বন্‌ধ "সর্বাত্মক'ভাবে সফল করে করে আজ বন্‌ধ এই অবস্থাতেই এসে পৌঁছেছে, সবাই জানে, একটা টিয়াপাখি ডাকলেও বাংলা বন্‌ধ সফল করা যাক।

    বন্‌ধ প্রতিবাদের হাতিয়ার, এই বক্তব্যটিকে আমি শুধু বুল-শিট বলি না, র‌্যাদার বাল-শিট বলি।

    এবার আপ্নে আমায় তিনোমূল বিজেপি আরেসেস যা খুশি বলেন গিয়া।
  • siki | ২৩ জানুয়ারি ২০১১ ১৪:৪৩ | 122.162.75.202
  • গ্যালারি থেকে নামব?
  • kd | ২৩ জানুয়ারি ২০১১ ১৪:৩৭ | 59.93.247.66
  • ভাগনে, bbর নানা শহরের বন্ধ নিয়ে পোস্টের পর আমি দু'টো পোস্ট করেছি, ১৩০৬৭ পাতায় ২২শে জানুয়ারি রাত ৯ঃ০৫ আর ১৩০৭০ পাতায় ২৩শে রাত ১২ঃ২৬।

    প্রথম পোস্টের কারণ আমি সত্যি সত্যিই বুঝতে পারিনা যে bb বোঝেন না কেন সাধারণ মানুষ 'পশ্চিমবঙ্গের বন্ধ'এর সম্বন্ধে এতো নেগেটিভ। ওনার অন্য লেখা তো পড়েছি - বেশ আগ্রহ নিয়েই পড়েছি - সবসময় মতে না মিললেও আমার মনে হয়েছে উনি চিন্তাশীল, লজিকাল। তবে যদি আমার পোস্টের ভাষা অশ্লীল হয়, সেটা নিঃসন্দেহে অন্যায়।

    দ্বিতীয় পোস্টে আমি আমার রাজনৈতিক অবস্থান নিয়ে কিছুই বলিনি। শুধু আমার মতের কারণ জানিয়েছি - শুধু নিজের অভিজ্ঞতা, খবরের কাগজের (বা অন্য কোনো মিডিয়ার) ইনফ্লুয়েন্সে নয়। আমি সরকারি-বেসরকারি তুলনাও করিনি - করবো কী করে, এ'দেশে বেসরকারি দুনিয়ায় তেমন কোনো এক্সপোসারই তো পাইনি।

    পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েও কোনো মাথাব্যথা নেই আমার। ইন্দিরা ভবনে জ্যোতিবাবুর পার্টিতে গেছি, বিজেপির এক নেতা তো ছোটোবেলার বন্ধু, প্রায়ই আড্ডা মারি, আর পাড়ার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের অনিলদা খুবই স্নেহ করেন আর এখনকার কাউন্সিলর রতন বেশ খাতিরই করে। কোন পার্টিকে পছন্দও করি না, অপছন্দও না।

    তবে এখানকার কিছু পলিসি আমার পছন্দ নয়। এগুলো'ও ব্যক্তিগত অভিজ্ঞতা, কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না। যেমন আমার মনে হয়, আমার কলকাতার বাড়ীর ট্যাক্স অন্ততঃ চার-পাঁচগুন বেশী হওয়া উচিত - যা সুবিধে পাই এই শহর থেকে, সেই পরিপ্রেক্ষিতে। যেমন আমি বুঝি না কেন আমি রান্নার গ্যাসের সাবসিডি পাবো। কিন্তু কাকে বলবো? কে শুনবে?

    এত কিছু লিখতুম না, হয়তো কিছুই লিখতুম না কিন্তু bb আমার কথায় দুক্‌খু পেয়েছেন, আমার ভালো লাগেনি। জাস্ট মনের কথা বলেছি ভাই, আর কোনো উদ্দেশ্য নেই।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১১ ১৪:৩৫ | 112.133.206.2
  • ইকিরে ভাই, বোষ্টম নাকি? বন্‌ধের দিনে মাংসভাত ফেলে কেন খিচুড়ি সাঁটাব!!
  • til | ২৩ জানুয়ারি ২০১১ ১৩:৪০ | 220.253.65.196
  • বিবি,
    সিরিয়াসলি গালির সঙ্গে তিলুবাবু বেমানান কিন্তু!
  • Sibu | ২৩ জানুয়ারি ২০১১ ১৩:৩৪ | 184.235.116.170
  • রাত বারোটা বেজে গেল। ঘুনু কত্তে যাই। চল্লুম কেসি, আসি অক্ষদা। বিবি ভাল থাকবেন।
  • kc | ২৩ জানুয়ারি ২০১১ ১৩:৩১ | 194.126.37.76
  • আমরা গ্যালারীতেই আছি কিন্তুক।
  • Sibu | ২৩ জানুয়ারি ২০১১ ১৩:১৮ | 184.235.116.170
  • জনগন, ঝামেলা মিটে গেছে। গরম কথা চালাচালি হয়ে গেছে। যারা যারা এতক্ষণ আশে-পাশে উঁকি-ঝুঁকি মারছিলেন তারা এবারে আড্ডার ময়দানে নেমে পড়ুন।
  • Sibu | ২৩ জানুয়ারি ২০১১ ১৩:১৬ | 184.235.116.170
  • না, ভুলুম না ঃ)।
  • a x | ২৩ জানুয়ারি ২০১১ ১৩:১৫ | 99.53.141.11
  • সে ঠিক আসে, তবে কিনা দ্যাখতে ভুইলবেন না।
  • Sibu | ২৩ জানুয়ারি ২০১১ ১৩:১১ | 184.235.116.170
  • ধীরে-সুস্থে দেখি? মানে ৭-টা পার্ট তো।
  • a x | ২৩ জানুয়ারি ২০১১ ১৩:০৭ | 99.53.141.11
  • ধুর।

    দ্যাহেন তাইলে, আড্ডা মারতে মারতে দ্যাহেন, তাও দ্যাহেন -

  • Sibu | ২৩ জানুয়ারি ২০১১ ১৩:০৫ | 184.235.116.170
  • প্রাইভেট ফার্ম না। জেনারেলি হরতাল নিষিদ্ধ/রেস্ট্রিক্ট করে হাইকোর্টের কিছু রুলিং আছিল। তা সেইগুলান কনস্টিটিউশনাল কিনা কে জানে। লিং খুঁজতে কইয়েন না। আড্ডা মারতে বইয়া সেই সব করনের ধৈর্য্য নাই।
  • a x | ২৩ জানুয়ারি ২০১১ ১৩:০২ | 99.53.141.11
  • প্রাইভেট ফার্মে বন্ধ করা নিয়ে হাইকোর্টের নির্দেশ আছে? সিরিয়াস প্রশ্ন।
  • a x | ২৩ জানুয়ারি ২০১১ ১২:৫৯ | 99.53.141.11
  • কিন্তু আমার প্রশ্ন আছিল যে করনিকগণ হরতাল ডাকিয়াছিল বলে বালকাদির পড়াশোনায় ব্যঘাত ঘটায়, তাহারা অ্যাডমিনিস্ট্রেটরের নিকট গেছিল কি? জবাব ইত্যাদি দাবী করে নাই? আর হরতাল তো ঐজন্যই ডাকা হয়। কোথাও কিছু ব্যাঘাত ঘটলনা, সবাই বাড়ি বসে দুটো খিচুড়ি খেয়ে ক্রিকেট খেলতে নামল এইরম হরতাল করে করে পঃবঃর মানুষের হরতাল নিয়ে আব্দারটাই এমন হয়ে গেছে ঃ-(
  • Sibu | ২৩ জানুয়ারি ২০১১ ১২:৫৮ | 184.235.116.170
  • আর এই বন্ধ-টন্ধ নিয়ে রিয়্যাক্ট করাটা এক্কেবারেই যার যার পলিটিক্যাল পজিশনের ওপর নির্ভর করে। কেউ বলবে বুদ্ধের বন্ধ কোশার, কেউ বলবে মোদীর বন্ধ হারাম, কারো কাছে একমাত্র দিদি ডাকলে তবেই সে বন্ধ ন্যায্য, বাকী সব অধর্মঘট। প্রাইভেট ফার্মে উঁচুপদে থাকলে আবার অনেকের বন্ধ খুব গায়ে লাগে। পাশের বাড়ীর কেরানীটা একদিন ফাঁকতালে ছুটি মেরে নিল, আমার শালা যে করেই হোক কাজে যেতে হবে। ঝিটা আবার আসবে না, বৌ-এর মুখ ঝামটা কপালে আছে। হাইকোর্ট এদের কথা একটু বেশী শোনে, তাই বন্ধ বেআইনী। এই রকম হয়। ঠাকুর বলেছেন - রসে-বশে থাকুন। এক চোখে ঘুমোন, অন্য চোখ পিটপিট করে রঙ্গ দেখুন।
  • bb | ২৩ জানুয়ারি ২০১১ ১২:৫০ | 117.195.182.63
  • তিলুবাবুর উক্তিরই এক্সটেনশন হল 'ভাল xxxxx কি আর নেই কিন্তু বেশীরভাগ 'ওরাই' কিন্তু সন্ত্রাসবাদী' .....
    কি অসাধারণ জেনারালইজেশন। আমি বহু শিক্ষিত হিন্দুর মুখে শুনেছি একথা আর তারা সবই যে বিজেপি সমর্থক তাও নয়।
  • Sibu | ২৩ জানুয়ারি ২০১১ ১২:৪৭ | 184.235.116.170
  • কেডির মন্তব্য দেখিনি তো। আর পিছিয়ে গিয়ে পড়া করতে ইচ্ছে করছে না। তবে উনি তো বয়স্ক মানুষ। আড্ডা মারতে গিয়ে হয়ত ঠিক লাগাম রাখতে পারেন নি। ছাড়ান দ্যান গিয়া।
  • bb | ২৩ জানুয়ারি ২০১১ ১২:৩৯ | 117.195.182.63
  • সহমত আর তাই ঐ উক্তি দেখে কোন মন্তব্যও করিনি আগে। কাল আমি যখন জানতে চাইলাম যে পশ্চিমবঙ্গের বন্ধ নিয়ে কি আমরা বেশী রিয়াক্ট করছি, তখন kd আলটপকা মন্তব্যই আমাকে বাধ্য করল তার রাজনৈতিক সচেতনার কথা বলতে।
    সবারই অধিকার আছে নিজস্ব রাজনৈতিক বিশ্বাসে আর তা আমার মতের সম্পুর্ণ বিরোধী হতেই পারে। অনেকে যেমন আসেন এখানে লঘু আড্ডা মারতে, আমি আসি বিভিন্ন দৃষ্টিভঙ্গী পেতে।বিভিন্ন লোকের কত জ্ঞান বিভিন্ন বিষয়ে তা আমাকে মুগ্‌ধ করে অনেক কিছু জানতে পারি।
    তাদের দৃষ্টিভঙ্গী আমাকে ভাবায় , চিন্তাধারার পরিবর্তন ঘটায়, আমার ক্ষুদ্র বিদ্যাবুদ্ধিকে সমৃদ্ধ করে।
    হয়ত এটা আমার বেশী আশা, কিন্ত এখন পর্যন্ত আমি হতাশ হইনি অনেক গুরুর থেকেই অনেক কিছু জানার পাই তাই আসি আর বেশীর ভাগ আলোচনায় নীরব থাকি।
  • til | ২৩ জানুয়ারি ২০১১ ১২:২৬ | 220.253.65.196
  • ভাল, সৎ দারোগা কি নেই? কে বলেছে নেই! তবে.....
  • Sibu | ২৩ জানুয়ারি ২০১১ ১২:১৫ | 184.235.116.170
  • খারাপ তো লাগেই। কিন্তু কি করবেন বলুন? ঐ যে কালোদের নিয়ে ঘটনা, সে আমার সামনেই ঘটা। ভদ্রলোককে বললামও, এতটা জেনারালাইজ করছেন, একজন খারাপ বলে সব কালোই খারাপ হয়ে গেল? তাতে উনি বললেন যে বিপদ যখন ওনার হবার সম্ভাবনা, তখন এই সব নাইসিটি নিয়ে ওনাকে কিছু বলাটা অবিবেচনার কাজ। এরপর চুপ করতেই হয়।

    ছোট্ট করে একটা পরামর্শ দেব? লোয়ার ইয়োর এক্সপেক্টেশন। আসুন, আড্ডা মারুন, ব্যাস। এর বেশী কিছু এক্সপেক্ট করার দরকারই বা কি?
  • til | ২৩ জানুয়ারি ২০১১ ১২:১৪ | 220.253.65.196
  • কুমুদিদিমণি,
    কি লিখেছে আবাপ? আমার তো খোলেই না। একটূ সংক্ষেপে জদি বলেন।
    আর এত এত ছবির লিঙ্ক দিলাম, নো মন্তব্য? আর পাবেন না কিন্তু!
  • bb | ২৩ জানুয়ারি ২০১১ ১২:০৩ | 117.195.182.63
  • শিবুবাবু রাগ নয়, খুব খারাপ লাগে এই ধরণের উক্তি পড়ে, আরও দুঃখ পাই যখন কেউ প্রতিবাদ করেন বিন্দুমাত্র অনুশোচনা পাওয়া যায় না এই কুরুচিকর মন্তব্যের জন্য।
    আমরা শিক্ষিত উচ্চবর্ণের লোকেরা (আমি নিজেও) কতরকমের শ্রেনীবিভেদ করি,আর তারপর বলি বৈষম্য শুধু গ্রামেই হয়। আমাদের এই সব অসহিষ্ণু মন্তব্য অন্যদের কতটা আঘাত করতে পারে সেটা ভাবিনা।
  • Sibu | ২৩ জানুয়ারি ২০১১ ১১:৫৪ | 184.235.116.170
  • বিবি, এতটা রাগ করবেন না। সরকারী সবকিছুই খারাপ, আর বেসরকারী সব কিছুই ভাল, এটা একটা ইডিওলজিক্যাল পজিশন। মিডিয়া এই কথাটা ক্রমাগত বলে চলে, আর লোকে তাই বিশ্বাস করে। এ নিয়ে ডাটা কি আছে না আছে, সে থোড়াই কেয়ার।

    আর লোকে একটু জেনারালাইজ করতে ভালবাসে, সে তো বোঝেনই। এই ধরুন না, কারো মামার শালার অফিসের বড়বাবুর বোনাইয়ের ছেলেকে কোন কালো গুন্ডা মাগ করেছিল। সুতরাং সব/বেশীরভাগ কালোই গুন্ডা। এরকম কথা তো আমরা হামেশাই শুনে থাকি।
  • bb | ২৩ জানুয়ারি ২০১১ ১১:৪৬ | 117.195.182.63
  • @ Til বা sir James "কেরানী"দের স্ট্রাইকের ফলে আপনার ব্যাচের সময় নষ্ট দুঃখজনক, কিন্তু তাতে বোধহয় 'শয়তান কেরানীদের ..... ' বলার অধিকার আমাদের জন্মায় না।
    দান করে এই উক্তি শুনলে মনে হয় সেই প্রবাদের কথা 'ভিক্ষা চাইনা মা শুধু আপনার কুকুর সামলান'।
    অলমিতি
  • Sibu | ২৩ জানুয়ারি ২০১১ ১১:৪২ | 184.235.116.170
  • কেউ জেগে থাকলে কি কাঠবিড়ালীরা ঠান্ডা জলে নাইবে?
  • kumudini | ২৩ জানুয়ারি ২০১১ ১১:৩৩ | 122.162.244.146
  • সবাই রোব্বার সকালে লেপঘুম দিচ্ছে,মনে হয়।দিক,আমি কাঠবেড়ালীদের চানের জল রোদে দিই গে।
  • kumudini | ২৩ জানুয়ারি ২০১১ ১১:১৭ | 122.162.244.146
  • ইকী,অ্যাখোন বাজার যাচ্ছে!রান্নাবান্না কখোন হবে,শুনি!
    হায়,কত্তোদিন সকালে বাজারের দেরী নিয়ে এইসব চেঁচামেচি শুনি নি।ইন ফ্যাক্ট,সকালে থলি ভর্তি বাজার আসবে রান্নাঘরে,আলাদা ব্যাগে মাছ,এগুলো-ই ভুলে গেছি।
  • aka | ২৩ জানুয়ারি ২০১১ ১১:১৩ | 24.42.203.194
  • বালক পীড়, এমতাবস্থায় কিঞ্চিৎ মোর পীড় ভজনা উড বি গুড। দেন এ গুড ওয়ার্ম ওয়াটার স্নান। দেন বাজার।
  • r.h | ২৩ জানুয়ারি ২০১১ ১১:১১ | 117.194.237.153
  • কাল সপ্তাহান্তিক পীড়ভজনার পার্শ্বপ্রতিক্রিয়ায় কিঞ্চিৎ শিরঃপীড়া।
    যাই এট্টু বাজারটা ঘুরে আসি।
  • kumudini | ২৩ জানুয়ারি ২০১১ ১১:০৫ | 122.162.244.146
  • মাঝে মাঝে উঁকি মেরে যাচ্ছি।
    এই দ্যাখেন আবাপ নলেন গুড়ের বিষয়ে কি কয়ঃ
    http://www.anandabazar.com/23bus01.htm
  • aka | ২৩ জানুয়ারি ২০১১ ১০:৫৪ | 24.42.203.194
  • আসি তো। একটু দেয়াল ঘেঁষে।
  • siki | ২৩ জানুয়ারি ২০১১ ১০:২৩ | 122.162.75.17
  • ক্ষেউ নাই ঃ(
  • siki | ২৩ জানুয়ারি ২০১১ ০৯:৩৬ | 122.162.75.17
  • সুপ্রভাতম্‌!
  • aka | ২৩ জানুয়ারি ২০১১ ০৮:১০ | 24.42.203.194
  • ব্রহ্মা কহিলেন হুম।
  • achintyarup | ২৩ জানুয়ারি ২০১১ ০৪:৫৬ | 59.93.240.253
  • হুম
  • omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৪:৫৩ | 151.141.84.114
  • se barho saaheb bujhaben. aami to saamaany, shudhu taar charaNe niye e chhokarhaake sa`npe dobo. :-)
  • achintyarup | ২৩ জানুয়ারি ২০১১ ০৪:৪১ | 59.93.240.253
  • সে কি কথা? জাঠ হলে তাকে ইণ্টার্নশিপ দেবে না?
  • omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৪:২৩ | 151.141.84.194
  • আমারও এই আশংকাই আছিলো,গুর্জর আর জাঠ! ঃ-)
    ক্রমে ক্রমে পাল প্রতিহার রাষ্ট্রকূট। তারপরে নারদমুনি ভরসা। ঃ-)
    দরকার নাই বাপু, আমার আলোচাল আর হরিনামই ভালো। ঃ-)
  • omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৪:১৯ | 151.141.84.194
  • আচ্ছা, থ্যাংকু। এগুলোর কিছুই না, এ ছোকরা স্বল্পকালীন ইন্টার্নশিপপ্রার্থী।
  • achintyarup | ২৩ জানুয়ারি ২০১১ ০৪:১৪ | 59.93.240.253
  • এখানে নিশ্চয়ই তুমি আগেই দেখেছ, তাওঃ
    http://en.wikipedia.org/wiki/Chaudhary
  • achintyarup | ২৩ জানুয়ারি ২০১১ ০৪:১১ | 59.93.240.253
  • তার আগে জান্তে হবে সে বিয়ার পাত্র/পাত্রী, না ব্যবসার পাডনার অথবা বাড়ির/আপিসের কাজের লোক
  • omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:৫৫ | 151.141.84.194
  • ও আচ্ছা, হিন্দি! ঃ-)
    কিন্তু শীগগীর আমারে কন দেখি গোয়ালিয়রের চৌধারিরা আসলে কী, ওদের উৎপত্তি ও নিষ্পত্তি কোথায়, এরা লিবেরাল না কনজারভেটিভ, এরা পূজা করে না উপাসনা করে নাকি কিছু করে না?
  • achintyarup | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:৪৯ | 59.93.246.108
  • হিন্দিতে লিখছি তো, তাই
  • omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:৪৯ | 151.141.84.194
  • এখন গোটা কত কুমীরকুমার আর কুমীরকুমারী এলেই হয়। ঃ-)
  • omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:৪৮ | 151.141.84.194
  • সাপে চন্দ্রবিন্দু কেন? ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত