আর শহর বা শহরতলীর মানুষ তো প্রচুর অপশন পায়। তবুও তারা পোসেনজিৎ বেছে নেয়।
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১৩:০২ | 69.236.184.33
আমি বর্ধমানের/মুর্শিদাবাদের প্রত্যন্ত প্রান্তে শাখাপ্রশাখা-র পোস্টার দেখেছি। হলে দেখতে যাবো ভেবেছিলাম। হঠাৎ শুনলাম, লসে যাচ্ছিল বলে মালিক তুলে নিয়েছে, তার বদলে রঞ্জিৎ মল্লিক-এর কি একটা সিনেমা দেখাচ্ছে। আমি কিন্তু, গ্রামে গঞ্জে সত্যজিৎ, মৃনাল, বুদ্ধদেব, ঋতুপর্ন-র সিনেমার পোস্টার প্রায়ই দেখেছি। সব জায়গাতেই তো রিলিজ করে, অন্তত, ৮০-র দশক অবধি করত। অপশন তো থাকত।
সুমন-সুদীপ্ত রা যেটা বলেছে যে, খিল্লি করার প্রয়োজন নেই।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৫৯ | 99.53.141.11
মানে আপনি ঐ জীবনযাত্রার মান নিয়ে দরদ থাকলেও তাদের চয়েসের প্রতি রেসপেক্ট ইত্যাদি নিয়ে যা বলছিলেন সেখানে মনে হয়, যাদের জীবন-যাত্রার মান নীচের দিকে, নিম্নশ্রেণীর লোকেদের কথাই বলছেন? তো এমন তথ্য কি আছে যে শ্রেণী-ভেদে বা-কে-চা দেখছে বা দেখছেনা, সব রকম সিনেমা সামনে থাকা সঙ্কেÄও? এমন কোনো তথ্য থাকলে দেবেন।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৫৫ | 99.53.141.11
আমি তো গ্রাম আর শহরের তুলনামূলক সংখ্যা চাইলাম। আপনেই তো কিসব বললেন ঐ সুমন সুদীপ্ত এট অল আপনারে এব্যাপারে কি বলেছে।
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৫৪ | 69.236.184.33
আর একটা কথা, শুধু মহানগর নয়, বাবা-কেন-চাকর এর মতন অনেক সিনেমাও গ্রামে চলে না। ঠিক যেমন সব নাটক ভালো হয় না।
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৫৩ | 69.236.184.33
মহানগর-এর বিক্রি নিয়ে আর ডি বনশল-এর একটা স্টেটমেন্ট ছিল - রেফারেন্স মনে নেই - দিতে পারব না। সারা বাংলায় রিলিজ করে, কিন্তু সেল নেই। পথের পাঁচালি-র প্রি-পেরাইজ যে কোনো সেল হয় নি, সেটা নেটে খুঁজলে পাওয়া যাবে।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৫৩ | 99.53.141.11
বু দা গুর বাঘ বাহাদুর আমাদের ডেকে ডেকে নন্দনের গেটের ভদ্রলোক দেখালেন, যান যান দেখে আসুন টিকিট লাগবেনা, হল ঢি ঢি। কিন্তু তাও শহরে তারপরেও বহুবার শো' হয়েছে। গ্রামে? একবারও?
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৫১ | 99.53.141.11
এবার এই তথ্যটা আপনি কোত্থেকে পেলেন? গ্রামে গঞ্জে তিতাস একটি নদীর নাম মাছি তাড়িয়েছে কিনা এমন একটা তথ্য আমারে একটু এনে দিতে পারবেন? প-পাঁ প্রাইজ পাবার পরে কতবার শহরে দেখান হয়েছে আর কতবার গ্রামে, সেই তথ্যও?
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৪৯ | 69.236.184.33
কে বলল চয়েস নেই। এই সব সিনেমাই গ্রামে/মফঃস্বলে গেছে - খালি হল দেখে মালিক তুলে নিয়েছে।
পথের পাঁচালি-র গপ্পো তো আরও । বেরোনোর পর, শহর গ্রাম কোথাও চলে নি। বসুশ্রী-তে মাছি তাড়ানো। পেরাইজ পাবার পর শহরে সে কি ভীড়।
Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৪৯ | 122.252.231.206
* ভাড়া
Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৪৮ | 122.252.231.206
স্থানীয় সংবাদ কোথা থেকে নামানো যাবে?
ব্যো ব দেখে আমারো বাঁটুল সর্দারের থেকে অস্ত্র ভাড় করে পরিচালককে খুন করতে ইচ্ছে করছে।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৪৮ | 99.53.141.11
শুধু কি গাঁয়ের মানুষ, ত্রুফো তো সিনেমার মাঝখান থেকে উঠে গেসলেন। তবে কিনা ত্রুফোর দেখার সুযোগ এসেছিল, আমাদের লক্ষ্মীকান্তপুরের কাজের মাসির আসেনি।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৪৬ | 99.53.141.11
কোনো চয়েস না দিয়ে বলা এই তো চয়েস আছে টা একটা বেশ লিবেরাল স্টান্স ;-)
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৪৫ | 69.236.184.33
সেরেছে, সত্যজিৎ। তার কোন সিনেমা গাঁয়ের মানুষ দেখেছেন? এক, গুগাবাবা ছাড়া! ভদ্রলোক নিজেই এ নিয়ে আক্ষেপ করেছেন।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৪৫ | 99.53.141.11
এটাই তো এতক্ষণ ধরে বলছি। তারমানে আপনি ধরে নিচ্ছেন হারবার্ট আর বাবা কেন চাকরের একটা লেভেল প্লেয়িং ফিল্ড আছে। নেই। ডিস্ট্রিবিউশনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৪৩ | 99.53.141.11
উৎকৃষ্ট কিনা বোঝার একটা খুব সহজ উপায় আছে তো - সময়। এবার সময় পেরোনোর আগেই বোঝা যাবে কি করে যে কোনো কিছু সময় পার হবে কিনা? ঐ কেসিকে শুনিয়ে দেখুন শ্রেয়া আর যোশী, উনি বলে দেবেন।
আমিও বলতে পারব, ২০ বছর বাদেও পথের পাঁচালী লোকে দেখবে, না পদ্মা নদীর মাঝি, না বাবা কেন চাকর।
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৪২ | 69.236.184.33
*বাবা-কেন-চাকর
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৪১ | 69.236.184.33
কি আশ্চর্য! গ্রামের মানুষ কি দেখবে সেই চয়েসটুকু তার থাকুক না। তারা, হারবার্ট না দেখে বা-কেন দেখুক না। ক্ষতি কি?
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৩৯ | 69.236.184.33
a_x , ঠিক ঐ কন্টেক্সটে এক পাতে দেবার কথা বলা হয় নি, যে, দুটো ডিফারেন্ট স্ট্রিম। উৎকৃষ্ট আর নিকৃষ্ট পাশাপাশি রাখা যায় না - এটাই বক্তব্য ছিল।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৩৯ | 99.53.141.11
আপনি তাহলে অ্যাসিউম করছেন কিসের বেসিসে যে গ্রামের মানুষ "বাবা কেন চাকর" ছাড়া আর কিছু দেখতে চায়না?
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৩৭ | 69.236.184.33
না, অবশ্যই নয়, সব যাত্রা এক নয়। ঠিক যেমন, সব সিনেমাই বেদের মেয়ে নয় - একটাই।
গ্রামে বার্গম্যান দেখানো-র একটা কেস দিয়ে গ্রামের মানুষ কি দেখতে চায় সেটা আর, জেনারালাইজ করা যায়। এগুলো তো ভেরি ভেরি স্মল স্যাম্পেল।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৩৫ | 99.53.141.11
এক পাতে দেওয়া তো যায়ইনা। দুটো সম্পূর্ণ আলাদা। সময়ের মাপ দিয়েও সেটা বোঝা যায়। যেমন শ্রেয়া ঘোষাল আর ভীমসেন যোশী আলাদা?
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:৩৩ | 99.53.141.11
কি ফেলে কি দেখবে তার কথা তো হচ্ছেনা, কিন্তু বার্গম্যান দেখালে তারা উঠে চলে যায়নি, মন দিয়ে বসে দেখেছে। রক্তকরবী দেখে উত্তেজিত হয়েছে।
আর ইয়ে, যাত্রা মানেই বুঝি সব একধরণের? মানে নাটকের মধ্যে রক্তকরবী "এক্সক্লুসিভ" হতে পারে, কিন্তু যাত্রা সব এক?
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:২৯ | 69.236.184.33
স্বপন সাহা দেখো না নিয়ে তো কথা হচ্ছে না। স্বপন সাহা-দের সিনেমা নিয়ে খিল্লি করা নিয়ে কথা হচ্ছে। এই তো কদিন আগে, কে সব লিখল যে বার্গম্যান আর স্বপন সাহা নাকি এক পাতে দেওয়া যায় না - মনে থাকে না কোন থ্রেডে কোথায়।
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:২৭ | 69.236.184.33
আরে ভাই, না, কাউকে উদ্দেশ্য করে নয়। তবে a_x তোমার কথা কি ঠিক... গাঁয়েগঞ্জে লোকে বেদের মেয়ে ফেলে বার্গম্যান দেখবে - মানে দুটো অপশন পাশাপাশি থাকলে - এ তথ্য কোথায় পেলে। শ্তাব্দী রায়ের-এর যাত্রা আর রক্তকরবী পাশাপাশি চললে - রক্তকরবীতে বেশী ভীড় হবে - এ তথ্যই বা কোথায় পেলে।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১২:২৩ | 99.53.141.11
ইয়ে খিল্লি কোথায় হয়েছে যদি একবার দেখান এলসিএম, নাকি আবার হাওয়া-যুদ্ধ?
আর আমি তো কেন ভালো লেগেছে এই নিয়ে কথাটি কইনি, সিঁফোর সাথে আলাদা মজা করা নিয়ে - সেটা আমার আর সিঁফোর ওভারল্যাপিং সেট অফ ভালো লাগা সিনেমা আছে বলেই - ইন্দ্রাণী বা পারমিতাকে কিছুই বলিনি। বরঞ্চ আমার কেন ভালো লাগেনি, এবং কেন লাগেনা, সেটাই ডিফেন্ড করতে হচ্ছে।
আর ঐ অন্য যেটা খোঁচা দেবার চেষ্টা করলেন, সেটা নিয়ে আগে বলেছি। আপনার সেসব মনে থাকেনা। গ্রামে গঞ্জে বার্গম্যান দেখিয়ে কি রিয়াকশন পাওয়া গেছে, খালাসিটোলাতে রক্তকরবী করে সেসব আগে বলেছি। দেখাব স্বপন সাহাই আর বলব ওরা বার্গম্যান বোঝেনা, এর মধ্যে একটা পলিটিক্স আছে, স্ট্যাটস কুও মেন্টেন করার। যদি একইরকম ভাবে উগেৎসু, জন আব্রাহাম আর স্বপন সাহা অ্যাভেলেইবেল হত, গল্পটা অন্যরকম হত।
আর গৌতম ঘোষ? তিনি অত্যন্ত মিডিওকর পরিচালক। তিনি সফল কমার্শিয়াল ফিল্ম-মেকার হলে কিছুই বলতাম না। তাই বলেছি দিলওয়ালে দুলহনিয়া বানালে কিছু বলার ছিলনা, নিশ্চয়ই বুঝতে পারেন নি, যথারীতি?
বলছিনা সিনেমা ব্যপারটাই এমনি। আমি যদি বলি আমি শোভা সেন পড়িনা। পামুক পড়ি, কেউ বিশেষ এদিক ওদিক করবেনা। কিন্তু যদি বলি স্বপন সাহা দেখিনা মিজোগুচি দেখি, অমনি কেনো দেখোনা তার ব্যাখ্যায় বসতে হবে! দেখনা মানে নিশ্চয়ই খিল্লি করছ। যার দেখার দেখুক, আমি দেখিনা। এবং গর্বের সাথে দেখিনা। যে দেখে সেও গর্বের সাথে দেখুক, এত ভ্যানতারার কি আছে!
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:২২ | 69.236.184.33
৯৫% যা চায় তা শিল্পো নয় কে বলল... আলবাৎ শিল্পো... সিনেমার হোর্ডিং আঁকেন যারা (আজকাল এই শিল্পো লুপ্তপ্রায়), তারা অবশ্যই শিল্পী... ঠিক যেমন যোগেন চৌধুরী বা গনেশ পাইন....
Tim | ২৬ জানুয়ারি ২০১১ ১২:১৭ | 173.163.204.9
কে বলেছে মানিনা। সবই সিল্পো, আমরা কিসির কথা বলছিলাম। গুন্নাইট। ঃ-)
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:১৫ | 69.236.184.33
তুমিও যেমন, শিল্পো-টিল্পো কি পাঁঠার মতন দুর্লভ নাকি, ও সব সবাই বোঝে না।
না অন্যায় আবার কি। ৯৫% খিল্লি করে হারবার্ট আর অটোগ্রাফ নিয়ে, ৫% খিল্লি করে বেদের মেয়ে জোস্না নিয়ে। খিল্লি দু দিকেই। কিন্তু, তক্কো হচ্ছিল নাকি। নতুন কিছু নিয়ে। নতুন কি হল।
Sibu | ২৬ জানুয়ারি ২০১১ ১২:১২ | 173.117.227.84
ঠিক। তাহলে কেন মানি না যে ৯৫% যা চায় তাই সিল্পো?
Tim | ২৬ জানুয়ারি ২০১১ ১২:১০ | 173.163.204.9
শিবুদা, কারণ সেখনে একটা ডীমান্ড সাপ্লাই এর খেলা আছে, ট্রেন্ড সেট করার ব্যাপার আছে, দলে ভারি হওয়ার ব্যাপার আছে। আমার একার জন্য কেউ সিনেমা বানাবেনা, গান গাইবেনা, বই লিকবেনা।
Tim | ২৬ জানুয়ারি ২০১১ ১২:০৭ | 173.163.204.9
হ্যঁ খিল্লির কথাটা মানলাম যে অন্যায়।
তবে তক্কের শুরুটা তো নতুন কিছু কনট্রিবিউট করার প্রয়োজন নিয়ে হয়েছিলো। সেইটা নিয়ে কি একটা জানি বলার ছিলো। এখন ঘুমচোখে ভুলভাল লিখবো। তাচ্চে কাল। ঘুমোই। ঃ-)
Sibu | ২৬ জানুয়ারি ২০১১ ১২:০৪ | 173.117.227.84
পাঁঠার ঝোল, আর পাঁচজনের ভাল লাগল কি মন্দ লাগল, ম্যাটার করে না। আমার ভাল লাগলে ভাল, নইলে মন্দ।
কিন্তু সিল্পো-টিল্পের বেলায় অন্যের কেমন লাগল সেটা এত্ত ইম্পর্ট্যান্ট ক্যানো?
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১২:০৩ | 69.236.184.33
৫% এর ভালো লাগুক না, প্রবলেম নেই তো। কিন্তু, বাকি ৯৫% এর কেন ভালো লাগছে না - তাদেরকে নিয়ে... ইয়ে মানে খিল্লি... ওরা বোঝেই বা কি আর জানেই বা কি ....
Tim | ২৬ জানুয়ারি ২০১১ ১২:০০ | 173.163.204.9
কিন্তু ল্যাদোষদা, সিনেমার কথা যদি ভাবি, আজকের মেইনস্ট্রিম বাংলা সিনেমা আর পুরোনো মেইনস্ট্রিম বাংলা সিনেমার মধ্যে তফাৎ নেই? আমরা কি শুধুই নস্টালজিক বলে সেইগুলো পছন্দ করি? সেইগুলো অনেক ৫% এর দিকের লোকেদেরো কেন ভালো লাগে তবে?
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১১:৫৯ | 69.236.184.33
ভালো লাগা বা না লাগা-টা কথা নয়... সেটা তো সবসময়ই থাকবে.... সব ক্ষেত্রে... কিন্তু, তাই বলে অন্যের ভালো লাগা... সেই অন্য যদি মেজরিটি ৯৫% ও হয়... সেটাকে হিসেবের বাইরে ফেলে দেওয়া যায় না.... অবশ্য, মার্জিন অফ্ মার্জিন্স -এর মধ্যে থাকার একটা ইয়ে থাকে....
Tim | ২৬ জানুয়ারি ২০১১ ১১:৫৫ | 173.163.204.9
এইটা আরো জটিল হবে। আমার তো শরৎ ছোটোবেলায় হেব্বি লেগেছিলো, বড়ো হয়ে সতীনাথ ভালো লেগেছে কিন্তু কমলকুমার সেইভাবে পড়া হয় নাই। তবে গ্রুপ আছে কি কত্তে! ;-)
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১১:৫২ | 69.236.184.33
সাহিত্যেও আছে.... তুমি যদি শরৎচন্দ্র, শংকর ভক্ত হও, তবে ৯৫%, আর, কমলকুমার / সতীনাথ হলে ৫%।
Tim | ২৬ জানুয়ারি ২০১১ ১১:৫০ | 173.163.204.9
তাইলে যা দাঁড়ালো ঃ আমাদের একটা ক্যাটালগিং করা প্রয়োজন। কে কোথায় ৯৫, কোথায় ৫ সেটা না জানলে মুশকিল। তারপর লিস্ট মিলিয়ে আলোচনা হবে।
আমি সঙ্গীতে ৯৫, সিনেমায় নির্ঘাৎ ৫, কিন্তু সাহিত্যে? গ্রুপে পাস করতে গেলে কত লাগবে সেটাও জানা দরকার।
lcm | ২৬ জানুয়ারি ২০১১ ১১:৪৮ | 69.236.184.33
বার্কলে-তে একবার সুমন মুখার্জি (হারবার্ট, পরিচালক) এবং সুদীপ্ত চ্যাটার্জি (লালন গবেষক, বার্কলে নাট্যচর্চা ফ্যাকাল্টি) -র সাথে লাঞ্চ এবং ভোজন পরবর্তী ভজন/গল্প/ভাট হয়েছিল। কথায় কথায় কমার্শিয়াল সিনেমা, আর্ট/ প্যারালাল / কন্টেমপ্লেটিভ সিনেমা ইত্যাদির প্রসঙ্গ উঠল। সুমন তাতে বেশ ইন্টারেস্টিং কয়েকটা কথা বলেছিল - অন্য সিনেমার হোতা এবং ভক্ত-দের মধ্যে একটা ব্যাপার থাকে কমার্শিয়াল সিনেমা নিয়ে... ঐ হরনাথ, রামগোপাল... সব পাতি ব্যাপার... যেন ঐ সিনেমা সহজেই বানানো যায়, নেহাৎ চাই না তাই বানাই না... অনেকে যারা আর্ট ফিল্ম ছেড়ে দু এক পিস মেইনস্ট্রিম বানিয়েছেন তারা বেশীর ভাগ সময়েই ছড়িয়েছেন। আর, যারা এই সব স্বপন সাহা থেকে রামগোপাল...ইত্যাদিদের সিনেমা দেখেন - তাদের জন্য, তাদের জীবনযাত্রার মান ইত্যাদির জন্যে আমাদের যতই দরদ থাকুক, তাদের গান/সিনেমা দেখার চয়েস বা রুচির প্রতি মিনিমাম রেসপেক্টটুকুও .... যে কয়েক কোটি মানুষ বেদের মেয়ে জোস্না বা শত্রু বা মুকদ্দর কা সিকান্দর দেখে আনন্দ পান (এবং, হারবার্ট দেখে পান না)... যারা বুদ্ধদেব দাশগুপ্ত ছেড়ে হরনাথ চক্রবর্তি দেখেন.... সুমন চাটুজ্জে ছেড়ে কুমার শানু শোনেন তাদের .... সেই ৯৫% দের ভাললাগা বা বোধবুদ্ধি-কে হিসেবের মধ্যে ধরার দরকার নেই... কারন তাদের বোধবুদ্ধিই নেই, তাদের যা খাওয়ানো হয় তারা তাই খান... সুতরাং....
ঐ ৯৫-৫ যাই বলেন না কেন। সময় তো কাটাতে হবে তাই দেখতে বা শুনতেও হবে, সেগুলো বেশীরভাগ সময় ঐ 'পেডেস্ট্রিয়ান' ক্লাসের হলেও গ্রাহক হিসেবে তো কোনও উপায় নেই। এই যেমন বুড়ো বয়সের ভীমসেন যোশীর গান ভাল লাগতনা, সেম থিং গোজ ফর বুড়ো আলি আকবর বা বিলায়েৎ বা সুচিত্রা মিত্র। তাই বলে কি কান বন্ধ করে বসে থাকব? আশায় আশায় থাকব বরং এইবার নিশ্চয়ই ভালো একটা চিজ শোনা যাবে। যদিও জানি যে সে চান্স কম।
Blank | ২৬ জানুয়ারি ২০১১ ১০:৪৯ | 59.93.206.185
একটা নেপালী মুভি ছিল। হিমালয় নামে। অনেকেই হয়তো আগে দেখেছে। আমি এদ্দিনে দেখলাম। সিনেমাটা খুব বেশী দেখিনি, ফাড়া দেখতে দেখতেই পাগলে গেছি। সব পাহাড় প্রেমী দের রেকো কি্দলাম
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১০:৩৯ | 99.53.141.11
আকাকে, অন্য ৯৫'এর গান ;-)
aka | ২৬ জানুয়ারি ২০১১ ১০:৩৩ | 24.42.203.194
এই শুভ মুহূর্তে একটা ৯৫ গান দিয়ে যাই, শুনুন।
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১০:২৮ | 99.53.141.11
না, এরকম হোমোজেনাস নয় যে দাদা। আপনার ভালো লাগছেনা বলেই মিউজিক জগতে আপনি ঐ ৯৫'এর মধ্যে না। ৯৫'এর ভালো লাগছে। আপনি ওটাকে সিরিয়াসলি নেন, ভাবেন। শিল্প হল না পেডাস্ট্রিয়ান হল এসব বুঝতে টুঝতে গেলে ঐ ৫'এই থাকতে হয়। সংগীত বা সাহিত্য নিয়ে লোকে সিলেক্টিভ হলে বরঞ্চ বেশ সমাদর করা হয়। সিনিমা হল গিয়ে পিওর এন্টারটেনমেন্ট, ও নিয়ে অত ইয়ে করার কি আছে!
গৌতম ঘোষ যদি দিলওয়ালে দুলহনিয়ার মত এন্টারটেনমেন্ট বানাতেন, আমার কোনোওও প্রবলেম ছিলনা, চিত্তির হল যখন ঐ পদ্মা নদীর মাঝি, লালন এসব করতে নামেন। মনে মনে একটু অন্যদিক ঘেঁষে আছি বলে ভাবব, আবার, মাঝি আমার কলসি ধরো করব, সব তো হয়না! কাজেই পদ্মা নদীর মাঝি দেখতে দেখতে আমি ভাবব, ঋত্বিক এই সিনেমা বানালে কি বানাতেন!
kc | ২৬ জানুয়ারি ২০১১ ১০:১৮ | 194.126.37.76
আজকের ভাটের থিম তাইলে ''আমরা ৯৫ আর ওরা ৫''।
tatin | ২৬ জানুয়ারি ২০১১ ১০:১৬ | 130.39.149.174
বাকি ৯৫-এর মধ্যে থেকেও অনেকে নিজের ৫টা খুঁজে পান
nyara | ২৬ জানুয়ারি ২০১১ ১০:১৩ | 122.172.5.59
আমরা যারা ৯৫, তারা সর্বত্রই ৯৫।
৯৫ মানে নিজেদের ভাল-মন্দ বলা যাবে না!
a x | ২৬ জানুয়ারি ২০১১ ১০:০৫ | 99.53.141.11
কমরেড, খেয়াল করে দেখবেন, মিউজিক ইন্ডাস্ট্রি বলেও একটা জিনিস জগতে বিরাজ করে, আর সেখানে আপনি ঐ পাঁচটার দলেই পড়ে যান। তখন আপনাকে বাকি গোলা লোকেদের ঐ ৯৫ ঠিক "স্পর্শ করেনা", বড় "পেডাস্ট্রিয়ান" হয়ে যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন