কার্তুজ, নাম রাখুন রাম। এমনি অবস্থায় লিখবেন Ram, কম্পু স্টেটে থাকলে ram, রেগে গেলে Ramda, আর খুশী হলে তো কথাই নেই, সোজা rum। দেখুন ভেবে।
til | ২০ জানুয়ারি ২০১১ ১৭:৫৩ | 220.253.65.196
হাই কমিশনার/ অ্যাম্বাসডররাও ও কম যান না। বিবি-হাই প্রথমেই কিচেন রেনোভেট করান; কত যেন রাঁধেন। নতুন পর্দা, আসবাব তো আছেই। সবচেয়ে মজার হলো, এই গরীব দেশগুলোর হাই রা দেশ থেকে সারভেন্ট আনেন (বকলমে কে আসে কে জানে)। আমি এক গরীব দেশের হাই কম কে জানি, কি কেতা, অথচ তার দেশ চলে , মানে মেন আয় রাস্তাঘাটে নারকেল তেলের কৌটো বাজিয়ে। "একটা ডলার দাও বাবা" তাদের সঙ্গীত হলেই মানায়।
Kartuj | ২০ জানুয়ারি ২০১১ ১৭:১৭ | 121.244.209.245
না ও দানা, ছররা চলবে না। হিংসাত্মক জিনিসপত্র বর্জনীয়। ফুটো পয়সা? তা আমার ধরণধারণের সাথে ভালো-ই চলত বটে। তবে অনেকগুলো লেটার। futopoysa। অন্য লোক লিখতে গেলে আরো বেশী। phuTopayasaa। ভাবুন তো দিকি কি কষ্ট ! কুমুদিদি, নো তাড়া। ধীরেসুস্থে মিটিন সাইরা আয়েন।
dd | ২০ জানুয়ারি ২০১১ ১৭:০২ | 124.247.203.12
ম্যানগ্রোভ প্রজাতির ক্যাম্নে হবে ? তার জন্য সমুদ্র চাই যেমতি সোঁদর বনে বা কোন্নোগড়ে।
কুচবিহারে, অ্যাটলিস্ট, আমি থাকা কালীন কোনো বেলাভূমি ছ্যালো না।
dd | ২০ জানুয়ারি ২০১১ ১৬:৫৬ | 124.247.203.12
নর্থ বেংগলে প্রচুর কেয়া গাছ। তার করাতের মতন পাতা। সন্ধ্যা বেলা খুব তীব্র গন্ধ থাকতো। রাস্তা ঘাটে হয়ে থাকতো।
এ ছাড়া বিচ্ছিরি রকমের কেঁচো,তিন রকমের জোঁক আর ভাম ও প্রচুর ছিলো।
বোতিন্দা, দারুণ ভালো নাম। কিন্তু কে যেন আছে না ঐ নামেই। দেখি তাও কুমুদিদির জন্যে এট্টু ওয়েট করি।
siki | ২০ জানুয়ারি ২০১১ ১৬:৪২ | 155.136.80.174
দিল্লি হচ্ছে আইএএসদের কেতা মারার জায়গা। মন্ত্রকের আপিসে একজন আইএএস গিয়ে পরের আইএএস আসেন, সাথে সাথে তাঁর কামরার জন্য নতুন সেটের পর্দা আসে, নতুন ক্রকারি ডিনারসেট আসে, নতুন এসি লাগানো হয়, নতুন চেয়াট্টেবিল, সঅব নতুন। হয় তো আগের আইএএস মাত্র তিন মাস ছিলেন। কিন্তু নতুনের জন্য সব সময়েই নতুন।
উর্জামন্ত্রকে তো এক আইএএস নিজের কামরায় একটা ছোটো বিছানাও লাগিয়ে নিয়েছিলেন, পাওয়ার ন্যাপ নেবার জন্য।
আই এ এস তো অনেক উন্নত প্রজাতির। ল্যান্ড রেজেষ্ট্রী অফিসে অফিসিয়াল রেটেই ( মানে দুনম্বরী রেট) দেখলাম একজন সাধারন XBCS গ্রেড ফাইভ কমপক্ষে দিনে ৫ হাজার নিয়ে বাড়ী ফেরেন। আমিই দিলাম ১৬০ না কত যেন, আর সেখানে যা ভিড়! দিনে ৫০ জন তো নস্যি। অফিসার? দেখলেই ভিরমি লাগবে, মাফলারে কান ঢাকা, ময়রার মতন দেখতে!
siki | ২০ জানুয়ারি ২০১১ ১৬:৩৮ | 155.136.80.174
কে জানে! এখনো ক্লিয়ার হল না। আন্দামানে লঞ্চে করে যেতে যেতে, ঐ ঝোলা ঝোলা পাতাওলা গাছগুলোকে দেখিয়ে গাইড আমাদের বলেছিল ওটা কেয়া গাছ। আর ওরা ম্যানগ্রোভ ফ্যামিলিরই পার্ট।
জিনিসটা এখনো চোখে না দেখলে বুঝতে পারছি না। হতেও পারে, গাইড ঢপ দিয়েছে। মোদ্দা কথা, ওটা কেয়া না হলে, আমি কেয়াগাছ চোখে দেখি নি।
tkn | ২০ জানুয়ারি ২০১১ ১৬:৩৫ | 61.16.147.2
ছোটোদের রামায়ণ, মহাভারতের মত ছোটোদের বেদ আছে কি বাংলা বা ইংলিশে? কেউ কি জানো/জানেন? জানলে জানাও প্লিজ।
Arpan | ২০ জানুয়ারি ২০১১ ১৬:২৬ | 204.138.240.254
তবে কেয়া কি ম্যানগ্রোভ প্রজাতির? বেথে না শমীক কোন একজনের দাবি ছিল সেইরকম।
Arpan | ২০ জানুয়ারি ২০১১ ১৬:২৪ | 204.138.240.254
আরে না না রাগিত টাগিত নই। এখন আমাদের ওডিসিতে সব সাইট ব্লক করে দিয়েছি। আমি একটু বাঁকাপথে আজ ঢুকেছি। জানি না এটাও কবে ব্লক হয়ে যাবে।
til | ২০ জানুয়ারি ২০১১ ১৬:১৩ | 220.253.65.196
দে'দি, বৃদ্ধ সায়েন্টিস্টরা কি অপরাধ করলো? (আপনি কি খাইতে ভালবাসেন? পয়োধি, সিঙ্গাড়া, তালশাঁস সন্দেশ, জলভরা; যাহা বলিবেন তাহাই উৎসর্গ করিব!)
de | ২০ জানুয়ারি ২০১১ ১৬:০৮ | 59.163.30.3
আরে লিখবো লিখবো, এট্টু গুছিয়ে নি! এছাড়াও আরেকটা টই খোলার ইচ্ছে হচ্ছে -- সেটা অবিশ্যি শিশু সায়েন্টিস্ট দের জন্য, বাড়িতে একটা ল্যাবমতো বানাচ্ছি -- সিক্সথ স্ট্যান্ডার্ডে একটা পরীক্ষা আছে, হোমি ভাবা ইয়ং সায়েন্টিস্ট এক্সাম -- তার রিটন টেস্টে সিলেক্টেড হয়েছে মেয়ে, এখন প্রাক্টিক্যাল -- এটার জন্য একটু নেড়েচেড়ে দেখতে গিয়ে মনে হলো এখানে স্কুলগুলোতে ল্যাবে গিয়ে বেসিক এক্সপেরিমেন্ট দেখায় না মোটে -- তাই মোটামুটি সহজ এক্সপেরিমেন্টগুলো বাড়িতেই করে দেখাচ্ছিলাম মেয়েকে -- ওর উৎসাহ আর ভালোলাগা দেখে মনে হলো এগুলো একটু শেয়ার করলে অন্য বাচ্চাদেরো বোধহয় ভালৈ লাগবে! দেখি কবে সময় পাই!
Arijit | ২০ জানুয়ারি ২০১১ ১৬:০৬ | 61.95.144.122
"One report claimed that a search of official residence of an IAS couple Arvind and Tinoo Joshi on Feb 4, 2010 revealed unaccounted wealth of Rs 360 crore. Cash and foreign currency found was too much to be counted manually ? machines counted Rs 3 crore in cash and Rs 7 lakh in foreign currency. Gold worth Rs 67 lakh kept in a suitcase was also seized.'
আমি একটা ভালো নাম দিতে পারি । দেখো পছন্দ হয় কিনা ? - অনামিক
Kartuj | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৫৯ | 121.244.209.245
এই দেখো ওপেন অফার দিলাম নাম দেয়ার জন্যে আর লোকে কিসব নাম দিতে লাগল। দেখি কুমুদিদি কি কয়। কুমুদিদির ওপর আমার আঠেরো আনা ভরসা। আর ইয়ে, চারানা থুড়ি সিকি মানে শমীক, ওরম কল্লে কিন্তু আধুলি হয়ে টক্কর দেব। তখন বুঝবে ঠেলা। একে খাট থেকে নামতে গিয়ে পায়ে লেগেছে, তার ওপর ঠ্যাঙ ধরে টানাটানি শুরু করেচে।
siki | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৫৫ | 155.136.80.174
ধুর, ও আর বন্নোনা দিয়ে কী হবে? আমি টিভি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সবাই একসঙ্গে চেঁচাচ্ছে, কারুর কথাই আলাদা করে শোনা যায় না। শিক্ষিত লোকজন যে পলিটিকাল আইডিওলজির নামে এমন ছোটোলোকের মত চিল্লোতে পারে, সুজন ব্রাত্যকে না দেখলে বোঝা যায় না। অসভ্যের মত চেঁচাচ্ছিল দুজনেই। আরো কে কে যেন ছিল। নাম ভুলে গেছি।
siki | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৫৩ | 155.136.80.174
থ্যাংকিউ কাবলিদা।
অর্পণ, দে, তোমরা কি আর সর্ষে লেখার টাইম পাবে? নাকি সবাই ভুলে টুলে গেলে লিখতে বসবে? ঃ-)
de | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৫০ | 59.163.30.3
আন্দামানে প্রচুর প্যান্ডানাসের গাছ দেখলাম -- ফলটাকে কাঁঠাল টাইপের দেখতে, স্থানীয় অধিবাসীরা খায়, বাজারেও দেখলাম বিক্কিরি হতে --
সিকি, এট্টু খেউড়ের বন্নবা দাও না, আজকাল আর টিভি দেখা হয় না!
sinfaut | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৪৩ | 203.91.193.5
জন্মদিনে আনন্দ হোক ব্রতীন।
kd | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৪০ | 59.93.196.131
ফুলটার বাংলায় নামঃ কেয়া অন্যান্য স্থানীয় নামের মধ্যে Fragrant Screw Pine, Umbrella tree, Screw pine, Screw tree নাম গুলো উল্লেখযোগ্য। বৈজ্ঞানিক নাম Pandanus odoratissimus এটি Pandanaceae (screw pine family) পরিবারের একটা উদ্ভিদ। সংস্কৃত তে এটাকে বলে কেতকী।
এটি একটি সুগন্ধি উদ্ভিদ । বাংলায় বিরিয়ানী রান্না কেওড়ার জল ছাড়া সম্পূর্ণ হয় না। এই ফুল থেকেই বাস্পীভবন প্রক্রিয়ায় তৈরি হয় কেওড়ার জল (pandanus flower water)।
siki | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৩৯ | 155.136.80.174
এদিকে তারানন্দ খুল্লেই রোজ এখন খেউড়। কাল সুজন চক্কোত্তি ভার্সেস বাত্তো বসু লেগেছিল। সে কী খেউড়!!
siki | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৩৮ | 155.136.80.174
ঘুম্পাচ্ছে ঃ(
Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৩৭ | 122.248.183.1
ধন্যযোগ কমরেড অর্পন।
দেখি দিদি কী করে। সেদিন নাগেরবাজারের কাছে পোস্টার দেখলাম এইরকম- একটা বিশাল ছবি - বুদ্ধ বাবু র -কপালে হাত বোলাচ্ছেন - তলায় লেখা উনি যাচ্ছেন। পাশে দিদি র ছবি - তলায় লেখা উনি আসছেন। এত ঔদ্ধত্য সহ্য হলে হয়!!
til | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৩১ | 220.253.65.196
ভাই অর্পণ, এখনও কি মোর প্রতি রাগিত?
kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৩০ | 59.178.39.40
অর্পণ কি বেশ কিছুদিন পরে এলে?
Arpan | ২০ জানুয়ারি ২০১১ ১৫:১৭ | 204.138.240.254
ব্রতীন, হ্যাপি বার্থডে। পরিবর্তনের কাণ্ডারী না হও, হেল্পার হয়ো। আর পোর্টফোলিও ফুলেফেঁপে উঠুক। ঃ)
Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১৫:১৪ | 122.248.183.1
আহা তিল থেকেই তো তাল হয়।
Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১৫:০৯ | 122.248.183.1
সিকি, জিগাতে ভুলে গেছি!!
til | ২০ জানুয়ারি ২০১১ ১৫:০৩ | 220.253.65.196
কার্তুজ, আপনি তাল হন না কেন? বা তল। যারা টাইপ করবে তাদের অনেক স্ট্রোক বেঁচে যাবে। tal। পরার্থে ক্রিয়তে ...
til | ২০ জানুয়ারি ২০১১ ১৫:০১ | 220.253.65.196
নাহ, এইসব বালখিল্যদের আলোচনায় না থাকাই মঙ্গল।
kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১৫:০০ | 59.178.39.40
কার্তুজ,একটু টাইম দাও,ভাবি।
siki | ২০ জানুয়ারি ২০১১ ১৪:৫৮ | 155.136.80.174
কাত্তুজের নাম পাল্টে কাব্যতীর্থ কাব্যচঞ্চু করে দিলে কেমন হয়? ঃ-))
siki | ২০ জানুয়ারি ২০১১ ১৪:৫৪ | 155.136.80.174
ব্রতীন, কেয়ার ইংরেজিটা জানলে?
siki | ২০ জানুয়ারি ২০১১ ১৪:৫৪ | 155.136.80.174
ব্রতীনের ২ঃ১৮ পিয়েমের মেসেজটা আমি পড়লাম এই রকমঃ
"বৌ আমাকে প্রচুর চুমু দেয় কুমু দি'
ঃ-)))
Kartuj | ২০ জানুয়ারি ২০১১ ১৪:৫২ | 121.244.209.245
ও কুমুদিদি, আপনি তো কতবার এই নাম ঐ নাম করে শেষে 'কুমুদিনী' তে থিতু হলেন, আমার একটা ভালো দেখে ডাকনাম দিন না, এ কার্তুজ নাম আর মোট্টে ভাল্লাগছে না। সেই হরিদাসী না কে বলেছিল এমন বিস্ফোরক নাম ভালো নয়, খাঁটি কথা কইচিল। সত্যি।
kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১৪:৫২ | 59.178.39.40
বাঃ বাঃ,সত্যি খুব সুইট।চিরকাল তুমি ও কেয়া এমনই থেকো।
Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১৪:৪৮ | 122.248.183.1
না না পাগল। বেচারী কালকে রাত ১২ টা অবধি জেগে বসে ছিল (তিনি একটু ঘুম কাতুরে) আমাকে কার্ড দেবে বলে।
kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১৪:৪৬ | 59.178.39.40
ব্রতীন,আজকের দিনে ঐ ঝগঢ়ার থিওরীটা আর অ্যাপ্লাই নাই কল্লে।পর্শুতর্শুনর্শুখর্শু-দিন মেলাই রয়েচে।
Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১৪:৪২ | 122.248.183.1
প্রেম ভালোবাসয় মাঝেমাঝে ঝগড়া করতে হয়। বৌ কে বাপের বাড়ি যেতে হয়। প্রেম এ বিরহ মাস্ট। বিরহ প্রেম কে আরো নিবিড় করে। কবি বলে গেছেন।
kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১৪:৩০ | 59.178.39.40
কত্তা,গিন্নী-এগুলো তো আদরের ডাক।সহজে বোঝানো-ও যায়,কার কথা বলছি। তবে তিনি যে ইচ্ছে করে জলদি ফিরতে বললেই দেরী করে ফেরেন,ঘটনা ঠিক তা নয়।উনি জাস্ট খেয়াল-ই করেন্না,ওনাকে কি বলা হোলো।
til | ২০ জানুয়ারি ২০১১ ১৪:২৩ | 220.253.65.196
কুমুদিদিমণির কত্তার সঙ্গে একমত। সবদিনই সমান ভাল। অত আদিখ্যেতার কি আছে? (কত্তা শব্দটায় আপত্তি আছে। অ্যান্ড ব্রতীন নো অফেন্সেস টু ইউ)
Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১৪:১৮ | 122.248.183.1
না না বৌ আমাকে প্রচুর স্পেস দেয় কুমু দি। কাজেই তাকে চটানো বুদ্ধিমানের কাজ হবে না ঃ-))
kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১৪:১৬ | 59.178.39.40
ব্রতীনের এই পত্নীভক্তিটা খুব সুইট।আমার কত্তা হলে ----,যাগ্গে,সবাই ভাবে আমি বানিয়ে বানিয়ে লিখি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন