একজন টিকটিকি এসেছেন দেখলাম। আরেকজন সাঁপ। রেপটাইল হাউস নাকি রে বাবা
omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:৪৬ | 151.141.84.194
আরে তিল ভেবেছে দলেবলে বুঝি যুক্তবেণীতে! আরে না রে, ট্রাইব আমার সেই বাংলা মায়ের কোলেই, তারা লক্ষ্মী এলে লিন্টন ঢালাই দিয়ে টালি বদলায়। তাদের জন্যে কিছু যে করবো সে ক্ষমতাও নাই, তাই পলাতক।
til | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:৪১ | 220.253.65.196
যুক্ত রাজ্য নাকি রাষ্ট্র? প্ল্যাটিনামের ইঁট তাহলে, সোনার বলে যদি অবজ্ঞা করে থাকি তো মার্জনা করবেন।
আমি আপাতত যুক্তবেণীতে তিল। কিন্তু মন পড়ে আছে মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে--- ঃ-) আপনি ব্যাঙ্গালোর ভাবলেন যে? বাই চান্স আমাকে বুঝি ব্যাঙ বলে ভুল করেছেন! আমি ব্যাঙ না, বরং আমি নাগজাতীয়। ঃ-)
sigma | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:৩৬ | 220.253.65.196
আরে আপনি রভির কমেন্টটাই পড়লেন না! না অরণ্যে রোদন।
til | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:৩৪ | 220.253.65.196
লেকিন আপনি কনে? বেঙ্গাল না বেঙ্গালুরুতে? আর বড়লোকের বস্তি? এখনও। দরজার সামনে হাট করা জুতোর র্যাক, তাও আবার চীপ প্ল্যাস্টিক ক্ল্যাড তারের। ভয়ে ভয়ে জিগালাম। ব্যাং কেম দ্য রিপ্লাই, এত্ত ছোট সব ঘর! সে সত্যি কিন্তু চাদর বুঝে পা ছড়ানো উচিত। আমি অবশ্য কথা বাড়াইনি।
omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:৩০ | 151.141.84.194
একটা সাহায্য করতে পারবেন? আমার সর্বভারতীয় নানা জাতি সম্পর্কে জানকারি খুব কম। গোয়ালিয়রের থেকে চৌধারি পদবী ওয়ালা কোনো লোক যদি পাওয়া যায় সে কোন জাতির মানুষ? তার সংস্কৃতি ও বিশ্বাসব্যবস্থা সম্পর্কে কিছু জানা যায়? বলেছে হিন্দি আর ইংরেজী পারে, কিন্তু সেতো প্রায় সবাই বাধ্য হয়ে শিখে নেয়। সেটা থেকে কিছু বোঝা যায় না।
omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:২৪ | 151.141.84.194
সে ব্যাঙ্গালোরে। যারে কয় বেঙ্গালুরু। আমার ট্রাইব সোনার বাংলায়, সেখানে ইঁট ইঁটমাত্র। ঃ-) অবস্থা সেখানেও শুনি দিন দিন ভীড়াক্কার,আগে লোকে ফ্ল্যাট ব্যবস্থাকে বড়লোকের বস্তি কইতো, এখন সেখানের লোকেরাও ব্যাংকলোন নিয়ে ফ্ল্যাট কিনতে বাধ্য হচ্ছে! ঘোর কলির চারপো পুরে গেলো বুঝি!
til | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:২০ | 220.253.65.196
ব্যাঙ্গালোরে ইঁট তো সোনার মশাই! may your tribe increase.
omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:১৮ | 151.141.84.194
আহা, আমি তো আপনাকে তেমনই ভাবলাম! পার্সোনাল সেক্রেটারিকে বললেন, "এই যে শীগগীর দশটা বিজনেস ক্লাসের টিকিটের ব্যবস্থা করে ফেলো দিকি। তারপরে আবার ক্রুজের ব্যবস্থা করতে হবে। " ঃ-)
দেখুন আমার নিজের তো আলুভর্তা কচুশাক রুটি সম্বল, আশেপাশেও সেই অবস্থা সবার, আগে ছিলো পর্ণ-কুটীর প্রায়, এখন ইঁট। কিন্তু তাবলে কি আর ভাবতে ইচ্ছে করে না নিজের জেট থাকলে কেমন লাগতো? ঃ-)
til | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:১৩ | 220.253.65.196
Omi, আপনার মুখে ফুল চন্নন নাকি কিংফিশার বীয়র পড়ুক। যেমন ভাবে লিখেছেন, ফেলাট কেনা যেন ' আর এক কেজি আলু দাও হে ভাই"!
omi | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:১০ | 151.141.84.194
হুঁ। আছি এখনো। তবে আর থাকবো না বেশীক্ষণ। ঃ-)
til | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:০৫ | 220.253.65.196
ওমি আছেন?
sigma | ২৩ জানুয়ারি ২০১১ ০৩:০৪ | 220.253.65.196
এক ব্যাটা TOI তে বাঙালী মহিলাদের সম্বন্ধে এই কমেন্ট করেছে,লন্ডনে ভারতীয় ডিপ্লোমাট কেলেঙ্কারী নিয়ে। নাম রভি মানে বুঝতেই পারছেন, হয়তো K.Ravi অথবা সুন্দররাজন শ্রীনিবাসমুর্তি রভি এইরকম কিছু হবে। ravi (kolkata) 18 hrs ago (08:25 AM)from the name 'paromita' it seems she is a bengali... its a old time wisdom 'beware of bengali wife'. she is a divorcee at that, anil verma must have been blind to marry her... http://timesofindia.indiatimes.com/opinions/7337661.cms?ordertype=asc -- আমার উত্তর James (Sydney) 9 hrs ago (05:12 PM)Ravi, How about substituting Indian in place of Bengali? How will it sound, you xenophobic!
কেউ কি বলতে পারো কেঁউ অ্যায়্সা হোতা হ্যায়। আমি ক্রোমে একতলায় পোস্ট করতে পারছি না (sending failed) কিন্তু ফাফতে গিয়ে পারছি। ক্রোমে দোতলায় চেষ্টা করিনি, কিন্তু আগে জানতে চাই, কেন? কেন?
কেন ফাফ(v3.6.13) ছেড়ে হঠাৎ ক্রোমে গেলুম? এই ফাফটা পাগলা। বলা নেই কওয়া নেই, ফাফতে কীবোর্ডের হোম,এন্ড, অ্যারো কীগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। এদিকে টাচপ্যাডটা দেহ রেখেছে - মাউস নাড়িয়ে নাড়িয়ে বড্ডো হাত ব্যথা করছে, বহুতদিনের অনভ্যেস আর এই মাউসটাও বেয়াড়া, সবসময় কথা শোনে না, অনেকবার বলতে হয়।
বেস্ট হয় যদি আবার ফাফতেই ফিরে আসতে পারি।
omi | ২৩ জানুয়ারি ২০১১ ০১:৫১ | 151.141.84.194
আমিও কুমুকে অনেক ধন্যবাদ দিয়ে গেলাম। খুব ভালো জিনিস দিয়েছ। সুখে থাকো আনন্দে থাকো লক্ষ্মীলাভ করো বেগুনীলাভ করো মুখে চপকাটলেট আর চকোলেট পড়ুক। ঃ-)
আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গী এপাড়ায় সবাই জানে আর আর সামাজিক দৃষ্টিভঙ্গী কী, আমিই জানি না। তবে আমি যে ভীষণভাবে অ্যান্টি-'সরকারী কেরানী' সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার প্রতি তাদের ব্যবহারই তার একমাত্র কারণ।
আরও কিছু লিখেছিলুম, ডিলিট করে দিলুম। ভাষা অশালেন হয়ে যাচ্ছিলো।
til | ২২ জানুয়ারি ২০১১ ২৩:৫৪ | 220.253.65.196
বিবি, আপনি কি মন্তব্য করবেন জানিনে তবে নন টিচিং স্টাফদের ধর্মঘটের কারণে আমাদের ব্যাচের পুরো ৬ মাসের ওয়ার্কশপ ক্লাশই হয়নি। মেক্যানিকাল ইঞ্জিনীয়ার উইদাউট হাতেকলমে কাজ! পরীক্ষায় তো মার্কস বসানো হলো কিন্তু ঐ গ্যাপটুকু পূরণ করতে যে কি পরিমাণ কষ্ট, অপমান সহ্য করতে হয়েছে চাকরীর প্রথম জীবনে, তার বেলা?
bb | ২২ জানুয়ারি ২০১১ ২৩:০৭ | 117.195.165.191
@KD আপনি শিবপুরের টইয়ে কেরানীদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তারপর অন্ততঃ রাজনৈতিক ব্যাপারে আপনার সঙ্গে আলোচনায় আমি আগ্রহী নয়। এই মন্তব্য থেকে আপনার রাজনৈতিক আর সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিচয় পাওয়া গেছে।
এসেছি। কিন্তু অন্য ডিপার্টমেন্টের দুটো সুন্দরী মেয়ে এসে খুব জ্বালাতন করছে
Samran | ২২ জানুয়ারি ২০১১ ২২:৪৩ | 223.176.177.163
কাবলে বুড়ায় কয় কী!!
অবিশ্যি বিছানার পাশে যদি ডাগদার দোস্তো পত্যেকদিন সাঁঝের কালে বসে থাকে তো সব খাওয়া জায়েজ:-P
kc | ২২ জানুয়ারি ২০১১ ২২:৪৩ | 89.203.49.18
টিকটিকি, মেল চেক করনা নাকি?
kd | ২২ জানুয়ারি ২০১১ ২২:৩৭ | 59.93.200.98
সামরান, কী বলছো কি? রোজ রাতে পরোটা খাওয়া ঠিক না? ঠিক বলছো? এ কি ব্যাদে আছে? এদিকে আমি রোজ রাতে যে আলুর, মেথির, মুলোর, আন্ডা আর এমনি পরোটা, একদিন রুটি আর টিপিকালি রোব্বার রাতে নুচি খাই। কী হবে আমার? মরে-টরে যাবো না তো? অবিস্যি রাতে ময়দা না হ'লে বেঁচে থাকার কোনো মানেই হয় না ঃ(
সকাল। আইজ সকালে একটু বাইরে যাওয়া ছিল, বন্ধুর বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান, কত্তার আধভাঙা হাত লইয়া হসপিটাল, ফাঁকতালে নাশতা হাওয়া। বাড়ি ফেরার সময় দেখি আমাদের পাড়ার বাসস্টপের পাশের মাঠে রান্নার ক্মপিটিশান চলছে! গুটি গুটি পায়ে মাঠের দিকে। বেলা বাজে বারোটা, পেটে পব্বল ক্ষিদে, আর কিনা রান্নার কম্পিটিশান! ওষুধের দোকানের লোকটা বলছিল, ডিমের ওমলেটের নাকি ক্মপিটিশান হচ্ছে! সেখেনে বিশাল বিশাল সব রঙচঙে ছাতার তলায় পাটাভাঙা তাঁতের শাড়ি পরা সব রাঁধুনিরা, হাজির রেড এফ এম, গানেরও প্রতিযোগিতা চলতেসে, মাইক হাতে হ্যান্ডু দুই পোলায় রেডিও জকিগিরি করতেছে! হ্যভক ব্যপার যাকে বলে, তাও কিনা আমাদের মন্দিরতলায়। ছাতা ফাতা পেরিয়ে আমি সোজা হাজির টেবিলের ধারে, ভাবলাম রান্না হবে, দাঁড়িয়ে দেখব। ওমা, বাড়ি থেকে রান্না করে সব নিয়ে এসেছেন রাঁধুনিরা। একজন এনেছেন ডিমের ঝাল, নামানোর আগে তিনি ধনেপাতা দিয়েছেন সেটা বললেন রেড এফএমকে। পরের প্রতিযোগি তার প্লেটের ঢাকনা তুললে দেখলাম তিনি নিয়ে এসেছেন সর্ষে বেগুন! আমার মনে পড়ে গেল আমার ক্যাসারোলে রাতের আলু পরোটা রয়ে গেছে কয়েকখান যদিও আমার ব্রেকফাস্ট শুধু আমুল লাইট আর হুইটফ্লেক্স কিন্তু ডিমের ঝাল আর সর্ষে বেগুনের কম্পিটিশান দেখে নিশ্চয় করলাম আজ আর নয় হুইটফ্লেক্স। হাতের প্যাকেটের দিকেও নজর গেল, তাতে গাঙ্গুরামের প্যাক করা খাবার, শ্রাদ্ধবাড়িতে বন্ধু যা হাতে ধরিয়ে দিয়েছে। তো জোরে হন্ঠন এবং বাড়ি। আমার কত্তার হাত আধভাঙা হলে কি হবে, ঝটপট গরম করে ফেলল আলুর পরোটা আর কড়াইয়ের তলায় পড়ে থাকা মুরগির ঝোলের আলু। কেয়া বাত। দুফুর। হয়ে যাক ভুনা খিচুড়ি আর কাতলার কালিয়া? শাক খেতে খুব মঞ্চাইছিল তো হোক মেথি শাকও? খিচুড়ির সঙ্গে শাকটা শেষমেশ খাওয়া হলো না আর বেলা চারটেয় লাঞ্চ করাটাও কাজের কথা নয় কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় এট্ট আধটু অনিয়ম, কি আর করা যাবে।
শাক বাছতে দেখে মনে হলো, রাতে মেথির পরোটা খেলে কেমন হয়! তো তুলে রাখা হলো এক আঁটি মেথি। হোক আরেকটা মুরগিও? দইয়ের প্যাকেটটা দু দিন হলো ফিরিজে থেকে থেকে বাসি হচ্ছে তো কোর্মা হয়ে যাক! মেথির পারোটা লোকে চাটনি বা দইয়ের সঙ্গেই খায় কিন্তু আমার পোলায় এইসব নিয়ম টিয়ম এক্কেবারে বোঝে না, কাজেই.. যদিও দুই বেলা পরোটা খাওয়া বা রোজ পরোটা খাওয়া মোট্টে ভালো জিনিস নয় কিন্তু রোজ রোজ তো মন্দিরতলা বাসস্টপের পাশের মাঠে রান্নার কম্পিটিশানও হয় নাঃ-P
siki | ২২ জানুয়ারি ২০১১ ২২:০৩ | 122.162.75.17
আমার কাছে একটা ক্যাসেট ছিল মালঞ্চমালা। গীতিনাট্য। সুনীল গাঙ্গুলির বানানো। ছোটোবেলায় খুব শুনতাম। এখনও অনেকটা মুখস্ত আছে।
সেই ক্যাসেটটা হারিয়ে গেছে ঃ(
Samran | ২২ জানুয়ারি ২০১১ ২১:৩৩ | 223.176.140.229
অনেক থ্যাঙ্কু কুমু। অনেক অনেক থ্যাঙ্কু
Sibu | ২২ জানুয়ারি ২০১১ ২১:২৪ | 184.225.32.155
বন্ধ খুব বাজে ব্যাপার ঃ(। ছুটি চাইলে ওয়ার্ক ফ্রম হোম কল্লেই হয়!!
Arpan | ২২ জানুয়ারি ২০১১ ২১:১৭ | 112.133.206.2
পাস্তা দিয়ে প্রাতরাশ হয়েছিল। দুপুরের মেনু ছিল ডালের বড়া, মুসুর ডাল, আলু বড়ি বেগুন আর দই দিয়ে রুই মাছ।
aka | ২২ জানুয়ারি ২০১১ ২১:০৮ | 24.42.203.194
কমরেড অপ্পন আজ পাস্তা রাঁধলেন, আর আজ আমাদের ইলিশ, সাথে রুইয়ের মাথা দিয়ে মুগডাল, বাঁধাকপি, শুয়োরের স্যুপ, ইত্যাদি ইত্যাদি।
kd | ২২ জানুয়ারি ২০১১ ২১:০৫ | 59.93.200.98
ঠিক কথা অর্পণ। যে জানে না, তাকে বোঝানো যায়, কিন্তু যে সব জেনেও অবুঝ, তাকে বোঝানোর চেষ্টা করা মূর্খতা। এ'নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না।
গায়ের জোরে বন্ধ সফল করানো হলে চেঁচামেচি হবেই। তার মানেই তারা বন্ধবিরোধী নয়। এই নিয়ে অনেকবার আলুচানা হয়ে গেছে। আর নতুন কিছু তো লেখার নেই। তাই এখানেই ক্ষান্ত দিলাম।
bb | ২২ জানুয়ারি ২০১১ ২০:০৪ | 117.195.165.191
অর্পণ আপনি যে কথাগুলি লিখেছেন তার সত্যতা অনস্বীকার্য। বন্ধ এইসব রাজ্যেও হয় কিন্তু তা জনজীবন স্তব্ধ করে দেওয়া নয়। ভাঙ্চুর করা নয়। এনিয়ে দ্বিমত নেই। প্রশ্নটা অন্য বন্ধ যে একটা আন্দোলনের হাতিয়ার আর তা সমস্ত রাজনৈতিক দলই ব্যবহার করে তা শাসক বা বিরোধী।শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা বেশি চেঁচাই।
Arpan | ২২ জানুয়ারি ২০১১ ১৯:১৪ | 112.133.206.2
বিবি, অযোধ্যা রায়ের দিনে কোন ঘোষিত বন্ধ হয়নি। অনেক অফিসে ছুটি দিয়েছিল, তার থেকেও বেশি অফিসে দেয়নি।
আর যে দিনগুলি বললেন নিশ্চয়ই বন্ধ ডাকা হয়েছিল। কিন্তু কোথাও কোনভাবে জনজীবন ব্যহত হয়েছে বলে তো শুনিনি। আমি ওই দিনগুলিতে গিয়ে অফিস করেছি। এমনকী এই ক'দিন আগে বাম ও বিজেপি মিলে যে ভারত বন্ধ ডেকেছিল সেইদিনও দিব্যি অফিস করেছি। এইবারের বন্ধটা পুরো এক দশকের মধ্যে হয়ত পুরোপুরি "সফল'। কিন্তু তাও কিনা ডাকল শনিবারে। মাথামোটা হলে এই হয়।
যা বললাম প্রত্যয় না হলে টিওআইয়ের লুরু এডিশন খুলে মিলিয়ে নেবেন প্লিজ।
আমার যদুপুরের এক বন্ধু বেশ কয়েক বছর আগে একটা কবিতা লিখেছিল। চারিদিকে দারুণ বন্ধের দাপট, দোকান বাজার বন্ধ, লোকজন বাড়িতে মাংসভাত ও কচিকাঁচারা রাস্তায় ক্রিকেট সাঁটাচ্ছে। এর মধ্যে রবীন্দ্রনাথের হঠাৎ কবিতা পেল। কাগজ আর কলম হাতের কাছেই মজুত ছিল, কিন্তু ডটপেনের রিফিলে কালি ছিল না। সেই রিফিল আর কোথাও পাওয়া গেল না সেইদিন, দারুণ যন্ত্রণায় ছটফট করতে করতে রবি ঠাকুর ভোম্বলের মত তাকিয়ে থাকলেন। কী দারুণ প্যাথোজ ছিল সেই কবিতায়। হাতের কাছে নেই বলে টুকে দেওয়া গেল না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন