এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০১:১৬ | 122.172.40.179
  • বর দিতে চাওয়াটাই প্রোজেক্ট। কোন বই, কখন, কে কাকে বর দিতে চাইলেন?
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০১:১৪ | 122.172.40.179
  • সিন্থেটিক পরলে বড্ড র‌্যাশ বেরোয়। চীনাংশুকের হয় না?
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ০১:১৪ | 198.82.19.231
  • ব্যাঙদি, প্রোজেক্ট কই, বর দিতে চাইলে তো!
  • Sibu | ২১ জানুয়ারি ২০১১ ০১:১৩ | 66.102.14.1
  • তবে আগে থেকে নোটিস দিলে চায়নার তৈরী সিন্থেটিক বাঘছাল পাওয়া যেতে পারে।
  • aachintyarup | ২১ জানুয়ারি ২০১১ ০১:১১ | 121.241.214.38
  • আজগেই চালিয়ে দাও বিজ্ঞাপনটা, শিবুদা। ত্রিশূলও বিক্কিরি হয়। বাঘছাল বেআইনি বলে বিক্কিরি নেই
  • Sibu | ২১ জানুয়ারি ২০১১ ০১:০৭ | 66.102.14.1
  • একটা কমন্ডুলু কিনলে সাধন-সঙ্গী(নী)র কমন্ডুলু হাফ অফ। সাধনার ইউনিসেক্স গেরুয়া বিক্রয় হয়। শেয়ালমুখো চিমটে পাওয়া যায়। সীমিত স্টক। বিলম্বে হতাশ হইবেন।
  • kd | ২১ জানুয়ারি ২০১১ ০১:০৭ | 117.194.194.243
  • ওয়ে কাব্লি !
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০১:০৬ | 122.172.40.179
  • তিমি, আমার ১২ঃ১৮র পোস্ট পশ্য। পড়ে, কিছু মনে পড়ে কী?
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ০১:০৪ | 198.82.19.231
  • ইয়ে আমি মোটেই ঘাপটি মেরে নেই। শুধু যাওয়া আসা...
  • achintyarup | ২১ জানুয়ারি ২০১১ ০১:০৪ | 121.241.214.38
  • কমণ্ডলু কিনলে নামাবলী ফিরি, অথবা কমণ্ডলু আর নামাবলী কিনলে খড়ম ফাউ
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ০১:০৩ | 198.82.19.231
  • নীনাদি,
    তাকিয়েছি তো। মিষ্টি খাবার নেমন্তন্ন নোটেড। ঃ-)

    ব্যাঙদি আমাকে কোনোই প্রোজেক্ট দেয় নাই। দিলেই নিতাম। ফি এর অর্ধেক অগ্রিম দিলে সত্যসন্ধানের গ্র্যান্টিও দিয়ে থাকি।
  • Sibu | ২১ জানুয়ারি ২০১১ ০০:৫৯ | 66.102.14.1
  • কমন্ডুলুর ব্যাবসা কেউ কল্লে আমি তার অ্যাড দিতে পারি। ওক্কুটে প্রোমোশন ক্রিয়েট করে।
  • achintyarup | ২১ জানুয়ারি ২০১১ ০০:৫৫ | 121.241.214.38
  • ব্যবসাও এক রকমের সন্ন্যাস মনে হচ্ছে। অথবা উল্টোটা
  • Kabli | ২১ জানুয়ারি ২০১১ ০০:৫২ | 117.194.194.243
  • কুমুদি, সন্ন্যাস থেকে একেবারে ব্যবসা?
  • Nina | ২১ জানুয়ারি ২০১১ ০০:৫১ | 64.56.33.254
  • টিম্ভাই আর তুমি যে একবার ফিরেও তাকালে না আমার দিকে--তার বেলা? নিজের বেলা আঁটিশুঁটি--
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ০০:৫০ | 122.162.244.176
  • এখনো আচি তো।ব্যবসা কর্তে চ্চাই না-তা চাইবেন কেন?পিসি রায় এই জন্যেই বলেছিলেন,দাঁড়ান,কাল বলে দেব কি বলেছিলেন।
    টিম ও অন্য যারা ঘাপটি মেরে আছে/আছেন, সকলকে শুভরাত্রি।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০০:৪৯ | 122.172.40.179
  • আমি তিমিকে একটা সুযোগ দিলাম সত্যসন্ধানী হয়ে ওঠার। কিন্তু ব্যাটার ভারি গুমর হয়েছে, ফিরেই তাকালো না।
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ০০:৪৫ | 198.82.19.231
  • কুমুদি আমাকে শুভরাত্রী বল্লো না, এইটা হিসেবের খাতায় লিকে রাকলাম।

    ব্যাঙদিকে এত ভয় পাওয়ার কিছু নেই। বেশ নিরীহ মতন তো।
  • achintyarup | ২১ জানুয়ারি ২০১১ ০০:৪১ | 121.241.214.38
  • শুভরাত্রি। আমি ব্যবসা কর্ত্তে চাই না
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ০০:৩৯ | 122.162.244.176
  • যাক,এখন উঠতে হবে।ব্যাং,নীনা,কেডিদা,অভ্যু,শিবু,চিন্টু-সকলকে শুভরাত্রি।
    কারো ব্যবসা করার ইচ্ছে থাকলে নাম লিখে রেখে যেও/যাবেন।
  • Kabli | ২১ জানুয়ারি ২০১১ ০০:৩৭ | 117.194.194.243
  • ব্যাপক ভাট হইল।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০০:৩৭ | 122.172.40.179
  • আহা, সোনামুখই যখন দেখতে চাও, তখন একদম বিয়ের ছবি দেখো। কোথায় একটা যেন ছিল, পিকাসা নাকি ওয়েবশট্‌স ভুলে গেছি। খুঁজে পেলে লিংক মেল করে দেব।
  • Nina | ২১ জানুয়ারি ২০১১ ০০:৩৩ | 64.56.33.254
  • আরে কাব্লিদা--ভাট কেমন হল? ছবি দেখাবেন জলদি জলদি।
    আর আমার ডাকনমটা ফাইনাল না করেই চলে গেলেন কাল--বসে আচি যে আমি--
  • Sibu | ২১ জানুয়ারি ২০১১ ০০:৩৩ | 66.102.14.1
  • এত্ত বড় একটা হাঁচি দিলুম, কেউ একবার 'জীব' বোল্লো না ঃ((।

    অভ্যু, দুটো ধাঁধাঁ বের কর ভাই।
  • kumu | ২১ জানুয়ারি ২০১১ ০০:৩১ | 122.162.244.176
  • হঃ,চিন্টুবাবু ব্যবসা কর্বেন?এক নটবর সেই কবে থেকে মাঠেঘাটে দেঁইড়ে রয়েচে,তার একটা ব্যবস্থা হচ্চে না,ইনি আবার নতুন ভেন্‌চারে যাচ্ছেন!!
  • kd | ২১ জানুয়ারি ২০১১ ০০:৩১ | 59.93.206.162
  • আহা রে! ব্যাঙের যদি এতই দুক্কু, আমিই নাহয় এবার থেকে ব্যাঙদিদি বলে ডাকবো। কুমুদিদি তো অলরেডি বলি।

    খুব বেমানান হবে না। দাদুরা তো নাতনিদের দিদিই বলে (রেফঃ চন্দ্রশেখর দেব)। ঃ)
  • Nina | ২১ জানুয়ারি ২০১১ ০০:৩০ | 64.56.33.254
  • বাড়ী যাই তবেতো মুখবই তে পাঠাব--এখেনে তো ব্যাটারা ব্লক করে রেকেচে।
  • Nina | ২১ জানুয়ারি ২০১১ ০০:২৯ | 64.56.33.254
  • লে! আরে গোলোকপানা সোনামুখুটি দেখার সাধ হইছে আমার--সেই রিকোয়েস্ট!

    কিমু, দেক, আমি সেই কখন চিন্টুরে বলেছি--দারুণ আইডিয়া বিজিনেসের--শুরু কর , এখানকার ভ্যানিলা এসেন্সের মতন--গায়ে মাখে খায় সব করে
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০০:২৭ | 122.172.40.179
  • ক্যানো রে! খবর কাগজ বলে কেন ডাকবি? বুঝিয়ে বল প্লিজ?
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০০:২৬ | 122.172.40.179
  • মুখবইয়ে তো গুচর কারুর রিকোয়েস্ট নেই। অন্য চারজনের আছে, তাদের আমি চিনি না, বলে অ্যাডাবো না।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০০:২৩ | 122.172.40.179
  • কোন রিকোয়েস্ট? তুমি তো আমার অক্কুটে আছই। মুখবইয়েও পাঠালে বুঝি? দাঁড়াও খুলি পাতাটা।
  • Abhyu | ২১ জানুয়ারি ২০১১ ০০:২২ | 128.192.7.51
  • ব্যাংদিকে এবার থেকে আমরা খবর কাগজ বলে ডাকব (অচিন্ত্যদার দ্বারা অনুপ্রাণিত)
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ০০:২২ | 122.162.244.176
  • পাঁচমিনিটের জন্য এলাম।এখনো কাজ বাকী আছে।কে ঐ নলেন গুড়ের পার্ফিউমের ব্যবসা কর্বে?
    আমারে এট্টা ছোট ল্যাব দ্যান,আমি পার্ফিউম বানাইয়া দিমু।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০০:২২ | 122.172.40.179
  • অচিন্ত্য, আমাকে মিস্‌ড কল/এসএমএস এসব পাঠালে উত্তরের আশা করিস না। ক্ষুদ্রযন্ত্রটি বেশিরভাগ সময়ই আমার ব্যাগের ভিতরে থাকে। প্রায়ই ব্যাটারী দেহ রাখেন, চার্জ করতে ভুলে যাওয়ার জন্য। আর যখন ওনাকে চালু করতে সক্ষম হই, ততদিনে মিস্‌ড কল/এসএমএসের সংখ্যা এত বেড়ে যায়, যে অতগুলোর উত্তর দিতে হবে, সেই টেনশনেই ল্যাদ খেয়ে যাই। মুখবই পাঠিয়ে দাও, অ্যাডিয়ে নেব।
  • Nina | ২১ জানুয়ারি ২০১১ ০০:২২ | 64.56.33.254
  • আর এই যো বিখ্যাত ব্যাঙ , আমার রিকোয়েস্টটা বুঝি গতল খাতায় গেল?
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০০:১৮ | 122.172.40.179
  • তব্বে!! আর এরা কিনা আমাকে ব্যাঙদি বলে ডাকতেও অস্বীকার করে! ব্যাঙদি বলে ডাকতে বললে উচ্চমাধ্যমিকের বছর দেখায়! তবে তিমি, তুমি বড় ভালো ছেলে। কী বর চাও?
  • achintyarup | ২১ জানুয়ারি ২০১১ ০০:১৭ | 121.241.214.38
  • এইতো, দিব্বি আছি খানিকক্ষন ধরে। ব্যাং-কে মুখবইয়ে ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠাতে গিয়েও সাহস হল না। (ক'দিন আগে একটা এসেমেস করেছিলুম, জবাব পজ্জন্ত পাইনি কিনা...)
  • Nina | ২১ জানুয়ারি ২০১১ ০০:১২ | 64.56.33.254
  • কই দেকি দেকি, সেই গোলোক-পানা সোনামুখুটি--
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ০০:১০ | 198.82.19.231
  • ব্যাঙদি যে বিখ্যাত কেউ আমি জান্তাম।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০০:০৯ | 122.172.40.179
  • মুখবই, অক্কুট দুইই।
    আর যখন উনি এঁকেছিলেন, তখন মুখটা অমনই ছিল, এখন একটি নিখুঁত গোলকে পরিণত হয়েছে সেই মুখ।
  • nina | ২১ জানুয়ারি ২০১১ ০০:০৭ | 64.56.33.254
  • চিন্টুবাবু ভাটে গেলে না?
  • Nina | ২১ জানুয়ারি ২০১১ ০০:০৫ | 64.56.33.254
  • সেই চন্ডীর আঁকা ইন্দিরা গান্ধীর ছবির মতন? তা তোর মুখটা কে তো আগরাই নাগড়ার মতন সরু লম্বা করে দেছেন সেই বিখ্যাত আটিস?
  • achintyarup | ২১ জানুয়ারি ২০১১ ০০:০০ | 121.241.214.38
  • এইটে কি ব্যাং-এর মুখবই প্রোফাইলের কথা হচ্চে?
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০০:০০ | 122.172.40.179
  • প্রকাশ শেট্টি নামে এক কার্টুনিস্ট। ইনি আগে The Week এর কার্টুনিস্ট ছিলেন।
  • Nina | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৫৯ | 64.56.33.254
  • কে এঁকেছে? ব্যাং এর ছবি?
  • byaang | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৫২ | 122.172.40.179
  • আর নীনাদি, প্রোফাইল পিকটাই তো ব্যাঙের ছবি।
  • byaang | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৪৮ | 122.172.40.179
  • ওমি, আমি যদি মেঘবরণী ও গুঞ্জামালার মা হতে পারতুম, খুবই গর্বিত বোধ করতুম। কিন্তু না, আমি পারমিতা নই।
  • achintyarup | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৪৬ | 121.241.214.38
  • নরম পাকের গুড়ভরা সন্দেশও কিন্তু খেতে চমৎকার হয়। কিন্তু বেশিক্ষণ থাকে না।
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৪৪ | 151.141.84.194
  • এই দশ বছরের ব্যাপাট্টা কী?
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৪২ | 151.141.84.194
  • আমাদের এখানে শুভদি নব্বুইটা মিষ্টি করে ফেলেছে তিন ঘন্টায় এরকম বলছিলো। তো, সে নাকি বানায় সত্যি ভালো, কিন্তু এমন সত্তর মাইল বেগে কথা কয়, যে তা শুনে খাড়া থাকার জন্য এন্ডুরেন্স টেস্টে পাস করা থাকতে হয়(মিলিটারিতে ঢুকতে সত্যি এই টেস্ট দিতে হয়)। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত