এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • amit | ১৯ জানুয়ারি ২০১১ ০২:৫৬ | 128.103.93.180
  • নিনা দি, তোমার ঐ New York Times প্রসঙ্গে এরকম বললে কেমন হয়-----

    নেতারা তো বলেই এসেছে যে CIA তথা আমেরিকার মদত আছে এই সবের পিছনে, তখন কেউ কান দেয় নি। নাও এইবারে দেখ ---- আমেরিকার লোকেদের ঘুম হচ্ছে না পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের খবর না পেলে! হুঁ হুঁ, বাবা। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যায়া!
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০২:২২ | 64.56.33.254

  • এটা দেখেছ কেউ?
    New York Times

    The Saturday Profile: The Eye of an Indian Hurricane, Eager to Topple a Political Establishment
    By JIM YARDLEY
    Mamata Banerjee is emerging as one of the most powerful and unpredictable politicians in India.
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৫৯ | 64.56.33.254
  • হে হে হে চিন্টু ওটা তোমার যা খুশি বসিয়ে নাও---যেটা উচ্চারন কত্তে বেশ বেগ পেতে হবে, মানে নজ্জা করবে;-))
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৫৬ | 64.56.33.254
  • বাহ! কাব্লিদা দুটো ই বেশ ভাল কোনটা নি তাইলে? আফনে বলেন--সেটাই হবে আমার ডাকনাম---
    তব্বে গুরু না হলে চলে আমার এত্তদিনের দুক্কু ঘুচবে এবার--
  • kd | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৫৩ | 59.93.169.225
  • নীনা তোমার ডাকনাম না থাকার দুক্কু তো এখানেই মিটে যেতে পারে। এই দেখো, ব্যাঙ কী সুন্দর একটা নাম পেয়েছে। তুমিও তোমার শহরের নামে একটা ডাকনাম নিতে পারো, ধরো 'ফিলি' বা 'ভুরি' (ভুঁড়ি না, ভুঁড়ি না)।
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৫০ | 121.241.214.38
  • না বলতে পারলে আর লাভ কি হল? শুদুমুদু আদ্দেক ছড়া শোনানো
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৪৮ | 64.56.33.254
  • সত্যি কেন যে আমাদের এইসব উদ্ভট ডাকনাম হয়!
    একটা কথা আছে না
    গুয়ে বলে নরুকে দাদা
    বনমালি কাউর নাম হয়
    চুপ কর চুপ কর ---দিদি (এটা বলতে পাল্লুমনা, সরি) শুনলে হাসিয়া মরিবেন
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৪০ | 121.241.214.38
  • @ কাবলিদাঃ না না, জল আমার মোটেও ভাল্লাগে না। সাঁতার জানলেও জল আমি খুব ভয় পাই

    @ নিনাদিদিঃ ঘম্পোতুলা-টা জাস্ট ফাটাফাটি
  • kd | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৩৭ | 59.93.169.225
  • না না অচিন্ত্য, জল ভালো লাগলে কায়াকিং খুব ভালো লাগবে। ওই সব অশান্তি ক্লাস III বা তার ওপরের ক্লাসে। এক আর দুই এনজয় করবে।

    ডিঃ নিজের কোনো এক্সপিরিয়েন্স নেই, সব লোকমুখে শোনা আর সাইডে দাঁড়িয়ে দেখা।
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৩২ | 64.56.33.254
  • ডাকনামে আমাদের ক্কেউ হারাতে পারবেনা--
    আমার পিসীমাদের বাড়ীর তিনটে ডাকনাম-- খোকনদুলা, বাট্টুপুলা আর ঘম্পোতুলা
    আর প্রিয়তোষ হয় পটাই
    কিন্তু আমার আবার খুব দুক্কু আমার ডাকনাম নেইঃ-(
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০১:২৬ | 121.241.214.38
  • ওরে বাবা,তাইলে আমি কায়াকিং-এ নাই। টালমাটাল নৌকোয় সোঁদরবনের ঢেউ-ওঠা নদীর ঘূর্ণি অবশ্য পেরিয়েছি, কিন্তু এক-এক যাত্রায় কয়েক বছর করে বয়েস বেড়ে গেছে
  • kd | ১৯ জানুয়ারি ২০১১ ০১:২৪ | 59.93.169.225
  • হ্যাঁ, তার ওপর যখন একটা নাম ডাকনামে পাল্টায়।
    আমার দিদির নাম 'তটিনী', বেশ সুন্দর নাম। ডাকনামে সেটা হ'লো 'তটাই'। রাস্তা থেকে বন্ধুরা চেঁচিয়ে ডাকতো 'ট্টাই' বলে।
  • kd | ১৯ জানুয়ারি ২০১১ ০১:১৭ | 59.93.169.225
  • কায়াকিং করতে গিয়ে ওর মধ্যে পড়লে সত্যিই সেই অবস্থা হবে।
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০১:১৬ | 151.141.84.194
  • আমি কী করে বোঝাই ওরে আমরা বাঙালিরা অন্তস্থ্য সাউন্ডগুলি এড়িয়ে চলি। ঃ-)
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০১:১৫ | 64.56.33.254
  • ঠিক বলেছ ওমি। আমি ছোটবেলায় খুব লাফাতে লাফাতে বল্লাম বাহ! কি সুন্দর নাম --Shailja শৈলজা--আমার মাসীমা বল্লেন --ওতো অনেক পুরোণোনাম আমদের শৈলোজা দিদি ছিলেন।মানে আমরা একটু গোলগোল করে বলি তো--অমিতাভো
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০১:১৪ | 121.241.214.38
  • আরে whirlpool বলতে গিয়ে তো আমার নাকের জলে চোখের জলে অবস্তা
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০১:১২ | 151.141.84.194
  • আমি তো নাকি ডাবলু ও বলতে পারি না শুরুতে থাকলে, উড ঊল উডপেকার এসব নাকি বলি, আসলে নাকি হবে উওড, ঊওল, উওডপেকার ঃ-)
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০১:১২ | 121.241.214.38
  • শের শাহ যার প্রচলন করেছিলেন
  • kd | ১৯ জানুয়ারি ২০১১ ০১:১১ | 59.93.169.225
  • আমি নিজের ইচ্ছেমতো সন্ধিবিচ্ছেদ করে মানে করলুম, দিনের রাজা অর্থাৎ সূর্য।
    ভালো না বেশ, বোন ভাইএর (চোখের) আলো।
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০১:১০ | 64.56.33.254
  • ইস! বেচারি হ্রী--বাপরে অমন কেউ নম রাখে --কেমন যেন ঘোড়ার ডাক
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০১:০৯ | 151.141.84.194
  • আসলে ওয় ধরনের ব উচ্চারণ আমরা করি না বাংলায়, সব ব বলে চালিয়ে দিই। যেমন ইয় ধরনের গুলো সব জ উচ্চারণ দিয়ে চালিয়ে দিই। যজ্ঞ বলি জজ্ঞ ধরনের, আসলে তো ইয়জ্ঞ ধরণের হওয়ার কথা, তাই না?
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০১:০৮ | 64.56.33.254
  • মানে হিন্দীর মতন করে ব ( w) টা আমরা বাংলায় উচ্চারন করিনা
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০১:০৫ | 151.141.84.194
  • এদিকে টুকরা ভেঙে যদি লিখি ঋক বেদ, তাইলে বর্গীয় ব এর মতন শোনাবে!
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০১:০৩ | 151.141.84.194
  • কাব্লিদা দেখুন কোড নিয়ে কত ঝামেলা হয়, আমাদের ছোটোবেলা বন্ধু ছিলো দুই বোন-তাদের নাম ছিলো শ্রী আর হ্রী। ভাবুন একবার হ্রী য়ের অবস্থা, মন্ত্র ভেবে নাম দিলো সাধ করে, এদিকে তারে সবাই ডাকতো হিরি। ঃ-)
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০১:০২ | 121.241.214.38
  • য র ল ব -র যে "ব', সেইটের আলাদা করে বাংলায় উশ্চারণ করা হয় না। সেইটে থাকে ঐ যে ওমি যখন লিখল "ঋগ্বেদ', তখন গ-এর নিচে
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০১:০০ | 151.141.84.194
  • ঋভু মানে ই বা কী? ঋগ্বেদে ঋভুগণ আছে শুনেছি, ওনারা যে কী দেবতা না অন্য কোনো কিছু, সে কিছুতেই বোঝা যায় না। ঃ-)
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫৯ | 64.56.33.254
  • তোমারে চিন্টু , তোমারে কই
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫৯ | 64.56.33.254
  • আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে--
    আমাদের বাংলায় দুটো ব
    প ফ ব ভ ম
    য র ল ব শ
    কিসে কোন ব টা লাগে মানে কোন বানানে কোন ব??
    কেউ কি জানে?
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫৭ | 151.141.84.194
  • সত্যি ই তো, মহর্ষি যদি হয় তবে অহর্ষি হবে না কেন? ঃ-)
    মহীরাবণের ছেলের নাম যেমন অহিরাবণ দিয়েছিলেন কৃত্তিবাস।
    ঠিক কাব্লিদা জিও, অহনা মানে ঊষা।
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫৬ | 121.241.214.38
  • কারে কও?
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫৫ | 64.56.33.254
  • হা হা হা হা হালুম হুলুম তুমায় মানাচ্ছেনাই গ ;-))
  • kd | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫৫ | 59.93.169.225
  • অহনা মানে ভোরের প্রথম আলো।
    আমার বন্ধুর ছেলের মেয়ে হতে ভোরবেলা ঘুম থেকে তুলে খবর দিয়ে বলে, একটা নাম দে। ঘুমন্ত মনে মাথায় কিছু এলো না, তাই বল্লুম অয়নের মেয়ে অহনা দে না। তা ব্যাটা জিগায়, মানে কি? বলি, জেগে উঠে লোকজনকে জিগ্যেস করে বলবো, তবে মানে একটা আছে - কোথাও পড়েছি।
    মেয়ের মা ডাকনাম দিয়েছে রিয়া।
    এবার ছেলে হতে আবার ফোন, তবে বেলায়। বল্লো, একটা ম্যাচিং নাম দে তো। তা দিলুম, অহর্ষি। আর বল্লুম, মানে জিগাবি না, জানি না, এমন কোনো ওয়ার্ড আছে কিনা তাই জানি না। বল্লো, মানে লাগবে না, ওতেই চলবে।
    এর ডাকনাম ঋভু।
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫৪ | 121.241.214.38
  • মানে, ভাটানো/চ্যাটানোর ফাঁকে ফাঁকে
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫৪ | 64.56.33.254
  • মিলিয়ে যাচ্ছে ক্রমশঃ কাব্লিদার বয়েসটা---;-))
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫৩ | 121.241.214.38
  • মোট্টেও আমি নিজের ছবি দেখছিলুম না। খানিক কাজ করার চেষ্টা দিচ্ছিলুম
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫২ | 151.141.84.194
  • কাবলিদারে দেখলাম। একটা দেখলাম থ্রী ডি আর আরেকটা ফোর ডি, হাতে একটা কী যেন ধরে আছেন, সেটা মিলিয়ে যাচ্ছে। ঃ-)
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৫২ | 64.56.33.254
  • বাব্বা, চিন্টু নিজের ছবি কতক্ষণ ধরে দেখছে!
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৪৯ | 64.56.33.254
  • আরে বাহ! তাই তো!
    কাব্লিদারে দেখলে?
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৪৭ | 151.141.84.194
  • ইপিস্তা একেবারে সুররিয়াল। ঃ-)
    দ্যাখো হে আমারে আবার ওরিয়েন্টেশনে পাঠাইয়ো না, আমার যানটির নাম পজ্জন্ত লুমিনা। ঃ-)
    কিন্তু তাতে আমি ডরি না। ঃ-)
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৪৩ | 151.141.84.194
  • অহন মানে তো দিন,আ কার লাগালে অহনা, তা সে সূর্যের কন্যা তো বটেই।ঃ-)
    অহনা আর আথেনা নাকি আসলে একই নাম এট্টু এদিক ওদিক হয়ে গেছে। ঃ-)
    সেতো সুকৃতীশ আর সক্রেটিস, মেগাস্থিনিস আর মেঘস্থানেশ আর্কিমিদিস আর অর্কমিত্রেশ সুদাস আর জুডাস এসবো নাকি একই নাম উল্টেপাল্টে এদিক ওদিক হয়ে ফিট করে গেছে। ঃ-)
    সূর্যের আসল মেয়েদের নাম তপতী আর যমুনা। ঃ-)
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৪১ | 64.56.33.254
  • অরুন্ধতী রায় বড্ড কাঠখোট্টা--ইপিস্তো বেশ যেন একটা সুরেলা কবিতা---
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৩৮ | 151.141.84.194
  • কিন্তু কাব্লিদা কোথায়? ছবিতে? পরের দিকে?
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৩৮ | 121.241.214.38
  • গোঁপ সরু করতে ভরসা পাই না, যদি ছোটবড় হয়ে যায়, তাহলেই ক্কেলো
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৩৮ | 64.56.33.254
  • গোঁফ দিয়ে যায় চেনা ;-)

    ওমি তুমি একেবারে জাত কবি--তুলিরেখা--আহা! কি সুন্দর।
    অহনা মানে কি? সুর্য্যের কন্যা তো অহনা?
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৩৫ | 151.141.84.194
  • ইপিস্তাকে একেবারে অরুন্ধতীর মতন লাগে! অরুন্ধতী রায়।
    ঃ-)
  • Arpan | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৩২ | 122.252.231.10
  • অচিন্ত্যদার গোঁপজোড়া বেশ। মানে বেশ।
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৩১ | 121.241.214.38
  • ওহ, থ্যাঙ্ক ইউ কাবলিদা
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:২৬ | 64.56.33.254
  • কাব্লিদা, আপনাকে আরও রোগা দেখাচ্ছে---আর একেবারে ছোকরা ছোকরা--ঐ সেদিনকার ঝালমুড়িতে উট পাখীর ডিম মেশানো ছেল বোধহয়;-))
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০০:২১ | 121.241.214.38
  • দেকচি
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত