এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১১:১২ | 124.247.203.12
  • ব্যাং, আমারে এখোনি ফোন কত্তে পারো। নং মনে আছে তো?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৪ | 122.172.7.214
  • নাম শোনো নাই!! তাহলে একটা মজার গপ্পো বলি শোনো, যদি সত্য ঘটনা বলে ভাবতে ইচ্ছে করে, তাও ভাবতে পারো।
    ইনি একবার এক বালিকাকে এনার একটি কুইজডায়েরি দিয়েছিলেন কিছুদিনের জন্য। বালিকাটি প্রচুর অধ্যবসায় নিয়ে তিন রাত্তির জেগে ঐ কুইজডায়েরির যাবতীয় প্রশ্ন নিজের একটি কুইজডায়েরিতে টুকে রাখেন এবং মূল কুইজডায়েরির মালিককে সেকথা জানিয়ে, মালিককে মালিকের ডায়েরি ফিরিয়ে দেন। এনার বিরোধীপক্ষের এক বালক সেখবর জানতে পেরে বালিকাটির সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েই চলতে থাকেন। বছর দেড়েকের চেষ্টার পরে, অবশেষে বিরোধীপক্ষের বালকটি বালিকাটির থেকে টুকে রাখা ডায়েরিটি হস্তগত করতে সমর্থ হন এবং পেরেমপিরিতি সব ভুলে চম্পট দেন।
  • Tim | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১১:০২ | 173.163.204.9
  • যাক, তবু কেউ বল্লো যে শোনেনি। আম্মো শুনিনি। ওব্রায়েনের নাম শুনেছি, ছবি তো আকছার দেখেছি।
  • Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১১:০২ | 97.81.82.161
  • আমাকে তো কেউ ফোন করে না, তবু জানিয়ে রাখি এখন ফোন করলে আমার একটু অসুবিধা হয়, ঘুমোতে যাচ্ছি তো?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৫ | 122.172.7.214
  • ঃ-)) ডিদাদা, কখন ফোন করলে তোমার সুবিধা হয়? এট্টু কথা বলার দরকার ছিল। রাতের দিকে করবো?
  • dd | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫০ | 124.247.203.12
  • ভাবতে পারেন? আমি এই পর্ণবের নাম পজ্জোন্তো শুনি নি।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৩ | 122.172.7.214
  • একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমাকে যেন পর্ণবঘনিষ্ঠ বলে ভুল না করা হয়। ঃ-)
    এতগুলো কথা এই জন্য বললাম যে, ওকে সিঙ্গল আউট করে যারা এই ধরণের প্রচার করে বেড়ায়, তারা নিজেরা একটু ধক রাখুক, এইধরণের প্রশ্ন করার। প্রায় দশবছর কারুর ক্ষমতা হয় নি, পর্ণবকে সরিয়ে প্রায় ৯০% শতাংশ ইংরিজিমিডিয়াম স্কুলগুলোর কুইজগুলো পাওয়ার।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৯ | 122.172.7.214
  • আর ওর স্পেশ্যাল রাউন্ডের গল্প যেসব শুনেছ, অধিকাংশই অতিরঞ্জন। আমি ওর অনেক প্রশ্ন,গুগল করে দেখেছি, ওর ঐ কানেক্ট করা প্রশ্নগুলোর তথ্যগুলো একদম সঠিক।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৪ | 122.172.7.214
  • আর ভুলভাল বানিয়ে বানিয়ে কোশ্চেন অনেকেই করে, ইনফ্যাক্ট যারা ওর নামে খচে যায়, তারাও করে।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:২২ | 122.172.7.214
  • হ্যাঁ কুইজপাব্লিকরা ওর নামে খচে যায়, জানি, আর ওর ঐ এনিথিং আন্ডার দা সান রাউন্ডও বহুবার দেখেছি। বসেওছি, কিন্তু তাতে কী? আর পর্ণবের সময়ের কুইজজনতাদের মধ্যে দুটো দল ছিল। ওব্রায়েনঘনিষ্ঠ ও পর্ণবঘনিষ্ঠ।
  • a x | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৬ | 99.53.141.11
  • তোমাকে তারা পর্ণব স্পেশ্যাল রাউন্ডের গপ্প বলেনি?
  • a x | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৫ | 99.53.141.11
  • মানে ওখানে কুইজ করলে ওখানেই গোর দিয়ে দিতে পারবে বলে? ইয়ে মানে পর্ণবের কুইজের অভিজ্ঞতা যাদের হয়েছে সকলের মধ্যেই ওর নামোল্লেখেই কেমন একটা হিংস্র ভাব লক্ষ্য করেছি তো, তাই বলছি।
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৫ | 112.133.206.2
  • অনিন্দ্য একবার লিখেছিল গুরুসদয় দত্ত বললে এখন লোকে মেনল্যান্ড চায়না বোঝে।

    আমাকে এক বছর যেতে হয়েছিল ব্রতচারী করতে। কোনমতে একটি ঘন্টা হাত পা নেড়ে ওয়েট করে থাকতাম কখন বল নিয়ে পেটাপেটি শুরু হবে।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৫ | 122.172.7.214
  • আমি আজ অব্দি বুঝি নি, পর্ণবকে সবাই এত অপছন্দ করে কেন! ইন্টারনেটেও প্রয়ই দেখি লোকে ফাটিয়ে পর্ণবকে খিস্তি দিচ্ছে। কারণ জিজ্ঞেস করলে ওর হামবড়া স্বভাব লোকের অপছন্দ এই উত্তর পাই, আর অনেকে ওর সেই জন ন্যাশের স্নেহধন্য হওয়ার গল্প বলে। কিন্তু শুধুমাত্র এই কারণে ছেলেটা এত শত্রুসংখ্যা বাড়িয়ে ফেলেছে, বিশ্বাস করতে ইচ্ছে করে না।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:১০ | 122.172.7.214
  • অ, বুঝেছি গানের ব্যান্ডের কথা বলছ। ঃ-) পর্ণবের সাথে পার্ক স্ট্রীট গোরস্থানে যাওয়ার অভিজ্ঞতা খুব খারাপ হওয়ার কথা নয় কিন্তু।
  • a x | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:০৯ | 99.53.141.11
  • পাকিস্তানের "লাল" ব্যান্ড - বামপন্থী গানের দল। কলকাতায় আসছে। যাদবপুরে প্রোগ্র্যাম আছে তেসরা ফেব্রু।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:০৫ | 122.172.7.214
  • কিছু মিস করে গেছি, মনে হচ্ছে, কিন্তু পাতা উল্টে পিছিয়ে পড়ে দেখতেও ইচ্ছে করছে না। কোন লালের কথা বলছ? আনন্দ লাল? সব ঘেঁটে যাচ্ছে আমার।
  • a x | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:০২ | 99.53.141.11
  • কেননা এই যদি সেই পর্ণব হয়, তাইলে লালের কলকাতা ভ্রমণের আইটেনেরারি অনুযায়ী এর সাথে পার্ক স্ট্রীট গোরস্থানে হাওয়া খেতে যাওয়া। লা-মার্টস, ইন্টারন্যাশনাল ও এম বি বিড়লা গার্লস স্কুলে সিনিমা দেখা ইত্যাদি। কি আয়রনি ঃ-(
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৮ | 122.172.7.214
  • পর্ণব মুকুজ্জ্যে হওয়ায় তোমার আশা-ভরসা চুর চুর হয়ে গেল কেন?
  • a x | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৫ | 99.53.141.11
  • ওকে।

    আমার সাধের লাল ব্যান্ড নিয়ে সব আশা-ভরসা চুর চুর হয়ে গেল ঃ-(

    যাই টুকরো গুলো কুড়োই।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৩ | 122.172.7.214
  • তিনি অতীত কবে হলেন? এখনও আছেন তো। কদিন আগেই দেখলাম।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫১ | 122.172.7.214
  • হ্যাঁ মুখার্জী
  • a x | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৩৫ | 99.53.141.11
  • আচ্ছা সেই যে স্বনামধন্য কুইজমাস্টার পর্ণব ছিলেন, তিনি কি পর্ণব মুখার্জি?
  • amit | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৫:৪১ | 128.103.93.165
  • কত্তো লিংক! মানুষ নাই।
  • pipi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৩৪ | 92.225.146.98
  • a x | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:৪৪ | 99.53.141.11
  • প্যাথোসওয়ালা গানের সাথে নাচ- এত প্যাথোসই প্যাথোস!

    পাই, ঋতব্রত'র লেখার স্ক্যান খান এইখানে - http://www.orkut.com/Main#AlbumZoom?uid=9833710585723526947&pid=1296469257436&aid=1254128685$pid=1296469276043 ওটা এক টিএমসি সমর্থকের অ্যালবাম।

    বইটাতে বিশু (বিশুদা)'র কথাও লিখেছে উইথ নাম ঠিকানা, নন্দীগ্রাম পরবর্তী সময় যখন ফান্ড কালেক্ট করা হচ্ছিল, সেই নিয়ে। ঐটে দেখে ইস্তক আমি বহুত খোচে গেছি।
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:৩৭ | 151.141.84.194
  • আচ্ছা পুরানো সায়ন আর এই নতুন হুতো কহিপ্তাশা-তোমরা দুই সায়ন্তনে মিলে কাব্যগ্রন্থ বার করলে না কেন সায়ন্তন এবং সায়ন্তন বলে? ঃ-)
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:৩৩ | 151.141.84.194
  • আমাদের পালানোর উপায় ছিলো না, এগুলি সমাজসেবা আর কর্মশিক্ষার সিলেবাসে ছিলো। আরো কত গান যে শিখতে হলো, একটা ছিলো সাঁওতালি ধাঁচের, "হেনু ব্রেণু রামে কয় বহুত মেলানি রে বহুত মেলানি " খুবই প্যাথোসওলা ছিলো, সঙ্গে নাচতেও হতো।
  • sayan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:৩২ | 59.164.96.211
  • অফকোর্স, অচিন্ত্য। তবে মুসুরির ডালের মধ্যে যেগুলো একটু গোলগোল সেগুলো বেশ কুড়মুড়ে হবে হয়ত ভাজলে। বদ চ্যাপ্টাগুলো ঠিকঠাক সেদ্ধ করাটাই "প্রেস'।

    তেলবিহীন ভাজা মটরডাল, ভেজানো চিনেবাদাম, ঝুরিঝুরি কোরা গাজর, ধনেপাতা, লঙ্কাকুঁচি, সর্ষের তেল (আমতেল হলে আরও ভালো) আর এক চিমটি চাট মশলা দিয়ে ফুরফুরে মুড়িমাখা - সুখদুঃখের কথা কইতে কইতে একধামা নামিয়ে দেওয়া যায়।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:২৯ | 168.26.215.13
  • ওঃ কি অসহ্য ছিল এই ব্রতচারী। আমাকে সাতদিন যেতে বাধ্য করা হয়েছিল। বাপরে পালিয়ে বাঁচি আর কি। শেষে রীতিমতন বিদ্রোহ করার পরে মা বুঝতে পেরেছিল।
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:২৭ | 151.141.84.194
  • এদিকে শিলপাটা নাই। শিলনোড়া দেশে, মালিকের হাতে। মনে মনে দুঃখ, তখন মনে পল্লো আমাদের ইস্কুলে ব্রতচারী গান হতো
    "ও পাড়াতে পাটা নাই পুতা নাই, মরিচ বাটে গালে/ তারা খাইলো তাড়াতাড়ি আমরা মরি ঝালে।"
    ঃ-)
  • achintyarup | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:২৩ | 59.93.246.214
  • খিদে পেয়ে গেল
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:২১ | 151.141.84.194
  • কাঁচা লংকাকুচি পেঁয়াজকুচি আর সর্ষের তেল দিয়ে এমনকি কালোজিরেবাটাও এত চমৎকার লাগবে গরম ভাতে মেখে যে কী বলবো! একে বলে সঙ্গগুণ!
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:২০ | 168.26.215.13
  • বড় বড় লোকেরা সবাই আম্রিগায় বসে রয়েছে। দেখতে হলে সোশ্যাল নেটওয়ার্কিংই ভরসা।
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:১৮ | 151.141.84.194
  • শৈবাল বিষ্ণুর নাম শুনি নি কেন? ছদ্মনাম? কোনো লেখা পড়েছি কি? কেজানে!
  • achintyarup | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:১৮ | 59.93.246.214
  • @ সায়নঃ দিল্লিতে থাকার সময় একদিন মাঝরাতে খুব ডালমুট খাওয়ার শখ হল। ঘরে সে জাতীয় কিছু ছিল না। খানিকটে মুসুরির ডাল ছিল। তখন তাই ভেজে-টেজে যা যা মশলা ছিল তাতে দিয়ে, একটু লেবুর রস মিশিয়ে এক অত্যাশ্চর্য ভোজ্য বানিয়েছিলাম। মন্দ লাগে নি।

    মুগডাল সেদ্ধও কাঁচা লঙ্কাএবং সর্ষের তেল দিয়ে ভাতের সঙ্গে খেতে বেশ।

    @ ওমিঃ নাঃ, আজকে আর কোনো বড়লোকের সঙ্গে দেখা হল না
  • sayan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:১০ | 59.164.96.211
  • সাধারণতঃ মুগডাল ভাজা এবং মুসুরডাল সেদ্ধ (উইথ সর্ষেত্তেল-কাঁচালঙ্কা-পেঁয়াজকুঁচি-নুন) - এই যায়। একজনকে কমনীয় ও অপরজনকে অনমনীয়ভাবে ট্রীট করা আর্কি। তো, মুসুর্কেও ভেজে দেখা যেতে পারে।
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:১০ | 151.141.84.194
  • আরে এরা তো ঘরের লোক অচিন্ত্য। ঘরকা মুর্গী ডাল বরাবর! বাইরের বড়ো বড়ো লোক কাদের দেখলে?
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০৯ | 168.26.215.13
  • শৈবাল বিষ্ণু
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০৮ | 151.141.84.194
  • শইবাল বিষ্‌ণু কে?
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০৭ | 151.141.84.194
  • আরে কেলো নিজমুখে নিজরূপ বন্ননা কল্লো নাকি? এতো দেখি কেলো করেছে! ঃ-)
  • achintyarup | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০৬ | 59.93.246.214
  • বড় বড় বলতে... আজগে দেখেছি কাব্লিদাকে, সুমেরুকে, মামু আর স্যানকে
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০৫ | 151.141.84.194
  • রাবড়ি আর ফুলকো লুচির ব্যাপারে শিব্রাম অনেক কথা বলে গেছেন, সেসব আর না বলাই ভালো। তবে উনি মুগডালভাজা সম্পর্কে কিছু বলেছেন কিনা জানা যায় না। ঃ-)
  • pi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০৫ | 59.93.193.245
  • ঋতব্রতবাবুর লেখাটি পড়তে পারলাম না। তবে , আজ ই মেলায় একটা অভিযোগ শুনে এলাম। সিপিএম এর কেউ লেখা পাঠালে সে লেখা নাকি কখনো বের করা হয়্‌না। উদাহরণ জানতে চাইলে বল্লেন, শইবাল বিষ্‌নুর লেখা বের করা হয়নি। যখন বলা হল, সে লেখা তো সাইটেই আছে, তখন ও ঠিক বিশ্বাস করতে পারলেন বলে মনে হল না ঃ)
  • achintyarup | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০৪ | 59.93.246.214
  • ঐ যে, নিজেই তো বল্ল। রূপবর্ণনা পড়ে মনে হল খানিকটা ব্ল্যাক অ্যাণ্ড হোয়াইট ছবির নেগেটিভের মত দেখতে হবে।
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০৪ | 151.141.84.194
  • হেই অচিন্ত্য, মেলার মাঠে বড়ো বড়ো কাদের দেখলে? একবার এক মঞ্চে আমরা হোমড়াচোমড়া লেখকদের দেখেছিলাম। ঃ-)
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০২ | 151.141.84.194
  • এই তো পাই রে পাইসি! পাই, কেলো কেমন দেখতে?
  • achintyarup | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০২ | 59.93.246.214
  • মুসুরডালভাজাও কিন্তু খুব একটা মন্দ লাগেনা খেতে। ট্রাই করে দেখেছি। সামান্য নুন-লেবুর রস দিয়ে নিলে বেশ চমৎকারই বলা যায়।
  • sayan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০২:৫২ | 59.164.96.211
  • * মুগডালভাজা
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত