এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫৬ | 168.26.215.13
  • তিল ঘাবড়ায়েন না। এট্টু কষ্ট হবে, কিন্তু তেমন কিছু না, বোস্টন ঠান্ডা, হাওয়া দেয়, সবই সত্যি কিন্তু প্রথম সাতদিন পরে সব সয়ে যাবে। আর যাতায়াতের জন্য মেট্রো আছে তো। হার্ভাড স্কোয়ার খুব সুন্দর জায়গা, বিদেশির গীটারে রাজকাপুর শুনবেন, পয়সা দিয়ে দাবা খেলবেন। আবার খারাপ খেললে পয়সা দিলেও খেলতে নেয় না। তাই সাবধানে।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫৩ | 168.26.215.13
  • অন্য চন্দ্রিল।
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫২ | 112.133.206.2
  • কী চালাব? কোনটা চালাচ্ছিলাম?

    (ব্যাং ম্যাসিভ ছড়িয়ে এখন অ্যাগ্রেসিভলি খেলছেন)
  • til | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫১ | 220.253.65.196
  • কাবলিদা,
    আরও এমনি কিছু ফ্রী জ্ঞান থাকলে দিন , প্লীজ। সত্যি বলতে খুব ভয়ে ভয়ে আছি। আমার বিবি বছর দুয়েক আগে অবশ্য কন্যাসহ ঘুরে এসেছে অ্যাজ এ প্রাইভেট সিটিজেন, অথচ আমি বেশ টেনশনে আছি। ব্যাটা অফিসের সিকিউরিটির লোকেরা এমন ভয় পাইয়ে দিয়েছে যে কি বলবো! লম্বা কয়েকপাতা সারমন।

    আমি তাহলে অ্যাঙ্কল হাই স্নীকার নিয়েই যাবো বাট হাউ হাই ইজ high?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৬ | 122.172.165.228
  • তবে তুই চালিয়ে যেতে পারিস, বেশ লাগছিল।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৫ | 122.172.165.228
  • এখন কোথায় শোনা যাচ্ছে, জানি না। তারানন্দ চালিয়ে রাখ, ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তো। রাতের দিকেও রিটেলিকাস্ট করে।
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৩ | 112.133.206.2
  • ওকে। ঐটা গেস করলাম।
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪২ | 112.133.206.2
  • চোন্দিলের বক্তব্য কোথায় শোনা যাচ্ছে?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪২ | 122.172.165.228
  • না হে অপ্পন। এবারে তুমি ছড়িয়েছ। (৮ঃ৩৮ এর প্রথম বাক্য)।
    তবে তুই আর ওমি ঠিকই বলেছিস, ৮৬তে বেরোত আমেলায়।
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৯ | 112.133.206.2
  • আমি না কেসির .৯৫-এর ফান্ডাটা ধরতে পারলাম না। পুরো সেটের মান ১ হলে .৯৫ তো ৯৫%-ই হয়!!
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৮ | 112.133.206.2
  • তার মানে ব্যাং ৮৬ সালে আমেলাতে নীলুবাবুর ক্যুইজের কলাম ফলো করতেন। সেই সময় লোহিত সাগরের হাঙর শেষ হয়ে তিব্বতে টিনটিন শুরু হয়েছিল।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৬ | 122.172.7.214
  • বোঝাই যাচ্ছে, তার মানে তোরা সবাই ৫।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৫ | 168.26.215.13
  • কমরেড অপ্পন ঠিক কয়েছে।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৪ | 122.172.7.214
  • অপ্পন, চেকিয়ে বলবো বছরটা।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৩ | 122.172.7.214
  • জন পল টু
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩২ | 122.252.231.10
  • ব্যাং যে কী বলে! ৮৫ না ৮৬ সাল থেকে নীল ও'ব্রায়েনের ক্যুইজ আনন্দমেলায় বেরোত।

    একটা ক্যুইজ এখনো মনে আছে। কোন বিখ্যাত বিদেশী কলকাতায় পল্টুদা নামে পরিচিত হয়েছিলেন?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩০ | 122.172.7.214
  • তবে হ্যাঁ, উনিশ শতকের মতন অত পুরনো কোলকাতা অবিশ্যি না।
  • til | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩০ | 220.253.65.196
  • এই O'Connor, O'Brien' ইত্যাদি হলো son of typer , টিপিক্যাল আইরিশ। Fitzigibbon= son of ... এইভাবে এইসব পদবী এসেছে। উদাঃ Nicholson

    আবু বিন আদম, আবুর পুত্র আদম।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:২৯ | 122.172.7.214
  • ডিডিদা, আছ? পুরনো কোলকাতার কথা বলছিলে না! আমার কাছে ডেসমন্ড ডয়েগের একটা দারুণ বই আছে। ছবিগুলো ফাটাফাটি। দেখেছো বইটা?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:২৬ | 122.172.7.214
  • তিন পোলা। ডেরেক, অ্যান্ডি, ব্যারি।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:২০ | 168.26.215.13
  • ডেরেক হল নীলের পোলা। ও'ব্রায়েনের ওর মানে কি? জানি না তো, যেমন ভট্টাচার্য্যর ভএর মানে, ব্যানার্জ্জীর ব্যাএর মানে, কিসুই জানি না। আমার কি নরকেও ঠাঁই হবে?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:২০ | 122.172.7.214
  • পুরনো আনন্দমেলা মানে কত পুরনো আনন্দমেলা? ৯০এর আগে থাকতো না, যদ্দূর মনে পড়ে। থাকতো রোব্বারের টেলিগ্রাফ ম্যাগাজিনে। এক দিকে রথীন মিত্রর কোলকাতা, আরেক দিকে নিল ও ব্রায়েনের কুইজ। সব কটা কাটিং আজও রাখা আছে।
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:১৪ | 151.141.84.194
  • জীবনে পর্ণব শুনি নি, তবে অর্ণব শুনেছি হরদম। ঃ-)
    পুরানো আনন্দমেলায় একটা পাতা থাকতো কুইজের, তাতে নাম থাকতো নীল ও ব্রায়েনের।
    সেখান থেকে এক বাঙাল কুইজদাদা জিগিয়েছিলো এই ও টা কী? নীল ও ব্রায়েনের এই ও টা কী অর্থ বহন করে?
    কেউ জানে/জানেন??

    ঃ-)
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:১৩ | 168.26.215.13
  • বিয়ের পরে তো হবেই, সেটাও অনিবার্য। এই নিয়ে চন্দ্রিল কিছু বলে নি?
  • omi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:১২ | 151.141.84.194
  • বড়াই যখন ইন্দো ছিলো তখন সে রেলকলোনির ভাগ্নে হিসাবে তাকে চিনতো। ঃ-)
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:১২ | 122.172.7.214
  • মুড অফ হলে বুঝি আমাকে বকুনি দিলেই মুড ভালো হয়ে যায়! ঃ-(
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:১০ | 122.172.7.214
  • হ্যাঁ করত।
  • kd | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৯ | 59.93.168.138
  • মুড পুরো অফ। ঃ-(

    ও হ্যাঁ, মোবাইল আবার অ্যাকটিভ।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৮ | 122.172.7.214
  • আর তোর গানের ওপারে পুউরো হেজিয়ে গেছে। অমন জোরজবরদস্তি বাড়িতে ঢুকে পড়ে, বিছানায় উঠে, গায়ে পড়ে মশারি তুললে আর প্রেমের কী বাকি থাকে! এখন কেমন ভাইবোনের খুনসুটিমার্কা ব্যাপার হয়ে গেছে।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৮ | 168.26.215.13
  • চন্দ্রিল কি কলেজে ডিবেট করত? আমাদের কলেজের শৌর্যও ভালো ডিবেট করত।
  • kd | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৬ | 59.93.168.138
  • ব্যাঙ, তুমি ভুল করে সরি না বলে ভুল করেছো, তাই বলে অচিন্ত্য ভুল করে সরি না বল্লে ভুল হবে না? কেনো?

    Two wrongs don't make it right, but three lefts do. ঃ-)
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৫ | 122.172.7.214
  • আকা, চন্দ্রিল পরিবর্তন নিয়ে প্রচুর জ্ঞান দিল, কেন উহা অনিবার্য। পুরো কলেজলাইফের ডিবেটের ফর্মে ছিল আজ। ইউটিউবে পেয়ে যাবি মনে হয়।
  • Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:০১ | 97.81.82.161
  • অচিন্ত্যদা, তৃতীয়টিই বেশ ঝুল লেগেছিল আমার। চতুর্থটা কেমন?

    আসলে ভালো লেগেছিল প্রথমটাই সবচেয়ে বেশি - তারপর থেকে অনেককিছুই একই রকম। ঐ কিছু বই আছে খুব ভালো কিন্তু সেগুলো পাতলা বই পড়তেই বেশি মজা।

    আরেকটা খবর দিই - ঐ সিগনেট প্রেসের বইগুলো আবার একই রূপে বাজারে আসছে। শুধু ঐ বইগুলোই পড়তে হলে ধুমসো রচনাবলী কেনার মানে হয় না। (অলরেডি পদীপিসি আর হলদে পাখির পালক লালমাটি ভালো প্রোডাকশন বার করেছে)
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২০:০০ | 168.26.215.13
  • তাইলে জিএনও দেখ ওটা এখন বারানা কিলো।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫৮ | 122.172.7.214
  • আটানা কিলো।

    (এমন কোশ্নোর এম্নি উত্তরই হয়)
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫৬ | 168.26.215.13
  • ১৯ খানা গ্রুপ করলেই কি আর ৫ হওয়া যায় রে দাদা। সে অনেক গপ্পো, চন্দ্রিল কি বলল শুনি?
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫৪ | 168.26.215.13
  • চন্দ্রিল কি দিল?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৭ | 122.172.7.214
  • যাই হোক, চতুর্থ খণ্ডে কী কী আছে?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৩ | 122.172.7.214
  • আরে কি মুশকিল! এতে আবার সরি বলার কি আছে? আমিও তো এতদিন গুচর লোকজনকে বলে এসেছি হেমেন্দ্রকুমার নাকি আঠেরো খণ্ড অব্দি পাওয়া যায়। কিন্তু ব্রতীন তো এই সেদিন তেইশ খণ্ড অব্দি কিনে এনে আমার মুখে ঝামা ঘষে দিয়েছে। আমি কি সেজন্য ব্রতীনকে সরি বলতে গেছি!
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪০ | 122.172.7.214
  • চন্দ্রিল কী দিল রে ভাই!
  • achintyarup | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪০ | 121.241.214.38
  • @ ব্যাঙঃ আসলে আমার একটা বড়সড় সরি বলার আছে। এই যেসেদিন কাব্লিদার বাড়িতে এত তক্ক কল্লুম যে লালমাটি লীম চতুর্থ খণ্ড অনেকদিন বের করেছে, আমি গত মেলায় কিনেছি, সেইটে একেবারে ডাহা ভুল। সে বই বেরিয়েছে এতদিনে। সেটি কিনলুম কালকে। গতবার যেটা কিনেছি সে হল তৃতীয় খণ্ড। তুমিও তাই বলেছিলে।
  • kc | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩৮ | 89.203.49.18
  • কে ৯৫? আজ্জোর পছন্দের ধাঁধা গুলো দেখলে কি ওকে ৯৫এর দলে রাখা যায়? আর বাকি যাঁরা ৯৫-৯৫ বলে ফাল পাইর‌্যাসেন তাঁদের পছন্দের বইএর তালিকা দেখলে তাঁদের অনায়াসে ০.৯৫ এর তালিকায় রাখা যায়। এর পরেও যেনারা বাকি থাকবেন তাঁরাতো উইন্ডোজ ব্যাপারটাই মায়া করে কি যেন বলে ম্যাক, ওপেনসোর্স এসব করেন। (অরিজিৎ খচে যেওনা)। ৯৫ কে আছেন হাত্তুলুন।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:২৮ | 122.172.7.214
  • কী হল, আমাকে খোঁজাখুঁজি কেন? তারানন্দে যেই না এট্টু চন্দ্রিলের বক্তব্য শুনতে বসেছি, অম্নি ডাকাডাকি! কী হয়েছে?
  • achintyarup | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:২৫ | 121.241.214.38
  • এই ৯৫ আমরা যারা আছি, তারা ১৯ টা দলে ভাগ হয়ে গেলে হয় না?
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:১০ | 168.26.215.13
  • আমার আর ইহজন্মে ৫ হওয়া হল না, আমি সেই ৯৫ এর দলে থেকে গেলাম। আমি পর্ণবকে চিনি না, কোনদিন নামও শুনি নি। কিন্তু আমি সিদ্ধার্থ বসুকে চিনি, ডেরেক ওব্রায়েনকে চিনি, আমি রবি শংকর এবং নাথ দুজনকেই চিনি। কুইজ বলতে বুঝি আলফা প্লাস। কিন্তু তাও কি আর ৫ এর দলে জায়গা হবে?
  • achintyarup | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৪৫ | 121.241.214.38
  • ব্যাঙ কি এখনো মার্কেটে আছ?
  • kd | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৩০ | 59.93.168.138
  • তিল, খবরদার স্নো-বুট নিও না। স্নো পড়লে পড়বে, আছাড় খাওয়ার হ'লে স্নো-বুট পরেও খাবে (ব্যাপারটা হ'লো, স্নোতে কেউ আছাড় খায় না, আইসে খায়; আর ওটা আইস-বুট নয়)। বরং তোমার এমনি বুটটাকে বাঁচানোর জন্যে একজোড়া স্লিপ-কভার (জুতোর কন্ডম) নিয়ে যাও - স্নোতে বেরুবার আগে ওইটে জুতোর ওপর পরে নাও, জুতোও বাঁচবে, আছাড় খাওয়া থেকে একটু প্রটেকশনও দেবে।

    আর একটা কথা, দরকার শেষ হ'লেই ও'দুটো খুলে সঙ্গের ব্রীফকেসে (বা ঐ জাতীয়) নিয়ে নিও। আপিসে ওই পরে ঘোরা ভালো দেখায় না (আর ওখানকার লোক এতো ভদ্র যে তোমায় কিছু বলবেও না) - এম্নিতেও ওটা সবসময় জুতোতে লাগানো থাকলে জুতোর চামড়ায় কেমন দাগ হয়ে যায়, সেটাও ভালো না।

    সাবধান, ear-muff আর ভালো গ্লাভ্‌স মাস্ট (ড্রাইভিং গ্লাভ্‌স না)। শিকাগোকে উইন্ডি-সিটি বল্লেও বস্টন উইন্ডিয়েস্ট।
    উলেন মোজার থেকে নাইলন মোজা স্নোতে বেটার - ভিজলে তাড়াতাড়ি শুখোয়।
    অ্যাংক্‌ল-হাই নন-লেদার সোল জুতো বরফে কম্ফর্টেব্‌ল।

    চান্স পেয়ে কেমন জ্ঞান দিলুম!
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১৫ | 121.241.98.225
  • লড়াই থামিয়ে সবাই বইমেলায় গেল?
    বাংলা লেখার নতুন কলটা ক্লিকালে দেখি একটা ফাঁকা পেজ খোলে। ঐটে কি ওরমই? নাকি আড়ালে অন্য খেল আছে?
  • kumudini | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৭ | 59.178.156.27
  • মা হল্লা কুরু-ফাটাফাটি!!
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৩ | 59.163.30.4
  • :)))))

    সায়ন, হুতো, শিবুদা -- দারুণ!!

    দমদি কি ধইন্যাপাতার বাগান করেচো এই শীতকালে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত