এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৬ | 122.162.233.165
  • সেদিন দুজনের শেষের দিকে ""বিরহের ভার"'বইতে বলেচে,তাচ্চেয়ে ""প্রেমের জোয়ারে,ভাসাব দোঁহারে"" টা হোক।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৬ | 122.172.5.65
  • নীনাদি, ঘড়িটা আজও বন্ধ হয়েই আছে বাড়িতেও।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৫ | 64.56.33.254
  • আচ্ছা ঘড়িতো বন্ধই থাকে দোকানে --বাড়ী এনেই তো চালু করে রে বাবা নইলে তো ব্যাটারির দফা গয়া---অবশ্য প্রতীকটাই বেশি ভাল---তোমাতে আমাতে মুখোমুখি তাই সময় গেছে থেমে
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৪ | 173.163.204.9
  • নীনাদি, শালা না, অন্য কেস। পোস্টোটা ভালো করে দ্যাহো। ;-)

    ব্ল্যাংকি সিকিমে একটা বাড়ি কিনে এলেই পারে। চাই কি ওখেন থেকেই চাগ্রি করতে পারে। পারে না?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৩ | 122.172.5.65
  • সেই কাঁচকলাভাজাগুলো আজও টাপারওয়ারের কৌটোয় ভরে রাখা আছে উপরের তাকে। এইটা কেন আনা হল জিজ্ঞেস করায় উত্তর পেয়েছিলাম,ওখানকার লোকাল একজন সহকর্মীকে নাকি শুধোনো হয়েছিল ঐ জায়গার সিগনেচার আইটেম কী! সে তখন বিশেষ দোকানের বিশেষ ফ্লেভারের একটি খাদ্যবস্তুর নাম করেছিলো। ঠিকানাও বলে দিয়েছিলো। দোকানে গিয়ে সেই শব্দ উচ্চারণ করায় দোকানদার ঐ প্যাকেট দিয়েছিলো।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৩ | 64.56.33.254
  • বুনু তোর আগের লেখাটাও কি শেষ করেছিলি সর্ষেতে??
    তখনতো চশমা ভাঙেনি
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১২ | 122.162.233.165
  • কাঁচকলাভাজা অনেকেই আনে তো,আমার কাছে বন্ধ ঘড়িটা অসাধারণ লাগল।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১১ | 64.56.33.254
  • ইয়েস! ওমির তুলনাটা আমার দারুণ লেগেছে--দোলনা হবে দুটো--আর গান হবে সেদিন দুজনে ----এই না হলে কবি
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১০ | 59.93.207.198
  • অবোধ বালখিল্যগনকে তো তাও আমি বলিনি যে আমি কদিন সিকিম ঘুরতে গেছিলুম। রিংচেংপঁগ
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৯ | 64.56.33.254
  • @টিম্ভাই--বস কে শালা বল্ল--বেশ কল্ল--এক নম্বরের --ছুঁচো----নেই কাজ তো খই ভাজ, ব্যাটার--আমি কি কচ্চি দেখে কি করবি রে তুই ব্যাটা--খুব রেগে গেছি---সব তো সেই ঠেলে দিবি আমার মাথায়---
  • omi | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৯ | 151.141.84.194
  • সবচেয়ে ইউনিক হলো কাঁচকলাভাজার প্যাকেট। ঃ-)
  • omi | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৭ | 151.141.84.194
  • আবার দোলনাও হয়। ঃ-)
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৭ | 122.162.233.165
  • বিয়ে না হওয়া,ও বাসের পেছনে দৌড়োনোর মদ্যে কি কোনো যোগসূত্র আছে?
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৬ | 168.26.215.13
  • কিন্তুক দুই প্রান্তই একই খুঁটিতে বাঁধা থাকলে তার আগে তো জোগ ব্যয়াম শিখতে হবে। হ্যাঁ ব্যাঙ বিভীষণ যোগা জানে তো।
  • omi | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৬ | 151.141.84.194
  • আহা ডাক্তারদের সিম্বলে থাকে না দুখানা দড়ি হেলিক্সের মতন পেঁচিয়ে গেছে? সেরকম। ঃ-)
  • sayan | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৫ | 59.164.96.211
  • অথবা "বিশেষ বিশেষ পরিস্থিতিতে এই দড়ি, খাটের পায়া আর তোমার পা - এদের তিনের সমন্বয় ঘটাবো' - এই থ্রেট!
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৪ | 64.56.33.254
  • দুটো দড়ি মানে চারটে খুঁটি--নাঃ শক্ত অঙ্ক--কজন বাঁধা--আমি ঘেঁটে ঘ
  • omi | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৪ | 151.141.84.194
  • "বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয়/ সহস্রবন্ধনমাঝে মহাননন্দময় লভিব মুক্তির স্বাদ"---ওগো মোর বেত্রদন্ডহাতে বেত্রবতী। ঃ-)
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৪ | 173.163.204.9
  • নীনাদি এইটা কি বল্লো?
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৩ | 122.162.233.165
  • না,আমার মনে হয় দড়ি দিয়ে উনি বলতে চেয়েছেন,আমাদের প্রেম থাকবে এইরকম টানটান,দুই প্রান্ত খুঁটিতে বাঁধা।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০২ | 173.163.204.9
  • ক্যানো? বাঁধন মজবুত করতে? ;-)
  • omi | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০২ | 151.141.84.194
  • আরে আকা, তুমি তো দার্শনিক, দড়ির সিম্বল বুইতে পাচ্ছো না???? (চিন্তাক্লিষ্ট ইমো)
  • omi | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০০ | 151.141.84.194
  • বাসের পিছনে দৌড় আর বসের পিছনে দৌড়---এই দুটোই খুব ইসে। ঃ-)
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০০ | 168.26.215.13
  • কিন্তু দড়ির প্রতীকটা কি? একটু ধরতাই দিলেই হবে।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৯ | 173.163.204.9
  • ডিডিদার কিচাইনে মশলার গল্পটা থাকতে পারে।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৯ | 64.56.33.254
  • ঠিক ঠিক কুমু--ছেলেমানুষ মেয়েটা তো তাই বুইতে পাচ্চেনা---গিফ্‌টগুলির প্রতীক;-)

    আর আমার হতচ্ছাড়া মোতা বসটা কি বুঝছে কে জানে থেকে থেকেই ঘরে এসে কতক বোকা বোকা পোশ্নো কচ্চে--শা----এইজন্যেই গালি দিতে অয়--একটু গপ্প করার জো নেই গা
  • omi | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৮ | 151.141.84.194
  • "একটি নিমেষ দাঁড়ালো সরণী জুড়ে/ থামিল কালের চিরচঞ্চল গতি।"
    ওগো মোর শাশ্বতী।
    ঃ-)
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৮ | 122.162.233.165
  • বাসের পেছনে দৌড়ে মানুষ পা ভেঙ্গে থাকে,কোমর ভাঙ্গলেও ঠিক আছে,কিন্তু চশমা?
  • sayan | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৮ | 59.164.96.211
  • ওরে তাই তো! সরস্বতীপূজোয় বিএনবি'র স্টলে। ভারি মিশটেক হো গয়া!
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৭ | 168.26.215.13
  • গুরু থেকে যখন বেতাল আর বিক্রমাদিত্য চটি বেরবে তখন এই গিফটগুলোর গল্প অবশ্যই থাকবে।
  • omi | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৬ | 151.141.84.194
  • মানে সময় হেরে যাবে, তোমারে পাবো যখন---বন্ধ ঘড়ি এর প্রতীক। ঃ-)
    আর দড়ি হলো চিরবন্ধনের, যারে আমোগো দাড়িদাদু কইতেন "সহস্রবন্ধনমাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। -ঃ-)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৬ | 122.172.5.65
  • আকা প্রশ্নটা কাকে করেছিল?
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৫ | 64.56.33.254
  • আচ্ছা তুই যে অমন একটা সুন্দর নামের মানুষকে বিভীষণ করে দিয়েছিস? কেয়ং কবিতার মতন নাম, আহা ---আর তার কিনা মুখে মুখে বিভীষণ --ধ্যুস!
    ঐ আকার ক্যুইজটার কি হল?
    বুনু তুই এবার একটা বে কর--চশমা নেই যখন বউ পেতে মানে পচন্দ কত্তে সুবিধে
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৪ | 122.162.233.165
  • নীনা,দুটো দড়ি তো ঠিক-ই আছে।একটা ছিঁড়ে গেলে অন্যটা দিয়ে কাজ চলবে,নইলে আবার কাজকম্মো ফেলে হংকং দৌড়োতে হতো।আর ঐ মশলা দিয়ে মাছের ঝোল রেঁধে কাঁচকলাভাজা ছড়িয়ে দিতে হবে।
  • omi | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৪ | 151.141.84.194
  • এই গিফটগুলো সব প্রতীকি। ঃ-)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৪ | 122.172.5.65
  • বন্ধ ঘড়িটা বিয়ের ঠিক আগে এসেছিলো।
  • omi | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৩ | 151.141.84.194
  • উফ্‌ফ, কী রোমান্টিক! ব্যাঙের সত্যি খুব ইউনিক মানুষ জুটেছে কপালে। ঃ-)
    (আজ আমি নী পা হবো ভাবছিলাম, কিন্তু এই মশলা প্যাকেট দড়ি বন্ধ ঘড়ি শুনে আর পাল্লাম না। ঃ-))
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৩ | 122.172.5.65
  • সায়ন, গতবছর ফেব্রুয়ারি মাসে করলি তো। ভুলে গেলি এর মধ্যে?
  • sayan | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫২ | 59.164.96.211
  • হুঁ, বেশ ইনোভেটিভ। বিভীষন্দার সঙ্গে আলাপ করার ইচ্ছে রইল।

    নীনাদি', ডেলটার একটা টিকিট ব্লক করা হয়েছে। কিন্তু অতক্ষণ ওয়েট পোষাবে না। ট্রেনটাই ঠিক করি তাহলে। তোমাকে ফোং করব পরে।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫০ | 122.172.5.65
  • হ্যাঁ কুমু তিনি বেজায় গম্ভীর এবং স্থিতিশীল। একবার বেজায় ঝগড়া হচ্ছিলো। ঝগড়া মানে আমি চেঁচাচ্ছিলুম, আর তিনি টিভির সাউন্ড মিউট করে দিয়ে সিএনবিসি দেখে যাচ্ছিলেন। আমি রেগেমেগে টিভি অফ করে দিলাম। তিনি খুব গম্ভীরভাবে বললেন, ""আমি সারাদিন কালো স্ক্রীনের দিকে তাকিয়েও বসে থাকতে পারি।''
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৭ | 122.162.233.165
  • হি হি ব্যাঙ,তুমি কি সব লিখে রেখেচ?তোমার বরকে দেখতে কিন্তু বেশ গম্ভীর,স্থিতিপ্রজ্ঞ টাইপ।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৫ | 173.163.204.9
  • ব্যাঙদি এই অসামান্য গিফ্‌টগুলোকে কেমং খিল্লি করছে। প্রত্যেকটাই ইউনিক গিফ্‌ট। এর মর্ম একমাত্র কবিরাই বুঝবে। বিভীষন্দার মত লোকই হয়না।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৫ | 168.26.215.13
  • কিন্তু চশমাটা ভাঙল কেনো কেউ জানে? অমি জানি বাসের পেছনে দৌড়তে দৌড়তে। তাও এই বয়সে কোমড় আছে এই ঢের।
  • sayan | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৪ | 59.164.96.211
  • বুনু'র মনে হয় একটা লেন্সযোগ চলছে! প্রথমে ক্যামেরার তারপরে চম্মার। কাকে দেখেছে কে জানে!
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪২ | 122.172.5.65
  • কুমু, ঃ-)))
    আম্রিগা থেকে একবার এসেছিলো মাছ রান্নার জন্য বাংলায় রাঁধুনী লেখা দুই প্যাকেট মশলা। আর আরেকবার এসেছিলো একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪২ | 173.163.204.9
  • অ্যাজ ইফ চশমা পল্লেই রাতের এই সময়টা তুই সব দেখতে পাস!
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪১ | 59.93.207.198
  • আজকাল আমার বয়স আর মাপা যাচ্ছে না
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪০ | 59.93.207.198
  • বিন্দাস আছি নীনা দি। খালি চশমা ভেঙে যাওয়াতে সব ঝাপসা।
  • sayan | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪০ | 59.164.96.211
  • সিকি, আমি বেশ ভারিমত। বলগা হরিণের মত হালকা প্রাণী টান্তে পারবে না। ম্যামথ চাই। আছে?
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪০ | 64.56.33.254
  • ওরে ব্যাং, বলিস কি --দুটো দড়ি কেন? তুই কি জামাকাপড় ঠিক করে শোকাসনা??
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত