এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২১:১১ | 59.164.96.211
  • আকাদা, দাঁত ইন্স্যুওর করা আছে তো? ঃ-D
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২১:১১ | 173.163.204.9
  • আজ্জোদা সেই পুরাতন ""পাত্রাধার তৈল, না তৈলাধার পাত্র"" নামক তক্কোটা তুলে দিলো।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২১:১০ | 173.163.204.9
  • ঃ-)
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫৩ | 168.26.215.13
  • শাড়ীর চেনার ব্যপারে আমার একেবারে ন্যাচারাল ট্যালেন্ট, ভালো শাড়ী পরে কোন মহিলাকে দেখলেই বুঝতে পারি। চোখটাই আসল, বাকি কেনাকাটা এসব তো ব্যবসায়িক অপারেশন, ও সবাই পারে।
  • siki | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৫ | 122.162.75.109
  • আর আমি যে চেন্নাই থেকে চার চারখানা কাঞ্জীভরম কিনে আনলাম, আর বউ যে তার প্রত্যেকটাই পচুন্দো করেছে, তার বেলা?
  • achintyarup | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২০:১০ | 121.241.214.38
  • গীতাঞ্জলি ফণ্ট কোত্থেকে পাওয়া যায় কেউ একটু জানাবেন?
  • Abhyu | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৮:২৬ | 97.81.82.161
  • তিলদা, বস্টন তো বরফে ডুবুডুবু? বেশ করে গরম জামা আনছেন তো?
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৮ | 121.244.209.245
  • শাড়ী তো ধুতির মত করে পরা যায়।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৮ | 203.197.30.2
  • মিস্টার কুমুর ঘাম হলে কুমুর আঁচল আচে কি কত্তে :)) কি রোম্যান্টিক!! ভাবা যায় না!

    কুমুর ছেলে বিয়েতে শাড়ী পড়বে? না বৌমা? :))
  • til | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৫ | 220.253.65.196
  • আরে কুমুদিদিমণি,
    কি যে কন। পেলেন ভাড়া? ধ্যুস, ভাবী/ বৌদিদের অনেক দরাদরির পরও এক পিঠের ভাড়া যদি না বাঁয়ে রাখতে পারলাম তবে বৃথাই এই মনুষ্যজন্ম!

    দে'দি, ক্লীয়ার হলোনি, কোন ব্যাঙ, ব্যাঙ্গালোরের না CERN এর?
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৩ | 59.178.144.241
  • কাজু,এ আবার ক্যামোন কতা?আমি,এই আমি রয়েচি কি কত্তে?A to Z সব কিনে হাতের গোড়ায় সাজিয়ে দেবার জন্নেই না!
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫০ | 59.178.144.241
  • ব্রতীন,আমার ছেলের বিয়ের শাড়ী কিনতে তোমায় নিয়ে যাব।তিলস্যারের পেলেন ফেয়ার তো সাধ্যের বাইরে,নইলে ওঁরেও নিতুম।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৯ | 121.244.209.245
  • সেকি ! ঘামটাম হলে মোছেন কিসে?
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৩ | 59.178.144.241
  • আর আমার কত্তা জীবনে এট্টা রুমাল অব্দি না কিনে চালিয়ে দিলো।ভাবা যায় না,আবারো --ভাবা যায় না।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪১ | 59.163.30.3
  • তিলুবাবু -- ঐ ব্যাঙই জানি!:))
    স্টাম্পেডের ভয় আমার যেকোন মন্দিরে গেলেই হয় -- ঐ ভয়ে আমি দূরেই থাকি!

    ব্রতীন, সত্যি টুপি খুল্লাম!
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৯ | 122.248.183.1
  • ও হো!! আমি সবে নাম করতে শুরু করেছি বোন রা,মা,কাকীমা রা, শ্বশুর বাড়ি অবধি সবে খ্যাতি ছড়িয়েছে
    ঃ-))
  • til | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৬ | 220.253.65.196
  • ব্রতীন, মেরে সাথ টেক্কা নেহি লেনেকা। বউ এর শাড়ী তো বটেই বৌদি ও ভাবীমহলে আমার শাড়ী পছন্দের নাম আছে। এক পিঠের প্লেন ভাড়া ওনারাই দিয়ে থাকেন!
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৪ | 59.178.144.241
  • ভাবা যায় না,সত্যি ভাবা যায় না।ব্রতীনটা যে কি সুইট।
  • til | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৪ | 220.253.65.196
  • আরে কুমু দিদিমণি,
    বইমেলায় আমি জীবনে যাইনি। থাকলেও যেতাম না, আমার বড় ভয় stampede এর। তিরুপতির লাইনেও একই ভয় করছিল, অবশ্য সেটা , ভোর সাড়ে চারটে নাগাদ, ফাঁকা তবুও আমি সর্বদা রেলিঙের গা ঘেঁসে।
    দে'দির বিনয় সর্বজনবিদিত, উনি সব জানেন, বিগ ব্যাঙ থেকে ভাটের ব্যাঙ অবধি।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৯ | 122.248.183.1
  • তবে আর বলছি কি ? বৌ র সব শাড়ী আমি কিনি। অনেক ক্ষেত্রে বৌ সঙ্গে ও যায় না। এত টই কনফিডেন্স লেবেল ঃ-))
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৩ | 203.199.33.2
  • স্কুইডভাজা কি স্কুইড রিং?

    ব্রতীন অ্যাতো শাড়ী চেনো?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৯ | 122.172.5.65
  • কুমু, চিন্তা কোরো না। কেসি বললেই আমি ৫ হয়ে গেলাম নাকি? আমি প্রায়ই ডেভিড ধাওয়ান-গোবিন্দার সিনেমা দেখে থাকি। কেসি গোবিন্দার কোনো একটা সিনেমাও আগাগোড়া বসে থেকে দেখে দেখাক তো!
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৪ | 122.172.5.65
  • কেসির কেসটা কী? এরম ভুলভাল বকার মানেটা কী? আমি শুধু সমুদ্রের ধারে কেন, মহেশ লাঞ্চ হোমে বসেও এক কালে প্রায় রোজই স্কুইডভাজা খেয়ে থাকতাম। আজকাল মহেশ লাঞ্চ হোমটা বাড়ি থেকে বড্ড দূর পড়ে বলে আর যাওয়া হয় না। শুধু সমুদ্রের ধারে ঝুপসে বসে স্কুইডভাজা খেলেই ৫ হয়ে যেতে হয়!!
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৩ | 59.178.128.252
  • আমি পাতি ৯৫,কোনো-ই সন্দ নাই আর।ঐ অর্গ্যান্ডী,তাঁত ইত্যাদি আমি সর্বদা এড়িয়ে চলি।একেই ৯০ কেজি,তার ওপর ঐ সব পরলে কোন মুখে(চেহারায়) লোকজনের সামনে দাঁড়াব?
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৩ | 59.163.30.3
  • বাপরে! কেসিভায়া আমাকে মাইনরিটি তে ঠেলার জব্বর তালে আছো দেখছি!
    তোমার শাস্ত্রীয় সঙ্গীতের আর অতো সাহিত্যের
    নলেজ -- তালে তুমিও যাও ঐ পাঁচে!

    রিসেন্টলি বম্বেতে ইন্ডো-অক্সিডেন্টাল সিম্বায়োসিসের প্রোগ্রাম হলো -- তিনদিন ধরে চাঁদের হাট , কে নেই - কিশোরি আমোনকর, পরভিন সুলতানা থেকে শুরু করে পন্ডিত অজয় চক্রবর্তী, উস্তাদ রশিদ খান, রাজন মিশ্র-সাজন মিশ্র, কুমার বোস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ভীষ্মমোহন দেব, কৌশিকি দেশিকান --আরো অনেকে। খুব ভালো লাগলো সারাদিন ধরে! কৌশিকির গান সামনে বসে এই প্রথম শুনলাম। অসম্ভব ভালো গাইছে!! নতুন প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রতিভাবান সম্ভবত:
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৫ | 122.248.183.1
  • গরম কালে যে গুলো পরে ঐ অরগান্ডী ইত্যাদি ইত্যাদি। তবে ঢাকাই শাড়ী হলে ই বা মন্দ কি? সেই যে ' হঠাৎ দেখা' তে...
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৯ | 59.178.128.252
  • আর ব্রতীনের কথা শুনে আশ্চয্য হয়ে গেলুম।সুতীর শাড়ী?তার্চেয়ে অ্যাদ্দিনে ভালো ভালো সিল্কের শাড়ী (তসর ইঃ)দেখাতে পার্ত্তো না!
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১০ | 59.178.128.252
  • আমি,আমি রয়েচি না!৯৫%এর ঘর আলো করে শোভা পাচ্ছি।
    ব্যাঙ,কি নিতান্তই যেতে চাও?
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৬ | 121.241.98.225
  • শেষ পর্যন্ত কয়জন ৯৫ এ থাকে এইটেই দেখার
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৪ | 122.248.183.1
  • আহা এক্ষুনি আশা ছেড়ো না। এই বার গরম কালে পরার সুতি র শাড়ী দেখাবে ভালো ভালো!!
  • kc | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৩ | 194.126.37.76
  • ব্যাঙদেবীর কেসটা প্রায় হয়ে গেছিল, কিন্তু ব্যাঙদেবী ওব্রায়েনের টিমে ক্যুইজ করত এককালে, আর সমুদ্রের ধারে বসে স্কুইড ভাজাও খায়, যেটার নাম কিনা ৯৫% এর ১%ও জানেনা। ও হ্যাঁ, উনি ইন্সেপশন টাইপের সিনিমাও দেখে থাকেন। তাই ব্যাঙদেবীও ৫% এর দলে।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০১ | 122.172.5.65
  • হ্যাঁ কুমু, ঐ জন্যই তো দেখা ছেড়ে দেব ভাবছি।
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০১ | 59.178.128.252
  • এক চোখ পাথরের?তার পরেও অভিনয় জগতে এতদিন থাকা বেশ আশ্চর্য!ক্লোজ-আপে বোঝা যায় তো।
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৮ | 59.178.128.252
  • পতৌদির "আছে"।
    ব্যাঙ,এদানি তো আর তেমন ভাল শাড়ী দ্যাখাতো না,বেডকভার-ও পুরোনোগুলো-ই।তবে সো-ত-র মহিলাদের শালগুলো ভাল ছিল।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৩ | 122.172.5.65
  • হ্যাঁ, ওনার একটা চোখ পাথরের। বহুদিন আগে থেকেই।
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫১ | 59.178.128.252
  • আমি ২০১১ থেকে আর দেখি না,এক কথা,এক ঘটনা পন্‌চাশ বার দেখার মত সময় নাই।
    তবে আমার এট্টা ছোট মত সন্দ হয়েছিল,তার নিরসন হয় নি।ঠাকুরদার একটা চোখ কি artificial?ঐ যেমন পতৌদির ছিল?
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫১ | 122.248.183.1
  • ব্যাঙ কেস টা কনসিডার করা যেতে পারে!!
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫০ | 122.248.183.1
  • আবার ১০ দিনের ছুটি নিয়ে আন্দামান বেড়াতে যায়!!
  • kc | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৭ | 194.126.37.76
  • না না, দেদি কেমিস্ট্রির ইরিমিরিকিরি বই পড়ে, পোস্ত ডাকু, ইউরোপে ভাষণ দেয়, আরো কিসব করে এবং একতালের মাত্রাভাগও জানে। ৯৫% বললেই হল নাকি?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৫ | 122.172.5.65
  • আট বচ্ছর হল, বইমেলাও যাই নি।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৪ | 122.172.5.65
  • আমি আগে দেখতাম ও শুনতাম। ইদানিং শুনি না, মাঝে মাঝে শুধু শাড়ি ও বেডকভারগুলো দেখে চলে যাই। তবে গত ৩-৪দিন ধরে ঐটুকু দেখাও ছেড়ে দেব, ছেড়ে দেব করছি। তাহলে আমি কোন দলে?
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪১ | 122.248.183.1
  • হুমম !! মনে হচ্ছে ৯৫%। তবে আগে কখনো বই মেলায় গেলে চাপ আছে!!
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৮ | 59.163.30.2
  • আমি শুক্কুরবারে পইদ্যো লিখি না -- গাও দেখিনি কোন জম্মে (দেখার সুযোগ অদূর ভবিষ্যতে হওয়ার কোন দুরাশাও নাই), পন্নবেরো নাম শুনিনি, কবইমেলায় অব্দি যেতে পারিনি -- আমি তবে কি ৯৫ না ৫? বড কনফু জেবনে!
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৬ | 122.248.183.1
  • যাতা তো!! আমি এক দিন ও শুনি নি বা দেখি নি ঃ-))
  • test | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৯ | 117.194.203.152
  • ক্ষথ্‌থৃক্ষ
  • test | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৬ | 194.126.37.76
  • খর্থৃখ
  • test | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৭ | 117.194.203.152
  • কর্তৃক
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৮ | 121.241.98.225
  • মাঝে মধ্যে শোনার জন্যে মনে হয় ০.৫ পয়েন কমে যাবে
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৭ | 121.241.98.225
  • আপনি তাইলে ৯৫% এর পথে ২ পয়েন এগোলেন
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫২ | 69.236.160.55
  • আমি গানের ওপারে দেখি না, মাঝে মাঝে শুনি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত