এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪০ | 173.163.204.9
  • নাক থাকতে দাঁতে মারবে ক্যানো? আমার বিশ্বাস ডেন্টাল ইনশিওরেন্স ইত্যাদির খরচ নাক ভেঙে দেওয়ার থেকে অনেক বেশি খরচসাপেক্ষ হবে। রিমিদি কি আর সেইটা ভাব্বে না?
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৯ | 168.26.215.13
  • পাদুকা উৎসব দেখলেই ভিকির কথা মনে পড়ে।
  • M | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৮ | 59.93.196.214
  • দিদিয়াটা কি ভালো! এদিকে ঠোঁট কাটা লোকজন বলে যে আমার কুট্টি চেহারায় তাঁত ভারী বেমানান।ইনফ্যাক্ট সব কিছুই বেমানান।

    সে যাকগে, আজ একখান পোস্টার দেখলাম, তাতে এমন লেখা আছে, শ্রী শ্রী লোকনাথ বাবার কোনো আশ্রমে পাদুকা উৎসব, সেই থেকে আমি হেবি ঘেঁটে আছি, লোকনাথ মন্দিরে জুতোর এগজিবিশন হয় ক্যামনে?

    তার উপর আজ একটা বাসে একটা লোক ধুপ বিক্কিরি করতে উঠলো, বলে কিনা একটা ধুপের প্যাকেট দশ টাকা, তবে কারোর কাছে পয়সা না থাকলে এমনি নিয়ে যেতে পারে, ধারে, মানে বাঙলায় যাকে লোন বলে।পরে দিয়ে দিলেই হবে, আমি বললাম আমায় দেবে? আমি আবার একবছর পর এদিকে আসবো কিন্তু, কি অমায়িক হেসে এগিয়ে দিলে, বাধ্য হয়ে কিনে নিলুম।
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৭ | 122.162.233.165
  • দঢ়ি-দুটো তুলে রাকো।যখন লুরু যাবো, তখন বেগুনী শাড়ীটা ঐ দঢ়িতে মেলে একখানা ফটো তুলে রাখবো।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৭ | 122.172.5.65
  • কেরালার অফসাইট মিটিং থেকে ফেরার সময়ে আমার জন্য আনা হয়েছিলো কাঁচকলা ভাজার প্যাকেট।
  • siki | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৭ | 122.162.75.109
  • সাবান এবং মোমবাতি নিয়েও প্রশ্ন নেই।
  • sayan | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৭ | 59.164.96.211
  • তিমি কেমং যেন একটু ম্যাদা মেরে গেছে! কিছুই আর বুঝতে পারে না। ওরে দাঁদ দিয়ে শাড়ি কাটলে নোড়া দিয়ে ঠুকে ঠুকে ওগুলো ভেঙে দেবে। আকাদা'র শুধুমাত্র ঐ কমেন্টটাই দাঁতের উপর মুগ্‌ধবোধের জন্য যথেষ্ট।

    তবে হ্যাঁ, হৃদয়-বীমা একটা ভালো আইডিয়া। কিন্তু সেক্ষেত্রে ন্যাচারাল ক্যালামিটি এবং নর্ম্যাল উইয়ার অ্যান্ড টীয়ার ছাড়াও আরও বেশ কিছু ক্লস ইনক্লুডাতে হবে (যেগুলোর বেশীরভাগই বিতর্কিত)। যাগ্গে। যে যত "পারো' শাড়িটাড়ি দাও কিন্তু সদা মনে রেখো ইট শুড বি আ গুড ডীল ;-)
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৬ | 64.56.33.254
  • এমা! টিম্ভাই কারে কালো বল্লি? একেই আমাকে সেই ছোট্টবেলা থেকে ভত্তি ফস্‌সাদের বাড়ীতে কালো বলে হ্যাটর পর হ্যাটা---
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৫ | 173.163.204.9
  • কাপড় শুকোতে দেওয়ার দড়ি সম্পর্কে কোনো প্রশ্ন নেই।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৫ | 168.26.215.13
  • আচ্ছা একটা কুইজের উত্তর দে

    বাঙালী কী কি (দুটোর একটা ঠিক) খায়?
  • siki | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৫ | 122.162.75.109
  • ন্ন্যাঃ। আগে বড় হও, তাপ্পরে নিজে নিজেই বুঝবে।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৪ | 64.56.33.254
  • আরে সায়ন, শনিবার আবার বরফ তবে রোব্বার সোম্বার ঠিকছে--ট্রেনটাই বেটার হবে যদি প্লেন ক্যানসেল হয়। বাসটাস থেকেথেকেই বন্ধ হয়ে যাচ্ছে আর ক্যাবও ঐ রাস্তায় --কি দরকার!
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৪ | 173.163.204.9
  • খিল্লি কই? কারা য্যানো গুজব ছড়াচ্ছে..... ওদের কালোহাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। আমরা অবশ্য ছবি আর সই মিলিয়েই নেবো। ;-)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৩ | 122.172.5.65
  • কুমু, তাহলে আমার কপালখানা ক্যামোন শোনো।
    হংকং থেকে আমার জন্য এসেছিলো কাপড় শুকোতে দেবার জন্যা দুটো বাহারি নাইলনের দড়ি। মাক্কালী বলছি।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩২ | 122.172.5.65
  • আমাকে নিয়ে কেন খিল্লি করা হচ্ছে, সেটা একটু বুঝিয়ে বলা যায় কি?
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩১ | 173.163.204.9
  • সান্দা, বলগা হরিং নেই তোর? নিদেন একটা স্কিবোর্ড?
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩১ | 64.56.33.254
  • আকা বুঝি খুব কিপ্টে;-)) না তার মেমবউ
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩১ | 122.162.233.165
  • কেউ বিশ্বাস করবে কিনা জানি না,কিন্তু আমার কর্তা একবার সিঙ্গাপুর থেকে আমার জন্য একটা ভয়ংকর বেগুনী রং-এর তাঁতের শাড়ী এনেছিলেন।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩০ | 173.163.204.9
  • ব্যাঙদিকে যে আদৌ দিদি বলা উচিত না সে বিষয়ে আমি দিঙ্কেদিন নিঃসন্দেহ হচ্চি। এর পরে দেখা যাবে বুনুর থেকেও বছর দশেকের ছোটো। সবেতেই আজকাল ভেজাল। বয়েসেও । ক্ষি প্যাথোস!
  • sayan | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৯ | 59.164.96.211
  • নীনাদি, বলো কী! বাপ্‌স এখনও থামেনি? আমি রবিবার সকাল ছ'টায় জেএফকে'য় নেমে ওখান থেকে কেং কয়ে যাবো জানি না। একটাই ডেলটার ফ্লাইট আছে সেটা বোধহয় দুকুর তিনটায়। ট্রেন একটা অপশন নইলে ক্যাব। এবারের যাত্রা সুখদায়ক হবে না সেটা বেশ বুঝতে পাচ্ছি ঃ-)
  • siki | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৯ | 122.162.75.109
  • কী অবোধ বালিকা। একেবারে ট্র্যান্সপেরেন্ট মন।

    অনেকটা যেন গোরার মতন। ঃ-)
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৮ | 64.56.33.254
  • তা হ্যাঁরে ব্যাং ঐ মাধুরীদিক্ষিতপানা মুখ আর কথা বলিস আগুনপানা---খুন্তিপেটা বল্লেই ভাবছিস আমি বিশ্বাস করব!কি পেটা করিস একদিন ছোটগাঙ্গুয়িরে জিগাব
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৮ | 168.26.215.13
  • নাঃ আর এখানে থাকা ঠিক হচ্ছে না, আজ রাতে আমি খেতে (খাবার) পেলে হয়। আমি যে ৫, এই প্রথম ৫ হলাম তাও খেতে (খাবার খাবার) পাওয়া নিয়ে সন্দো। বোঝো ক্ষাণ্ড।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৬ | 122.172.5.65
  • যাঃ বাবা, এতে আবার হাসার কী হল! রাত এগারোটায় বেল বাজিয়ে বাড়িশুদ্ধু লোকের ঘুম ভাঙ্গানোর জন্য খুন্তিপেটা করা উচিৎ ছিল।
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৫ | 122.162.233.165

  • ব্যাঙ,নীনা,ঃ-)))
  • M | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৫ | 59.93.196.214
  • আর এদিকে আমার বর গয়না কিনতে বেশ ভালোবাসে, সেটা এনে চমকে দিতে ভালোবাসে, সেটা দেখিয়ে নানান কথা , মানে এরকম, এর কাজটা দেখছো, এটা হাতে করা, এটা এরম সেরম, বাপরে, আর আমি গয়না পরতে ভালোবাসিনা, শুনতে ভালোবাসিনা, তাও কি খুশী হয়েচি, কি অবাক হচ্চি এমন ধারা একটা হাসি হাসি মুখ করে বসে থাকি যাতে বেচারি দুঃখু না পায়।কি চাপ।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৪ | 64.56.33.254
  • আরে কিকিয়া কেয়ং আছিস রে? তুই যা পরবি তাই সুন্দর--
    বুনু অনেকদিন পর---ভাল আছিস?
  • siki | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৩ | 122.162.75.109
  • ব্যাং সত্যি বড় কচি, নীনাদি ঠিক কয়েছে। ঃ-)
  • siki | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২২ | 122.162.75.109
  • সব খাবার কি আর থালায় বেড়ে খেতে হয়? ঃ-)

    প্লেনে খেয়েই নেমেছিলাম, জানতাম বাড়িতে খাবার থাকবে না।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২১ | 64.56.33.254
  • হি হি হি ব্যাং তোর সব এত কচি যে কেন হাসছি বলতেও পাল্লুমনা-----হি হি হি --কি রে সিকি ব্যাং কি জিগায়??
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২০ | 59.93.207.198
  • ৮ টা ৫ এ বইমেলার দোকান পাট বন্ধ হয়ে যাচ্ছে। লোকে গবাগব খাচ্ছে আর ৮ টা ২০ তে একলা প্যঁচা।
    বেশী বই দেখতেই পেলাম না।
  • M | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২০ | 59.93.196.214
  • আর ইসে আমি তাঁত পড়তে খুব ভালোবাসি, তবে আমি কি ৫ এর দলে?
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৮ | 122.162.233.165
  • ঠিক,বউএর মন রাকতে এরা শাড়ীর নামধাম,গুণাবলী সব মুকস্ত করেচে।তবে আকা যে কোনো ভালো শাড়ী পরা মহিলাকেই ""চিনতে" চাইচেন,সেইটা এট্টু-
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৮ | 122.172.5.65
  • শুক্কুর রাত্তিরে খেতে পেয়েছিলি?
  • M | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৮ | 59.93.196.214
  • ইয়ে, আমি গানের ওপারে তিনটে এপিসোড দেখে মানে তিন দিনের দেখে খান্ত দিয়েচি।আর পাল্লাম না।

    ইদিকে কাল খামচে খুমচে, মানে ছেলে দেখছিলো আর মাঝে সাঝে আমি উঁকি ঝুঁকি মেরে নটবর নট আউট দেখে বেশ মজা পচ্ছিলাম, তবে আর শেষ দেখা হলো না।
  • siki | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৭ | 122.162.75.109
  • আকা, আমার বউও শাড়ি পরে না। মানে, পরে, বছরে একদিন, মেয়ের জন্মদিনের দিন। দিন মানে, সন্ধ্যে।

    এ একধরণের ইনভেস্টমেন্ট। সুজলা সুফলা শস্যশ্যামলা শান্তিপূর্ণ থাকে ঘর। শুধু শাড়ির সংখ্যামাহাত্ম্যে। এ এক ধরণের শখ। অনেকে গণেশের কালেকশন করে, অনেকে স্ট্যাম্প জমায়, অনেকে দেশলাই বাক্স, তেমনি অনেকে শাড়ি।
  • siki | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৫ | 122.162.75.109
  • শুধু শাড়িই দিই না, টেনশনও দিই, আর সারপ্রাইজও দিই।

    চেন্নাই থেকে ফেরার টিকিস ছিল শুক্রবার রাত্রে। আপিস শেষ হয়েছে আর পালিয়েছি, ওখানে আর এক মিনিটও কাটাতে ইচ্ছে করছিল না। এদিকে আগাগোড়া বউকে বলে এসেছিলাম যে আমার ফ্লাইট শনিবার সকালে, বেলা দুপুর করে বাড়ি ফিরব।

    ইদিকে সন্ধ্যেবেলায় আমি যখন আকাশে সেই সময়ে বউ আমায় ফোন করার চেষ্টা করে। আনরিচেব্‌ল বর। টেনশন খেয়ে দেয়ে একাকর কাণ্ড। তাপ্পরে রাত সাড়ে এগারোটা নাগাদ এসে যখন কলিং বেলটা বাজালাম ...
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৫ | 168.26.215.13
  • হুর্‌রা পেয়েছি এই একজায়গায় আমি ৫, আজ অবধি বউকে একটা শাড়ী দিয়েছি সেটাও বউ পরে না। বোধহয় মিউজিয়ামে দেবে। তব্বে।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৪ | 64.56.33.254
  • এর সব গুরু--চন্ডাল নয় ঃ-)) বল কুমু
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৩ | 122.162.233.165
  • হ্যাঁ,নীনা।গুরুর ছেলেগুলোর এইটা বিরাট গুণ -পেত্যেকে বৌকে খুব ভালোবাসে,শাড়ীর ওপর শাড়ী দিয়ে সেটা টাইমে টাইমে জানিয়ে দেয়।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১০ | 64.56.33.254
  • আয় আয় ব্যাঙ, আমি বরফের চোটে জমে গেলাম রে বাবা--আপিসের ঘরে বাবার নাম লিখে ঝুলিয়ে রেখেছি।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৯ | 64.56.33.254
  • আরে কুমু ইহা কি বলিলে--দিল খোয়া না গেলে আঁচলের মালিক হইবে ক্যামনে?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৯ | 122.172.5.65
  • বাঃ, আমি, কুমু আর নীনা একসাথে এϾট্র নিলুম আজ।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৭ | 64.56.33.254
  • বোzও , ছেলেগুলো সব শাড়ী বিশারদ হয়ে গেল দেখি ঃ-))
    চাচ্চাটে কাঞ্জী--আরিব্বাস্‌স! সাবাশ সিকি --মানে সিকি কই গোটা ট্যাহা!
  • kumudini | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৬ | 122.162.233.165
  • সায়ন,হৃদয়-বীমা-আসল দরকার।দাঁত পড়ে গেলে নকল ট্‌কল দিয়ে একরকম চলে যাবে,আঁচলের মালিকের হাতে দিলটি খোয়া গেলে সে শিবের অসাধ্যি কেস।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৬ | 122.172.5.65
  • কী দিনকাল!
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৬ | 122.172.5.65
  • কে দিনকাল! ছেলেছোকরারাও শাড়ি নিয়ে বক্তব্য রাখছে!
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৩ | 64.56.33.254
  • এই যো সায়নকবি কবে পৌঁছুবি রে? দেদার ফ্লাইট ক্যানসেল আর দেদার বরফ-ঝড় একটার পর একটা --কি উইকেড উইনটার রে বপ্পা!!
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:০২ | 168.26.215.13
  • সেক্ষেত্রে শুধু দাঁতের ইন্সিওরেন্সে হবে না, একটা লাইফ ইন্সিওরেন্সও চাই মনে হয়।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৮ | 173.163.204.9
  • কেন? দাঁতে কেটে শাড়ীর গুণবিচার করবে নাকি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত