ব্ল্যাঙ্কি তো বড়োনোক, তায় প্ররবত্তি সিইও। কিন্তেই পারে। ;-)
Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৩ | 112.133.206.2
সেকি ব্ল্যাঙ্কি সব হার্ডকভার বই কিনল নাকি? ;-)
Blank | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৩ | 59.93.211.153
কীনো কেনো ক্রোমে বাংলা দেখা যায় না?
aka | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০২ | 168.26.215.13
ও এখন তো ট্যাংরার পাশে বইমেলা। ভুলেই গিয়েছিলাম। পাশেই ট্যাংরা শুনে প্রথমে মনে হল ভিক্টোরিয়াটা কি ট্যাংরায়?
Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০২ | 198.82.17.193
ক্যানো, আগেরবার তো খেয়েচিলি। আমিই বরম গম্ভীর হয়ে তেমন কিছু খেলাম না।
Blank | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০০ | 59.93.211.153
বাউল ওহকির পদাবলী তে বাউল গানের ভিশ্লেষন দেওয়া আছে ব্যপক। যা দেখে কিনে নিলুম। আর ঐ সব বইমেলার খাবার বালখিল্যগনের জন্য। বড়রা বই কিনে টিনে পাশেই ট্যাংগ্রায় যায়।
aka | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫৯ | 168.26.215.13
দ্যাখেন দ্যাখেন এই টিমও ঐদলে ভাগ্যিস বইমেলার সময়ে ছুটি পায় না, নয়ত মাথা ঘোরার ওষুধ খেতে হত।
aka | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫৮ | 168.26.215.13
সব বইগুলোই কেমন কঠিন টাইপ। বিশেষত বাউল ফকির পদাবলী।
সত্তরের জাতক মানে নাকি দূরদর্শী !!! শুনলে মনে হয় পাশ ফিরে শুই। এই সব বালখিল্যগন এখনো স্বয়মভু কথাটা শেখে নি। ভগবান এদের ক্ষমা করো (অথবা আমি ইহাদের ক্ষমা করিলাম)
siki | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩৪ | 122.162.75.134
টিম কী দূরদর্শী। সত্তরের জাতক কিনা!
rimi | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৯ | 168.26.215.135
বেল কেন? যাতে কাক না আসে। কবি তো বলেই গেছেন বেল পাকিলে বায়সের কিবা আসে যায়?
aka | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২০ | 168.26.215.13
বেল কেন? এটা তো সত্যিই জানি না। হোয়াই বেল? হু উইল রিং দা বেল?
আর দে-র বাড়ীটা দারুণ তো। পুরুত ইত্যাদি বাদ দিয়ে কবিতা দিয়ে অঞ্জলি!! খুব হিংসে দিলুম। কিন্তু ঐ পুরোহিত বিতাড়নের গল্পটা শুনতে ইচ্ছে করছে।
Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫২ | 112.133.206.2
ব্রতীন, মেল পেয়েছি, থ্যাংকু।
মিতাদি, বিলেটেড হ্যাপি বাড্ডে। কেমন আছো? ঃ-)
siki | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৪ | 122.162.75.134
থ্যাংকু, মিতাদি। আরো তিনদিন আছে মেলা। দেখি কী হয়।
M | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:১২ | 59.93.212.24
এই শিব লিঙ্গ নিয়ে এক কান্ড ছিল, আমি কেসটা কোনদিন সেভাবে খেয়ালাই নাই,তো বিয়ে হয়েছে,শিবরাত্রি এসেছে,আমার শ্বাশুমা বললেন, কোন ছ্যাড়াইতো নেই তোর, কাল শিবরাত্রি, উপোস করো দয়া করে।তা ছাই আমার উপোস নিয়ে খুব প্রবলেম নেই,কাজেই ঘার কাত করে দিলাম, উনি মা কিছুই শেখায়নি টাইপ গজগজ করতে করতে চলে গেলেন, তা আমার মা অবিশ্যি বহু আগেই এই ভবিষ্যৎ বানী করেছিলেন। তখন মাকে খুব একটা পাত্তা দিতাম না।
তা তেনার ছেলে , মানে আমাকে পাকানোর গুরু ঠাকুরটি রেতের বেলা বললেন, কাল কিসে জল ঢালবি জানিস তো? তো আমি সব জেনে টেনে তো হাঁ হয়ে গেলাম, এও কি সম্ভব! বলল মাকে জিজ্ঞেস করে দেখিস,ক্ষী ক্ষেলো!
পরের্দিন মা দুকুর বেলায় বললো, মাম শিগ্গিরি জল ঢেলে নে, তো আমি বললাম মা আমি না হয় মন্দিরে যাই? খালি পায়ে যাবো? মা আমার এ হেন সুমতি দেখে ঘাবরে একাকার, তখন তার পোলা এসে একটা টুলে বসে পা নাচাতে নাচাতে বললো মা মামকে বলো এই রদ্দুরে আর বেরোতে হবে না, তাছাড়া কিছুইতো শিখে আসে নি, তুমি ঠিক ঠাক দেখিয়ে দাও! মা ফুল গদগদ,বললো আয়, তো আমি ক্রমশঃ পারা বাড়াচ্ছি, মাকে বললাম মা ইয়ে বেল কেন মাথায় মানে ওটা শিবের মাথা তো নয়, কেন ঠেকানো হয়? অত চান ই বা করানো হয়? খুব নিরিহ মুখ করে, আর দেখি তাঁর ছেলে বেগতিক দেখে চম্পট দিয়েছে, আর মা কেমন একটা হাসি চাপা গম্ভীর মুখ করে বললেন হয়েছে, তাড়াতাড়ি জল ঢেলে উদ্ধার করো আমাকে।
ঋভুর তো রয়েছেই, এবার আমার ও শুরু হয়েছে,এখন দুজনেই জ্বর নিয়ে মুভি আর নেটে মন দিয়ে রয়েছি, প্রতিবার বেচারি পরের ছেলেটা ঘরে আসবে বললেই আমরা পপাত হই কেন কে জানে!
নীনাদি আর ব্যাঙের জ্ঞাতার্থে জানাই, এই ওমি তথা ওমিক্রন তথা আগেরকার গুরুচণ্ডা৯র পাতায় লেখা tan তথা তনু তথা অন্য কোনওখানের মেঘবৃষ্টি তথা ... জানি না আর কোথায় কোন্ কোন্ নামে সে বিরাজ করে, একই জীব। একটি খানদানি ইতর টাইপের দুপেয়ে প্রাণী। ঠিক কী কারণে জানা যায় নি, আমার আর অর্পণের ওপর ওর প্রচণ্ড রাগ। ভেজা খড়, শালা শুয়োরের বাচ্চা, রেপিস্ট, পা-চাটা কুকুর, সারমেয় ইত্যাদি বিশেষণে সে আগেও আমাদের ভূষিত করত, করেছিল। সেইসব ভাটের আর্কাইভ সৈকতের কাছেই রয়েছে, সৈকত সেই সময়কার আর্কাইভটা পাবলিশ আর করে নি। যদি কোনওভাবে পাও সেই আর্কাইভ, ২০০৭ সালের ২৫শে মার্চ নাগাদের পোস্টগুলো একটু ঝালিয়ে নিতে পারো। এই সমস্ত বিশেষণে আমাদের ভূষিত করে লিখেছিল, "আমি তো আর আসবই না এখানে।' উত্তরে এই গুরুচণ্ডালিরই এক প্রবীণ সদস্য সেদিন লিখেছিলেন, আশা করব, নিজের এই উক্তিটির প্রতি অন্তত সৎ থাকবে তুমি সারাজীবন।
আমি বা অর্পণ এর পরে আর কিছু লেখা বাহুল্য বোধ করেছিলাম। এর পরে তনু বা ট্যান প্রায় দেড় বছর চুপ করে ছিল। কিন্তু নোংরামি যার রক্তে, সে কি নোংরামি না-করে থাকতে পারে? অবশেষে আবর তার পদার্পণ ঘটল গুরুর পাতায়, এবার omi বা ওমিক্রন নামে। সে পদার্পণ করে থেকে আমি আশঙ্কা করছিলাম, কোনও একটা ছুতোয় সে আবার তার গালাগালের ঝুড়ি খুলে বসবে। সেই আশঙ্ক সত্যি হল গতকাল রাত্রে। তোমরা ওর নেচার তেমন চেনো না, আমি বা আমরা, যারা অনেকদিন ধরে এখানে আছি, তারা চিনি।
দু'বছর আগে গালাগাল খেয়ে চুপ করে ছিলাম। কিন্তু আজ আর পারলাম না। এই ধরণের নোংরা প্রাণীরা নিজেদের উক্তি কেন, জীবনে কোনও কিছু প্রতিই সৎ থাকতে পারে না। মিনিমাম লজ্জাবোধ থাকলে সে আর এই ফোরামমুখো হত না। নির্লজ্জ খচ্চর সেই কারণেই বলেছি।
অর্পণ বা অন্য কেউ এ বিষয়ে আরো কিছু লিখলে ভালো হয়।
aka | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২০:১৪ | 168.26.215.13
কি জানি, শিবের স্তোত্র মোত্র জানি না। মেয়েদের নিয়েই বেশি আছে, ছেলেরাই মন্ত্র টন্ত্র বেশি লিখেছিল, তাই ছেলেদের ফ্যান্টাসিটাই মন্ত্রে রয়েছে।
a x | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২০:০০ | 99.54.69.229
শিব স্তোত্রতে কি শিবের লিঙ্গ নিয়ে দুকথা আছে?
aka | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫৭ | 168.26.215.13
যে দেশে শিবের লিঙ্গ পুজো হয় সেখানে কুচযুগ নিয়ে তো লোকে মাথা ঘামাবেই।
a x | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫৪ | 99.54.69.229
এই যারা মন্ত্র ইত্যাদি লিখতেন, তারা সবাই কুচযুগ নিয়ে এত অবসেসড্ ছিলেন কেন? মন্দিরের মূর্তিতেও অ্যাবনর্মাল সাইজের কুচযুগ শোভা পায় কেন?
Sags | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩০ | 114.143.7.146
যা বুঝলুম, সব্বাই নেতিয়ে পড়েছে। ভাট শুকিয়ে গেছে, নতুন কোনো টই নাই। এক বইমেলা যা একটু টানছে।
দে,ঠিকই,আপনিটা ভুলে লিখে ফেল্লুম।বাঃ,এই ল্যাব বানানোর কাজটা খুব মজার,মেয়ে ও মা দুজনের কাছেই।
M | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১১ | 59.93.198.230
না না সত্যি, সেই ইলেভেন থেকে সব ভুলভাল , আমি আবার নতুন করে শুরু কত্তে চাই, রিয়েলি , চান্স দিলে আর পড়াশুনায় ফাঁকি দেব না, এবার মা নিয়ে নিলেই হয়,আর হ্যাঁ বিয়ে করার ভুলটাতেও আর নেই , বাপরে।
M | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৮ | 59.93.198.230
দে, তো টইটা কবে খুলবে গো?ঐ প্র্যাক্টিকাল বিষয়ক
de | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৭ | 59.163.30.6
বম্মর কি গুপী-বাঘার দশা হোলো?
M | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৬ | 59.93.198.230
লেঃ ওহে কাজু, আমরা বৃদ্ধারা বয়স ঝরিয়ে ফেলার তালে যেমন থাকি তেমনি তোমার কি বয়স বাড়ানোর ইচ্ছে নাকি?
এনিওয়ে তুমি আমার শ্বশুরবাড়ীর দিকের লোক, তোমাকে কিছু দেওয়া নেই বাপু! দিলেও তো বদনাম ই করবে।
de | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৬ | 59.163.30.6
ইকি! কুমু ! আপনি-আজ্ঞে ক্যান? কচ্ছি তো! রোজই তাতে নতুন কিছু অ্যাড হচ্ছে!
Kaju | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০১ | 121.244.209.245
বোতিন্দা, স্টার্টার কি অমৃতসরি মচ্ছি ঐটা? অ্যাবকসে তো ঐটাই দ্যায়।
Bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৯ | 122.248.183.1
না আজকে আর বইমেলা যাবো না। মিটিং মিছিল আছে। তারপরে আজকে বোন এসেছে । তাই তাড়াতাড়ি কাটবো। কালকে আসবো বইমেলায়।
Kaju | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৯ | 121.244.209.245
ঠিক বলচ বম্ম, দমদমায়? কোথায় খবর পেলে? তাহলে নিশ্চয়ই আমার বাড়ির ছাদে ল্যান্ড করবেন। তোমার কি কি দেবার আছে, আমাকে দিয়ে দাও না কিছু কিছু, মা নিয়ে আর কি করবে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন