এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:১২ | 122.248.183.1
  • এ পাড়ায় এলে 9830919012 ফোনিও
  • tkn | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:০৮ | 122.173.184.61
  • আহা, অনুতাপ কিসের? আপনি খাচ্ছেন বলে আমাদের তো কিছু কম পড়ে নাই। ঃ-)

    কেডিদা, আম্মো সাতশো ষোলোয় একাধিক কম্পু ও আইপ্যাডে কানেক্টেড থাকি ওয়াইফাই দিয়ে। এবং ১০০ টাকার কল ফ্রি পাওয়া যায়, ল্যান্ডলাইনের ভাড়া লাগে না ... হুঁ হুঁ ঃ-)
  • aka | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:০৭ | 117.194.3.157
  • যা বাউন্সি উইকেট, একই জিনিষের জন্য হাজার বার ঘোরাঘুরি করতে হচ্চে। চেষ্টা করব।
  • Bratin | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:০৬ | 122.248.183.1
  • আর্য্য, এক দিন ব্যাটে বলে হওয়া যায় না??
  • aka | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:০৪ | 117.194.3.157
  • হ্যাঁ সব ঠিকঠাক চলছে। প্রচূর খাচ্ছি আর অনুতাপে দগ্‌ধ হচ্ছি। ঃ(
  • kd | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:০৩ | 59.93.242.86
  • শমীক, 'আঁখো'র সঙ্গে 'দেখা/দেখি'র কী সম্পর্ক? 'দেখা/দেখি' তো 'হাল'এর কী লিঙ্গ তার ওপরে বেস্‌ড। আর সবাই জানে 'হাল'এর লিঙ্গ - চাষের মাঠে, নৌকোয় 'হাল' দেখো। এমনকি সাহেবদের 'HAL'ও ব্যাটাছেলে - ওমিরে জিগাও, ও তো 'হাল' এক্সপার্ট।

    bsnl আনলিমিটেড ব্রডব্যান্ড সব নিয়ে আমার ৮২৭ টাকা পড়ে, সারাদিন অন থাকে (রাউটার ডায়াল করে) - এতে একটার বেশী কম্পিউটার একসঙ্গে ব্যবহার করতে পারি। ল্যান্ডলাইনের ভাড়া লাগে না। আর একটাও ফিরি ল্যান্ডলাইন দিয়েছে, কেন জানি না - তবে একবার কে ওটাতে ফোন করেছিলো - সেই একটাকা বিল জমা দিতে পোস্টাপিসে দেড়ঘন্টা লাইন দিয়ে বাড়ি এসে ঐ তারটা কচাং করে কেটে দিয়েছি - এখনও প্রতি মাসে বিল আসে জিরো টাকার উইথ ওয়ার্নিং 'ডিউ ডেট পেরিয়ে গেলে পেনাল্টি'।
  • aka | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:০৩ | 117.194.3.157
  • আমাদের বিএসএনএল। হেব্বি চলে। হুহা চলে।
  • tkn | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:০২ | 122.173.184.61
  • ষোলো ঃ-( ছ্যাঃ

    আকাজী, সব কুশল মঙ্গল তো?
  • tkn | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:০১ | 122.173.184.61
  • যেগুলো ভুল লিখেছি সেগুলো সবাই শুধরে নিয়ে পড়ুন প্লিজ। বাং না এলে ওরম হয়েই থাকে। আমার ভুল না এসব।

    আমারও এয়ারটেল। সাতশো শোলোটাকায় যতো খুশি তত চালাও এবং সার্ভিস নিয়ে কোনো কথা হবে না।
  • aka | ২২ ডিসেম্বর ২০১০ ১৬:৫৯ | 117.194.3.157
  • হুতোরে একখান থ্যাংকু দিই। বড্ড উবগার হয়েছে। আর হুতোরে কি ছোট্টো মতন দেখতে। আমি তো কালেজের ছেলে ভেবেছিলুম। হঠাৎঅই কেমন করে দেখা হয়ে গেল।
  • tkn | ২২ ডিসেম্বর ২০১০ ১৬:৫৭ | 122.173.184.61
  • শমীক, ফাফে পেজ খোলে, এমনকি বড়ো বড়ো লেখা গুলো বাংলাতেও আসে, কিন্তু মেজ (থাকে কি?) আর ছোটোগুলো সোব ইকিড়মিকিড় হয়ে যায়। আর অন্য ল্যাপীতে ফরম্যাট করানোর পরে বাংলায় ওয়ার্ড ডকু আর খোলে না। তুমি একবার একটা ফোল্ডারে ভরে অনেকগুলো কিসব পাঠিয়েছিলো। তাতে ইনডেক্স খুলে অনলাইন না থাকলেও বাংলা লেখা যেত। সেটা চালালে কি ফাপ ছোটোসাইজের ভাংলা শিখে যাবে? অবলম্বে এই মর্মে হেল্প চাই।
    আর, আইইতে বাংলা লিখলে ডাইনে প্রিভিউ দেখায় না কেনো? আইইর কি ভরসা বেশি?

    শিবুদা, এত্তো ভয়নকও নই! শেয়ালে ভয় পায় কিন্তু আইই ভরসা করে দেখছেন তো? ঃ-)
  • r.h | ২২ ডিসেম্বর ২০১০ ১৬:৪২ | 203.99.212.53
  • আমাদিগের বিয়েসেনেল সাড়েসাতশোটাকায় সীমাহীন। আদ্ধেক সময় চলেনা যদিও, তবে সে কর্তৃপক্ষের দোষ নয়, আমি সময়মতো বিল দিইনা বলে মাঝে মাঝে লাইন কেটে দেয়।
    [ যেমন আজ সকাল থেকে দিয়েছে ঃ( ]
  • M | ২২ ডিসেম্বর ২০১০ ১৬:০৩ | 59.93.167.32
  • দোষ দিইনিতো, বেশী লিখলে আমি পড়তে পাবো না, এই কম্পু বন্ধ করলে নতুন বছরের আগে আর খুলবো না কিনা।ঃ(
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ১৬:০৩ | 155.136.80.174
  • কলকাতা টেলিফোন অবশ্য বিএসেনেলের একটা উঙ্কÄলতম শাখা। গাজিয়াবাদে আমার বিএসেনেল নিয়ে নিদারুণ অভিজ্ঞতা আছে। তিনমাস ইউজ করে সারেন্ডার করে দিয়েছিলাম। এখানে এয়ারটেল রমরমিয়ে চলে। এক্সেলেন্ট সার্ভিস।

    এখন তো দিল্লি গাজিয়াবাদে Tikona নামে একটা ওয়াই ফাই সার্ভিস চালু হয়েছে, ঘরে বাইরে সর্বত্র অ্যাক্সেস পাওয়া যায়, কোথাও তার খাটাবার দরকার নেই, সর্বত্র ফুল সিগন্যাল, কেবল সাবস্ক্রাইব করলেই হল।
  • Bratin | ২২ ডিসেম্বর ২০১০ ১৬:০২ | 122.248.183.1
  • ও আচ্ছা। তবে, গুরু কে দোষাচ্ছো কেন? ঃ-))
  • M | ২২ ডিসেম্বর ২০১০ ১৬:০০ | 59.93.167.32
  • আমার BSNL এর আড়াই জিবির প্যাকেজ, ফোন নিয়ে (আউট গোয়িং নাই। কার্ডে করা যায়,ইনকামিং হ্যাজ),ছশো সাত টাকা। এমাসে স্কাইপে হুলিয়ে ভিডিয়ো চ্যাটের এটা ফল।

    না এবার সত্যি পালাই।
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ১৬:০০ | 155.136.80.174
  • ঐ হল। হ্যাঁ নশো নিরানব্বই, ট্যাক্স মিলিয়ে এগারোশো মত। তাও তো দেড় হাজারের কম। আমার অবশ্য ডেটাকার্ড নয়, ব্রডব্যান্ড, চলছে তা প্রায় সাড়ে তিন বচ্ছর হয়ে গেল। অত্যন্ত ভালো সার্ভিস, কখনও কোনও ঝামেলা করে নি তো!
  • Bratin | ২২ ডিসেম্বর ২০১০ ১৫:৫৩ | 122.248.183.1
  • BSNL ভালো। স্পীড বেশ ভালো
  • samran | ২২ ডিসেম্বর ২০১০ ১৫:৪৯ | 117.194.100.92
  • নশো টাকায় নয় শমীক, ওটা নশো নিরানব্বই টাকায় আসে, ট্যাক্সো মিলিয়ে সেটা এগারশোয় গিয় দাঁড়ায়। তরপরে যা গতি! আদ্ধেক জিনিস খোলে না, কিস্যু আপলোডানো যায় না। ব্যপক চাপ। আমি ১বচ্ছর ভুগেচি নেহাত ঐ ডাটাকার্ডের মাশুলটা উশুল করার জন্যেঃ-(
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ১৫:৩৬ | 155.136.80.174
  • অঃ। তা ইন্টারনেটে লিমিটওলা প্যাকেজ নাও কেন? নশো টাকায় তো এয়ারটেলের আনলিমিটেড প্যাকেজ পাওয়া যায়, শস্তায় পুষ্টিকর। খামোকা আড়াই জিবির লিমিট সেট করা কেন বাপু?
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ১৫:৩৫ | 155.136.80.174
  • কীসের আড়াই জিবি? কীসের দেড় হাজার? বুঝলাম না।

    ইন্টারনেটের চার্জ?
  • Bratin | ২২ ডিসেম্বর ২০১০ ১৫:৩৫ | 122.248.183.1
  • এগুলো বেশী চাপ হয় না। অনলাইন সিনেমা, গান তাতেই চাপ বাড়ে।
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ১৫:৩৪ | 155.136.80.174
  • শুধুই ভেরোনিকা? বেটি নেই?

    আর আর্চি আর্কি হয়ে গেল কীভাবে? পোয়েটিক জাস্টিসে?
  • M | ২২ ডিসেম্বর ২০১০ ১৫:২৯ | 59.93.167.32
  • একটা কথা বলতে এলুম, সেটা হলো যে আমার আড়াই জিবির লিমিট ও আমি ছাড়িয়ে গেছি, এই মাত্তর দেখলুম বিল দেড়হাজার ছাড়িয়েছে। মানে তাতে কারোর কিছু হয়নি, আমার ই ঝাম, ভালো টইগুলোতে বেশী কিছু লিকবেননাকো, এসে যেন খুঁজে পাই।এখন যতখুশী রাজনৈতিক আর খেলার টইয়ে পোষ্টান, আর ভাটাবেন ও কম। ব্যাস।
  • Raj | ২২ ডিসেম্বর ২০১০ ১৫:১১ | 202.79.203.59
  • কোথায়? বালি বাজার না জগুবাবুর ?
  • quark | ২২ ডিসেম্বর ২০১০ ১৪:৩৮ | 202.141.148.99
  • দেখেছো! ভেরোনিকা থাগতে পারে এই শুনেই লোকে উঁকি দিচ্চে
  • Bratin | ২২ ডিসেম্বর ২০১০ ১৪:৩৪ | 122.248.183.1
  • আমি ও আছি মার্কেটে
  • quark | ২২ ডিসেম্বর ২০১০ ১৪:০৩ | 202.141.148.99
  • আর্কি? ভেরোনিকাও আছেন?
  • r.h | ২২ ডিসেম্বর ২০১০ ১৩:৪৫ | 203.99.212.53
  • আসে আসে, জানতি পারনা আর্কি।
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ১৩:৪০ | 155.136.80.174
  • আমি কি খুব হাই ডোজ দিয়ে ফেললাম? কেউ আসে না কেন?
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ১২:০২ | 155.136.80.174
  • নীনাদি, হয় না।

    এইটা করে দ্যাখো ঃ http://translate.google.com/#hi|en|aankhon%20dekha

    আঁখ ফেমিনাইন জেন্ডার। তেরি আঁখ হয়, তেরা আঁখ হয় না। আঁখ হিন্দি ভোক্যাব্‌সে বিদেশী শব্দ। বিদেশী শব্দে স্ত্রীলিঙ্গ হয় এই রকম কিছু একটা নিয়ম আছে শুনেছি। যে কারণে বিদেশী শব্দ হাওয়াও স্ত্রীলিঙ্গ। হাওয়া চলি।
  • Sibu | ২২ ডিসেম্বর ২০১০ ১১:৫২ | 184.214.82.57
  • ত্রিভুজকে সব্বাই ভয় পায়। এমনকি অগ্নিশৃগালও।
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ১১:৫২ | 155.136.80.174
  • তেকোনা, ফাফ-তে গুরু "খোলে না' মানে কী? পেজটাই খোলে না? নাকি বাংলায় আসে না?

    বাংলা না এলে বাংলাপ্লেন ইনস্টল করে নিলেই চলবে। ফাফ-তেও বাংলা আসবে। একতলাও আসবে।
  • Tim | ২২ ডিসেম্বর ২০১০ ১১:৫১ | 173.163.204.9
  • হ্যাঁ, এইত্তো। একতলা, বাংলা দেখতে পাচ্ছি।
  • Sibu | ২২ ডিসেম্বর ২০১০ ১১:৪৫ | 184.214.82.57
  • এই যে ফাফ দিয়ে গুরু খুলেছি!!
  • tkn | ২২ ডিসেম্বর ২০১০ ১১:৪২ | 122.173.184.61
  • ফাফ দিয়ে গুরু খোলেনা। আই-ই দিয়ে গুরু খোলে কিন্তু বাংলা আসে না এবং দোতলা হয়ে যায়। জীবন কি আর একটু সরল হতে পারে না?
  • Nina | ২২ ডিসেম্বর ২০১০ ১১:০৮ | 68.84.239.41
  • কার্ড লিখতে রাত হয়ে গেল, ঘুমুতে যাই--কিন্তু বলে যাই --শমীক, আমার হিন্দীতে ভুল ধরিওনা--বাংলা বানান , ইয়েস কিন্তু হিন্দী নো স্যার!
    আঁখো দেখা হাল হয়--তুমি গুগলিয়ে দেকো দিকিনি--আমি ঘুমুতে চল্লুম
  • paaThak | ২২ ডিসেম্বর ২০১০ ১০:৫৯ | 203.94.240.251
  • পুজো ইস্পেশালে সুমেরুর গল্প পড়লাম। বাপরে !! এত ফালতু কেউ লিখতে পারে !!! জঘন্য !!
  • dd | ২২ ডিসেম্বর ২০১০ ১০:২৭ | 124.247.203.12
  • অ্যাকচুয়ালি , সকাল আট্টায় আপিসে এসেই আমি আর আর পাতার সাথে গু চ ও খুলি। মাঝে মাঝেই ঢুঁ মেরে যাই।

    কিন্তু লিখবার অবসর মেলে ঐ বিকলের দিকেই। ইউজুআলি।
  • Ishan | ২২ ডিসেম্বর ২০১০ ১০:২৬ | 122.248.182.16
  • এখানে তুমি সংখ্যালঘু
    ওখানে তুমি বলশেভিক
    এখানে তুমি পিছনপাকা
    ওখানে তুমি উইকিলিক।
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ১০:২৫ | 155.136.80.174
  • হয়ে যাক।
  • Ishan | ২২ ডিসেম্বর ২০১০ ১০:২৪ | 122.248.182.16
  • আজকে একটা মৌসুমী ভৌমিকসঙ্গীত লিখলাম।
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ০৯:৫১ | 155.136.80.174
  • কেমং গা ছম্‌ছম্‌ কচ্ছে। কেউ নেই?
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ০৯:৩৭ | 155.136.80.174
  • নীনাদিও এমং ভুল কেং কয়ে কল্লো? "আঁখো দেখা' নয়, "আঁখো দেখি' হয়।

    আর ইয়ে, কল্লোলদারও চশমা আছে, সুতোর তো আছেই। যদ্দূর মনে পড়ছে হুমেরুর চোখেও চশমা দেখেছি। তবে সেটা রিডিং গ্লাসও হতে পারে।

    তবে চশমা অর নো-চশমা, হুমেরুকে "আঁতেল নয়' বলে কোন মাই-কা-লাল?
  • achintyarup | ২২ ডিসেম্বর ২০১০ ০৫:৩১ | 59.93.242.197
  • ওমিঃ
    নটাং নটা-র উৎস তুমি খুইজ্যা পাইবা না। এই গান কলোকি পুলোকি সিংগিল মেলালিং মেলালিং মত অ-মৌলিক নয়। এর ভাষা আদি ইংরাজি, যার চল ছিল একমাত্র বরিশালের কীর্তিপাশা নামক স্থানে। শীতলচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যক্তি এই গানটি শুনাইতেন।

    ঐ অঞ্চলবাসী আর এক ব্যক্তি, মেনাজদ্দির গাওয়া একটি গানও জেনে রাখা ভাল, যে গানে ননীচোর কৃষ্ণ ঠাকুরের বাল-লীলার প্রভাব স্পষ্টঃ

    আল্লাহ্‌ আল্লাহ্‌ করহো তুমরা
    আল্লা নাইরে ঘরে
    বাইগন ক্ষ্যাতে গিয়া আল্লাহ্‌ বাইগন চুর্‌হি কর্‌হে
    গীত বান্ধলে মানিক পীহি-ই-ই-র
  • achintyarup | ২২ ডিসেম্বর ২০১০ ০৪:৪৭ | 59.93.242.197
  • অনেকদিন পর কথাটা শুনলাম শিবু। ফুলচন্দন মুখে নিয়ে বেঁচে থাক
  • Sibu | ২২ ডিসেম্বর ২০১০ ০৪:২৮ | 66.102.14.1
  • যাওন নাই, আস গিয়া ঃ))।
  • Tim | ২২ ডিসেম্বর ২০১০ ০৪:১৩ | 198.82.19.17
  • ঃ-)

    বাড়ি যাই। পাপক্ষয় হলো এতক্ষণে।
  • Sibu | ২২ ডিসেম্বর ২০১০ ০৪:০০ | 66.102.14.1
  • আমাদের আপিস তো বন্ধ নয় দেখতে পাচ্ছি ঃ(। তবে আশেপাশে বন্যা হয়েছে শুনতে পাচ্ছি। দেখি উইকএন্ডে দেখতে যাবো।
  • Tim | ২২ ডিসেম্বর ২০১০ ০৩:৫৫ | 198.82.19.17
  • শিবুদাদের ওখানে বন্যা? সব বন্ধ নাকি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত