এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ২৪ ডিসেম্বর ২০১০ ০৯:০১ | 89.203.49.18
  • ছোটাইকে বিহ্যাবা। গত হপ্তায় সিডনিতে নাকি এই এত্ত বড় বড় সাইজের শিলাবৃষ্টি হয়েছে?
    রাত্রিকে আর kk র জন্য, বাঘু বেকারের করা পামিয়ে, ঝরা পাতার আপেল পাই আর পিঙ্ক শর্টব্রেড। এক বছর আগে বানানো তাই একটু পুরোনো হয়ে হয়ে গেছে। কিন্তু তাও ভালই লাগবে।
  • aka | ২৪ ডিসেম্বর ২০১০ ০৮:৫৪ | 117.194.3.253
  • আমারও ডানদিকে বাঙলা নাই। ঃ-[

    বানাম ভুল হচ্ছে।
  • aka | ২৪ ডিসেম্বর ২০১০ ০৮:৪৯ | 117.194.3.253
  • ইন্ড্রাণী দি কে বিলেটেড হ্যাবাডে।

    আর রাত্রি আর কেকে কে আগাম শুভেচ্ছা।

    আর সবাইকে গরমা গরম নেডিকেনি। এখন খাচ্ছি।
  • Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ০৮:৪৯ | 155.136.80.174
  • আমি এলুম।
  • i | ২৪ ডিসেম্বর ২০১০ ০৮:২৯ | 59.93.247.217
  • ডানদিকে বাংলা নাই। তাই...
  • i | ২৪ ডিসেম্বর ২০১০ ০৮:২২ | 59.93.247.217
  • সব্বাইকে ধন্যযোগ। যদিও জন্মদিন ছিল সেই ২২শে, আজ ভাট খুলে যুগপৎ বিস্মিত আর পুলকিত -সত্যি, অসম্ভব ভালো লাগলো। ফুলকপির সিঙাড়া আর হেমকণা পায়েস খাঅচ্ছি। ঋআঙাঠাকুর্পোর সেই গামছাখান দিয়ে চোখও মুছে নিলাম স্লাইট।
    সবাই ভালো থেকো।

    আগামীকাল কৃষ্ণকলি আর রাত্রির জন্মদিন, জানি। সর্বোত্তম শুভেচ্ছা রইল।
  • aka | ২৪ ডিসেম্বর ২০১০ ০৬:৪১ | 117.194.3.253
  • রাজ আর অচিন্টি থ্যাংকু। যা বুঝলাম প্রতি মাসে ক্রেডিট কার্ডে টাকা দেওঅয়াই ঠিকঠাক বলে মনে হল।
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ০৬:১৩ | 59.93.247.161
  • ম্যাজিক যে জানি সেইটেই তো জানতুম না। এবার আমিও হাওয়া হচ্ছি
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০৫:২৮ | 128.231.22.87
  • ক্ষী ক্ষাণ্ড ! ম্যাজিক জানো নাকি ? সব্বাইকে হাওয়া বানিয়ে দিলে ?
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ০৫:১৫ | 59.93.247.161
  • এবং আমি উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে সব্বই হাওয়া
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ০৫:০৭ | 59.93.247.161
  • একি! এত সকালে/রাতে ভাটে এত্ত লোক!
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০৪:৫৯ | 128.231.22.87
  • শরীরের ব্যাপারে কাব্লিদা আবার কারুর কোনো পারমিশনের ধার ধারে নাকি ! যথেচ্ছাচার করে তো !!
  • Nina | ২৪ ডিসেম্বর ২০১০ ০৪:০৫ | 68.84.239.41
  • কিন্তু এত রাতে/ভোরে আপনার কম্পুতে বসার পারমিশান আছে কি?? পারুল বোধহয় ঘুমোচ্ছে!!
    দয়াদার সঙ্গে এতক্ষন গল্প হল ফোনে। দয়াদা থ্রিলড আমি আপনার বাড়ী গেছি--দয়াদ ফেব্রুয়ারি মাসে কলকাতা যাচ্ছেন।
  • kd | ২৪ ডিসেম্বর ২০১০ ০৪:০১ | 59.93.247.101
  • খুব ভুল করেনি মনে হয়। পারুলের কৃপায় টিভিতে দিনরাত গোবিন্দর সিনেমা চলে - হয়তো তারই কিছুটা রাব্‌ড-অফ হয়েছি। (আমি আপাততঃ দিনে আধঘন্টা পারমিশন পেয়েছি টিভি দেখার। তবে পারুল অধীর আগ্রহে অপেক্ষা করছে শো'টা উঠে যাওয়ার)।
    এই গোবিন্দ ভদ্রলোক বোধহয় লাখ তিনেক সিনেমা করেছেন - সবসময় কোনো না কোনো চ্যানেলে উনি আছেন - অবিস্যি ওই সিনেমাগুলো প্রত্যেকবার দেখলেই প্রথমবার দেখছি মনে হয়।
  • Nina | ২৪ ডিসেম্বর ২০১০ ০৩:৩৮ | 68.84.239.41
  • ইক্কিরে বাবা! ঃ) রাত তিনটের সময় কাব্লিদা ভাটপাড়ায় ঘোরেন কেন?
    এটাই তো দুখভরি দাস্তাঁ হয়ে গেল ---;-)
    কব্লিদা, একটা কথা বলেই দি, জানেন আপনাদের ঐ বি ই কলেজের লোকটা, অমিত গাঙ্গুলী , যে কিনা আপনার বাড়ী সেদিন দারুন সময় কাটাল, খেয়ে দেয়ে গপ্প করে---তা এবার সে এখানে এসে দয়াদাকে খুব গপ্প করছে আর বল্ল কিনা --দয়াদা কলকাতায় আপনার বন্ধুর বাড়ী গেলাম, ঐ যে ওনার নামটা ---লামা, না না, হুতো, না না মনে পড়েছে গোবিন্দ! একেই বলে নমকহারাম!
  • kd | ২৪ ডিসেম্বর ২০১০ ০৩:২১ | 59.93.247.101
  • ও! দাস্তাঁ! তাহ'লে 'ভরি'।
  • kd | ২৪ ডিসেম্বর ২০১০ ০৩:১৯ | 59.93.247.101
  • এই রে! দস্তান! মানে গ্লাভ্‌স? এটার কী লিঙ্গ? রাত তিনটে, কে জানে! তার থেকে বাবা 'কহানিয়াঁ' বলো না। তখন 'ভরি' হবে। ঃ-০
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০২:২১ | 128.231.22.87
  • আমি ঘটি হলেও চিনি দি না। দু চিমটি ও না। চিনি আমি মোটে পছন্দ করিনা। অথচ এদিকে আমার নাম ই ছিল ( ছিল, যিনি ডাকতেন, তিনি ই আর নেই কিনা) দু চামচ চিনি !
    সাধে কি আমার নাম নিয়ে সেই দুখ ভরি ( নাকি ভরা ? শমীক ? নিনাদি ? ঃ) ) দাস্তান শোনাতে বসেছিলুম !!
  • Nina | ২৪ ডিসেম্বর ২০১০ ০২:১৪ | 68.84.239.41
  • ওক্কে, টাইম আপ! পলাইলাম। সব্বাইকে মেরী ক্রীসমাস, হ্যাপ্পি হলিডে।
    ওমি, কুচোমাছের (smelt মাছ) বাটি চচ্চড়ি করেছি ঠেসে সরষের তেল আর লঙ্কা দিয়ে, এক চিমটি চিনি দিলুম ;-)
    টাটা
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০২:১৪ | 128.231.22.87
  • নাঃ, সে বেচারা ঐ ডেভিলের মিনি বিপর্যয়ের পর রান্নাবান্নায় কিঞ্চিৎ নিরুৎসাহ হয়ে পড়েছে।
  • Nina | ২৪ ডিসেম্বর ২০১০ ০২:১১ | 68.84.239.41
  • ঃ)
  • omi | ২৪ ডিসেম্বর ২০১০ ০২:০৯ | 151.141.84.194
  • আহা নিনা ও হলো ব্যজস্তুতি! ঃ-)

    চুপি চুপি ঘটিদের একটা কতা কই, বাঙালরা ক্ষেপবেন না প্লীজ। আমি বাঙাল তবে আমার জাত গেছে, আজকাল সব তরকারিতে আমি নুন দেবার পরেই এক চিমটি করে চিনি দিই। দিব্যি হয় কিন্তু খেতে। ঃ-)
  • Nina | ২৪ ডিসেম্বর ২০১০ ০২:০৬ | 68.84.239.41
  • অ্যাই দ্যাকো, ঘোর কলি--কইলাম যে বুদ্ধিদীপ্ত ঝকঝকে মাথা ওমিক্রনের --অমনটি আর কজনার হয়!
  • omi | ২৪ ডিসেম্বর ২০১০ ০২:০৫ | 151.141.84.194
  • পাই একেবারে প্রোভোকিত হোয়ো না। ভালো করে খান ৫০ নুচি ভাজো তো দেকি! তাপ্পরে এক পিঞ্চ চিনি দিয়ে বেগুন ভেজো!
  • omi | ২৪ ডিসেম্বর ২০১০ ০২:০৩ | 151.141.84.194
  • দেকেচ নিনাটা ক্যামোং য্যানো।
    ওমিক্রন যে একেবারেই গোল্লামার্কা সেটা এভাবে সভার মাঝে না বল্লেই নয়?
    ভালো কথা, আজ বড়াই কোথা?
  • Nina | ২৪ ডিসেম্বর ২০১০ ০২:০৩ | 68.84.239.41
  • ঢালব , বল। ভাজবে তো তোর বর ;-)
  • Nina | ২৪ ডিসেম্বর ২০১০ ০২:০১ | 68.84.239.41
  • কে ঘনাদা পড়েনি? তবে তোমার মতন ঝকঝকে মাথা আর কজনের আছে, যে যা বলবে যেখান থেকে বলবে--গড়গড় করে বলে দেবে----আমার তো নেই ইঃ-((
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৯ | 128.231.22.87
  • বুলবুলকে। ভাজবো বলে। ঃ)
  • omi | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৮ | 151.141.84.194
  • না না তেল খুব সাবধানে দিতে হয়। "তেল দেবেন ঘনাদা" কে কে পড়েছেন এখানে?
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৭ | 121.241.214.34
  • তখন জুলপির পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, দেখনি?
  • Nina | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৭ | 68.84.239.41
  • কারে এত তেল দিস পাই;-))
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৭ | 128.231.22.87
  • ইন্দ্রাণীদির লেখার সাথে আলাপ হয়েছে তো ? তালেই হলো। ইন্দ্রাণীদি পুরো ইন্দ্রাণীদির লেখার ই মতন ঃ)
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৬ | 128.231.22.87
  • কিন্তু মাথায় যখন তেল দেওয়া হয় ?
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৬ | 121.241.214.34
  • ইন্দ্রাণীর সঙ্গে কি আমার আলাপ হয়েছে? না হলেও, জন্মদিনে অনেক শুভেচ্ছা
  • Nina | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৫ | 68.84.239.41
  • ওমি, তার সঙ্গে দুইখান কবিতাও দ্যাও--তার পেটও ভরুক, মনও ভরুক, জন্মদিনে।
  • omicron | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৩ | 151.141.84.194
  • আরে ইন্দ্রাণীকে জন্মদিনের শুভেচ্ছা দিতেই ভুলে গেছি। শুভেচ্ছা আর এক কাপ গরম চায়ের সাথে চারটি ফুলকপির সিঙারা রইলো।
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫১ | 121.241.214.34
  • কিন্তু স্নেহ নিম্নগামী, অর্থাৎ মাঝে মাঝে বিপজ্জনক
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৫০ | 128.231.22.87
  • ভালো তেল মানে কি ভালো কোলেস্টেরলের কথা জিগাচ্ছো ? আরে স্নেহ সবসময় ভালোই হয়রে পাগলা !
  • Nina | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৪৯ | 68.84.239.41
  • ইন্দ্রাণী কে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানালুম। জন্মদিন, জন্মমাস, বছর, সারটি জীবন, সব শুভ হোক!
  • omi | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৪৮ | 151.141.84.194
  • বলুন তো কে ইন্দিরাকে কুনুডিনি ছাছুলি(কুমুদিনি শাশুড়ী) বলতো?
  • omi | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৪৭ | 151.141.84.194
  • বর্গী ভাস্কর পন্ডিতের তেল। ঃ-)
  • Sibu | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৪৬ | 70.7.219.226
  • আর কেউ না খেলে এসব কুমু খাবে। টই খেয়ে খেয়ে ঘাটা পড়া মুখে বুলবুলভাজা পড়লে স্বাদ বদল হবে।
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৪১ | 173.163.204.9
  • কার্তেল ঠিক হলো? দেখো বাপু তেল ভালো না হলে এসব খেতে পারবোনা।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৪১ | 128.231.22.87
  • বুলবুলিকিহরিদাসী ?
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৩৪ | 121.241.214.34
  • তেল দিল কে? হরিদাস নিশ্চই
  • Sibu | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৩২ | 70.7.219.226
  • বুলবুলের তেলে বুলবুলভাজা?
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:৩২ | 128.231.22.87
  • বুলবুলকে কে তেল দিলো ?
    নাকি যে ধান খেয়েছিলো, তার্তেল ?
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:১৭ | 121.241.214.34
  • সে কি বুলবুলের তেলে ভাজা?
  • pi | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:০৯ | 128.231.22.87
  • আরে সেতো এমনি ই ভাজা । তার উপর আজ আবার ভাজা ভাজা হয়েছে। মানে হল গে তিনভাজ।
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১০ ০১:০৮ | 173.163.204.9
  • দুভাজ দেয়া বুবুভাতে এট্টু অ্যাসিডিটি হতে পারে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত