kumudini | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:৩০ | 59.178.149.108
ন্না,আর্শোলা কেটিচি কত!
Bratin | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:২৯ | 122.248.183.1
মিঃ অধিকারী কে?? ঃ-))
Sibu | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:২৮ | 184.194.248.148
হোয়াট অ্যাবাউট আরশোলা?
kumudini | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:২৭ | 59.178.149.108
শিবু,ন্নাঃ।একমাত্র টিকটিকি ছাড়া ক্কাউরে ভয় করি না।
kumudini | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:২৫ | 59.178.149.108
ব্যাং।অই করোটির ইসুটা আগে সলভাও।
লী ম নয়,তবে সুনন্দা শিকদার?
Sibu | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:২৪ | 184.194.248.148
আর পটাশের কি প্রাণে ভয় নেই? ব্যাঙের গালের পরেই যে সাপের গালে চুমু খেতে হয়।
Samik | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:২৪ | 155.136.80.174
লীলাগুলো আমায় পাস করে দিতে পারো, আমার আবার একটাও লীলা পড়া নেই।
ব্যাংদির ফোন্নং নেই, তাই এখানেই হ্যাবাড্ডি জানিয়ে দিলাম। আবার একদিন গিয়ে আজকের ভোজটা খেয়ে আসব।
byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:২২ | 59.93.196.242
শিবুদার সারার্থের জ্বালা থেকে বাঁচতে আমি চোখে ফিল্টার লাগিয়ে নেব ভাবছি।
Bratin | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:২১ | 122.248.183.1
আরে তোমরা এক রাতে ৩০ পাতা ভাটিয়েছো। আমি চাপ নিয়ে পুরো ট পড়ে ফেলতে পারি নি। না হলে কী বলি। আমার প্রাণের ভয় নেই?? ঃ-((
byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:২০ | 59.93.196.242
কেসি ফাস বলে এবার থেকে আমার সব হুমকির ফাস টারগেট কেসি। নির্দোষ রিটার্ন গিফ্ট। ঃ-))
Bratin | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:১৯ | 122.248.183.1
ইয়ে, টিম একটু ছড়িয়েছে । দধীচি র মোটেই তেজ ছিল না। ওনাকে মুরগী করে দেবতার ওনার হাড়ের বজ্র তৈরী করেন।
হ্যাঁ তেজ ছিল দুর্বাসা । একেবারে যাকে বলে টোটাল ঃ-))
Sibu | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:১৯ | 184.194.248.148
ভাবছি ব্যাংকুমারীর জন্য শ্রেষ্ঠ বাংলা ছোটগল্পের সারার্থ-সংকলন লিখে ফেলব।
byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:১৮ | 59.93.196.242
সত্যি ভাই কুমু, না পড়া লীলা আমার নেই বললেই চলে।
byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:১৭ | 59.93.196.242
ব্রতীনকে এক থাপ্পড়। আমি আগের দিন রাত্তিরেই বলে দিলাম যে নিশিপদ্ময় ফুচকায় মদ ঢেলে খেয়েছিল, তারপরে তুই আবর কালকে সেটা নতুন করে বললি কেন রে?
kc | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:১৬ | 194.126.37.76
আমি ফাস। এই অনারে ব্যাঙ আমারে এক বছর কোনও রকম হুমকি দিবেনা।
Bratin | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:১৫ | 122.248.183.1
না পড়া লীলে মজুমদার আর কি করে থাকবে কুমু দি? ব্যাঙ নিশ্চয়ই সব পড়ে ফেলেছে
byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:১৫ | 59.93.196.242
থ্যান্কু, থ্যান্কু। টিমির জন্য বিয়েতে যা যা খেয়েছি বলে যাই - শরীরটা জুতের ছিল না বলে বেশি খেতেও পারি নি। খেয়েছি ইয়াখনি , বেক্ড ভেটকি (এই এত্তোটা খেয়েছি), গলদা চিংড়ির মালাইকারি, কাশ্মিরি মাংস, মাখা সন্দেশ আর রাবড়ি। খুব বেশি কিছু কি?
Bratin | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:১৪ | 122.248.183.1
ব্যাঙ কে শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা। সঙ্গে এক আলমারী বাংলা গল্পের বই।
kumudini | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:১৪ | 59.178.149.108
গা-ও তে কুমু এসে গ্যাছে,আশা করি দেখেছে সবাই।হুঁ,হুঁ বাবা, এই কুমুদিনী দাসী ছাড়া চলবেনি।
তবে ব্যাঙের ওপর কাল থেকে এট্টু অভিমান হোলো।তুমি ইন্দোর কাচে মাত্তর দুখানা করোটি চাইলে, তোমার আর নীনার জন্যি।আমি কি বানের জলে ভেসে এসিচি,যে কাপে চা খাব?
আর, ইয়ে, শুধু চাই বা খাব ক্যানো?
kumudini | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:০৯ | 59.178.149.108
ব্যাঙদির ঠান্ডা লাগলো? এইবার সদ্দি হলেই হেব্বি মজা হবে। ঃ-)
হ্যাপ্পি বাড্ডে। তেজ দধিচীর মত হোক ইত্যাদি।
Tim | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:০৩ | 173.163.204.9
বেথেচ্চে ছোটো অনেকেই আছে। সত্যের পথ হইতে বিচ্যুত হইবোনা, তাই কয়ে দিলাম।
ব্যাঙদির কি কাজ নেই? নেমন্তন্নর ফিরিস্তি দেয়া ছাড়া? কি পাষানহিদয় রে ভাই!
byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:০৩ | 59.93.196.242
দিল্লিতে আমি সব মিলিয়ে চারটে শীতকাল কাটিয়েছি, সেখানে শীত তাড়ানোর অনেক ব্যবস্থা থাকে রুমহীটার ইত্যাদি।
ranjan roy | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:০৩ | 122.168.244.40
ধ্যাৎ, শমীক! শিশুমহল অনেক পুরনো, ন্যাড়ার কথা ছাড়ুন, আমার মত বুড়ো ও শিশুবয়সেই শিশুমহল শুনেছে। এই দেখুন--"" আমি তোমাদের ইন্দিরাদি বলছি, আমার ছোট্টোসোনা ভাইবোনেরা! কেমন, ভালো আছো তো সব?-- হ্যাঁ-অ্যাঁ-অ্যাঁ-অ্যাঁ!''
kc | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:০১ | 194.126.37.76
ব্যাঙদেবীকে শুভ জন্মদিনে হাড় হিম করা শুভেচ্ছা।
Samik | ১৬ ডিসেম্বর ২০১০ ১১:০০ | 155.136.80.174
সল্লেকের ঠান্ডাতেই হাড় হিম হয়ে যাচ্ছে? দিল্লিতে বিয়ে হলে না জানি কী হত! এখন তো আবার বিয়ের মরসুম। পুউরো পৌষ মাস জুড়ে বিয়ে হবে দিল্লিতে।
byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১০:৫২ | 59.93.196.242
এক্ষুনি আবার বাসিবিয়েতে খেতে যেতে হবে ঃ-)) ।
byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ১০:৫১ | 59.93.196.242
সল্লেকে কি হাড়হিম করা ঠান্ডা রে বাবা!! বিয়েবাড়িতে জব্বর খেলুম, বাসর জেগে আজ সকাল দশটায় ঘুম থেকে উঠে এখন গানের ওপারে দেখতে বসলাম।
kd | ১৬ ডিসেম্বর ২০১০ ১০:৪৬ | 59.93.247.171
আচ্ছা নীনা, এই নীপা চৌধুরি কি নীপা মৈত্র ছিলেন? কে যেন কেন চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। এককালে উনি কি অ্যামেচার থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন? মানে বিয়ের আগে? তারপর বিয়ে করেছিলেন একজনকে যাঁর পরে জার্নালিস্ট হিসেবে খুব নাম হয়েছিলো - মানে এই সব মিলিয়ে গেস করছি।
Samik | ১৬ ডিসেম্বর ২০১০ ১০:১১ | 155.136.80.174
গেঁড়ি কি গু-চ করে?
যাক, বলেই দি'।
পাই।
Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ০৯:৩৬ | 68.84.239.41
একে ঘুম পাচ্ছে, তায় ডানদিকে বাংলা নেই কি সব আবোলতাবোল লিখছি--গুন্নাইট
Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ০৯:৩৫ | 68.84.239.41
যা ভাগ তোর চেয়ে এট্টু কে ছোট--তোর গেঁড়ি? বলে দে খুব ঘুম্পাচ্ছে---বুনু? ন বুম্ব?দুর আর পারিনা--জানিনা
Samik | ১৬ ডিসেম্বর ২০১০ ০৯:২৫ | 155.136.80.174
নাহ্, ন্যাড়াদা বোধ হয় শিশুমহলের জমানায় ঠিক শিশু ছিল না।
আমি যার কথা কইছি সে আমার থেকে এট্টু ছোটো।
Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ০৯:১৭ | 68.84.239.41
বলে দে না বাবা ঘুমুতে যাই। রাত এগারটা বাজতে চল্ল--পিলিজ--ন্যাড়া নাকি?
Samik | ১৬ ডিসেম্বর ২০১০ ০৯:১৫ | 155.136.80.174
না-না। আমি তো রেডিওতে শুনতাম বললাম। আমি আকাশবাণীর আপিসে যাই নি কখুনো। আমি না, আমি না, অন্য কেউ।
নেক্ষট গেস?
Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ০৯:১৪ | 68.84.239.41
যে কলেজ হস্টেলে গান গাইত সেই ই লিচ্চ্য ইন্দিরঠাকরোণরে হ্যাঁ দিত!উত্তরবঙ্গের?
ওদিকে সেদিন অচিন্টি কইলেন ছোটোবেলায় শিশুমহল শুনতেন, ছোট্টো সোনা বন্ধুরা সব আদর আর ভালোবাসা নাও শুনতেন। সে যে আম্মো শুনতাম। পোতি রোব্বার। মানে আম্মো বুড়ো হয়ে গেলাম, নাকি?
তবে অচিন্টি, গোপন কথা কই, সেই সে-সময়ে ইন্দিরাদি-র প্রশ্নের উত্তরে যে বাচ্চাগুলো তারস্বরে হ্যাঁ-অ্যাঁঅ্যাঁঅ্যাঁ' করে জবাব দিত, তাদের মধ্যে একটা বাচ্চা এখানে আমাদের মধ্যেই আজ রয়েছে, রেগুলার গু-চ করে।
খুঁজুন তো দেখি, কে সে!
ইন ফ্যাক্ট একের বেশিও থাকতে পারে, আমার একটিকেই জানা আছে।
Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ০৮:৫৯ | 68.84.239.41
ঠিক ঠিক! রঞ্জনভাউ, এক্কেরে ঠিক কয়েছেন। মানুষতি যে কি গুণের ও জ্ঞনের (ডান্দিকে বাংলা আসছেনা) ওনার সঙ্গে কথা বলেও আরাম আর ওঁর বৌ নীপাদিও জম্পেশ মানুষ!গোলাপীচিঠি দেনেওয়ালি! পদরেণুদা আমাদের খুব প্রিয় দাদা।
ranjan roy | ১৬ ডিসেম্বর ২০১০ ০৮:৩০ | 122.168.166.136
অ্যাই নীনা! আমি চিনি। মানে ওনার সম্বন্ধে জানি। মায়ের কাছে ছোটবেলা থেকে শুনেছি, উনি ময়মনসিংহ জেলার নেত্রকোণার । ডাকনাম পদরেণু। ওই নামটার জন্যেই বেশি করে মনে আছে। ক্কৈশোরে যুগান্তরে শ্রীনিরপেক্ষ নামে ওনার কলাম পড়েছি। খুব মনে আছে যে ১৯৬৫তে যখন ইন্দোনেশিয়ায় সামরিক অভ্যুত্থান হয়, জেনারেল নাসুশিয়েন ও সুহার্তোর সেনারা দ্বীপে দ্বীপে কম্যুনিস্টদের কচুকাটা করছে তখন উনি সেখানে গিয়ে যে ডেসপ্যাচ -----। এছাড়া ছড়ার অমিতাভ চৌধুরি একবার লিখেছিলেন যে দুই অমিতাভই একই সময়ে শান্তিনিকেতনে পড়তেন। ফলে নামবিভ্রাট খুব হত। এর চিঠি ওর কাছে যেত, ইনক্লুডিং গোলাপি কাগজে লেখা বিশেষ চিঠিগুলো।ঃ))))
achintyarup | ১৬ ডিসেম্বর ২০১০ ০৪:২৫ | 59.93.242.67
আমি তো তার আগেই পলাইসিলাম। টাটাও করি নাই ঃ(
Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ০১:১৭ | 64.56.33.254
খুব ভাল লাগল ভাটিয়ে --তিনটে থেকে মিটিং--পলাইলাম--টাটা
achintyarup | ১৬ ডিসেম্বর ২০১০ ০১:০৯ | 121.241.214.34
নিরপেক্ষ। না। আলাপ করার সৌভাগ্য হয়নি কখনো
Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ০১:০৭ | 64.56.33.254
এইরে, এটা তো জানিনে। ছড়া-লেখা অমিতাভ চৌধুরি নন, দেশ পত্রিকার এডিটর, হর্ষ দত্তর আগের জন।
achintyarup | ১৬ ডিসেম্বর ২০১০ ০১:০৬ | 121.241.214.34
শ্রীনিরপেক্ষ?
Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ০১:০৪ | 64.56.33.254
দেশ-বিদেশের--ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন তো! দেশ পত্রিকায় ছিলেন অনেকদিন--এখন অসুস্থ আর এখন কলকেতায় না ক্যালিফোর্নিয়া, ঠিক জানিনা--ওনাকে এই গু চর নেশাটা ধরাতে চাইছি
achintyarup | ১৬ ডিসেম্বর ২০১০ ০১:০১ | 121.241.214.34
ন্না। তিনি কোথাকার অমিতাভ?
Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ০০:৫৯ | 64.56.33.254
এইত্তো, আমার মনের কতাটি কইলে ভাই--একেবারে যায়। অর আমি তো আপনি আপনি কল্লেই গাল ব্যাথা করে----তুমি কি আমাদের অমিতাভদা (ডাকনাম-পদরেণু) কে চেন? অমিতাভ চৌধুরি?
achintyarup | ১৬ ডিসেম্বর ২০১০ ০০:৫৬ | 121.241.214.34
*না
achintyarup | ১৬ ডিসেম্বর ২০১০ ০০:৫৬ | 121.241.214.34
চেষ্টা করচি। আচ্ছা, ভাটে আপনি-আজ্ঞে সম্বোধনগুলো তুলে দেওয়া যায় ন?
Nina | ১৬ ডিসেম্বর ২০১০ ০০:৫৩ | 64.56.33.254
তাকে আর একটু বেশি বেশি করে দেখুন, অচিনভায়া--নতুন ক্ষিষ্টো-উৎসবের লাল-সবুজ লুঙ্গি পরে সে আর কি কি কল্ল--একটু বলুন ঃ-))
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন