এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ১৩ ডিসেম্বর ২০১০ ০০:৪১ | 121.241.214.34
  • চেষ্টা করব
  • kc | ১৩ ডিসেম্বর ২০১০ ০০:৩৫ | 89.203.49.18
  • বলেন কিগো? পাওলি দাম কে দ্যাখার জন্যই এইটা দেখতে হবে। লালন ফকীরকে দেখতে গেলে বাংলাদেশেরটা দেখুন।
  • achintyarup | ১৩ ডিসেম্বর ২০১০ ০০:৩১ | 121.241.214.34
  • আচ্ছা, পাওলি দামকে বাদ দিয়ে যদি দেখতে চাই, দেখা যাবে?
  • I | ১৩ ডিসেম্বর ২০১০ ০০:২৮ | 14.96.158.245
  • ন্না। অক্ষদা উচ্চনাকী। গৌতম ঘোষের ছিনিমা দ্যাখে না। খালি ওংকারভাই দ্যাখে।
  • kc | ১৩ ডিসেম্বর ২০১০ ০০:২৬ | 89.203.49.18
  • ছিনিমাটা দেখলেন?
  • I | ১৩ ডিসেম্বর ২০১০ ০০:২১ | 14.96.158.245
  • সনাতন দাস বাউল খুব অসুস্থ শুনেছিলাম কিছুদিন আগে। শঙ্খ ঘোষ আর কারা যেন কাগজে চিঠি লিখেছিলেন সাহায্য চেয়ে। কি খবর কেউ জানেন? পাল্লিনের পাড়ার লোক , সোনামুখী। পাল্লিন যদি জানে! সে তো আবার এদিকে আসে না, পুঁটোপুঁটি নিয়ে ব্যস্ত।
  • a x | ১৩ ডিসেম্বর ২০১০ ০০:০৪ | 99.65.17.193
  • মনের মানুষ ছিনিমায় পোটার নাম অভিজিৎ বর্মণের বদলে সুরজিৎ বর্মণ বলে ক্রেডিট দিয়েছে। প্রসেনজিতের নাম নিশ্চয়ই ভুলেও সুরজিৎ করত না।
  • kc | ১৩ ডিসেম্বর ২০১০ ০০:০২ | 89.203.49.18
  • শুনেছি। জমেনি।
  • a x | ১২ ডিসেম্বর ২০১০ ২৩:৫৯ | 99.65.17.193
  • নচিকেতা আর রশিদ খানের একটা অ্যালবাম আছে। শুনেছেন কেসি?
  • d | ১২ ডিসেম্বর ২০১০ ২২:৫৫ | 14.96.204.113
  • *সরি সরি সোমবার অপারেশান
  • d | ১২ ডিসেম্বর ২০১০ ২২:৪৭ | 14.96.204.113
  • পিয়ারলেসে।
    অ্যাপোলোয় অনেক রাত অবধি এমার্জেন্সিতে কেউ দেখারই ছিল না নাকি, তাই ঐ অতরাতে আবার পিয়ারলেসে নিয়ে ভর্তি করেছে। আজ বিকেলে অপারেশান হওয়ার কথা ছিল।
  • kc | ১২ ডিসেম্বর ২০১০ ২২:৪৩ | 89.203.49.18
  • ইন্দোকে অনেক ভালবাসার সঙ্গে এই গানটা পাঠালাম।
  • I | ১২ ডিসেম্বর ২০১০ ২২:৩৯ | 59.93.202.208
  • I mean কোন হাসপাতালে?
  • I | ১২ ডিসেম্বর ২০১০ ২২:৩৮ | 59.93.202.208
  • হা, দেখো ! সুতো কোথায় আছে? হুতোরও তো তাইলে টেইল ইন কাউডাঙ্গ। বেচারী সরভাজা কী কচ্ছে?

    সুতো-র কী অপারেশন হয়েছে/হবে?
  • achintyarup | ১২ ডিসেম্বর ২০১০ ২২:০৩ | 121.241.214.34
  • আজকে অফিসে আমার একটু টাইট অবস্তা, মানে টেইল ইন কাউডাঙ্গ অ্যাণ্ড কাউডাঙ্গ ইন টেইল
  • kumudini | ১২ ডিসেম্বর ২০১০ ২১:৪৩ | 115.240.86.101
  • কেউ লিখচে না,তাই পিছিয়ে পড়লাম মন দিয়ে,লিং গুলো-ও।
    দুঃখ হল,এইসব অসামান্য লেখকরা কেন আরো আরো আরো লেখেন না!!!
  • kumudini | ১২ ডিসেম্বর ২০১০ ২১:২১ | 115.240.86.101
  • শমীক,একটু সুতোর খবর দিয়ে যেও।
  • kumudini | ১২ ডিসেম্বর ২০১০ ২১:১৮ | 115.240.86.101
  • যে ব্যাচারা আকুলভাবে টইটা খুলেছিল,দেড়পাতা পোষ্ট হয়ে যাওয়ার পর সে কিছু বলার সুযোগ পেল।
  • achintyarup | ১২ ডিসেম্বর ২০১০ ২১:১২ | 121.241.214.34
  • @ কুমুদিনীঃ ও-ও-ও, সেই জন্যেই

    বিয়ের লম্বা টই-টা পড়ছি। খুব-ই ইণ্টারেস্টিং
  • a x | ১২ ডিসেম্বর ২০১০ ২০:১৭ | 99.65.17.193
  • সেকি! সাথে ছানাটা ছিলনা তো?!
  • Samik | ১২ ডিসেম্বর ২০১০ ২০:১৭ | 122.252.231.10
  • ওকে। মানে, আনন্দ্‌ সিনেমায় অমিতা বচ্চন যেটা বাজাচ্ছিল? বাবুমশাই ...??
  • Samik | ১২ ডিসেম্বর ২০১০ ২০:১৪ | 122.252.231.10
  • হাসপাতালে।

    অক্ষ, সুতোর অ্যাক্সিডেন্ট হয়েছে, দিল্লিতে আমার বাড়ির প্রায় সামনে। মোটরসাইকেলের ধাক্কায় একটা পা ভেঙেছে। অনেক কাঠখড় পুড়িয়ে ওকে কলকাতা নিয়ে আসা হয়েছে, এখন কলকাতায় হাসপাতালে আছে।
  • kumudini | ১২ ডিসেম্বর ২০১০ ২০:১২ | 115.240.86.101
  • সুতো কি বাড়ীতে না হসপিটালে?
  • a x | ১২ ডিসেম্বর ২০১০ ২০:১০ | 99.65.17.193
  • সুতোর কি হয়েছে?
  • a x | ১২ ডিসেম্বর ২০১০ ২০:১০ | 99.65.17.193
  • না রীল টেপ প্লেয়ার, ক্যাসেট প্লেয়ার না। সিনেমার রীল যেমন ঘুরে ঘুরে বাজে, ঐরকম প্রায়। বা একটা ক্যাসেটের বাইরের কেসিং বাদ দিলে যেমন হবে, আরো একটু বড় সাইজে তেমন প্রায়।
  • Samik | ১২ ডিসেম্বর ২০১০ ১৯:৫৭ | 122.252.231.10
  • সুতোর সঙ্গে আজ দুপুরে কথা হয়েছে। কন্ডিশন স্টেবল, তবে বিপদ এখনও কাটে নি। কাল বিকেল নাগাদ ফাইনাল কিছু বলা যাবে। কাল বিকেলে আবার ফোন করে এখানে লিখে দেব। হুতো হয় তো খুবই ব্যস্ত, ওর হয়ে লিখে দিলাম।

    কলকাতার জনতা, একটু হুতোকে সাহায্য কোরো প্লিজ। এত খারাপ লাগছে, এই সময়েই আমি দিল্লিতে রইলাম না।

    অচিন্ত্যরূপ, রীল প্লেয়ার মানে কি ক্যাসেট প্লেয়ার? আমি ক্যাসেট থেকে এমপিথ্রি বানাতে পারি। ক্যাসেটগুলো আমাকে পাঠিয়ে দিলে আমি করে দিতে পারি। কিংবা কলকাতায় অরিজিৎকে দিলেও হবে, সে-ও পারে।
  • Samik | ১২ ডিসেম্বর ২০১০ ১৯:৪৯ | 122.252.231.10
  • আমি সজনেফুল বকফুল খাই নি, এ কথা কে বল্লো??
  • kumudini | ১২ ডিসেম্বর ২০১০ ১৯:৪৩ | 115.240.86.101
  • r.h,সুতোর পায়ের কি অবস্থা?সোহাগকে সামলাবার জন্য কেউ আছেন নিশ্চয়ই।
  • kumudini | ১২ ডিসেম্বর ২০১০ ১৯:৩৭ | 115.240.86.101
  • আর কে না জানে,ডাগদাররা হইলেন অতিমানব।
  • kumudini | ১২ ডিসেম্বর ২০১০ ১৮:৫৯ | 115.240.23.50
  • অচিন্ত্যরূপ,ওটাএকটা টই ছিল,ঠিক লেখা নয়।এই টইটা
    পড়া মাত্তর আমি গুরুতে এসে হাজির হয়েছিলাম,তাই আপনাকে পড়াতে ইচ্ছে কর্ল।
    টইটার নাম ছিল "বিয়ে কোরা মানে কি জিন্দেগি সেশ
    '/biye koraa maane ki jindegi sesh".ওপরে যে সার্চ বাটন রয়েচে,সেখানে টইপত্তরের খোঁজখবরে এই অনবদ্য বানাম টাইপান।তবে ফাজলামিতে ভর্তি,আগেই কইয়া দিলাম ছিরিয়াছ
    কথা কিছু নাই।

    অর্পন,শমীক,
    বক/সজনেফূল খাওনি,
    য্যানো এ কথা রয় মনে।

    একটা কথা বলবনা ভাবচিলুম,কিন্তু না বল্লে ক্যামোন কান কটকটাচ্চে-
    ঐ উন্মন বাদ্যকর কোনো মানুষের লেখা কে বল্লো,ও তো একজন ডাগদারের লেখা।
  • achintyarup | ১২ ডিসেম্বর ২০১০ ১৭:৫৫ | 121.241.214.34
  • নাঃ, এখনই চাগ্রী ছাড়ার কোনো আশা দেখছি না
  • achintyarup | ১২ ডিসেম্বর ২০১০ ১৭:৫৪ | 121.241.214.34
  • ওমি-কে ভাটে পাওয়া যাচ্ছে না কেন?
  • achintyarup | ১২ ডিসেম্বর ২০১০ ১৭:৫৩ | 121.241.214.34
  • লিং-গুলির জন্যে সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ। নিহত অশ্বের দিনলিপি এবং উন্মন বাদ্যকর আমি পড়েছি। ওসব কোনো মানুষের লেখা নয়
  • Arpan | ১২ ডিসেম্বর ২০১০ ১০:৩৭ | 122.252.231.10
  • জানি না, শমীক তুলেছিল বোধহয় কিছু।
  • nyara | ১২ ডিসেম্বর ২০১০ ১০:৩৬ | 122.172.24.47
  • কাবলিদা আমাদের বাড়ির রিল-টেপ প্লেয়ার আর চলে না। কিন্তু আমার ভাইয়েরটা নির্ঘাৎ চলে। আমি কথা বলে জানাচ্ছি।
  • Bratin | ১২ ডিসেম্বর ২০১০ ১০:৩৫ | 117.194.96.205
  • ভাটের ফটক কই??
  • Bratin | ১২ ডিসেম্বর ২০১০ ১০:৩৪ | 117.194.96.205
  • যাতা তো!! সব্বার খুরে প্রনাম ঃ-))
  • Arpan | ১২ ডিসেম্বর ২০১০ ১০:৩১ | 122.252.231.10
  • সবার পেট ঠিক আছে। ঃ-)
  • Bratin | ১২ ডিসেম্বর ২০১০ ১০:২৯ | 117.194.96.205
  • অর্পন/শমীক, খালি এই টুকু জানিয়ে দাও এত খাবার পরে কার কার পেট ঠিক আছে ?ঃ-))
  • ranjan roy | ১২ ডিসেম্বর ২০১০ ০৬:২৭ | 122.168.212.133
  • আরে একি! অ্যাই অচিন্ত্য, কোন কুমুদ-কুমুদিনী- কহ্লারের কতায় চাগ্রি ছাড়বে না। বাপ- মাকে দেখবে কে, আমি?
    ফিরে আয়, ফিরে আয় বলচি!
  • ranjan roy | ১২ ডিসেম্বর ২০১০ ০৬:২৫ | 122.168.212.133
  • ইন্দোডাক্তারের "নিহত অশ্বের দিনলিপি' ও খুব ভালো লেখা। ওমি, তুলে দাও না গো!
  • kc | ১২ ডিসেম্বর ২০১০ ০০:২৭ | 89.203.49.18
  • কাবলিদা,
    sra তে যান। ওখানে গিয়ে মশকুর আলি খান নয়তো অরুণ ভাদুড়ি মহাশয়ের সঙ্গে সরাসরি কথা বলুন। হয়ে যাবে ব্যবস্থা।
  • achintyarup | ১২ ডিসেম্বর ২০১০ ০০:১৬ | 121.241.214.34
  • খোঁজ করে দেখব চেনাশোনা কারো কাছে রিল টেপ প্লেয়ার আছে কিনা
  • kd | ১২ ডিসেম্বর ২০১০ ০০:০৯ | 59.93.192.81
  • To whom it may concern

    আমি একজনের কথা জানি (আমার বড়শালার গুরু), যাঁর কাছে ওনার গুরু আমির খাঁ সাহেবের বেশ কিছু গাওয়া রীল টেপে আছে। ওনার এখন কোনো রীল-টেপ-প্লেয়ার নেই। উনি চান ওইগুলো ঠিক-ঠাক মিডিয়াতে আনতে, তবে উনি টেপগুলোকে চোখের আড়াল করবেন না। আমিও কাউকে পাচ্ছি না যার রীল-টেপ আছে এবং সে ওটা আমায় দেবে।

    এখানে কেউ ইন্টারেস্টেড? জানালে চেস্টা করতে পারি আলাপ করিয়ে দিতে। আমি নিজে কিছুই এগুতে পারিনি বলে 'রাইট্‌স' ইত্যাদি নিয়ে কোনো কথা বলিনি মানে উনি কী ভাবছেন জানি না।
  • achintyarup | ১১ ডিসেম্বর ২০১০ ২৩:৫৭ | 121.241.214.34
  • চেষ্টা দিচ্ছি
  • kc | ১১ ডিসেম্বর ২০১০ ২৩:৫০ | 89.203.49.18
  • অচিন্ত্যবাউ,
    আপাততঃ এখান থেকে খুঁটে খেতে পারেন কিনা দেখুন।
    http://moutal.eu/
  • achintyarup | ১১ ডিসেম্বর ২০১০ ২৩:৪৫ | 121.241.214.34
  • কুমুদিদি, ঐ লেখার লিং-টি এট্টু পোস্ট করতে পারেন?
  • achintyarup | ১১ ডিসেম্বর ২০১০ ২৩:৪৪ | 121.241.214.34
  • থ্যাংক্যু kcবাবু। বেশ অনেকগুলো ডকুমেণ্টারিও ছিল। তার মধ্যে আমীর খাঁ সাহেবের ওপর তথ্যচিত্রটি দেখে মুগ্‌ধ হয়েছিলুম
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত