এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • hu | ১০ ডিসেম্বর ২০১০ ০১:১৭ | 12.34.246.72
  • তখনও ভালো করে ভোর হয়নি। ব্যাংদির মেসেজ - গুরু খুলতে পারছিস? যেই বলি পারছি না, বলে হ্যাকার অ্যাটাক হয়েছে। সুইস গভর্নমেন্ট আর গুরু নাকি একই সাথে হ্যাকারদের কবলে। ঘুম কাটেনি তখনো ভালো। ভুলে গেছিলাম ব্যাংদির কথায় প্রতিবাদ করতে নেই। ভাগ্যিস আমার প্রতিবাদের ধরনটাই একটু মিনমিনে প্রকৃতির - তাই এযাত্রা অক্ষত থেকে গেলাম। নইলে যে কি হত!
  • Nina | ১০ ডিসেম্বর ২০১০ ০১:১৬ | 68.84.239.41
  • ও কেসি, ওটা কি?? ণ**** কি কন?
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০১:১৬ | 99.65.17.193
  • শ্‌শ্‌শ্‌হ্‌ কেসি। স্ক্রীনেরও কান আছে!
  • Nina | ১০ ডিসেম্বর ২০১০ ০১:১৫ | 68.84.239.41
  • ইস! কোনও মানে হয় , যা কিছু অ্যাটাক হোকগে যাক, গু চ হলে বড় ব্যাথা----কাজের ফাঁকে ফাঁকি মেরে লেখা আর পড়া---সেটা স্লো হলে কি বিপদ ঃ-(( (ডানদিকে নো বাংলা)
  • kc | ১০ ডিসেম্বর ২০১০ ০১:১৪ | 89.203.49.18
  • হ্যাকার নয়। এ হল N***
  • hu | ১০ ডিসেম্বর ২০১০ ০১:১৩ | 12.34.246.72
  • দারুন লাগল তো লেখাটা! কত কিছু মিস হয়ে যায়। থ্যাংকু!!
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০১:১৩ | 99.65.17.193
  • হ্যাকার অ্যাটাক নীনা। পেপাল, অ্যামাজন, মাস্টার্কার্ড, ভিসার পরেই গুচ। মামুর কালো হাত গুঁড়িয়ে দাও।
  • Nina | ১০ ডিসেম্বর ২০১০ ০১:০৫ | 68.84.239.41
  • আরেব্বাস! দারুণ! খুউউব ভাল লেখা। I পত্রিকায় কি করে মিস করে গেছ্‌লুম জানিন।

    আচ্ছ আজকে গু চ খুলতে বেশ টাইম নিচ্ছে--আমার কমুবাবার দোষ নাকি অন্য কিছু? ডনদিকে বাংলা নেই, কি লিখছি কে জানে
  • kc | ১০ ডিসেম্বর ২০১০ ০০:৫৬ | 89.203.49.18
  • খাসা লেখা। একদমে পড়ে ফেললাম। অচিন্ত্য তোমার ভাল হউক।
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০০:৪৫ | 99.65.17.193
  • অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মত লাগছিল পড়তে ঃ-)
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০০:৪৪ | 198.82.21.78
  • তাই হোক। অচিন্ত্যদা চলবে? ঃ-)
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০০:৪৪ | 99.65.17.193
  • খুব সুন্দর লাগল।
  • aka | ১০ ডিসেম্বর ২০১০ ০০:৪৩ | 168.26.215.13
  • অচিন্টি তো কাল্টিভেট করার মতন লোক মশাই। সত্যব্রতর নাম রোরি। গড়গড়িয়ে পড়ে ফেললাম, সব বই এমন হলে আজ আর আমার এমন দশা হত না।
  • achintyarup | ১০ ডিসেম্বর ২০১০ ০০:৩৯ | 121.241.214.34
  • অনুরোধঃ আমাকে আপনি এবং বাবু না বল্লেই ভাল লাগবে
  • achintyarup | ১০ ডিসেম্বর ২০১০ ০০:৩৬ | 121.241.214.34
  • কিছু টাইপো আছে যদ্দুর মনে পড়ছে, সেগুলি আমার নয়
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০০:৩৩ | 198.82.21.78
  • এখন যদিও কাগের টয়াং বগের ঠ্যাং আসতেছে, তবে বাড়ির ল্যাপিতে বিন্দাস খুলবে। থ্যাঙ্কু অচিন্ত্যবাঅবু।
  • achintyarup | ১০ ডিসেম্বর ২০১০ ০০:২৪ | 121.241.214.34
  • খাড়ান দুই মিনিট, খুইজ্যা দেহি
  • aka | ১০ ডিসেম্বর ২০১০ ০০:২২ | 168.26.215.13
  • দ্যাখো জুলিয়ানোর টিম নয় ফেড কেউ একটা গুরুকেও ধরেছে। সবই কেমন ভঙ্গুর ক্লিকাতে ভয় করে, এই বুঝি ভেঙে পড়ল।
  • kc | ১০ ডিসেম্বর ২০১০ ০০:১৮ | 89.203.49.18
  • অচিন্ত্যবাবু, আফনেই লিংটা দ্যান না কেন?
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০০:১৮ | 99.65.17.193
  • লিং কই লিং? মাঝে মাঝেই ছাদ ভেঙ্গে পড়ছে, শিগ্গিরি কেউ লিং দিন!
  • lcm | ১০ ডিসেম্বর ২০১০ ০০:১৭ | 128.48.44.141
  • টেস্ট ...
  • achintyarup | ১০ ডিসেম্বর ২০১০ ০০:০৫ | 121.241.214.34
  • ওমি-র জয় হোক, জয় হোক। অ্যাতো পাব্লিসিটি জম্মে পাই নি। ঃ)
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০০:০৩ | 99.65.17.193
  • এই নাইন অ্যাডম্‌স রোডের লেখাখান আমাকেও পড়ানো হোক।
  • kc | ০৯ ডিসেম্বর ২০১০ ২৩:৫২ | 89.203.49.18
  • আর ছোট 'ম' সবথেকে খুশী হন ওনাকে 'বৌমাবৌদি' বলে ডাকলে।
  • achintyarup | ০৯ ডিসেম্বর ২০১০ ২৩:৪৯ | 121.241.214.34
  • নাক্স-এ কাজ হবে বলে মনে হচ্চে না
  • kd | ০৯ ডিসেম্বর ২০১০ ২৩:১০ | 59.93.162.77
  • আচ্ছা, কুমুদিনী কি সত্যিই জানেন না ছোট-ম কে? তাহ'লে বলি, ছোট-ম হচ্ছেন হচ্ছেন 'মামী', মানে মামুর বউ। এবার নিশ্চই প্রশ্ন উঠবে মামু কে। 'মামু' হচ্ছেন যিনি মাঝে মধ্যে ভাটের পাতায় উত্তর-পূর্ব দিক থেকে উঁকিঝুঁকি মারেন।
    ওরা আপাততঃ থাকেন কলকাতার কাছে কিংস মার্কেটে - শ্রীমতী উজান রায় বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়। আমাদের সুবিধের জন্যে জানলায় হলুদ 'দঢ়ি' ঝোলে।

    মামুর আবার 'ম'এ বড় প্রীতি। আর মামী কারুর বেচাল একেবারে টলারেট করতে পারেন না - খ্যাংরা রেডি। তবে আমার পিঠে পড়ে নি, গুরুজন বলেই বোধহয়।

    তবে মামী রাঁধেন বড় ভালো। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স।
  • Ishan | ০৯ ডিসেম্বর ২০১০ ২২:৫৪ | 14.96.77.48
  • ফর দা টাইম বিয়িং এই url টা ব্যবহার করুনঃ

    http://204.232.193.233:8080/

    ঝামেলাটা মিটতে একটু সময় লাগতে পারে।
  • M | ০৯ ডিসেম্বর ২০১০ ২২:৩৭ | 59.93.194.73
  • আজ সারাদিনে এই আমার গুরু খুলল।কি হয়েছিলো? এদিকে আমার ৫০ পাতা ভাট পড়া বাকি আর আমার ঘুমুতে যাবার সময় হলো।
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ২২:৩৬ | 151.141.84.194
  • ছোটাই, হ্যাঁ সেই লেখাটাই। নাইন অ্যাডামস রোড।
    লেখালিখি কেমন চলছে ?
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ২২:৩৪ | 151.141.84.194
  • এক ডোজ নাক্স খেয়ে নিন অচিন্ত্যনীয়। ঃ-)
  • achintyarup | ০৯ ডিসেম্বর ২০১০ ২২:৩১ | 121.241.214.34
  • উঃ! ক্কি ঝ্যামেলা, ক্কি ঝ্যামেলা। আমর প্রায় উইথড্রয়াল সিংডোম হয় আর কি
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১০ ২২:২৯ | 122.252.231.10
  • ফুটবলের টইটা খুলছে না! ঈ-শা-আ-আ-আ-আ-ন?
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১০ ২২:০৭ | 122.252.231.10
  • ক্লায়েন্টের বিচ্ছিরিমত প্রোজেক্টটা ইনফি এমন মাখিয়ে রেখেছে যে আল্টিমেটলি স্ক্র্যাপ হতে চলেছে। আমার পুরো টিম এই সুযোগে আজ বোলিং লন আর বার্বিকিউ নেশনে সেলিব্রেট করে এল। ঃ-)
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১০ ২১:৫১ | 122.252.231.10
  • আব্বে! ব্যাঙ কি গুরু পড়ে না? উত্তর দিলাম না আবার কী? লিখলাম তো অফিসে সব সাইট ব্যান করে দিয়েছে। মেল এইমাত্র দেখলাম। আমি আইপি দিয়ে ঢুকেছি।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১০ ২০:৪৬ | 122.172.25.181
  • এখন যেটা দেখা যাচ্ছে, সেটার নাম, খেলে হাম জি জান সে। আজ লুরুর আইনক্সে শেষ শো ছিল।
    আর কদিন ধৈর্য্য ধরুন, মনোজ বাজপেয়ীর চিটাগং আসিতেছে। বিগ বি চিটাগংয়ের প্রোমো এবং রিলিজ দুটো ই চেপে দিয়েছিলেন।
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ২০:০৭ | 151.141.84.194
  • আরে না কাবলিদা, ওমিকান্ত করবে নিন্দে? কেন? বলছিলাম কবিতা কিনা তেমন কাজের জিনিস না, তাই ওটা বড় বড় মানুষেরা পড়েন না। দেখুন না লোকে কত খিল্লি করে ওসব নিয়ে। ভাবুন তো জেনেটিক্স ফ্লুইড ডিনামিক্স বা নিউক্লিয়ার এনজিনিয়ারিং নিয়ে কেউ খিল্লি করছে, এ কখনো হবে? সম্ভব না, কারণ এগুলো খুব কাজের জিনিস। একেবারে হাড়ে হাড়ে বোঝা যায়। ঃ-)
  • omi | ০৯ ডিসেম্বর ২০১০ ২০:০৩ | 151.141.84.194
  • সূর্যসেনের সিনেমাটা কোথায় কোথায় দেখা যাচ্ছে এখন? নাম কী?
  • kc | ০৯ ডিসেম্বর ২০১০ ১৯:৫৪ | 89.203.49.18
  • ভাটপাতার আর্কাইভ করার সময় হয়ে গেছে মনে হয়।
  • Samik | ০৯ ডিসেম্বর ২০১০ ১৯:৪৩ | 115.248.4.217
  • আর ইয়ে, ঐ দময়ন্তীর উল্লিখিত গানটা আমি ছোটোবেলায় শুনেছিলাম বিভাস সুরের কমিক্‌সের ক্যাসেটে

    ও ঠাম্মা ও ঠাম্মা, ও ঠাম্মা ও ঠাম্মা,
    বাবারে বুঝাইয়া কও না
    মোহনবাগানের প্লার গলায়
    আমি মালা দিমু না ...

    এর পরে সেই মোহনবাগানের ছেলে গাইছে

    বুঁচির মা বুঁচির মা, বুঁচির মা বুঁচির মা,
    বুঁচিয়ে বুঝিয়ে বলুন না
    মোহনবাগানের ছেলের নিন্দে
    আমি সহ্য করব না

    (এরপর যৌথ ভাবে)
    আরে যাঃ, আরে যাঃ ...
  • Samik | ০৯ ডিসেম্বর ২০১০ ১৯:২৪ | 115.248.4.217
  • ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। চেন্নাইতে গেলে তো ভানেই।

    আমি না থাকলে যে ক্ষী হতো ...
  • Arijit | ০৯ ডিসেম্বর ২০১০ ১৮:৪১ | 61.95.144.122
  • কি বিরক্তিকর।

    ইমেল-এর বেসিক নিয়মকানুন লোকে জানে না। আইবিএম/ভারতি আর কানেক্টিভার কোনো জয়েন্ট প্রোজেক্টের ব্যাপারে কোটি কোটি মেল করছে, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই - অথচ আমি সেগুলো পাচ্ছি। কেন? কারণ আইবিএমের এক প্রোজেক্ট ম্যানেজারের নাম আর আমার নাম এক। মেলের অ্যাড্রেস বক্সে আইডি দেওয়ার সময় অ্যাড্রেস বুক থেকে আমার নামটা আসছে বলে লোকে না দেখেশুনে সেটাকে লাগিয়ে দিচ্ছে, আর একবার ঢুকে যাওয়া মানে ঐ মেল চেন-এর সব মেল আমার কাছে আসছে। প্রথমে বুঝিনি, তারপর খোঁজখবর নিয়ে জানা গেলো। বেশ কয়েকবার বললাম, ভুলটা স্বীকার করছে, পরক্ষণেই আবার এক ঘটনা। একটা দুটো মেল হলে ইগনোর করা যায়, কিন্তু দিনে বিশ তিরিশটা হলে প্রচণ্ড ডিস্টার্ব হয়। গত প্রায় সাত দিন ধরে একই জিনিস চলছে।
  • byaang | ০৯ ডিসেম্বর ২০১০ ১৭:৩৮ | 122.166.160.130
  • উফফফ, অবশেষে! সেই কখন থেকে রিফ্রেশ করে করে হাতব্যথা হয়ে গেল। অপ্পনকে জিজ্ঞেস করলাম, সে উত্তর দিল না। শেষমেশ বোর হতে হতে , কী করি কী করি, ভাবতে ভাবতে, হুচিমিতে কে ভয় দেখালাম, সুইডিশ সরকারের সাইট আর গুরুর সাইট দুটো ই এখন হ্যাকারদের কবলে। হুচিমিতে ক্ষীণ প্রতিবাদ করার চেষ্টা করছিলো, কিন্তু পাত্তাই দিই নি। ঃ-)
  • kumudini | ০৯ ডিসেম্বর ২০১০ ১৭:৩৩ | 59.178.139.67
  • আর আমি একটু বেরিয়েছিলাম।রাস্তায় আসতে আসতে ভাবছিলাম সবাই কতো কি লিখে/পড়ে ফেল্লো!!
  • Bratin | ০৯ ডিসেম্বর ২০১০ ১৭:৩০ | 122.248.183.1
  • ওহে বাছা, বোম ফাটার কোন সময় নাই ঃ-))
  • kumudini | ০৯ ডিসেম্বর ২০১০ ১৭:২৮ | 59.178.139.67
  • জান্তাম, কেডিদা আমাকে ঠিক বুঝতে পারবেন।দড়িটা একটু শক্ত করার জন্য একটা এক্সট্রা হেইচ জুড়ে দিছিলাম।
  • Bratin | ০৯ ডিসেম্বর ২০১০ ১৭:২৮ | 122.248.183.1
  • এর থেকে বোঝা যায় গুরু র জনপ্রিয়তা ঃ-))
  • de | ০৯ ডিসেম্বর ২০১০ ১৭:২৬ | 59.163.30.6
  • আজকে আবার কি পুজো যে বোম ফাটবে?
  • de | ০৯ ডিসেম্বর ২০১০ ১৭:২৫ | 59.163.30.6
  • বাপ্রে! কতক্ষণ পর!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত