এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১০ ০১:০১ | 122.252.231.10
  • কোথায়?
  • aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০০:৫৯ | 168.26.215.13
  • কোন ছবি। আর এদিক ওদিক যা ঝগড়া চলছে, দেখলে অবাক লাগে। আসুন কমরেড আমরা ঝগড়া করি।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১০ ০০:৪৯ | 122.252.231.10
  • অ্যা, ছেলেকে নিয়ে গেলে। ছবির আগে শুনলাম 'এ' সিম্বল বসেছে।
  • achintyarup | ০৪ ডিসেম্বর ২০১০ ০০:১৭ | 121.241.214.34
  • কিডনি।
    তলার ব্যাপারটা কাদার মত পোষ্কের হয়ে গেল।
  • kd | ০৪ ডিসেম্বর ২০১০ ০০:১৪ | 59.93.193.252
  • আচ্ছা, 'বৃক্ক' মানে কী? ভুঁড়ি? না সিক্স-প্যাক?

    অচেনা, একতলায় নাবতে 'বালেনক' ব্যবহার করতে হয়। আর দোতলায় উঠতে 'বাআমদি'।
  • achintyarup | ০৪ ডিসেম্বর ২০১০ ০০:০৮ | 121.241.214.34
  • ঠিক বলি নি। বাংলাদেশের লোক।
  • nyara | ০৪ ডিসেম্বর ২০১০ ০০:০৭ | 203.83.248.37
  • তিলে খচ্চরের একটা ব্যাখ্যা শুনেছিলাম - তিল তিল খচ্চর - মানে দেহ-মনের প্রতিটা অণু-পরমাণু খচরামিতে ভরা।
  • achintyarup | ০৪ ডিসেম্বর ২০১০ ০০:০৬ | 121.241.214.34
  • কলকেতার লোক মার্কিন দেশে নকল বৃক্ক তৈরি করেছে
  • dd | ০৩ ডিসেম্বর ২০১০ ২৩:৩৮ | 122.167.33.195
  • মল+ফ্লাই ওভার = ঝাঁ চক চকে
    ইকো সিস্টেম = ফ্রাজাইল
    বুড়ো= ভাম। য্যানো অন্য জন্তুরা টিন এজেই মরে যায়।
    তিলে= খচ্চর। ক্যানো? তিলে বেবুন ক্যানো নয়? অথবা সর্ষেটে জেব্রা? কে দিবে উত্তর?

    এগুলো আইন। একটা বল্লে আরেট্টা ও বলতে হবে। যতো আর্টিকেল,ডকু,নিবন্ধো, ইত্যাদি, সবাই এই বিধি মেনে চলে।
  • omicron | ০৩ ডিসেম্বর ২০১০ ২৩:৩৪ | 151.141.84.194
  • বিবি কোথায়? আজকাল আসেন না?
    দ্রি কোথায় কেউ জানেন? কনস্পি থিওরি দিতেন বলে ইলুমিনাতি তাকে নিয়ে গেল না তো? ঃ-)
    আর সবচেয়ে বড়ো কথা শ্যামল কোথায়? গোটা প বয়ের লোককে কলকাতায় এনে রেখে বাকীটাকে কৃষি ও শিল্প করার যুগান্তকারী আইডিয়া যার ছিলো? সে আইডিয়া বাস্তবায়িত করতে যান নি তো বাই চান্স? ঃ-)
  • omicron | ০৩ ডিসেম্বর ২০১০ ২৩:৩০ | 151.141.84.194
  • কেডি, ধম্মিল্ল মেইলিয়ে দিয়েছে কইলো কাল। পাইলেন কি?
    কেমন আছেন আজকাল?
  • kd | ০৩ ডিসেম্বর ২০১০ ২৩:২৯ | 59.93.193.252
  • 'মল'এর আগে 'ঝাঁ চকচকে' বলতে বামপন্থী হ'তে হবে কেন? ওটা তো অন্য 'মল'এর সাথে পার্থক্য বোঝাতে ব্যবহার হয়।
  • dd | ০৩ ডিসেম্বর ২০১০ ২৩:১২ | 122.167.33.195
  • অ্যাকটা সিরিয়াস ডিসকোর্স আছে। এই কর্পোরেট সেক্টর নিয়ে। ম্যানেজমেন্ট গসিপ।

    দু যায়গাতেই কাজ করেছে, ইশে্‌পশালি নন আইটি সেক্টরে। বেশ কয় জন। সবার অভিজ্ঞতাই সারপ্রাইসাইলি অ্যাক, হুবহু।

    পরে কমু খনে।
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ২৩:১০ | 122.252.231.10
  • শমীক কল করেছিল আজ মান্দ্রাজ থেকে। বড় মনোকষ্টে আছে।

    আর সেই প্রাবন্ধিক পিনাকীবাবু, তিনি যে চেন্নাইতে নেমে মানসিক শক পেয়েছিলেন, তিনি এখন কোথায়?
  • dd | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:৫৭ | 122.167.33.195
  • অ্যাট ব্যাং, রত্না স্টোর্সের নাম ও শুনি নাই। ওটা ক্ষি?

    হ্যাঁ, রেস্তোঁরা। উঃ চেন্নাই ফাটাফাটি। মানে, আমি শুদু নন ভেজের কথাই কই। আমি থাকি আন্না নগরে। সেখানে গায়ে গায়ে রেস্তোরা।

    সস্তা ও টেস্টি। লুরু ধারে কাছেও যায় না - দামে। বৃথাই ভয় পেয়েছিলাম - বুঝি বাকী জেবনটা ধোসাময় হয়ে যাবে।

    ক্লাইমেটঃ লুরু(*) দশে নয়, চেন্নাই যাস্ট ভয়াবহ।

    শুনুন আমি মিয়ামি, নিউজিলান্ড, সান ফ্রাসিস্কো, কোন্নোগড়, কোথ্‌থাও যাই নি। আপুনেরা অম্নি আমার গ্রেডিংএর সমালোচনা কইরেন্না। কৃটিসিজম তো নয় ই।
  • byaang | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:৪৮ | 122.172.30.1
  • ডিডিদা , এখনো রত্না স্টোর্সে পা রাখো নাই?
  • nyara | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:৪৪ | 203.83.248.37
  • নো মস্করা। সিরিয়াস ডিসকোর্স। ইন রিভার্স ক্রনোলজিকাল অর্ডার। আজ থেকে। তিন মাসও হবে ফোর্থ সেঞ্চুরি বিসিও হবে।
  • dd | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:৪৩ | 122.167.33.195
  • ব্যাঙ্যালুরু আর উদিকে চেন্নাই।

    ট্র্যাফিক ঃ অসহ্য। দু পক্ষেই।
    মেয়েমানুষের পোষাকঃ লুরুতে মেয়েছেলেরা শার্ট প্যান্টুল পরে। মান্দ্রাজে নয়। হোথায় শাড়ী বা নিদেন সালোয়ার কামিজ। আরেঃ এক্ষেপশন তো থাগবেই। আমি জেনারেল ট্রেন্ড কইলাম।
    মল ম্যানিয়াঃ লুরুতে ইয়েস, চেন্নাইতেও ইয়েস। খালি লুরুতে অলিতে গলিতে মল। চেন্নাইতে প্রায় নেই।

    আরেট্টা কথা, আপুনে ক্ষি বামপন্থী? স্লাইটলি? একটু ও? তাইলে মলের আগে "ঝাঁ চক চকে" অ্যাডে্‌জক্টিভ ব্যাভার করুন। ওটাই উদ্দিষ্ট অপমান।
  • Ananya | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:৪০ | 199.133.19.184
  • Byaang di তোমার ছেলে ঠিক ই তো বলেছে। সত্যি ছোটো রা যেরকম করে ভাবে আমরা যে কেন সেই ভাবে ভাবতে পারিনা।
  • dd | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:৩৭ | 122.167.33.195
  • হ্যাঁ। ন্যাড়াভাই।

    তাইলে মষ্করা হয়, উদিকে সময়টাও কাটে।

    রেস্টুরেন্ট নিয়ে শুরু করে,ট্র্যাফিক, মেয়েমানুষদের
    পোষাক, মল কাল্‌চার সব ছুঁয়ে যাবো। সংস্কৃতির সব ঘটেই আছি ও থাকবো।

    আচ্ছা, চতুর্থ বি সির থেগে শুরু কর্বো ক্ষি ? নাঃ এট্টু পরে। এই মাস তিনেক আগের থেকে ?
  • byaang | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:৩৪ | 122.172.30.1
  • অনন্যা, আমার প্রায় সব সিনেমাই ভালো লাগে, তাই এটাও লাগলো। তবে যুগান্তরের প্রথম পাতায় ""চট্টগ্রাম অস্ত্রাগার লণ্ঠন'' হেডলাইন দেখতে আরো বেশি ভালো লাগলো। ঃ-)
    ছেলেকে নিয়ে সিনেমাটা দেখতে গেছিলাম, সে প্রশ্নে প্রশ্নে পাগল করে দিয়েছিলো, প্রশ্নের কিছু নমুনা - ১) ওরা বাঙালী ফ্রিডম ফাইটার, কিন্তু যাতে সবাই বোঝে তাই হিন্দিতে কথা বলছে, তাহলে পোস্টার গুলো বাংলায় লিখলো কেন? পোস্টারগুলোয় কী লেখা আছে, সেটা তো অন্যরা বুঝবে না। ২) বৃটিশরা আমাদের ফাঁসি দেওয়ার কে? আমরা বৃটিশদের দেওয়া শাস্তি নিতামই বা কেন? ৩) ওরা বৃটিশদের গুলি করতে পারলো, তারপর নিজেরা মরে গেল, তাহলে আগেই গিয়ে ভালোভাবে বৃটিশদের সঙ্গে কথা বললো না কেন যাতে মাঠটা পায়?
  • nyara | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:২৯ | 203.83.248.37
  • ডিডিদাদা, তামিল ও কান্নড় নিয়ে একটা কম্প্যারেটিভ স্টাডি হয়ে যাক।
  • Ananya | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:২৭ | 199.133.19.184
  • byaang di কেমন দেখলে movie টা?
  • dd | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:১৬ | 122.167.33.195
  • যেদিন থেগে মান্দ্রাজে চাগরী নিয়ে গেছি, তখোন থেকেই অনিদ্রা রোগ ভোঁ ভাঁ।

    অ্যামন ক্ষি রাম্পেলেও ঘুম্পায়। গেলাশ ছেড়ে বালিশ। যাস্ট চিন্তা করা যায় না।

    কারা জানি কবেই কয়ে গ্যাছেন, বাম্মনের সেই তেজ নেই,....
  • d | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:১২ | 14.99.72.233
  • অ ডাবল ডি, তবে কি আপনার অনিদ্রারোগ সেরে গেল? অ্যাঁ! না না এ তো ভাল কথা নয়, মোটেই ভাল কথা নয়। তাহলে সেইসব শুক্কুরজয়ী কাব্য কিম্বা রেসিপী? কে দেবে সেসব? কার হাতে দিলেন সেই বাঁশি?
  • kc | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:১০ | 89.203.49.18
  • ডিডিদার রেকো দেওয়া সিনিমা 'চলো লেট্‌স গো' দেখলাম। ছুটির দুপুরটা ব্যাপক কাটল। ডিডিদা থেঙ্কু।
  • dd | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:০৯ | 122.167.33.195
  • কিন্তু খালি খালি ঘুম্পায়।
    অথচ হাপ নিবন্ধো টাইপের অনেকগুলো আইডিয়া খাবি খাচ্ছে। কাও ম্যাও কচ্ছে।
    তাপ্পরে ধরুন গে' কবিশ্রী রবিহুতো শুক্কুর বার নিয়ে পদ্দো লিখলেন, ক্ষী ক্ষাসা!
    কিন্তু তার একটা প্রাপ্তিস্বীকার করে ছোট্টো ছড়া ও ক্ষি আমরা লিখতে পারি না?

    ন্না, পারি না। ক্যানো পারি না? কেনো না আমাদের ঘুম্পায়।
  • achintyarup | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:০৫ | 121.241.214.34
  • ঘুম পায় তো বাড়ি গেলেই পার।
  • byaang | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:০৫ | 122.172.30.1
  • শুনশান কেন হতে যাবে! আমি আছি তো। বাকি অর্ধেক দাঁতখানা ডাক্তারের হাতে তুলে দিয়ে, খুঁচনো মাড়ি, ফোলা গাল নিয়ে দেখে এলাম খেলে হাম জি জান সে।
  • Tim | ০৩ ডিসেম্বর ২০১০ ২২:০১ | 198.82.19.213
  • অ ডিডিদা,
    ঘুম পেলে তো ভাটাতে হয়। দশটায় কেউ ঘুমোয়?
  • dd | ০৩ ডিসেম্বর ২০১০ ২১:৫৭ | 122.167.33.195
  • সমস্যাটা ক্ষি হলো আপুনেদের বুঝিয়ে বলি।
    অ্যাকে তো শুক্কুর বার ভর সাঁঝ বেলায় ভাটপাড়া শুন সান, কেউ নেই কোথ্‌থাও। সে ও মানলাম।

    কিন্তু মান্দ্রাজ থেকে উজিয়ে এসে এম্নি ঘুম পায় যে দশটা না বাজতেই ঢুলতে শুরু করি। টলতে শুরু করার আগেই।

    এই হলো গে প্রবলেম।
  • achintyarup | ০৩ ডিসেম্বর ২০১০ ২১:৩৩ | 121.241.214.34
  • a তো অসাধারণ কাব্যপ্রতিভা
  • stoic | ০৩ ডিসেম্বর ২০১০ ২০:২০ | 160.103.2.223
  • অ্যাকাডেমিক পোস্টের জন্য সিভি পাঠালে সেখানে কোনো পাতার ব্যাপার নেই।
    ইনফ্যাক্ট শুধু পাবলিকেশান লিস্ট আর ফান্ডিং হিস্ট্রি দিলেই হয়। নাম, ধাম, অ্যাফিলিয়েশান কিস্যু না দিলেও চলে। মানে আমার মতে। দেখবে তো শুধু ঐ দুটো। আর বড়জোর টিচিং এক্সপেরিয়েন্স। ব্যাস।
  • aka | ০৩ ডিসেম্বর ২০১০ ২০:০৮ | 168.26.215.13
  • সমস্ত কিছুর মতন এই ক্ষেত্রেও আমার একটা রেমেডি আছে। ফল না পেলে পয়সা ফেরত। রোজ হাঁই মাই করে মাইল তিনেক হাঁটা - ৪০ মিনিটে।
  • achintyarup | ০৩ ডিসেম্বর ২০১০ ২০:০৭ | 121.241.214.34
  • a কি ঝামেলা রে বাবা!
  • aka | ০৩ ডিসেম্বর ২০১০ ২০:০৩ | 168.26.215.13
  • মাইগ্রেন কি?
  • M | ০৩ ডিসেম্বর ২০১০ ২০:০১ | 59.93.206.189
  • আমি ডাক্তারদের নিয়ে তিতিবিরক্ত হয়ে গেলাম, আমায় আবার সিবলিয়াম দিয়ে দিলো, এই বছরের শুরুতে তিনমাস খেয়ে এখনো সেই ঝিম কাটাতে পারিনি, তার সাথে ফিরি অ্যাডভাইস,মনটাকে পাখির পাখনার মতো মেলে দিন, জানি কঠিন, বলেই এক গপ্প শোনালো এখানে জীবনযাত্রা কি চাপের সেটা বোঝাতে, বলেন কিনা কি এক কি কিনেছেন তো সেটা খুলে দ্যাখেন একগাদা যন্ত্র তাতে নেই, হাপিশ। ডাক্তারদের সাথেও লোকজন এসব ব্যাভার করে। বলে করুন মুখে বললেন, সবই বুঝি, তবুও। এদিকে আমি মোট্টে চাপ নি না, চাপ এলেই ছেলেকে ধমকে না হলে পরের ছেলে অতিষ্ঠ করে নিজে ফিরি হয়ে যাই। যত্তসব।

    সব ডাক্তারের যে কটা দাঁত আছে সব তুলে ফেলা হোক,আর তাদের ডিস্পেন্সারি খিটখিটে আমাশা রুগিতে ভরে উঠুক। আর তাতে আমার যে শাপ লাগে লাগুক।
  • aka | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:৫৪ | 168.26.215.13
  • দেশে অ্যাকাডেমিক্সে চাকরির কয়েকটা যা গল্প শুনেছি তাতে মোটামুটি মনে হয়েছে কর্পোরেটে চাকরি করা বেটার। অ্যাপ্লাই করলে অনেক সময়ে ভদ্রতা করে জানায়ও না যে কি করছে। ওখানে আবার সত্য ""নেটওয়ার্ক"" লাগে।
  • a | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:৫২ | 168.26.215.13
  • টেনিওর নামাতে ডকুমেন্ট বানাতে হয়। হাজার হাজার পাতা। আর নেটওয়ার্ককে হ্যালাফ্যালা করবেন না। জানবেন ইকুয়াল মাইন্ডেড লোকেদের মধ্যেই ঠিকঠাক কানেকশন হয়। এখানের নেটওয়ার্ক ঠিক তেলাতেলি না।
  • a | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:৫০ | 168.26.215.13
  • সে বললে টেনিওর নামাতে সিভি লাগে নাকি?
  • A | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:৪৮ | 97.81.112.37
  • শুধু নেটওয়ার্ক করেই টেনিওর নামানো একটু টাফ ঃ)
  • A | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:৪৭ | 97.81.112.37
  • a k? এ কে?
  • a | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:৪৩ | 168.26.215.13
  • যাঃ সবাই চলে গেল?
  • k | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:৩৫ | 168.26.215.13
  • কিংবা k
  • A | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:৩৪ | 168.26.215.13
  • আমিও বড় A হয়ে লিখতে পারি।
  • a | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:৩২ | 168.26.215.13
  • সিভি কাজে লাগে যেকোনো জায়গার প্রথম চাকরির জন্য। তারপর তো নেটওয়ার্কিং। আম্রিগার ৫০-৮০ শতাংশ চাকরি হয় নেটওয়ার্কিং থেকে। অবিশ্যি ২০ শতাংশ এমনিও হয় তখন সিভি কাজে লাগে।
  • a | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:২৮ | 168.26.215.13
  • হাজার হাজার a
  • A | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:২৫ | 97.81.112.37
  • আমিও A বা a নামে লিখতাম - ভাবছি আবার লিখবো - আর লিখবো নাই বা কেন?
  • Abhyu | ০৩ ডিসেম্বর ২০১০ ১৯:২৩ | 97.81.112.37
  • দুখে, হ্যাঁ হয় এক লাইন, নয় অনেক পাতা। ঐ এক লাইনের কেউ এখানে আসে না বলে ওটা বাদ দিয়েছিলাম। (তীর্থদার চান্স নেই, এক ম্যাথেমেটিশিয়ান/স্ট্যাটিসটিশিয়ান না কি নোবেল সাহেবের বৌকে নিয়ে পালিয়েছিল, সেই থেকে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত