এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:৫৬ | 122.172.35.33
  • কুমু দেখেছি।
    কিন্তু কেডিদা ক্যামোন চুপ করে আছে!! কিছুই বলছে না।
  • dd | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:৫৫ | 124.247.203.12
  • বড় মকে এন্ডোস্কোপি কত্তে হবে ? তো নার্ভাস হবার কিসু নেই। সামান্য ব্যাপার।

    আমার হয়েছিলো, বছর পাঁচেক আগে। সেই নরক যন্তোন্নার কথা ভাবলে এখনো শিউড়ে শিউড়ে উঠি। সে যে ক্ষীঃ কষ্টকর অভিজ্ঞতা সে আর কওনের নয়। তার সাথে বিরক্তিকর রানিং কমেন্টারী ক্যালানে ডাক্তারের। "ঐ যে ঐ যে ডি ডি ,দ্যাখেন টি ভি স্ক্রীনে ঐ হোঁত্‌কা মতন গুষ্ঠির পিন্ডি হচ্ছে আপুনের কোলোন, ওর পাশে দিয়ে চ্যাপটা গোল্লাটা? সেটা আপনার পিত্তি।" এইসব।

    খুব কষ্টদায়ক।

    তা হোক, আদার ওয়াইজ চিন্তার কিছু নেই।
  • kumudini | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:৫৪ | 59.178.34.26
  • ব্যাংদিদি,১১-৫৫-এর পোষ্ট দেখে নিয়ো।
    না গো,আমার বিরিয়ানী চাই না।
  • kd | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:৫৪ | 59.93.165.237
  • হ্যাঁ, এখানে এন্ডোস্কোপি পুরো জ্ঞানে করে। শালারা পুরো স্যাডিস্ট। আমাগো দ্যাশে করে পুরো জি-এ দিয়ে - কিস্‌সু বোঝাই যায় না। এইজন্যেই বলে উন্নত দেশ ঃ))

    ডিঃ- আমার কেসে এটা ব্যতিক্রমও হ'তে পারে - ডাক্তারের নাম ডাঃ উহ্‌ম্যান (Uchmann) - নামটি ভয়ঙ্কর (চেহারাতেও) হ'লেও হৃদয়ে তিনি দয়াময়ী।
  • kumidini | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:৪০ | 59.178.34.26
  • বড়ম,ঐ এন্ডোস্কোপি-না কি কয়,তার এক্ষপিরিয়েন্স আমারো হয়েচে গো!হাতীর শুঁড় ঐ হতচ্ছাড়া নলের চেয়ে পাতলা হয়।
    আর তুমি যখন ঐ নলের কবলে হাঁসফাঁস কচ্চো,তখন চারিপাশের ডাগদার আর সাগরেদগুলো ক্যামন হাসিহাসি,খুশিখুশি মুখে রুগিকে দ্যাখে আর মনে মনে গায়-আ-আ-নন্দধারা বহিছে ভুবনে!
    এই স্কোপীগুলো যারা মাথা খাটিয়ে বের করে তাদের মাথায় নাইট্রিক অ্যাসিড ঢালা উচিত।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:৩২ | 122.248.183.1
  • হ্যাঁ উইকের মাঝে হয়ে যাওয়ায় যেতে পারলাম না ঃ-((
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:৩১ | 122.248.183.1
  • কার্তুজের বস।
  • kd | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:২৯ | 59.93.165.237
  • এই রে! বলা হয়নি, কাল হু-সু আর সা-সু'র 'অ্যা' ছিলো। তা' কাল রাতে আমরা মানে সোহাগ, হু-সু, সা-একা, দম, স্যান, সাহানা-সিঁফো, লামা আর এই মিঁয়া সেলিব্রেট করলুম। as usual, জবরদস্ত খানাপিনার ব্যবস্থা ছিলো (সুতোর বাড়ি, ভালো খ্যাঁট হবে না, তা কি হয়?) - মাংস, আলুর দম, তার সঙ্গে সুতো গরমা-গরম নুচি ভেজে ভেজে পাতে দিচ্ছিলো - আহা, এ'সব খেয়ে মরতেও সুখ। ও হ্যাঁ, ভদ্‌কা, কেকও ছিলো।

    রঞ্জন আমাদের চলে আসার আগে অবধি পৌঁছয়নি - বোধ্‌হয় এখনও বাড়ি খুঁজে বেড়াচ্ছে।

    (যদ্দুর মনে পড়ে, খাওয়ার অন্য কিছুও ছিলো, তবে আমি মাংস আর দম ছেড়ে সেদিকে পা/হাত/চোখ/মুখ বাড়াইনি)।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:২৮ | 122.172.35.33
  • টাকলা আবার কে?
  • kumudini | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:২২ | 59.178.34.26
  • কাত্তুজ ভাইটি, তুমি আবার কই গেলা?টাকলার এখনও ডেংগি হোলো না?
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:০৭ | 122.248.183.1
  • ইয়ে এক গামলাতে হয়ে যাবে?
  • Souva | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:০৬ | 122.248.183.1
  • Kd-বাবু, আমার এই টাইপোতেই আনন্দ... ঃ-)

    kc-বাবু, শুভস্য শীঘ্রম!
  • M | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:০৫ | 59.93.209.110
  • কেন হে কেন? শুধু তোমায় দিলেই চলবে নাকি?আমরা কি উড়ে এয়েচি?

    তবে হ্যাঁ আমায় আপাততঃ এক নির্বিবাদী পেটের ডাক্তার যে কিনা কিছুতেই এন্ডোস্কপি করতে বলে না তার নাম দিলে ভালো হয়, আমার আর গলার মধ্যে হাতীর শুঁড়ের মতো মোটা নল ঢোকানোর কোন ইচ্ছে নেই।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৪:৫৭ | 122.172.35.33
  • কেডিদা, আমার এক গামলা সিরাজের বিরিয়ানি চাই।
  • M | ০২ ডিসেম্বর ২০১০ ১৪:৫৫ | 59.93.209.110
  • @ব্রতীন,
    গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র

    অজ্জিত,
    অ, তাই কও!

    কেডিদা,
    এই প্রথম শুনলাম ধুতিতে পকেটমারি,ঃ)

    ঋভুর একটা সিন্মা আছে, আপ, আমার আর ঋভুর অমন বেলুনদ্বারা উড়ন্ত এক পিস বাড়ী চড়ার এক স্বপ্ন আছে, তাছাড়া সে ব্যাটা কয়েছে ওদের সময় এমন ধারা মাটিতে কিছু থাকবে না, সবই ভাসন্ত হবে, তালে অবশ্য বেলুনের হ্যাপা আর পোহাতে হয় না, কবে যে ওদের সময়টা আসবে......

    আচ্ছা আজ গুরু খুলতে কি খুব সময় নিচ্ছে?আমারতো নিচ্ছে।
  • kd | ০২ ডিসেম্বর ২০১০ ১৪:৫১ | 59.93.165.237
  • শৌভ, Kdবাবু ওই বই কোথায় পাবে? সে তো জীবনে ওনার নামই শোনেনি (মানে এখানকার কথাবার্তা শোনার আগে)। এমন করলে তো কখনই পাবে না।

    তবে বড় মুখ করে চেয়েছ যখন, ব্যবস্থা করছি।

    kc, শৌভ কী চেয়েছে, একটু পাঠিয়ে দাও তো বাপু।
    ঃ)
  • Souva | ০২ ডিসেম্বর ২০১০ ১৪:২৩ | 122.248.183.1
  • জনতা এই বইটা না-পড়া থাকলে পড়ে দেখতে পারেন। খাসা লেগেছিলো যখন প্রথম পড়ি (সে অবিশ্যি হার্ড কপিতে)।

    http://kaurab.tripod.com/books/aamaar-paap.html
  • Souva | ০২ ডিসেম্বর ২০১০ ১৪:২১ | 122.248.183.1
  • Kd বাবু যদি এট্টু কষ্ট করে কৃষ্ণকমলের বইটার নরম কপি আমাকে মেলিয়ে দিতে পারেন তো বড্ড ভালো হয়।
  • kumudini | ০২ ডিসেম্বর ২০১০ ১৪:১২ | 59.178.34.26
  • সবাই ক্যামোন বেড়াতে যাচ্চে,আর আমি?
    ফোঁস,ফোঁস,ফোঁস,ফোঁস।
    ঃ-(


    আশা করি বলে দিতে হবে না,যে চোখের জল গড়িয়ে পড়ে এই ডিজাইনটা হোলো।
  • de | ০২ ডিসেম্বর ২০১০ ১৩:২২ | 59.163.30.4
  • অরিজিত আর পিপির এই হ্যা-প সম্পর্কিত জ্ঞান আমি মেয়েকে কবে থেকে দিয়ে আসছি -- কানেই তোলে না!
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ১২:৫৬ | 122.248.183.1
  • আচ্ছা এই সময় ভূটান যাওয়া উচিত হবে কি ?
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১২:৪৮ | 122.172.35.33
  • ব্রতীনের ১২ঃ২৭এর পোস্ট পড়ে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। ঃ-)
  • pipi | ০২ ডিসেম্বর ২০১০ ১২:৪২ | 78.52.239.115
  • যারা হ্যা.প'র বইগুলো পড়েছে তাদের কখনই কোন মুভিগুলই ভাল লাগবে না। আমার অন্তত আজ অবধি লাগে নি অথচ মন দিয়ে সব ক'টাই দেখেছি। এটাও দেখতে যাব। তারপর নিজের বোকামির জন্য নিজেকেই গাল দেব অতগুলো টাকা খচ্চা করে দেখতে আসার জন্য।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ১২:২৭ | 122.248.183.1
  • নেড়ীদের কথায় মনে এল আমার এক বাল্য বন্ধু এক শান্ত শিষ্ঠ এক পিস নেড়ীর এক কানে পেনসিল ঢুকিয়ে ছিল। সে দেখতে চেয়েছিল অন্য কান দিয়ে পেনসিল ট বেরোয় কিনা। কিন্তু ঘটনার আকস্কিকতায় নেড়ী খ্যাঁক করে বন্ধু কে কামড়ে দেয় ঃ-((
  • Arpan | ০২ ডিসেম্বর ২০১০ ১২:১৮ | 204.138.240.254
  • শুধু ডায়না? আমি তো জেনেরাল বাবাবুদেরও খুঁজে পেতাম।
  • arindam | ০২ ডিসেম্বর ২০১০ ১১:৫৬ | 202.56.207.56
  • সেই সময় কেউ কেউ নেড়ি কে নেকড়ে বানিয়ে অরণ্যদেবও সাজত...
    কত ডায়না চারপাশে...
    ঃ)
  • kd | ০২ ডিসেম্বর ২০১০ ১১:৫৫ | 59.93.211.31
  • প্রেমাঙ্কুর বাবুর সম্পর্কে একটা গপ্পো ছিলো, বোধহয় এখানেই পড়েছি।

    উনি একবার কলকাতার রেডিও স্টেশনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে গিয়ে বল্লেন আসার সময় ওনার ধুতি কেটে সব টাকাপয়সা চুরি করে নিয়েছে এক পকেটমার।

    পকেটমার? ধুতির পকেট? আমি আমার একটা লুঙ্গিতে পকেট আর জিপার লাগিয়েছি, কিন্তু ধুতিতেও তো প্রয়োজন আছে সেটা খেয়াল করিনি, তা যাগ্গে, আসল গপ্পে ফিরি।

    তা বীরেন্দ্রবাবু বল্লেন, কিছু টাকাপয়সাই তো গেছে, ধনেপ্রাণে তো আর মারা পড়েননি।
  • kumudini | ০২ ডিসেম্বর ২০১০ ১১:৫৫ | 59.178.34.26
  • ব্যাং,আর কোনো সন্দই নাই যে আমরা তেমজ।আম্মো ঐ ভালুকের পিঠে চেপেছিলুম,টন্সিল সারাতে।আর সেই ভালুক নাকি আমাকে নিয়ে হাঁটা দিয়েছিল।এখনো ভাইরা আমায় ঐ নিয়ে ক্ষ্যাপায়।তোমায় তবু মাসীমা ধরেছিলেন, আমাকে সবাই মিলে এগলাই বসিয়ে দিল।

    সেই নির্মম দিন মনে পড়লে আজও--------
  • Arijit | ০২ ডিসেম্বর ২০১০ ১১:৪২ | 61.95.144.122
  • বটমলাইন হল -

    যারা বই পড়েছে তাদের ভাল্লাগবে না,
    যারা বই পড়েনি তারা কিসুই বুঝবে না,
    কিন্তু প্রচুর ক্রেজে চুটিয়ে ব্যবসা করবে।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০১০ ১১:৩৮ | 61.95.144.122
  • গ্রিফুককে দেখিয়েছে, তবে ফেরত আনেনি। গ্রিফিনডরের তরোয়ালটাও তো মনে হল ফেরত আনেনি।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০১০ ১১:৩৭ | 61.95.144.122
  • আমার তেমন ভালো লাগেনি। হাফ ব্লাড প্রিন্সের চে বেটার হয়তো, তবে গল্পে গুচ্ছ ফাঁক - সেগুলোর জন্যে পরেরটাতে অনেক গোঁজামিল ঢুকবে। সবচেয়ে বড় গোলমাল হবে গ্রিঙ্গট্‌স থেকে হরক্রাক্সটা আনার সময়। গ্রিফুককে তো আনেনি - ডিলটা হবে কি করে?
  • Tim | ০২ ডিসেম্বর ২০১০ ১১:৩২ | 173.163.204.9
  • অজ্জিতদা, ডেথলি হ্যালোজ দেখে এলাম। শেষটা কেমন যেন লাগলো। আরেকটু টানটান হবে আশা করেছিলাম। ঃ-(
  • Arijit | ০২ ডিসেম্বর ২০১০ ১১:২৮ | 61.95.144.122
  • বড়মা - ছদ্মনাম নয়। প্রেমাঙ্কুর আতর্থীর সবচেয়ে বিখ্যাত উপন্যাস - মহাস্থবির জাতক। স্থবিরের জবানিতে লেখা। অন্য দুই ভাইয়ের নাম স্থির আর অস্থির।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১১:২০ | 122.172.35.33
  • বম্মার কথায় মনে পড়ে গেল। সেই যে একটা খেলা ছিল না - নেতাজী বলেছেন এই করতে, ঐ করতে, দেশবন্ধু বলেছেন হেন করতে তেন করতে, রবীন্দ্রনাথ বলেছেন এই এই করতে, অম্নি সব্বাই করবে, কিন্তু যেই বলা হবে গান্ধীজী বলেছেন এইসেই করতে, বা নেহরু বলেছে হেনতেন করতে। অম্নি কিচ্ছুটি না করে স্ট্যাচু হয়ে যেতে হবে, আর যে ভুলে করে ফেলবে, সে আউট। আমার ভাইরা ঐ খেলাটা খেলতে গিয়ে, যে নেতাজী হয়েছিল, সে একটু রিয়ালিস্টিক করার জন্য একটা নেড়ির পিঠে চেপে বসেছিল, অম্নি নেহরু, গান্ধী সব্বাই খচে গিয়ে বললো, নেতাজীর থাকবে আর আমাদের থাকবে না কেন ঘোড়া, বলে আরো সব নেড়িগুলোর পিঠে চেপে বসতে লাগলো। রবীন্দ্রনাথের নেড়িটার লেজ সোজা টাইপের ছিল, সেই দেখে মা-কাকিমারা বারন্দার থেকে চিলচিৎকার করতে লাগলো। যাই হোক ,নেড়িগুলো রেগুলার দুধভাতমাছের কাঁটা পেত বলে কিছু করে নি, কেঁউকেঁউ করেছিল একটু।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ১১:১৩ | 122.248.183.1
  • ম, এর পক্ষে জিরাফ চাপা একটু চাপ হয়ে যাবে। বেশ লম্বা মই লাগবে এক পিস ঃ-))
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ১১:১২ | 122.248.183.1
  • আমার সবথেকে ভালো চড়া চামরী গাই র পিঠে। ছাঙ্গু লেকে। ভারী অমায়িক প্রাণী।
  • M | ০২ ডিসেম্বর ২০১০ ১১:১১ | 59.93.215.250
  • তবে আমার ডলফিন আর জিরাফে চড়ার খুব ইচ্ছাছে।
  • M | ০২ ডিসেম্বর ২০১০ ১১:১০ | 59.93.215.250
  • অ! ছদ্মনাম বুঝি?
  • M | ০২ ডিসেম্বর ২০১০ ১১:০৮ | 59.93.215.250
  • হ্যাঁ সে অতো বলার কি হলো? আমি ও তো ছোট বেলায় বেলুনের পিঠে চড়েছি, মানে ইয়া ইয়া বেলুনে বসতাম, সেটা ফটাস করে ফেটে যেত আর আমি আর ভাই দমাস করে মেঝেতে পড়ে দাঁত বের করে হাসতাম।

    তবে হ্যাঁ একবার একটা কুকুরের পিঠে চড়েছিলাম, তো সেটা ধুপুস করে পিছনে হেলে বসে পড়লো আর বিচ্ছিরি দাঁত খিঁচোলো, সেই থেকে কুকুর চড়ার জন্য ভালো নয় এ শিক্ষে নিয়েছি।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১১:০৭ | 122.172.35.33
  • বলাই বাহুল্য, আমার মাও প্রায় হাফ চেপেছিলেন, মানে আমাকে চেপে ধরে ভাল্লুকের উপর ভর রেখেছিলেন। এটা নিয়ে একবার হাসাহাসি করায় মা বড় বড় নিঃশ্বাস ফেলে বলেছিল --, সন্তানের জন্য মানুষ সব করতে পারে! ঃ-))
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ১১:০৬ | 122.248.183.1
  • প্রেমাঙ্কুর আতর্থী র কথা হচ্ছে নাকি? মহাস্থবির জাতক?
  • M | ০২ ডিসেম্বর ২০১০ ১১:০৪ | 59.93.215.250
  • অজ্জিত ঐ তিনজন কারা?
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ১১:০২ | 122.248.183.1
  • যাতা তো!! ঃ-))
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১০:৩৭ | 122.172.35.33
  • তবে কিনা আমার একটা বিরল রেকর্ড আছে। লোকে তো কত কিছুর পিঠে চাপে, হাতি, ঘোড়া, উট, চমরী গাই, মায় গাধার পিঠে শুদ্ধু চড়ে। ফরিদাবাদে থাকতে নাকি আড়াই মাস বয়সে নিউমোনিয়ায় যাই যাই হয়েছিলাম, সেই নিউমোনিয়া সারার পরেও নাকি প্রায়ই গোঁ গোঁ করে জ্বর আসতো, তখন নাকি জ্বর সারানোর নিদান হিসেবে ভাল্লুকওয়ালাকে প্রচুর ঘুষঘাস দিয়ে আমাকে ভাল্লুকের পিঠে চাপানো হয়েছিল। আর তারপর থেকেই আমার এরকম পাথরকুচি স্বাস্থ্য।
  • de | ০২ ডিসেম্বর ২০১০ ১০:৩০ | 59.163.30.2
  • ফোগলাদেঁতো আর ফোগলাদাঁতীর কি খবর?

    স্বঃ-- আমার বেম্মোশাপের ভয় নাই ঃ))-- কলিকাল--ব্রাহ্মণের সে তেজ নাই -শিং আর লেজ নাই --ইত্যাদী!
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১০:২৬ | 122.172.35.33
  • বানেরঘাটার ভাল্লুকগুলো ও বেদম পাজি। বাসের জানলা, দরজা ধরে ঝুলে পড়ে মস্তানি করে।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১০:২৪ | 122.172.35.33
  • না, আলিপুরে।
  • Arpan | ০২ ডিসেম্বর ২০১০ ১০:২৩ | 122.252.231.10
  • ভাল্লুকটা কি বানেরঘাটায় ছিল?
  • kc | ০২ ডিসেম্বর ২০১০ ১০:২২ | 194.126.37.76
  • কৃষ্ণকমল ভট্টাচার্য্যর বইটার নরম প্রতিলিপি আমার কাছে আছে মনে হয়। খুইজ্যা পাইলে পাঠামু। এনার আরেকটা ভাল লেখা হল 'বিচিত্রবীর্য্য'। সেটা বেশ বেড়ে লেখা।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০১০ ১০:২১ | 61.95.144.122
  • বড়মা কি স্থির, স্থবির আর অস্থিরকে চেনো না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত