এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০৭ | 198.82.17.103
  • উত্তর মেরুর কাছে
    আরো এক্কানপুর আছে

    ইপিস্তা সেথা পড়াশুনো কত্তো।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০৭ | 198.82.17.103
  • P নাকি? বাহ ভালো ভালো।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০৬ | 198.82.17.103
  • এইত্তো আমার থিওরিটা প্রায় প্রমাণ হয়ে এসেছে। ভারি ভারি জিনিস পরে না থাকলে পাই উড়ে যায়।
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০৬ | 128.231.22.87
  • পিনাকীর ভালোনাম পিনাকী।
  • omg | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০৫ | 151.141.84.194
  • পাই হলো রেশিও। হোরেশিও না। ডাইমেনশনলেস।
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০৪ | 128.231.22.87
  • সেতো কানপুরের সময় থেকেই আমার ওয়ার্ড্রোব ও আউটফিট অমনি ই।
  • omg | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০৪ | 151.141.84.194
  • পিনাকীর ভালোনাম কী? তিনি কী নামে গুর্চতে লিখে থাকেন? দিৎসা ছাড়া আর তার অন্য ছেলেপিলে আছে কিনা? পিনাকীর বৌ কে?

    আহ, কত যে প্রশ্ন দূরদর্শিনী।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০৩ | 198.82.17.103
  • আরেকতা সম্ভাবনা আর কি। জোরে জোরে ভাবলাম।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০২ | 198.82.17.103
  • পাইকে হাওয়া ছুঁতে পারেনা। কিকরে পারবে? পাই তো ওয়ান ডাইমেনশনাল।
  • omg | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০২ | 151.141.84.194
  • উত্তর মেরুই বা কি দোষ কল্লো????
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০১ | 128.231.22.87
  • দিৎসা কে , এই প্রশ্ন আশা করি করা হবেনা।
    আগেভাগেই বলে রাখছি, উত্তর আসবে, পিনাকীর মেয়ে।
    এইবার প্রশ্ন করবে কিনা ভেবে দেখো। ঃ)
  • tatin | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০০ | 130.39.149.48
  • দক্ষিণ মেরু অভিযানের উপযোগী ওয়ার্ড্রোব বানিয়েছ মনে হচ্ছে!
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০৩:০০ | 128.231.22.87
  • হুম। পরিচয় গুপ্তকে এব্যাপারে তদন্ত করতে বল্লে হয়। ঃ)
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০২:৫৯ | 128.231.22.87
  • পিনাকী হলেন দিৎসার বাবা।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০২:৫৯ | 198.82.17.103
  • নিশ্চই এয়ারলাইন্সের কর্তাব্যক্তিদের যোগসাজস। মানুষ বিনা পয়সায় উড়ে গেলে ওদের ব্যবসা লাটে উঠবে কিনা!
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০২:৫৮ | 128.231.22.87
  • কী যে বলে এরা ! আমার মর দূরদর্শিনী এসব ডিসট্যান্ট সম্ভাবনার কথা ভাবেনা ভাবছো ? ল্যাব থেকে দশ মিনিট দূরে ঘর নিয়েচি কি সাধে ? ঃ)
    আর তুষারঝড়ে বেরুবার শখ আমার বহুদিনের। আগেরবার বেরোতে দেওয়া হয়নি। এবারে ল্যাবে থাকাকালীন অমনি ঝড় চালু হলে আর আমারে রুধিবে কে ?
  • omg | ২৫ নভেম্বর ২০১০ ০২:৫৪ | 151.141.84.194
  • অভ্যু,
    পাখনল্যান্ডের কোথায় আছো? অরোরা কি এখনো দেখা যাচ্ছে?
  • omega | ২৫ নভেম্বর ২০১০ ০২:৫২ | 151.141.84.194
  • বলুক,

    পাইকে পাইছি বাগে
    সাতদিন আগে আগে
    মশা কিছু পড়ুক ভাগে
    মশারির ঝিঁঝিট রাগে।

    ঃ-)

    দিয়া কি পিনাকীর মেয়ে? পিনাকীটা কে?
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০২:৪৬ | 198.82.17.103
  • আমি চাইছি পাইয়ের বস আগেরবারের ভুল থেকে শিক্ষে নিক। পাইকে সাতদিন আগে থেকেই ল্যাবে রেখে দিক।
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০২:৪৪ | 128.231.22.87
  • কিচু বরপ এয়ারমেইল করো হে !

    আর এরা কেমনধারা মানুষ গা, বরফের ভয়ে সিঁটকে থাকে ! আমি তো চাইছি এখানে আগের বারের রেকর্ড ভেঙ্গে যাক...সাত দিন ছুটিটা কম পড়িয়াছিল ঃ)
  • kk | ২৫ নভেম্বর ২০১০ ০২:০২ | 68.47.236.79
  • কিন্তু অরিজিৎ, এতে গ্রিন্ডেলওয়াল্ডের গল্পটা ভালো করে দেখালোই না। আর রেগুলাস ও ক্রীচারের পার্টটাও তো কেমন ছুঁয়েই ছেড়ে দিলো। আমার খুব ভালো লাগেনি এই সিনেমাটার মেকিংও। যারা পড়েনি তারা তো বুঝতে পারছেইনা অনেক কিছু। আমাকে অনেকে জিজ্ঞেস করছে হঠাৎ ফ্লওরের সাথে বিলের বিয়ের ঘটনা এসে পড়লো কি করে? এরা কিছু কিছু জিনিষ এত সংক্ষেপ করে যে গল্পের সুতো কেটে যায়। আমার মতে 'গবলেট অফ ফায়ার' এর পর থেকেই সিনেমা গুলো আর ভালো তৈরী হচ্ছেনা।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১০ ০১:২৯ | 80.221.2.104
  • আর এখানে তো সারাদিন এতো বরফ পড়ছে যে জানালায় পজ্জন্তো তিন ইঞ্চি বরফ।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০১:২৯ | 198.82.17.103
  • কি অলুক্ষুণে কথা!
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০১:২৭ | 72.83.86.88
  • আরে ! আর ইদিকে আমি তো বরপের আশায় আশায় বসে আছি !
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০১:২৬ | 72.83.86.88
  • সেদিন তাতিন বলছিলো, এই গানটা নাকি দাদু গামা পালোয়ানকে নিয়েই লিখেছিলেন। কেমনে গুঞ্জা পেরেছে সেটা জানতে !
  • Binary | ২৫ নভেম্বর ২০১০ ০১:২৫ | 198.169.6.50
  • আরে কেউ বরপের কথা কয় না, আমর ইদিকে ঠান্ডায় চাপা পরে গেলাম।
  • aka | ২৫ নভেম্বর ২০১০ ০১:২৩ | 168.26.215.13
  • সেইদিকেই এগুচ্ছে ব্যপারটা। ঃ)))
  • Binary | ২৫ নভেম্বর ২০১০ ০১:২৩ | 198.169.6.50
  • *বাড়ীতে
  • Binary | ২৫ নভেম্বর ২০১০ ০১:২২ | 198.169.6.50
  • এরপরে আপিশে এলেই বলবে,' আপিশে এলে কেন ? বাঋহীতে কাজ নেই ?'
  • aka | ২৫ নভেম্বর ২০১০ ০১:২১ | 168.26.215.13
  • DD
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০১:১৭ | 198.82.17.103
  • ঃ-))
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০১:১৭ | 72.83.86.88
  • :D
    গুঞ্জা তো এটা হেব্বি দিয়েছে !
  • Paramita | ২৫ নভেম্বর ২০১০ ০১:১৫ | 122.167.253.174
  • আমায় তোরা আনলি কেন, ফিরিয়ে নে। (জীবনে কোনদিনও টার্কি এমন মিস করি নাই)।

    ইউটিউব তো পরের জেনারেশনের ব্যাপার - আমার মেয়ে তাতে হুকড আপ। সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকি কোথা থেকে কি দেখে ফেলে। এখন কদিন সারাক্ষণ অটোগ্রাফের গান আর রবীন্দ্রসঙ্গীত শুনতে হচ্ছে। সেদিন দেখি "আগুনের পরশমণি" শোনার পর দেখি গুঞ্জা গাইছে " আমার এই দেহখানি তুলে আছাড় মারো" ..
  • aka | ২৫ নভেম্বর ২০১০ ০১:১২ | 168.26.215.13
  • আরে পাঁচটা অবধি কোনদিন আপিসে থাকলে লোকে জিগ্যেস করে, কি হল আজ কোথাও যাবার নেই তোমার। আটটায় আপিসে ঢুকলে জিগ্যেস করে, কিহে এত সকালে? ভালো করে ঘুমিয়েছ তো?
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০১:১০ | 72.83.86.88
  • সেতো আমার ল্যাপিতে ২৪। কম ই আছে। সাধারণতঃ ২৯-৩০ থাকে।
  • Binary | ২৫ নভেম্বর ২০১০ ০১:০৯ | 198.169.6.50
  • আজ্জোর অপিশটাকি ভালো, কেউ কিচ্ছু বলে না।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০১:০৮ | 198.82.17.103
  • আমাদেরো ছুটি। তবু কেমন বোকার মত কাজ কত্তে এসেছি। আমার যে ক্ষি হবে!
  • Binary | ২৫ নভেম্বর ২০১০ ০১:০৮ | 198.169.6.50
  • আম্রিকার লোগেরা এত্ত ছুটি পাবে, আর আমারা ঠান্ডায় হি হি কত্তে কতে আপিশে আসবো ? না ইনসাফি।
  • aka | ২৫ নভেম্বর ২০১০ ০১:০৮ | 168.26.215.13
  • আরে সব জিনিষ দেখতে আছে নাকি? আমার তো মেশিনে সবথেকে কম করে ১০ টা উইন্ডো খোলা থাকে। একটা শোনার উইন্ডো, একটা আঁকার, একটা গুরু, একটা জিমেল, একটা ফেসবুক, এই যেমন এখন গুনে দেখলাম ২০ টা উইন্ডো খোলা। মাল্টাই প্রসেসিং।
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০১:০৫ | 72.83.86.88
  • পামিতাদি ইউটিউবের অমোঘ আকর্ষণের থেকে মুক্তি পাও ক্যামনে ? একটু শিখিয়ে দিও তো। এই শনি রবি আর সব কাজ ফেলে যেমনি করে ব্যাকলগ কিলিয়ার করতে বসেছিলুম, হায় রে, অন্য কোনো কাজের জন্য যদি এটা কত্তুম ! ঃ(
  • aka | ২৫ নভেম্বর ২০১০ ০১:০৪ | 168.26.215.13
  • আর ঠিক ২৭ মিনিট হলে আমাদের টার্কি খাওয়ার ছুটি। কাল, পরশু, তরশু, নরশু, ছুটি। যদিও দেশে যাবার প্রস্তুতি আছে, ঘরবাড়ি ভদ্রলোকের মতন করা আছে, গাড়ির সার্ভিসিং আছে, আরও কি কি যেন আছে, তাও ছুটি।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১০ ০১:০৪ | 80.221.2.104
  • আপনার যাহা রিমোট, শিকাগো ভ্রমণার্থীর সেটাই সেলফোন!
  • Paramita | ২৫ নভেম্বর ২০১০ ০১:০২ | 122.167.253.174
  • নইলে রিমোটের অমোঘ আকর্ষণের কাছে আত্মসমর্পণ কত্তে হবে। কন্‌কলের জন্য আজকের দেখাটা একটু ছড়িয়ে গেছে।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০১:০০ | 198.82.17.103
  • রোগা হতে হলে? না মোটা?
  • Paramita | ২৫ নভেম্বর ২০১০ ০০:৫৯ | 122.167.253.174
  • দেড়টা বাজার আগে ঘুমিয়ে পড়তে হবে।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১০ ০০:৫৯ | 80.221.2.104
  • ছিলিম হওয়া প্রসঙ্গে - কাগু দেখে কে যেন বলেছিল - ভালো করে হাওয়া খাওয়া যাবে না!
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০০:৫৭ | 198.82.17.103
  • কবিতার কাগজ তো ছিলিমই হবে। একি হিসেবের খাতা, না শ্যামাসঙ্গীত? ঃ-)
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০০:৫৫ | 72.83.86.88
  • ঃ)

    তাহলে অ ক কা কে আর নধর হৃষ্টপুষ্ট হতে হলনি, একেবারে সিলিম চেহারা হবে। অবিশ্যি খুব বেশি ওয়েট লুজ হলে চিন্তার বিষয়, অক্কা ও পেয়ে যেতে পারে। এরকম কোন আশংকা দেখা দিলেই অবশ্য সহজে মোটা হবার উপায় সংক্রান্ত টৈ টা দেখে নেওয়া যেতে পারে।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০০:৫০ | 198.82.17.103
  • এ তো সবাই জানে। ববিতাকে দৌড়োতে হতোনা। অন্যরা ববিতার পেছনে দৌড়োতো। অ ক কা 'রো তো সেটাই চাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত