অর্কুট ফেসবুকে কমিউনিটি আছে বুক শেয়ারিং-এর অনেক, সেগুলোয় রিকুইজিশন দিলে জনতা নিজ উদ্যোগে মেলিয়ে দ্যায়
I | ২১ নভেম্বর ২০১০ ২৩:৩০ | 14.96.186.166
কনটেম্পোরারি লেখকদের ফ্রি ই-বুক কোনো সাইটে পাওয়া যায়? মানে , ধরো মার্কেজ কিংবা আর একটু পিছিয়ে হুয়ান রুলফো ইত্যাদি। যাদের কপিরাইট উঠে যায়নি আর কী।
aka | ২১ নভেম্বর ২০১০ ২৩:০৭ | 24.42.203.194
হ্যাঁ ঠিক ঠিক। জাভাটা একদম ভুলে গেছি। এমনকি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টও ভুলতে চলেছি। অথচ এককালে দিব্য সি প্লাস প্লাস শিখেছিলাম।
nyara | ২১ নভেম্বর ২০১০ ২৩:০২ | 122.167.253.174
Array-কে non-array object-এ assign করা যায় না। Correct codeঃ
Object[] myObject; myObject = new String[3]; myObject[0] = "This";
Samik | ২১ নভেম্বর ২০১০ ২২:১৩ | 122.162.75.77
না। Thisটা আমি উদাহরণ হিসেবে লিখেছিলাম। ওখানে অন্য স্ট্রিং ভ্যালু আছে।
মূলত এররটা আসছে myObject[0] জায়গাটায়। ও এটাকে অ্যারে হিসেবে বুঝতে পারছে না। কেন, কে জানে ...
aka | ২১ নভেম্বর ২০১০ ২১:৩৬ | 24.42.203.194
আমি বহু জন্ম আগে জাভা নেড়ে চেড়ে দেখেছিলাম। "This" থেকে "Thi" করে দেখতো? myObject হল String ক্লাসের অবজেক্ট যার সাইজ হল তিন। এরম কিছু একটা।
ওরকম না করে এরমও হয় মনে হয়
String s = "This" করলেও হবে বোধহয়।
Samik | ২১ নভেম্বর ২০১০ ২১:০৯ | 122.162.75.77
**স্ট্রিং**
Samik | ২১ নভেম্বর ২০১০ ২১:০৮ | 122.162.75.77
একটা ছোটো টেকি সাহায্য চাই। আমি অনেকদিন কোর জাভায় কাজ করি নি, ফলে প্রবলেমটা কী হচ্ছে আমি ধরতে পারছি না। jdk1.6 ইউজ করছি।
নিচের কোড স্নিপেটটা এই রকম।
Object myObject; myObject = new String[3]; myObject[0] = "This";
তিন্নং লাইনে এরর দিচ্ছে ...
The type of the expression must be an array type but it resolved to Object।
এটা কেন টাইপকাস্ট হচ্ছে না ত্রিং অ্যারে-তে? কোথয় ভুল হচ্ছে?
Samik | ২১ নভেম্বর ২০১০ ১৫:৪৩ | 122.162.75.100
সুবন্নোলতা আর গানের ওপারে একই সঙ্গে চলে বলে দুটো দেখা হয় না। সুবন্নো ভালো লাগে, কিন্তু ঠিক অভিনয়ের গুণে নয়। গল্পটাই মারকাটারি, কোনওরকমে দাঁড় করাতে পারলেই জমে যাবে, সেইভাবে জমছে। অন্তত আমার যেমন মনে হল।
গানের ওপারের স্ক্রিপ্ট আর্বান। সম্পূর্ণরূপে আর্বান। তিনরকম জেনারেশনের মধ্যে রবীন্দ্রনাথ নিয়ে চিন্তাভাবনাটাই মুখ্য উদ্দেশ্য। বাকিটা পুরোটাই পার্শ্বপ্রতিক্রিয়া।
til | ২১ নভেম্বর ২০১০ ১৫:৩০ | 220.253.185.165
ঢ্যাঁড়স ভাজা মন্দ নয়!
nyara | ২১ নভেম্বর ২০১০ ১৪:১৯ | 122.172.25.167
আমি কোন সিরিয়ালই নিয়মিত দেখিনা। 'গানের ওপারে' মেরেকেটে দেখেছি হয়তো দশটা এপিসোড। গপ্পোটা নিয়ে বিশেষ বক্তব্য নেই। কিন্তু স্মার্ট স্ক্রিপ্ট। না, স্ক্রিপ্ট খুব স্মার্ট বলব না, তবে অন্য রান-অফ-দা-মিলের থেকে অনেক ভাল। কিন্তু সংলাপ বেশ স্মার্ট ও রিয়্যালিস্টিক। তাও মাঝেমাঝে প্যানপ্যানে হয়ে যায়। ক্যামেরা নড়তেই চায় না। এবং পারিবারিক প্যাঁচপয়জারে ভরা।
আর একটা অ্যাবভ অ্যাভারেজ সিরিয়াল হল 'সুবর্ণলতা'। ভাল ডিটেলের কাজ, যা আজকাল বড় লোকের ছবিতেই দেখা যায় না।
তবে এই দুটো অল্প-ব্যতিক্রমী সিরিয়ালেই নায়ক -নায়িকাদের কি চকচকে দেখতে! অন্ততঃ সুবর্ণলতাতে আশ করেছিলাম ডিগ্ল্যামারাইজ করা হবে। সুবর্ণলতার আর একটা রিডিমিং পয়েন্ট হল মিউজিক।
kd | ২১ নভেম্বর ২০১০ ১২:৫৬ | 59.93.244.17
ও হ্যাঁ, মনীশ, রাতে (আগের রাত, পরের রাত) আমার বাড়িতে ক্র্যাশ করতে পারো, একা বা দোকা। অফারটা রইলো।
kd | ২১ নভেম্বর ২০১০ ১২:১৫ | 59.93.244.17
আমি এই পোস্টটা 'ভার্চুয়াল থেকে রিয়্যাল' টইতে দিতে চেয়েছিলুম কিন্তু এখানকার 'সার্চ'এ পেলুম না। গুগ্লে সার্চ করে যেটা পেলুম, তাতে পোস্ট বন্ধ। অগত্যা...
kd | ২১ নভেম্বর ২০১০ ১১:৪৯ | 59.93.244.17
২৮শের কলিভাটে অনেকেই ""মফস্বল'' থেকে আসছেন, বেশী রাত হ'লে বাড়ি ফিরতে অসুবিধে হতে পারে, তাই ভাটটা দুপুরেই শুরু করার উপদেশ দিয়েছে সামরান (আমি অবিস্যি ভেবেছিলুম সারা রাতই চলবে, তাই এটা কোনো ইস্যু হবে ভাবিনি)। তো, এই ১১টা-১২টা নাগাদ চলে আসুন, খাওয়া-দাওয়াটা তাই দুপুর-বিকেলের মাঝামাঝি কোনো একটা সময়ে হবে'খন।
(আগেও আসতে পারেন, সামরানকে ব্যবস্থাপনায় সাহায্য করবেন, আমি তো ঢ্যাঁড়স!)
byaang | ২১ নভেম্বর ২০১০ ১১:০৮ | 122.172.159.192
আপাতত আরেকজনের থেকে তার উত্তর পেয়ে গেছি, তাই তোমাকে আর মেল করি নি।
d | ২১ নভেম্বর ২০১০ ১০:৪৬ | 14.96.26.123
কিন্তু ব্যাঙের আমাকে কী জিজ্ঞাস্য ছিল?
Samik | ২১ নভেম্বর ২০১০ ১০:২৬ | 122.162.75.102
ঐ সাবাং সিরিয়াল রিতুপন্নোর বানানো এ বিশ্বাস করতেও কষ্ট হয়, অভিনয়ের মান, স্ক্রিপ্ট রাইটিং এবং স্টোরিলাইন দেখে। কিন্তু জিনিসটা আমাকে অল্প হলেও টেনেছে। দাদুর গান নিয়ে ঐ অচলায়তন ভার্সেস নিত্যিনতুন এক্ষপেরিমেন্টের টু সাম এক্সটেন্ট সাক্ষী আমিও ঃ-)
এই সিরিয়ালে যা যা গান গাওয়া হয়েছে, মানে স্পেশালি ঐ গিটার নিয়ে রিমেক আর কি, সব উৎকৃষ্ট না হলেও কিছু কিছু জিনিস কিন্তু উতরে গেছে।
নিচে কিছু ঝলক।
আরও পরে দেব।
Samik | ২১ নভেম্বর ২০১০ ১০:২৬ | 122.162.75.111
টাইটেল ট্র্যাক
aka | ২১ নভেম্বর ২০১০ ০৮:৫৬ | 24.42.203.194
আর দাদুর গানের প্যারডি আর কাউকে দিয়ে গাওয়ালে পারত না? নচিকেতা কি আজকাল দিদির অনুষ্ঠান ছাড়া গান গায় না? কি বাজে গলা মাইরি। ওর থেকে আমি ভালো গাই।
aka | ২১ নভেম্বর ২০১০ ০৮:৩৭ | 24.42.203.194
এরকম ভুরি ভুরি অসংগতি কোথায়, কখন হয়? জানি পারবেন না, যখন গল্প সাবানের ফেনার মতন লোকের ডিমাণ্ড মেনে ফেনায়, ফেনায়, ফেনায়। এরপরে স্ট্র্যাটেজী হিসেবে দাড়িদাদুকে নিয়ে একটা ফেক বিতর্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে সোপ দেখছে বলে বাঙালী যাতে অবসাদে না ভোগে।
তবে আমার হেব্বি লাগছে। তবে আমার তো জুনুনও ভালো লাগত।
aka | ২১ নভেম্বর ২০১০ ০৮:৩২ | 24.42.203.194
তারপর ধরুন অল্পবয়সী ছেলেমেয়েরা হেব্বি জ্ঞানী টাইপ, কিন্তু কখনো পড়াশুনো করে না, কলেজে যায় না। আর ছেলে মেয়েদের দোষ দিয়ে লাভ কি?
দাদু টাদু সবাই হেবি জ্ঞানী টাইপ কিন্তু কথায় টথায় নয়, শুধুই রামানন্দ সাগরের রাবণ টাইপ চিৎকারেই জানা যায় তারা জ্ঞানী। ও হ্যাঁ মাঝেমাঝে আর পাঁচজন বাঙালীর মতন কবিতাও পড়ে।
ও হ্যাঁ, আবার বাড়ির যে সবথেকে অজ্ঞানী টাইপ, তার ঘরেও একটা বিরাট আলমারী ভর্তি বই।
aka | ২১ নভেম্বর ২০১০ ০৮:১৯ | 24.42.203.194
তারপর ধরুন সেই সুচরিতা গোরার সাথে তার প্রথম শোয়ে ডুয়েট গাইবে বলে এল না, কেন? না সুচরিতার তার প্রধান শত্রুর সাথে সময় কাটাল। গোরা খুব রেগেটেগে এসে শত্রুকে দেখেই মনে পড়ে গেল সপ্তপদীর সুচিত্রা সেনকে। তখন সুচরিতার প্রতি গোরার রাগ গৌণ। কারণ সপ্তপদী নামে একটি সিনেমা হয়েছিল।
aka | ২১ নভেম্বর ২০১০ ০৮:১৪ | 24.42.203.194
তারপর ধরুন আপনার দিদিমার বয়সী কাউকে আপনি সুরচিতা বলে ডাকলেন শুধুই গোরা নামের রবীন্দ্রনাথের চরিত্র একটি উপস্থিত রয়েছে।
i | ২১ নভেম্বর ২০১০ ০৮:১২ | 124.168.54.75
ঃ) হায় রে পুরুষ!!!
aka | ২১ নভেম্বর ২০১০ ০৮:১২ | 24.42.203.194
ধরুন আপনার একখানা সিডি বেরলো? যে কোম্পানি সেই সিডি বের করল তার মালিককে আপনি জেঠু বলেন, দেখা হলে প্রণাম করেন, তারপর আপনি গান টান করে নাম করলেন। কোন এক বাজারে সেই জেঠুর স্ত্রীর সাথে আপনার দেখা হল। জেঠুর স্ত্রী আপনার কাছে বলল - "একটা অটোগ্রাফ দেবে'? আপনি জেঠুকে প্রণাম টনাম করলেও কিন্তু জেঠু পত্নীকে চেনেনই না।
দুদ্দুর কিস্যু হবে না। একেবারে পারফেক্ট মনোপলি। বাজারি কাগজকে বাজার দিয়েই হারাতে হবে এ জ্ঞান না হলে আবাপকে হারানো অসম্ভব। কিন্তু বাঙালীর বাজারে চরম অ্যালার্জি,বাজার শুধু রোব্বারের মাংস।
এই লেখাটায় মোভেম্বর সম্বন্ধে যা লিখেছেন লেখক, একদম ভুলভাল। চূড়ান্ত ভুলভাল। নভেম্বরে ছেলেরা গোঁফ রাখেন মহৎ উদ্দেশ্য নিয়ে । এক এক জনের গোঁফকে স্পন্সর করা হয়-এই বাবদ যে টাকা ওঠে তা যায় প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা আর পুরুষের ডিপ্রেসন সংক্রান্ত ফাউন্ডেশনে। তাই তো জানি। দুনিয়ার কাছে আরো পুরুষ হয়ে ওঠার তথ্য লেখক কোথায় পেলেন জানতে ইচ্ছে হয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন