এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ২৫ নভেম্বর ২০১০ ১৪:২৬ | 59.163.30.2
  • দম-দি,
    উদিকে সিকিম যে আবার হাইর‌্যে গ্যালো! এট্টু লেখো!
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৪:২৬ | 122.248.182.16
  • মনে হয় এই জ্বরে আক্রান্ত লোকেরা ডিস্কো ডান্স র অপচেষ্টা করে !!
  • kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১৪:২৫ | 59.178.152.49
  • ব্রতীন,আপনার বয়েস কম,এইসব উল্টোপাল্টা অজুহাত শুনে ,ঐ কি বলে,আহা,কটিন মতো বাংলাটা,বিভ্রান্ত,হ্যাঁ, বিভ্রান্ত হবেন না।

    ডাগ্‌দারদের ব্যস্ততা আবার কী?কারো পেট,নাক,কান বা হার্ট কাটবে,এই তো?আর ইদিকে সর্ষেবাটার টইতে গিয়ে দ্যাখো,সকাল থেকে ব্যাংকে এগবার বুট পর্তে বলচে,আবার কি সব ছড়া কাটচে বসে,বসে।ঐ কাটাকুটিগুলো আজ সেরে ফেলতে পার্তো না?তালে ভাট অ্যাটেন কর্তে পারতো।
    সাপোটের আশায় রইলাম।
  • de | ২৫ নভেম্বর ২০১০ ১৪:২৪ | 59.163.30.2
  • ডিস্কোথেকে ঠেকে ঠুকে থেকে থেকেই যে জ্বর হয় তাহাই ডিস্কো জ্বর?
  • M | ২৫ নভেম্বর ২০১০ ১৪:২৩ | 59.93.215.208
  • হ্যাঁ হ্যাঁ, এই ডিস্কো জ্বরটা কি?

    আমি একটা জঘন্ন জিনিস শুনেছি এই নামে, তাতে খ্যাঁক খ্যাঁক করে হাসি পাচ্ছিলো, কিন্তু যে বলেছিলো সেতো গ্রামের দিক কার এক মহিলা, আমি তো রটনা ভেবেছিলাম।কেসটা আদতে কি?
  • de | ২৫ নভেম্বর ২০১০ ১৪:২২ | 59.163.30.2
  • ইস! ইন্দো-দা আমার ছোটবেলার বাড়ির দোতলার ঘর মনে পড়িয়ে দিলেন -- এই ভদ্দুপুরে লজিক নষ্টের মানে হয়?
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১৪:১৮ | 14.96.31.79
  • ছি, অত হিংসা করে না। ওতে চিত্ত তামসিক হয়ে যায়।

    আর সুপুরিও আছে তো। গাছভর্তিভর্তি সুপুরি। সুপুরিগাছে কাঠঠোকরা ঠকর ঠকর করে গর্ত করে। তার ভেতরে ডিম পাড়ে। ডিম ভেঙ্গে ছানা বের হয়। তাদের গায়ের রং ছাই ছাই। মুখের ভেতরটা লাল। রাক্ষসের মত হাঁ করে। রাক্ষসের মত খায়। আমার জানলা থেকে দেখা যায়। সুপুরিগাছে ঘুড়ি এসে আটকে থাকে। ন্যাজে দোল খায়। হলদে-কমলা পাকা সুপুরিপাতা খসে পড়ে, আর তাতে গুবরে শালিখ পোকা খুঁটে খায়। ঘুঘু ডাকে ঘুঘুঃ ঘু ঃ। শীতের দুপুরে হয় এইসব।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৪:১১ | 122.248.182.16
  • এই ডিস্কো জ্বর টি কী বস্তু?
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৪:১০ | 122.248.182.16
  • আমাকে জানিয়েছে খুব ব্যস্ত থাকবে। তাই....
  • kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১৪:০৯ | 59.178.152.49
  • সোদপুর!মানে ব্যারাকপুরের লাইনে তো,সেও চিনি।
    তবে, কোচ্চেন রিপিট,
    তবেং কেনোং ইন্দোদাদা ভাটে অ্যাবসেন্ট রয়?
  • d | ২৫ নভেম্বর ২০১০ ১৪:০৭ | 14.96.223.185
  • ঝন্টুদাকে 'ঝিন্টু' বলার পেছনে কি প্রাবন্ধিকের বিশেষ কোনো উদ্দেশ্যে আছে?

    'ডিস্কো জ্বর' তো খুব হচ্ছে চাদ্দিকে। কাল রেডিও সিটিতে তাই নিয়ে কত আলোচনা হল। আমাদের এখানে আবার ডিস্কো জ্বর হলেই লোকে নাকের ডগায় আর গালে চুন লাগিয়ে ঘুচ্ছে। মাইরী মাক্কালী। জ্বর বেশী বাড়লে নাকি নিয়ে গিয়ে পুকুরে গলা অবদি চুবিয়ে রেখে দিচ্ছে।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৫৭ | 122.248.182.16
  • ভ্যাট। জয়ন্তী , ইন্দো দার বাড়ি হল সোদপুর।
  • kumidini | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৫৬ | 59.178.152.49
  • ডিডিদা, ধন্যবাদ।পটলের্চপের দোকান অব্দি তো চিনি,বাকিটা খুঁজে নেব।
    তবে আইদাদা কলিভাটে আসচেন না ক্যানো?
  • kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৫০ | 59.178.152.49
  • ইন্দোদাদা, এই স্বপ্নের মত বাড়ীটাতে কিভাবে যেতে হয়?আর হ্যাঁ,ছোটো ডির মতামত সম্পূর্ণ ওনার নিজস্ব,আমার কোনো প্ররোচনা নাই।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৪৮ | 173.163.204.9
  • ইন্দোদার দাঁত? খুব কঠিন হবেনা বলেই মনে হয়। একটা, ম্যাক্স দুটো লাগবে।
  • dd | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৪৭ | 124.247.203.12
  • হ্যাঁ, হ্যা। ফোগলাদার বাড়ী তো ? কোন্নগর ছাড়িয়ে আরেট্টু গ্যালেই ডানদিকে ঝিন্টুদার হাড় হিম করা পটলের চপের দোকান। তার পাশে ঘন্টা গনেশ মাসীর বাড়ী, সেই যে সরলা খুকী ইশকুলের হেড দিদিমনি। তিনি।

    তার পরেই ন্যাঁচা মিত্তিরের গানে ইশ্‌কুল। ফুটকল মাঠ। আস গাছ। হেরম্ব নাট্যালয়।

    তার পরেই চক মিলানো চাত্তলা বাড়ীতে ফোগলাদা থাকেন। সাঁঝের ব্যালায় ছাতে উঠে সাগরের গন্ধ শোঁকেন, কোন্নোগর থেকে উড়ে আসা তরতাজা ওজোন। তাতেই তিনি অমন চিমসে মার্কা।
  • kc | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৪৫ | 194.126.37.76
  • ই দিয়ে যাদের নাম, তাদের নামে সুপুরি দেওয়া যায় কিনা খবর নিচ্ছি।
  • d | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৪০ | 14.96.223.185
  • আচ্ছা আউটলুকের কোলকাতার জন্য একটা উইকেন্ডে বেড়াতে যাওয়ার গাইডবই আছে না? ব্ল্যাঙ্কিদের অফিসের নীচের দোকানটায় পাব?

    (ইন্ডোকে দেখে কিরকম ইচ্ছে হচ্ছে এক ঘুঁষিতে একটা দাঁত ফেলা যায় কিনা চেষ্টা করে দেখি।)
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৩৭ | 14.96.77.86
  • এক্টা দোতলা বাড়িতে। তার জানলা দিয়ে পেঁপে গাছ দেখা যায়। পেঁপে গাছে লালপাছু বুলবুলি পাখি এসে বসে।খুটখুট করে ঠুকরে পাকা পেঁপে খায়।রাস্তা দিয়ে গাড়ি যায়। তাতে ধুলো ওড়ে। ইলেকটিরি তারে ঢেলা ঝুলে থাকে। পাশের বাড়িতে টুং করে ঘন্টি বাজে। শীতের বেলা হুর্মুর করে গড়িয়ে যায়। রোদ পড়ে । ছায়া নামে।ব্যাটবল খেলা হয়। নিত্যশরণ ওদের ক্যাপ্টেন।
  • jayanti ba kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১৩:২২ | 59.178.152.49
  • আইদাদা কোথায় থাকেন?
    আর টিম্ভাইকে পোচ্চুর সাপোটালাম।
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১৩:১৫ | 14.96.77.86
  • এইজন্যেই তো আমি রাগ করে ভাটে যাবো না ঠিক করেছি।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১৩:০৮ | 173.163.204.9
  • প্রতিবার শীতকালে কল্কেতায় ভাট হয় কেন? অন্যান্যবার হয় ঠিক আছে, এবারেও কত্তে হবে? আর হয়ই যদি, তো চা-বিস্কুট এইসবের ওপর দিয়েই খাওয়াদাওয়াটা সেরে দেওয়া যায়না?
    দিকে দিকে কর্মনাশা ভাটের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১২:৪৯ | 122.248.182.16
  • পরের বার যখন কলকাতায় আসবে একটু আগে জানিও। একটা ভাট করা যাবে।
  • jayanti | ২৫ নভেম্বর ২০১০ ১২:৪৭ | 59.178.152.49
  • noun।শমীক,শ্রাবণী ও আমার জন্য কেউ দুক্ষু কচ্চে না!
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১২:৪৬ | 122.248.182.16
  • হ্যাঁ কলি ভাট। আরে চলে এসো।

    দুপুর থেকে গেঁজানো শুরু। চলবে যতক্ষন লোকজন থাকে।

    সঙ্গে সামরানের রান্না।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১২:৪৪ | 173.163.204.9
  • ইয়ে, এখানে শমীক কি বিশেষ্য, না বিশেষণ?
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১২:৪৩ | 173.163.204.9
  • দুদিনে, টু বি এক্স্যাক্ট। কাল আর পরশু। কালকেরগুলো হালকা। বিশুদ্ধ আম্রিকান লাঞ্চ ও ডীনার।
  • jayanti | ২৫ নভেম্বর ২০১০ ১২:৪২ | 59.178.152.49
  • ব্রতীন,কোথায় আসবার কথা হচ্চে?কলি-ভাটে?
    হায়, আমিও শমীক সমভিব্যহারে আসতে পার্বো না,তাতে কারো কোনো হেলদোল নাই!!
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১২:৪১ | 122.248.182.16
  • টিমের শুনলাম চার পিস নেমোতন্ন । এক সপ্পাহে । চাপ হয়ে যাবে তো?
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩৯ | 173.163.204.9
  • আরে নেমন্তন্ন করে পরিবেশন করলে তো এট্টু হলেও খেতেই হয়। সে ঠিক আছে। একদিন বই তো নয়। পরে বাড়ি এসে ভালো করে খেয়ে নিলেই হবে।
  • kd | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩৬ | 59.94.2.184
  • আচ্ছা, মিসেস ওবামা কি ওবাবা?
  • amalkanti | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩৬ | 12.20.48.10
  • খেতেই হবে কে বলেছে? ঐ বিস্বাদ ফ্যাকাশে বস্তুটা না খেলেও তো হয়!
  • M | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩৬ | 59.93.215.208
  • যারা, যারা আসবে তারা দুপুর দুটো নাগাত থাকলে ভালো, আমার যেতে অমন সময় লাগবে।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩৫ | 173.163.204.9
  • হ্যাঁ ওরা টার্কিই হবে। মুর্গি হওয়ার জন্য এট্টু পুণ্য লাগে। সে কি আর ওদের আছে?
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩৩ | 173.163.204.9
  • ওবাবা, আবার মনে করিয়ে দিলো। কাল টার্কি খাওয়ার দিন। কপালে কি আছে কেজানে! ঃ-(
  • Arpan | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩২ | 216.52.215.232
  • মানে বলেছেন, এবার তোরা টার্কি হ!
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩২ | 122.248.182.16
  • লামা ও আসবে রবিবার। সায়ন, আরিজিত আর ইন্দো দা আসতে পারবে না।
  • jayanti | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩২ | 59.178.152.49
  • *ইচ্ছা থাকলেও
  • Arpan | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩১ | 216.52.215.232
  • এতবার মুর্গি হয়েছে যে এইবার কবি বলেছেন ওরা টার্কি হবে।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩১ | 122.248.182.16
  • নারী র কি নারীক্ষান থাকে? ঃ-))
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩০ | 173.163.204.9
  • ইংল্যান্ডকে এবার ইন্ডিয়ার বি-টিম করে দিলেই হয়। এইভাবে পর্যায়ক্রমে মানুষ আর মুর্গি হতে হতে ওদের আর কিসুই অবশিষ্ট নাই! ঃ-)
  • jayanti ba kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১২:২৮ | 59.178.152.49
  • আইদাদা,নাঃ,ডাগদার হওয়া যায় নাই,ইচ্ছাসঙ্কেÄও।
    ঐ যে আগেই কইসি,সমস্ত ডাগদারজাতির প্রতি ঐজন্য আমার গভীর শ্রদ্ধা।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১২:২৮ | 173.163.204.9
  • হ্যাঁ হ্যাঁ জয়ন্তীদি কিসের ডাগদার জেনে রাখা ভালো। যা দিঙ্কাল!
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১২:২০ | 14.96.77.86
  • জয়ন্তীও ডাগদর? নারীজ্ঞান আছে?
  • M | ২৫ নভেম্বর ২০১০ ১২:১৯ | 59.93.215.208
  • জ্বালা তো ছাই নিজের অজ্ঞানতার ও, আর যারা দেছে তারা ফোন তোলে না, এবার ঘারে নিয়ে ছুটতে হবে।

    আহা আমার বিরাট বপুর ডেস্কটপটি।কি শান্ত আর ভালো ছিলো।
  • kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১২:১১ | 59.178.152.49
  • কিসের জ্বালা?সে-এ-ই পোড়া মাছের ঝোল এখনও হজম হয় নাই?রেসিপি দেয়ার জন্য সরি।
    ল্যাপি যারা দিয়েচে, তারাও হেল্পাতে পাচ্চে না?
    ক্ষী খুড়োর কল!!
  • Arpan | ২৫ নভেম্বর ২০১০ ১২:০৯ | 216.52.215.232
  • এদিকে ইংল্যান্ড আবার গাব্বায় গুছিয়ে মুর্গি হচ্ছে।
  • M | ২৫ নভেম্বর ২০১০ ১২:০৬ | 59.93.215.208
  • যাউকগা, আজ উৎসব সংখ্যা এসে পৌঁচেছে শুনলাম, রবিবার হাতে পাবো। কিন্তু ৬-৭ আসে নাই। রবিবার কাব্লিদার বাড়ী বিকেলের মধ্যে একবার ঢুঁ মারার ইচ্ছে আছে, গেলে নিয়ে নেবো, যদি সেখানে থাকে।

    ইসে, ওটা মাদের কাছে আসে, সেখেনে পৌঁচেছে।
  • M | ২৫ নভেম্বর ২০১০ ১২:০২ | 59.93.215.208
  • গর্‌র্‌র্‌র!!!!!!! আমি মরছি নিজের জ্বালায় , আর তা নিয়ে মজা? অ্যাঁ?
  • jayanti | ২৫ নভেম্বর ২০১০ ১২:০২ | 59.178.152.49
  • ও তিলদাদা গো,
    ঠিকানাটা এই খানে একবার দিবেন-
    dr_জয়ন্তীঅধিকারীঅ্যাটরেডিফমেলডটকম
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত