এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২৮ নভেম্বর ২০১০ ১২:১১ | 14.99.6.137
  • গুরুচন্ডা৯র বানান, আবাপ, আজকাল, প্রতিদিনের খবর -- এসবে তো কোটি কোটি ভুল থাকবেই। এই দেখে কেউ অবাক হয় নাকি! আর চন্দ্রিল তো বহু বহুউকাল 'যৎকিঞ্চিৎ' লেখে না, লেখা পড়েই বোঝা যায়।

    কিন্তু হঠাৎ সারাভারত এরকম চেন্নাইমুখী হয়ে পড়ল কেন :-? অজ্জিত, শমীক, ডিডি বোধহয় প্রাবন্ধিক মিত্তিরমশাইও।

    এইযো ব্যাংবিবি, আমি এট্টা চিকেনের রেসিপি দিতে পারি। কিন্তু তুমি তো রেঁধেই ফেলেছ। তাহলে কি ট্যাংরা মাছের রেসিপি দেব?
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:১১ | 173.163.204.9
  • নাকি সুরে ""রবি আর আন্না.... আন্না আর রবি"" শুনে পিত্তি জ্বলে গ্যালো। এগুলোকে কোথ্‌থেকে ধরে আনে কেজানে!
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:০৯ | 173.163.204.9
  • এইযে নার্ভাস হয়ে আয়নার দিকে তাকাও না বল্লে।

    সে যাক। এত সাধের ছুটিটা ফুরিয়ে এলো বলে বেজায় মন খারাপ। ঃ-(
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১২:০৬ | 122.172.22.244
  • নার্ভাস কোথায় দেখলি রে! আমি একদম স্টেডি আছি। নো নড়নচড়ন।
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১২:০৪ | 173.163.204.9
  • এত নার্ভাস ক্যানো তোমরা? নাইন্টিতে থেকে থেকে দ্রাবিড়ের মত হয়ে যাবে তো!
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১১:৫২ | 122.172.22.244
  • আরে চটেন ক্যানো, নামে কি আসে যায়! আমি তো ভাবছিলাম আপনার সঙ্গে "কুমড়োমণি' পাতাবো। ভয়ে-লজ্জায় আয়নার সামনে দাঁড়াই না কিনা। আপনি তো এই অ্যাদ্দিনে নব্বুইয়ের ঘর ছুঁয়েছেন, আমি সেই কবে থেকে নব্বুইয়ের কমে আর নামতেই পারছি না।
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ১১:৫০ | 122.162.184.132
  • ঠিকাছে।
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ১১:৪৮ | 122.162.184.132
  • ব্যাং,সক্কালবেলা কুমড়ো,কুমড়ো করেন ক্যান?নীনা ক্যামন সুন্দর নাম দিছে-কুমুদিনী।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১১:৪৭ | 122.172.22.244
  • অনেকগুলো আছে মানে, তোমার কাছে তাহলে এশিয়ারগুলো আছে, যদি রচনাবলী থেকে থাকে। কিন্তু সেগুলো ও তো ৬খণ্ডের বেশি পাওয়া যায় না। আমি বলছিলাম লাল মাটিরগুলো পাঠানোর ব্যবস্থা করতে পারি ৩খন্ড।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১১:৪৪ | 122.172.22.244
  • কুমড়োর শেষ লাইনটা পড়ে অ্যায়সান হাসি পেল ......
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১১:৪৩ | 122.172.22.244
  • আমি কেন বই পাঠাবো? আমি শুধু ব্যবস্থা করব।
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ১১:৩৪ | 122.162.184.132
  • ব্যাংদি/বোন,নমষ্কার।আপনি কিভাবে বই পাঠাবেন?অনেক্‌গুলো লীম আমার আছে,সেগুলোর লিষ্টি তাইলে আপনাকে দিতে হয়।
    btw,ঐ চিকেন খেয়ে বিভীষণদা বেশ বল পাচ্ছেন আশা করি।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১১:২৫ | 122.172.22.244
  • কুমড়োজী, লীলা মজুমদারকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, কটা দিন সময় দিন, আর আপনার ফোন নং আর ঠিকানা আমাকে মেল করে দিন।
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ১০:৫৮ | 122.162.184.132
  • কলিভাটে পৌঁছে যেতে ক্কি ইচ্ছে হচ্চে।সবই কতো আড্ডা দেবে-ফোঁস,ফোঁস।

    যাগ্গে,ছোটদের ও সমবইসীদের চুমু(কপালে),বড়দের সাষ্টাঙ্গ পেন্নাম, সব্বাইকে অ্যাকটা করে চন্দ্রমল্লিকা(চুলে বা কানে গোঁজার জন্য)আর অ্যাকটা করে ফিশ ফিংগার।আগেও এইগুলো দিয়েছি,কিন্তু কেউ কি আর অতো পিছিয়ে পড়বে!!!

    ফটোক তুইলা রাইখেন।
  • Arpan | ২৮ নভেম্বর ২০১০ ১০:৪৭ | 122.252.231.10
  • জয়ন্তীদি, একটা মেল করবেন প্লিজ choudhury.arpan অ্যাট জিমেলে?
  • Arpan | ২৮ নভেম্বর ২০১০ ১০:৪৫ | 122.252.231.10
  • শমীক, পৌঁছে সেটল হয়ে খপর দিও। নতুন নং নিলে জানিও।

    আর চেন্নাই থেকে লুরু এক রাত্রের জার্নি। মাঝে মাঝে হেথায় এসে উঠো।
  • Tim | ২৮ নভেম্বর ২০১০ ১০:৪০ | 173.163.204.9
  • বছর দুয়েক, যতদূর মনে পড়ছে। সেই বছর এদেশে পুজোয় গান গাইতে এসেছিলো চন্দ্রবিন্দু। মিতাদির বাড়ির আড্ডায় চন্দ্রিল নিজেই বলেছিলো।
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ১০:৩৮ | 122.162.184.132
  • নীনাকে সরি।১১-২৪ নভে ডেংগিতে পড়েছিলাম,ভাট দেখিনি।তুমি বোধহয় ঐ সময় দিল্লী ছিলে-যোগাযোগ হয় নি ঃ-(।
  • Arpan | ২৮ নভেম্বর ২০১০ ১০:৩১ | 122.252.231.10
  • চন্দ্রিল যথকিঞ্চিৎ লেখে না অনেকদিন হল। লেখার স্ট্যান্ডার্ড দেখেই তো বোঝা যায়।
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ১০:২৮ | 122.162.184.132
  • সরি শমীক,মেল পরে দেখেছি।সাবধানে যেও,গিয়েই পৌঁছ-সম্বাদ দিয়ো।
  • Samik | ২৮ নভেম্বর ২০১০ ০৯:৫১ | 122.162.75.11
  • http://anandabazar-unicode.appspot.com/proxy?p=28edit4.htm

    এইটা কে লেখে? চন্দ্রিল তো? চন্দ্রিল এই জিনিসটা কোত্থেকে জানল যে দিল্লি মেট্রো রেল মন্ত্রকের অধীনে??????
  • Samik | ২৮ নভেম্বর ২০১০ ০৯:২৮ | 122.162.75.11
  • দীপ্তেন্দা, আপনারে ফোনাবো আজ কোনো সময়ে।
  • Samik | ২৮ নভেম্বর ২০১০ ০৯:১২ | 122.162.75.11
  • কী অপোবাদ!! উত্তর দিই নি মোটেই নয়, উত্তর দিতে দেরি হয়েছিল। কেউ লক্ষ্যই করে নি যে আমি পরপর কয়েকদিন গুরুতে আসিই নি ঃ(

    একেবারে টাইম পাই নি, উত্তাল ব্যস্ত ছিলাম। বুধবারে আমি দিল্লি ছেড়ে চেন্নাই যাচ্ছি, প্রায় দুমাসের জন্য।

    অপ্পন, তোমার সাথে দেখা হল না।

    পটাশম্যাম, মেল করেছিলাম। লী-ম ছিল না ওখানে। বইয়ের দোকান তো ঐ একটাই ছিল, পবঙ্গ বাংলা আকাদেমির।
  • Fevi | ২৮ নভেম্বর ২০১০ ০৬:৩২ | 80.219.210.110
  • ঝিঁঝোটী - ওপরে ওঠার সময় সাত্‌টা শুদ্ধ স্বর, নামার সময়ও তাই, খালি নি টা কোমল।

    চেনা গানঃ কো-ই হমদম না রহা, মেরা জীবন কোরা কাগজ ইত্যাদি।

    (নিশ্চিত নই যদিও)।
  • omg | ২৮ নভেম্বর ২০১০ ০১:৫০ | 151.141.84.194
  • হায় হায় কেডি, আমারও ধারণা ছিলো সাবর্ণ রায়চৌধুরী কারুর নাম ছিলো, আহা কী সুন্দর নামটা দেখুন, সাবর্ণ! আমার ছেলে হলে ওরকম নাম রাখার খায়েশ ছিলো। ঃ-)
  • omega | ২৮ নভেম্বর ২০১০ ০১:৪৮ | 151.141.84.194
  • ঝিঁঝিট রাগ ব্যাপারটা কী? কেউ জানেন?
    খট রাগ ই বা কী?

    পাই, তাইলে তাই। ট্রান্স সাইবেরিয়ানের প্ল্যান করলেই আমি দৌড়। ঃ-)
    নিউজপেপার সাইবেরিয়ার না কিন্তু, মস্কোর নিউজপেপার ঐ লাইনে যায়। তো দূরে যাবার সময় ক্রমেই ফ্রিকোয়েন্সি কমতে থাকে পেপার পাবার আর ফিরে আসার সময় উল্টো, বাড়তে থাকে। সেই থেকেই একজন, ত্রিফোনভ বা অন্য কেউ, চমৎকার উদা দিয়েছিলেন ডপলার এফেক্টের, আবছা মনে আছে। তখন ভালো ভালো বিজ্ঞান বই রুশ ভাষা থেকে বাংলায় অনুবাদ হতো। সে অনেকদিনের কথা পাই, অনেকদিনের কথা। তবে অভ্যু জানে। ঃ-)
  • rimi | ২৭ নভেম্বর ২০১০ ২৩:০৭ | 24.42.203.194
  • কেসি অনেক ধন্যবাদ। এবারে ব্যপারটা কিছুটা পরিষ্কার হল ঃ-)
  • kd | ২৭ নভেম্বর ২০১০ ১৯:৪২ | 59.93.215.107
  • এ'পাড়া না ও'পাড়া, কোথায় কে যেন লিখলেন 'সাবর্ণ রায়চৌধুরির উত্তরসূরী'। এটা কি ঠিক? ওটি তো কারুর নাম নয়। যতদূর জানতুম ঐ নামে ওই বংশটি পরিচিত - 'সাবর্ণ' ওনাদের গোত্র আর 'রায়চৌধুরি' মুসলমান রাজাদের দেওয়া উপাধি।

    সাবর্ণ-গোত্রের রাঢ়ী বামুনেরা সাধারণতঃ 'গাঙ্গুলি' বা 'গঙ্গোপাধ্যায়' পদবী ব্যবহার করেন। আপনাদের সৌরভও ঐ বংশের ছেলে।
  • Sibu | ২৭ নভেম্বর ২০১০ ১৯:১৩ | 173.129.102.229
  • বাজে কতা কোয়োনা কুনুডিনী। দাদু বালিকাদের নিয়ে কিচু লিকে যান নি।
  • kumudini | ২৭ নভেম্বর ২০১০ ১৮:৫০ | 122.163.144.42
  • সবাই কি ব্যস্ত!!
    আমাকে দেখেই দাদু লিখে গ্যাচেন,
    সংসারে সবাই যবে শতকর্মে রত,
    তুই শুধু পলাতক ছিন্নবাধা বালকের মতো
    সারাদিন ভাটাইলি বসি
  • kumudini | ২৭ নভেম্বর ২০১০ ১৮:২০ | 122.163.144.42
  • কে য্যানো আমাকে ট্রেড ফেয়ারে গেলাম কিনা জিগিয়েছিলো।
    নাঃ,যাই নাই।শমীকরে জিগালাম,লীলা মজুমদার পাওয়া যাচ্চে কিনা পব প্যাভিলিয়নে,তা জবাব অব্দি দিলো না।রাগে,দুঃখে,অভিমানে,আরও সব কিসে ট্রেফে যাওয়াই ছেড়ে দিলাম(এবারের মত)।

    সবাই ক্যামন সুন্দর ফ্ল্যাট ইঃ কিনচে,এক আমারই কোনো হেলদোল নাই।যাগ্গে,
    আমাকে আমার মত থাকতে দাও।
  • Arpan | ২৭ নভেম্বর ২০১০ ১৪:৫৭ | 122.252.231.10
  • * বসাবার
  • Arpan | ২৭ নভেম্বর ২০১০ ১৪:৫৭ | 122.252.231.10
  • ভাড়াটে বাসাবার জন্য ভালো। ইনফি আসছে। তবে দিদিগিরি চললে ব্যথা আছে।
  • kc | ২৭ নভেম্বর ২০১০ ১৩:৪৮ | 89.203.49.18
  • হুহু করে বাড়াটা পুরোটাই কিন্তু নতুন ফ্ল্যাটের ক্ষেত্রে। আপনি একটা কিনে যেই সেটা বেচতে যাবেন তখন কিন্তু সেটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট। তাতে ব্রোকারি টোকারি সব ঢুকবে। এই সেকেন্ড হ্যান্ড সেগমেন্টে ফ্ল্যাটের দাম ওরকম হুহু করে নিঊটাউনে বাড়ছে না, কিন্তু। বাড়বে তখনই যখন ফার্স্ট হ্যান্ড ফ্ল্যাট অমিল হবে। সেটা নিঊটাউনে আশু ভবিষ্যতে হওয়ার চান্স নেই।
  • rimi | ২৭ নভেম্বর ২০১০ ১৩:৩৪ | 24.42.203.194
  • কিন্তু নিউটাউনের ফ্ল্যাটের দাম নাকি হু হু করে বাড়ছে?

    আরো স্পেসিফিকালি বলতে গেলে, কলকাতায় সাউথ সিটির ফ্ল্যাটের তুলনায় নিউ টাউনের ফ্ল্যাট কেমন? আমি এসব ব্যপারে নিতান্ত অজ্ঞ, তাই জানতে চাইছি।
  • kc | ২৭ নভেম্বর ২০১০ ১৩:২৯ | 89.203.49.18
  • নিউটাউন স্বয়ংসম্পুর্ন গঞ্জ হিসেবে ভাল। ওখানে থেকে কলকাতার সঙ্গে তাল মিলিয়ে চলা আগামী ২৫ বছরেও টাফ। সে হিসেবে বারুইপুর বা সোদপুর অনেক ভাল।
  • santanu | ২৭ নভেম্বর ২০১০ ১৩:২৩ | 82.112.6.2
  • বোধ হয়, মমতা দিদি ২০১১ তে ওখনকার জমি গুলো আবার চাষী দের দিয়ে দিতে পারেন এই ভয়ে।
  • rimi | ২৭ নভেম্বর ২০১০ ১৩:১৯ | 24.42.203.194
  • কেসি নিউটাউনের দিকে যেতে বারণ করছেন কেন?
  • kc | ২৭ নভেম্বর ২০১০ ১৩:০৫ | 89.203.49.18
  • দাম বাড়ছে জমির। ফ্ল্যাটের দাম সেরকম বাড়ছে কি? ইনভেস্টমেন্ট হিসেবে জমি ভাল অপশন। একা না হলে পাঁচ ছয় বন্ধু মিলে একটু বড় জমি নিয়ে রাখ। সেটা কলকাতার বাইরে হলে আরও ভাল দাম পাবে।
  • d | ২৭ নভেম্বর ২০১০ ১৩:০২ | 14.96.95.64
  • ওহো স্যানের খবর যারা জানেন না, তাদের বলতে ভুলে গেছি। স্যান একটা দৌড়বাজ কাঠবেড়ালীর গায়ে হোঁচট খাওয়ায় স্লিপ ডিস্ক হয়ে বাড়ীতে আছে। এমনিতে দিব্বি আছে। খায়দায়, গপ্পো করে, মোটা মোটা ইকনমিক্স্র বই পড়ে ইত্যাদি।
  • aka | ২৭ নভেম্বর ২০১০ ১২:৫২ | 24.42.203.194
  • সেসব চুকে বুকে গেছে, নিউটাউনেই তো দাম বাড়ছে, নাকি?
  • kc | ২৭ নভেম্বর ২০১০ ১২:৪৬ | 89.203.49.18
  • আজ্জো কলকাতায় ঘর কিন্‌চ নাকি? নিউটাউনের দিকে যেওনি কিন্তু।
  • aka | ২৭ নভেম্বর ২০১০ ১২:৪৪ | 24.42.203.194
  • মানে খবরা খবর নিতে হচ্ছে সেই কারণেই।
  • aka | ২৭ নভেম্বর ২০১০ ১২:৪২ | 24.42.203.194
  • আরে সেসব চুকে বুকে গেছে। আমি তেঁতুল পাতায় নজন নীতিতে বিশ্বাসী। ঃ)) আমাদের বাড়িতে গেস্ট রুম আর হোস্ট রুমের পাঁচিল থাকবে না, থাকতে দেব না। ইত্যাদি ইত্যাদি।

    এসবই হচ্ছে দাড়ি দাদুর গানকে কাউন্টার করার ফল। ঃ((

    কোথাকার জল কোথায় গড়ায় বলা যায়। কমরেড অপ্পনই ভরসা।
  • kumudini | ২৭ নভেম্বর ২০১০ ১২:৩১ | 122.163.144.42
  • সরি,অ্যাঃ বাঃ
  • kumudini | ২৭ নভেম্বর ২০১০ ১২:২৯ | 122.163.144.42
  • আকা,গেস্টরুমটাব য্যানো বেশ বড়সড় হয়।
    দঃখোঃব্যাঃ,অ্যাঃব্যাঃ-ইত্যাদির কথা আশাকরি মনে করিয়ে দিতে হবে না।
  • aka | ২৭ নভেম্বর ২০১০ ১১:৪৩ | 24.42.203.194
  • কলকাতার ফ্ল্যাটের দাম দেখার ওয়েব সাইটটার কি যেন নাম?

    কমরেড অপ্পন, জরুরী দরকার।
  • kumudini | ২৭ নভেম্বর ২০১০ ১১:৩৫ | 122.163.144.42
  • সুভু
  • kumudini | ২৭ নভেম্বর ২০১০ ১১:৩৩ | 122.163.144.42
  • কলিভাটে যাঁরা আসছেন সকলকে অনেক শুভেচ্ছা।সক্কলের হাতে একটা করে চন্দ্রমল্লিকা দিলুম।আর একটা করে ফিশ ফিঙ্গার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত