এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ১৯ নভেম্বর ২০১০ ০৮:২৪ | 122.162.75.215
  • অ্যাঃ, উৎকর্ষতা হয় না। উৎকর্ষ হয়।
  • byaang | ১৯ নভেম্বর ২০১০ ০৮:০৯ | 122.172.0.100
  • এসব কীসব বানান লিখলাম! ঃ-(
  • byaang | ১৯ নভেম্বর ২০১০ ০৮:০৮ | 122.172.0.100
  • ঃ-) লামা, এখনো আপিএসে আছিস নাকি? তা ডাকিনীবিদ্যা কেন? আমি-ই তো আছি। ইদানীং বস-নিগ্রহে বিশেষ উৎকর্ষতা অর্জন করেছি।
  • tatin | ১৯ নভেম্বর ২০১০ ০২:৫৮ | 130.39.149.32
  • হেভি সাংখ্য নিয়ে ঘাঁটছি- সাংখ্যের আলোকে তন্ত্র নিয়ে লিখুন
  • Lama | ১৯ নভেম্বর ২০১০ ০০:৩৯ | 203.99.212.54
  • সন্দে ছটায় গুটি গুটি বাড়ি যাব বলে তৈরি হচ্চি, ওমনি বসের ফোন। বানতলা থেকে টেকনোপলিস গেলাম কাঠখড় পুড়িয়ে, এখনো বাড়ি ফেরা হল না। ডাকিনীবিদ্যা বা ওই জাতীয় কোন পিতিকার আছে এসবের?
  • I | ১৯ নভেম্বর ২০১০ ০০:০৩ | 14.96.30.37
  • আমার আবার কালীতে তেমন ইন্টারেস্ট ছিল না, কিন্তু তন্ত্রে ছিল। লোকে একটু বললেও তো পারে দু-চারকথা!
  • omg | ১৮ নভেম্বর ২০১০ ২৩:২২ | 151.141.84.194
  • মার্কিউরিয়ান চির্কাসের গল্পে অনুবাদক আকা নাকি ঘাপলা করেছেন! ভয় পেতে শেখানোর ওষুধ জিনিসটা এমনই বিপ্লবাত্মক, যে অনুবাদক ঘাপলা করে বদলে দিলেন!!! ছি ছি শেম শেম।
    ঃ-)
  • pi | ১৮ নভেম্বর ২০১০ ২৩:২২ | 137.187.178.1
  • কী ঘেঁটেচে ?
  • omg | ১৮ নভেম্বর ২০১০ ২৩:২০ | 151.141.84.194
  • সব ঘেঁটে গেছে। টইতে।
  • de | ১৮ নভেম্বর ২০১০ ২৩:১৭ | 110.226.206.101
  • স্টৈক,
    অনে-এ-এ-এ-ক ধন্যবাদ! ঃ)))
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ২২:৫৭ | 198.82.17.30
  • ক্ষি পড়িতে চাও? সবই তো জাজ্বল্যমান।
  • pi | ১৮ নভেম্বর ২০১০ ২২:৫৫ | 137.187.178.1
  • পড়া যাচ্ছে ? কিছুই দেখতে পাচ্ছি না।
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ২২:৩৯ | 198.82.17.30
  • ঃ-))
  • dd | ১৮ নভেম্বর ২০১০ ২২:২৯ | 122.167.29.143
  • নান্না। আমার এখন তিরিক্ষি মেজাজ। দু দিন আগেই একটা ভয়ানক রক্তাক্ত ঘটনা ঘটে গ্যাছে,আর আমার অবিমৃশ্যকারিতার জন্য বাড়ী এখন ইসেহীন, পুর্ণ ড্রাই।
    এই দুঃসময়ে থিওরী আসে ?
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ২২:২৭ | 198.82.17.30
  • ভিড় কমছেনা বলে কি ডিডিদার থিওরিটা আসছেনা? আমি আবার ওটার জন্যই বসে আছি। ঃ)
  • aka | ১৮ নভেম্বর ২০১০ ২২:২৩ | 168.26.215.13
  • না ফিরে এসেছে। কিন্তু ওটা একটা টইয়ের অসুখ নয়। শিশুটকেও হচ্ছে।
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ২২:২৩ | 198.82.17.30
  • নাহ্‌ আবার সে এসেছে ফিরিয়া...
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ২২:১৮ | 198.82.17.30
  • উবে গ্যাছে। বাঁচা গ্যাছে।
  • aka | ১৮ নভেম্বর ২০১০ ২২:০৯ | 168.26.215.13
  • টইটা ডুবে যাবার পরে আমি একবার পাকামো করে তুলেও দিলাম। আবার এট্টু পাকামো করতে হবে, তারা আমাদের বংশের ইষ্টদেবতা। কেমন ভাবে হল সেসব জানি না। তাই কালী নিয়ে উৎসাহের শেষ নেই।
  • dd | ১৮ নভেম্বর ২০১০ ২২:০৬ | 122.167.29.143
  • আর কিছু কিছু তান্ত্রিক কালি ভক্ত, বা কিছু নাম করা কালি ভক্ত হচ্ছেন তন্রসাধক। কিন্তু দুটো মোট্টেও এক নয়।

    আমার কাছে একটা প্রাইভেটলি পাব্লিশড "হাড়মালা তন্ত্রের" পুঁথি আছে। সেটা পড়লে মধ্যবিত্ত ভীরু ভক্তিবাদ পালানোর পথ খুঁজে পাবে না, কিনু সেটাও ধর্মাচার।
  • I | ১৮ নভেম্বর ২০১০ ২২:০৫ | 14.99.0.90
  • ভাবলাম, এট্টু ভাববো। তা ডিডি কিছু আর বল্লো না ঃ-(
  • dd | ১৮ নভেম্বর ২০১০ ২২:০২ | 122.167.29.143
  • ফোগলা ডাক্তার বুঝি? আমার বক্তব্য তো কয়েই দিলাম। আরো একজাম্পল দিতে পাত্তাম। সেই একই কথা। ঘ্যনর ঘ্যানর করা।

    আমার প্রশ্ন ছিল, কালীর মূল মুর্ত্তি কল্পনায় অতি বিভৎসতা ছিলো। প্রচন্ডো যৌনতা। কষ দিয়ে রক্ত পরচে। এসব।

    ক্ষি ভাবে এটি ভক্তজনের কাছে মাতৃ মুর্ত্তি হলো ? একটা ছবি ও মুর্ত্তির উপর রিসাচ করবার ইচ্ছা আছে।
    প্রাচীন মুর্ত্তি গুলো ছিলো ভয়ংকরী, কিন্তু আসে আস্তে ক্ষি সুন্দর মিষ্টিমতম মুখ হয়ে গেলো। এখন গড়িহাটে বিককিরি করে চাঁচের তৈরী কাঅলে মায়ের মুখ, নীল ই বেশী। দেয়ালে টাঙিয়ে রাখে।

    এই বিবর্তন নিয়ে ভেবেছিস? কখনো ?
  • dd | ১৮ নভেম্বর ২০১০ ২১:৫৭ | 122.167.29.143
  • কোনো টইএর অসুখ না ক্ষি? গু চ ভত্তি কম্পিউটারোয়ালা, কেউ ই কোনো কম্মের নয় দেখছি।

    আরে উড়ে গ্যালে উড়বে। অমর কে কোথা কবে? (হেথায় অমর ইং কে নিয়ে কোনো কটাক্ষ করা হয় নি)। তই বলে জ্বলন্ত বক্তব্য থেকে দুরে সরে যাওয়া যাবে না।
  • I | ১৮ নভেম্বর ২০১০ ২১:৫৫ | 14.99.0.90
  • আমি ত আপনার মুখ চে বসেছিলাম। বল্লেন না তো?
  • aka | ১৮ নভেম্বর ২০১০ ২১:৫৩ | 168.26.215.13
  • আচ্ছা এই টইটা সারানো যায় না! জ্বালাময়ী বক্তব্য আমি তো টইতেই রাখি। এদিকে উড়ে যাবার ভয়। ঃ)
  • dd | ১৮ নভেম্বর ২০১০ ২১:৪৯ | 122.167.29.143
  • আর পদ্দগুলো ও আজকাল খুব খাসা হচ্ছে।

    ইচ্ছে ছিলো কালী টই নিয়ে বড়োরা কিচু কইবেন, কিন্তু তারা চুপ মেরে গ্যালেন। ক্যানো ?
  • dd | ১৮ নভেম্বর ২০১০ ২১:৪৭ | 122.167.29.143
  • আরো নানান ব্যাপারে অত্যন্ত সুচিন্তিত অপিচ জ্বালাময়ী বক্তব্য আছে। এই ফাঁকা মাঠে দোবো ঝেড়ে সব গুলো'ই।

    যেমন ধরুন, বাসী প্রবাসী অনাবাসী বাচ্চারা বাংলা পত্তে পারে না। কেউ না। অনেকেই গড়গড়িয়ে বাংলা বলতে পারে, কয়েকজন ধরে ধরে কয়েক লাইন লিখতেও পারে। এই পর্যন্ত্যই।

    তো ক্ষি ?

    এই প্রজন্ম লীলা মজুমদার না পড়েই বড়ো হলো। এবং আশাপুর্না, বা শিব্রাম।
    হা হুতাশ করার কিছু নেই।

    এই রকম ই হওয়ার কথা ছিলো। এই রকম ই হবে। দুনিয়াটা হ্যারী পটার আর ম্যাক ডিতে ভরে যাবে। মিস্টার বীন দেখবে সাব সাহারা।

    সব এক হো যায়্‌গা। আমার দৃঢ় ধারনা এই গ্লোবালিজেশন নিয়ে আমার নিশ্চয়ই একটা জবরদস্ত থিওরী আছে। মনে পরলেই, আর ভীড় কম থাকলেই লিখে দোবো,
  • M | ১৮ নভেম্বর ২০১০ ২১:৪৩ | 59.93.201.228
  • আচ্ছা, ইয়ে, পায়ে সর্ষের তিনটে ল্যাখাই জম্পেশ, খালি বেড়াতে যাবো মন করছে, ইদিকে কোথাও বেড়াতে যাবার নেই।ঃ(
  • dd | ১৮ নভেম্বর ২০১০ ২১:৩৭ | 122.167.29.143
  • আর রাখীদির পোগ্রাম নিয়ে রাগারাগির ক্ষি আছে? ইচ্ছে হলে পাট্টিসিপেট কর্বেন, নইলে নয়, চাইলে দেখবেন, নইলে নয়।

    বেশ অনেকদিন ধরেই তো এই ধ্যাষ্ট্যামি চলছে। যারা অংশ নেন,যারা দ্যাখেন, তাদের একস্পেক্টেশন ক্ষি অন্য রকম ছিলো? এখনো আছে?

    একশো চ্যানেল। নিজের মতম দ্যাখো।
  • Kartuj | ১৮ নভেম্বর ২০১০ ২১:১২ | 59.93.246.85
  • এত অত্যাচার !! এত বইয়ের ভার !! বেচারা কল !! আহাহা !!
  • dd | ১৮ নভেম্বর ২০১০ ২১:০৯ | 122.167.29.143
  • আর বাংলা ল্যাখার নতুন কলটা বন্ধ হয়ে গ্যালো ক্যানো ?
  • dd | ১৮ নভেম্বর ২০১০ ২১:০৮ | 122.167.29.143
  • সে যাগ্গে।

    এদানী মান্দ্রাজে থাকি, আন্না নগরে। সেটা একটা রেস্টুরেন্ট কাϾট্র। প্রচুর, মাঝারি দামের দোকান (মটন বিরিয়ানি ১০০ থেকে ১২৫। চিকেন ফ্রায়েড রাইস ৯০ -৮০,এম্নি)।

    আমি বেংগালুরে কোনো ঐ দামের দোকানে এতো ভালো খাবার খাই নি। আর ক্ষি জমজমাট ভীড়। আপিসের দিনেও। মোটেও কম্পিওটারবাজ ইয়ং কাপল নয়, পুরো দস্তুর কাঞ্চীভরম, খোঁপায় মালা দিদমা,সংগে ছেলে বউ নাতি। পুরো ফেমিলি। হুল্লাট ভীড়। আর তেম্নি হুলিয়ে চলছে টেক অ্যাওয়ে কাউন্টার।

    চাইনীজ, তন্দুরী, লেবানেজ। দক্ষিন ও উত্তর ভারতেয়। ভেজ নন ভেজ।

    জান্তামই না, মান্দ্রাজে রেস্তোরা বেওসা এমন গুবগুবিয়ে চলে।
  • aka | ১৮ নভেম্বর ২০১০ ১৯:৪৫ | 168.26.215.13
  • পুরো টইটাই কেমন ঘেঁটে গেল।
  • saikat | ১৮ নভেম্বর ২০১০ ১৮:৫৫ | 202.54.74.119
  • টইটাতে মতামতের বাস্কয় লিখে পোস্ট করলে error দিচ্ছে, অথছ পোস্টও হচ্ছে।
  • saikat | ১৮ নভেম্বর ২০১০ ১৮:৫৪ | 202.54.74.119
  • বাচ্চাদের নিয়ে বড়দের তক্কো টইটা আর নিতে পারছে না।
  • shrabani | ১৮ নভেম্বর ২০১০ ১৫:৪০ | 124.124.86.102
  • চ্যানেলে আমাদের তোমাদের আমাদের জন্যে নয়, দুবাড়ির গেস্টদের জন্যে।ঃ) আমার দুরকমের প্যাক দুটো টিভিতে।

    তোমার লিস্টের গুলো ডিশেও আসে। তবে এগুলো আবিস্কার হয় যখন বাংলা সিরিয়াল দেখার লোক আসে বাড়িতে। আমি রূপসী বাংলাটাও অনেকদিন পরে টের পেয়েছিলাম।
  • de | ১৮ নভেম্বর ২০১০ ১৫:৩৮ | 110.226.14.225
  • xmgrace এর single rpm খুঁজছি, ডিপেনডেন্সি ছাড়া, SCLinux5.0র জন্য -- এই হলো কোচ্চেন, বুজলা শমীক!

    যাই, মিটিনে যাই, ঃ(( ফিরে এসে দেখবো কোন অ্যানসার আছে কিনা!
  • Samik | ১৮ নভেম্বর ২০১০ ১৫:৩৪ | 122.162.75.91
  • ঠিক আছে, পরে কথা বলে নেব। জরুরি কিছু না।
  • Kartuj | ১৮ নভেম্বর ২০১০ ১৫:৩২ | 125.20.3.146
  • বিপাশাকে কাঁদলে এত অসহ্য লাগে না দেখতে! স-চ-কা তে যেখানে ইন্দ্রনীল বলছে আমি চাকরি ছেড়ে দিয়েছি রাধিকা, উফ, কি জঘন্য কান্না !! ৫ মিনিট হল সবে খুলিচি, ঐখানেই বন্ধ করে পালিয়েছি। তার ওপর রিতুপন্নো-আরোপিত নেকু ইঞ্জিরি।
  • Arpan | ১৮ নভেম্বর ২০১০ ১৫:৩১ | 204.138.240.254
  • শমীক, কাল খুঁজছিলে নাকি? ফেসবুকে পিং করেছিলে। দরকার থাকলে ফোন করতে পারো।
  • de | ১৮ নভেম্বর ২০১০ ১৫:৩১ | 110.226.14.225
  • হ্যাঁ, ফিরলাম তো ব্রতীন!
  • Samik | ১৮ নভেম্বর ২০১০ ১৫:৩০ | 122.162.75.91
  • কোচ্চেনটা কী ছ্যালো?
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১৫:২৯ | 122.248.182.16
  • de, দেশে ফিরলে নাকি?
  • Arpan | ১৮ নভেম্বর ২০১০ ১৫:২৯ | 204.138.240.254
  • চব্বিশ ঘন্টা অ্যাড অন।
  • Samik | ১৮ নভেম্বর ২০১০ ১৫:২৮ | 122.162.75.91
  • ঃ) না না, চ্যানেলে আর আমাদের তোমাদের কোরো না।

    টাস্কা এই দশটা বাংলা চ্যানেল দ্যায় ঃ

    ডিডি বাংলা
    স্টারানন্দ
    ইটিভি বাংলা
    জি বাংলা
    আকাশ বাংলা
    স্টার জলসা
    চব্বিশ ঘণ্টা
    সোনি আট
    সঙ্গীত বাংলা
    রূপসী বাংলা
  • Arpan | ১৮ নভেম্বর ২০১০ ১৫:২৮ | 204.138.240.254
  • থ্যাংকু, ন্যাড়াদা।
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১৫:২৮ | 122.248.182.16
  • হ্যাঁ। একেবারে শাড়ি পড়ানো বিপাশা দি ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত