এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২০ নভেম্বর ২০১০ ০১:৫৭ | 128.231.22.87
  • আকাদার একটা নকুলদানা, অপ্পনের জন্য দুখানি। ঃ)
  • Arpan | ২০ নভেম্বর ২০১০ ০১:৫৬ | 122.252.231.10
  • আহ, তুষ্টু aka বৃতি।

    ক্যুইজ দিদিমণি কোথায় গেলেন?
  • Arpan | ২০ নভেম্বর ২০১০ ০১:৫৫ | 122.252.231.10
  • মানে তুষ্টু তো?
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০১:৫৪ | 168.26.215.13
  • না না লামার মেয়ের নাম তুষ্টু।
  • Arpan | ২০ নভেম্বর ২০১০ ০১:৪৮ | 122.252.231.10
  • লামার মেয়ে?
  • pi | ২০ নভেম্বর ২০১০ ০১:৪৩ | 128.231.22.87
  • গেস, গেস !
  • pi | ২০ নভেম্বর ২০১০ ০১:৪৩ | 128.231.22.87
  • খুব ভালো ও বলছিনা। বরং যে কটা দেখেছি, কিছু কিছু ব্যাপার নিয়ে একটু একটু কপাল কুঁচকেছি, নাক সিঁটকেছি, কিন্তু, জননীর সাথে একাসনে কোনোভাবেই বসাতে পারলাম না।
  • Arpan | ২০ নভেম্বর ২০১০ ০১:৪৩ | 122.252.231.10
  • ওকে। আর বৃতি?
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০১:৩৮ | 168.26.215.13
  • শুভজিত্‌দার মেয়ে
  • Arpan | ২০ নভেম্বর ২০১০ ০১:৩৬ | 122.252.231.10
  • আর উর্জা কে?
  • Arpan | ২০ নভেম্বর ২০১০ ০১:৩৫ | 122.252.231.10
  • হ্যাঁ, তাই মনে হয়। ছড়িয়েছি।
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০১:৩৩ | 168.26.215.13
  • সে তো দিৎসা। তাই না?
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০১:৩২ | 168.26.215.13
  • না না আমি ইন জেনারাল একটা কমেন্ট করলাম।
  • Arpan | ২০ নভেম্বর ২০১০ ০১:৩২ | 122.252.231.10
  • দিয়া বোধ হয় পিনাকীর মেয়ে।
  • Binary | ২০ নভেম্বর ২০১০ ০১:৩১ | 198.169.6.50
  • বিরোধীতা কল্লাম কই, কনসেপ্ট ভাল বল্লাম তো। খালি ডায়ালগ আর সিকোয়েন্স গুলো-ও আরেন্টি স্যারের সময় থেকে ধার করা মনে হয়।
  • Arpan | ২০ নভেম্বর ২০১০ ০১:৩০ | 122.252.231.10
  • দ্রী না। দ্রি।
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০১:২৯ | 168.26.215.13
  • বিরোধীতা করতে হলে মুনশিয়ানার সাথে করতে হবে। ঃ)
  • Binary | ২০ নভেম্বর ২০১০ ০১:২৫ | 198.169.6.50
  • আমি দেখি না, তবে আমার ৫০-৫০ দ্যাখেন। আর আমায় কানে শুনতে হয়।

    কনসেপ্ট ভাল , তবে অনেকটাই আরটিফিশিয়াল সেটং লাগে আমার কাছে।
  • pi | ২০ নভেম্বর ২০১০ ০১:২১ | 128.231.22.87
  • আকাদার সাথে দুটি বিষয়েই দ্বিমত হলাম।

    গানের ওপারের কনসেপ্ট টা তো দিব্বি। আর সিরিয়াল টাও তো এমন কিছু মন্দ না, বরং গড়পড়তা সিরিয়ালের থেকে অনেক অনেক ই ভালো ( ডিঃ আমি প্রথম কয়েকখানি এপিসোড দেখিয়াছি মাত্র)। অন্ততঃ জননীর সাথে কোনোভাবেই তুলনায় আসেনা।
    আর চন্দ্রিলের লেখা ( বেশিরভাগ ই ) পড়ে বোঝা যায় তো !
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০১:১১ | 168.26.215.13
  • হ্যাঁ হ্যাঁ গানের ওপারে। হেব্বি দিয়েছে। উফ নির্মল হাস্যরস।
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০১:০৯ | 168.26.215.13
  • মুনশিয়ানা

    মুন্সীয়ানা

    এবারে বুঝলাম। এত খেয়েছি কি বলব। আজ আপিসে পটলাক ছিল। গরু নুরজাহান বানিয়েছিলাম, লোকে চেটেপুটে খেয়েছে। আমিও খেয়েছি অনেক। এখন চোখটা জড়িয়ে আসছে।

    বাইনারীদা কি খবর?
  • Binary | ২০ নভেম্বর ২০১০ ০১:০৯ | 198.169.6.50
  • *গানের ওপারে ?
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০১:০৬ | 168.26.215.13
  • না না অপ্পনের মেয়ে হল অদ্রীজা।
  • Abhyu | ২০ নভেম্বর ২০১০ ০১:০৬ | 80.221.2.104
  • পাই, ম্যাকে ক®¾ট্রাল-ভি কাজ করে না, অ্যাপল-ভি লাগাও ঃ)
  • Binary | ২০ নভেম্বর ২০১০ ০১:০১ | 198.169.6.50
  • ওএমজি,
    দিয়া মনে হয় অপ্পনের মেয়ে।
    -----
    আকা,
    মুনি + সেয়ানা ???

    GNO = আনের ওপারে ?
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০০:৫৮ | 168.26.215.13
  • কনসিসটেন্টলি ভালো লেখে এমন লেখক খুব কম। আমার চিন্তা ভাবনা গুলো খুব গোদা টাইপ। সূক্ষ চিন্তা ভাবনা আসে না। যেমন এই মুহূর্তে চন্দ্রিলের লেখার কথা মাথায় আসে। পড়তে ভালো লাগে, কিন্তু পড়ার পরে কিছু বোঝা যায় না। আবার পড়ে বোঝা যায় বক্তব্যর থেকে লেখার মুন্সীয়ানা বেশি হয়ে দাঁড়াল। তাই বোঝার চেষ্টা করছিলাম কোনটা মুন্সীয়ানা। অনেক লেখাই লজিকে জড়িয়ে যায় অথচ ভাষা টাষা বেশ দিব্যি, পড়তেও ভালো লাগে। সেটা কি মুন্সীয়ানা।
  • omg | ২০ নভেম্বর ২০১০ ০০:৪০ | 151.141.84.194
  • তারপরেও তার কিছু না ও পাওয়া যেতে পারে। মাসের পর মাস কোথাও ভুষিমালও বেরোতে বারে, পাঠক তাই ধরুন পড়ছে। হঠাৎ কোনো এক সংখ্যায় একটি লেখা জ্বলজ্বল করে ঊঠলো, এতটাই যে আলাদা করে সেটা মনে রয়ে গেল ২০ বছর পরেও। এসব সূক্ষ্ম ব্যাপার আরকি।
  • omg | ২০ নভেম্বর ২০১০ ০০:৩৭ | 151.141.84.194
  • আসলে আকাজী আপনি যদি কোনো সাহিত্য ফোরামে মডারেটর হন অথবা কোনো সাহিত্য পত্রিকায় নির্বাচন ও সম্পাদনার কাজে থাকেন তাহলে বুঝতে পারতেন লেখার মুনশিয়ানা আসলে ফুটে বেরোয়, কিন্তু তার জন্য তুলনা করার আরো লেখা থাকতে হবে, অসংখ্য লেখার ভীড়ে মাথা ভো ভো করছে, এই অবস্থায় মাত্র তিন চারটি লেখা নির্বাচন করতে হবে, কোনো একটা কিছু লাইফ লাইন তো ধরতে হবে নির্বাচকের!
  • Fevi | ২০ নভেম্বর ২০১০ ০০:৩৪ | 217.162.221.212
  • না না না। মুন শীয়া না। সুন্নী।
  • omg | ২০ নভেম্বর ২০১০ ০০:৩২ | 151.141.84.194
  • অথবা মুন শি আনা। চাঁদ আর চাঁদের বুড়িকে একসাথে আনা। ঃ-)
  • omg | ২০ নভেম্বর ২০১০ ০০:৩১ | 151.141.84.194
  • মুনশি আনা। ঃ-)
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০০:৩০ | 168.26.215.13
  • আমার মনে আছে। কিন্তু লেখা নেই। লেখার মুন্সীয়ানা ব্যপারটা আমাকে কেউ বুঝিয়ে দিলে ভালো হয়। যা দেখে একটা লেখা দেখেই বলে দেওয়া যায় অমুকের লেখায় মুন্সীয়ানা আছে।
  • omg | ২০ নভেম্বর ২০১০ ০০:২৫ | 151.141.84.194
  • পিসি সরকারের লেখাটা কারুর কাছে নেই? মনেও নেই? খুবই মুনশিয়ানার লেখা ছিলো।
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০০:১৯ | 168.26.215.13
  • কেউ GNO দেখেছেন? না দেখলে দেখে নিন। আহা বহুদিন বাদে হেব্বি সোপ নেমেছে বাজারে, এই জননীকেও হারাবে এই বলে দিলাম।
  • hjbrl | ২০ নভেম্বর ২০১০ ০০:১৭ | 151.141.84.194
  • থাক থাক বলতে হবে না, সে অন্য শেয়ালের কথা।
  • Fevi | ২০ নভেম্বর ২০১০ ০০:১৬ | 217.162.221.212
  • ক্‌গ্‌য়ানাও।
  • omg | ২০ নভেম্বর ২০১০ ০০:১৪ | 151.141.84.194
  • টই ফিরেছে। ঃ-)
  • pi | ২০ নভেম্বর ২০১০ ০০:১৪ | 128.231.22.87
  • হ্যাঁ, শেষমেশ হয়তো দেখা গেল ওমেগার ই মেয়ে। ঃ)
  • omg | ২০ নভেম্বর ২০১০ ০০:১৩ | 151.141.84.194
  • এ যে দেখি যগুদার কেস। নেতি নেতি পরীক্ষা!এর মেয়ে নয় ওর মেয়ে নয় তার মেয়ে নয় এই করতে করতে যে বাকী থাকবে তার মেয়ে!
  • Fevi | ২০ নভেম্বর ২০১০ ০০:০৭ | 217.162.221.212
  • দিয়া? আমার মেয়ে নয়। হ'লে মন্দ হতনা যদিও।
  • omg | ২০ নভেম্বর ২০১০ ০০:০৬ | 151.141.84.194
  • এই যে যাদুকর পিসিসরকার---এনার কিশোরসাহিত্য কেউ পড়েছেন? আমার বহুকাল আগের পুরানো আনন্দমেলার একটা নাটকের কথা মনে পড়ছে, খুব ভালো ছিলো লেখাটা। সেই যে অত্যাচারী পশুরাজ প্রজাদের টাকাকড়ি গাপ করে রামধনু-প্রাসাদে পালানোর তাল করছে, মনে আছে কারুর? কারুর কাছে আছে ওটা? থাকলে স্ক্যান করুন না।
  • pi | ২০ নভেম্বর ২০১০ ০০:০৪ | 128.231.22.87
  • পাইয়ের মাইয়া নয়। এইটুকুন কইতে পারি।

    ওদিকে আমি Zzzz র দেওয়া খবরগুলো পড়ে মিডিয়া মায়া বলে একখানি টই খুলতে যাচ্ছিলুম। সে টাইপ করতে না করতেই টই ই মায়া ! কম্পুর উপর আমার ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা টা ফিরে এসেছে বলে মনে হচ্ছে।
  • aka | ২০ নভেম্বর ২০১০ ০০:০২ | 168.26.215.13
  • হ্যাঁ হ্যাঁ দিয়া কার মেয়ে?
  • omg | ২০ নভেম্বর ২০১০ ০০:০০ | 151.141.84.194
  • আমারে কেউ কইলো না দিয়া কার মেয়ে। পাইয়ের মেয়ে? ফরিদার মেয়ে? নাকি আর কারুর?
  • aka | ১৯ নভেম্বর ২০১০ ২৩:৫৯ | 168.26.215.13
  • না না ওটা হল মায়া। মায়ার খেলা, মায়ার ছায়া।
  • omg | ১৯ নভেম্বর ২০১০ ২৩:৫৯ | 151.141.84.194
  • পি সি সরকার এসেছিলো। ভ্যানিশ করে দিয়েছে। ঃ-)
  • pi | ১৯ নভেম্বর ২০১০ ২৩:৫৫ | 128.231.22.87
  • টইগুলো কে কেউ ফেয়ার অ্যান্ড লাভলী মাখিয়ে দিয়েছে।
  • aka | ১৯ নভেম্বর ২০১০ ২৩:৫৪ | 168.26.215.13
  • সাদা টই
    আহা টই
    ঘেঁটে দই
    সব টই
  • Sudipta | ১৯ নভেম্বর ২০১০ ২১:৪২ | 115.187.32.124
  • ক্লুলেস ৬ কেউ করছে না? কোনো টই খুল্লো না তো কেউ!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত